Pabna'r Khadok-পাবনার খাদক

Pabna'r Khadok-পাবনার খাদক ১০০% হালাল খাবার নিয়ে ভিডিও তৈরি করে থাকি.আপনাদের মধ্যে কেও Food Challenge করতে চাইলে ইনবক্সে আসবেন।
(2)

18/03/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

মজার মজার খাবার খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে খুব শীগ্রই আসছে Pabna'r Khadok-পাবনার খাদক। সবাইকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ করা ...
07/09/2022

মজার মজার খাবার খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে খুব শীগ্রই আসছে Pabna'r Khadok-পাবনার খাদক।
সবাইকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ করা হলো

 #দাড়ি_পুরুষত্বের_প্রতীক। পৃথিবীর সকল নবী-রাসূলগণের দাড়ি ছিলো। দাড়ি পুরুষের চেহারার সৌন্দর্য বর্ধন করে এবং পুরুষকে আরো স...
16/03/2021

#দাড়ি_পুরুষত্বের_প্রতীক। পৃথিবীর সকল নবী-রাসূলগণের দাড়ি ছিলো। দাড়ি পুরুষের চেহারার সৌন্দর্য বর্ধন করে এবং পুরুষকে আরো স্মার্ট করে তোলে। আমি আমার রাসূল (সা)-কে ভালোবেসে ও অনুসরণ করে দাড়ি রাখি।

♦️দাড়ি রাখার উপকারিতাঃ
--------------------------------------

◾পুরুষদের মধ্যে যাদের ধুলো ময়লা এবং রোদে অ্যালার্জি রয়েছে তাদের জন্য দাড়ি রাখা অনেক উপকারী। এতে করে মুখের ত্বক সরাসরি ধুলো-বালি এবং রোদের সংস্পর্শে আসে না। সুতরাং অ্যালার্জি সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

◾অনেকের ত্বক খুব সেনসিটিভ হয়ে থাকে। তারা যদি বারবার শেভ করেন তাহলে ত্বকের সেনসিটিভিটির কারণে শেভিং র‍্যাশের সৃষ্টি হয়। দাড়ি রাখার অভ্যাস এই সমস্যা থেকে মুক্তি দেবে।

◾সরাসরি রোদ ত্বকে লাগা, শেভ করার সময় ও শেভ করার পর নানা ধরণের কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করা ইত্যাদি স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। তাই পুরুষদের ক্ষেত্রে ডারম্যাটোলজিস্টগণ স্কিন ক্যান্সার থেকে রক্ষা পেতে দাড়ি রাখার পরামর্শ দিয়ে থাকেন।

◾পুরুষের ত্বকেও ব্রণ ওঠে থাকে। শেভ করার প্রোডাক্ট ও ধুলো-বালি এই সমস্যা আরও বাড়িয়ে তোলে। যারা দাড়ি রাখেন তারা নিয়মিত দাড়ির যত্ন নিলে এই ধরণের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খুব সহজেই।

◾যারা দাড়ি রাখেন তাদের ত্বকে বয়সের ছাপ ধীরে পড়ে। ডারম্যাটোলজিস্ট ডঃ অ্যাডাম ফ্রাইডম্যান বলেন, ‘মুখের ত্বক দাড়ি দিয়ে ঢাকা থাকার ফলে সূর্যের আলোর মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব হয়। এতে ত্বকের ক্ষতি কম হয়, রিংকেল পড়ে অনেক দেরিতে। সুতরাং ত্বকে বয়সের ছাপ পড়তে দেরি হয়’।

দাড়ি রাখা পুরুষের জন্য লজ্জা নয়,বরং এটি অত্যন্ত সম্মানের ব্যাপার। তাই আড়ং-এর পণ্য বয়কট করার পাশাপাশি প্রতিবাদ হিসেবে সকল ভাইয়েরা দাড়ি রেখে দিন।

©️ হ্যা! আপনিও এই লেখাটি কপি করে প্রতিবাদে অংশগ্রহণ করতে পারেন।

 #লিখিত_ডকোমেন্টস_কেন_দরকার ? একজন যাত্রী ট্রেনের এসি কামরায় একাকী যাচ্ছিলেন। কিছুক্ষণ পরে এক সুন্দরী আসলেন এবং অপর পাশ...
24/11/2020

#লিখিত_ডকোমেন্টস_কেন_দরকার ?
একজন যাত্রী ট্রেনের এসি কামরায় একাকী যাচ্ছিলেন। কিছুক্ষণ পরে এক সুন্দরী আসলেন এবং অপর পাশে বসে পড়লেন।
আর তা দেখে পুরুষ যাত্রী মহাখুশি। দীর্ঘ যাত্রায় এরকম একজন সঙ্গী পেতে কার না ভাল লাগে। আর সে যদি হয় কোন সুন্দরী, তবে তো আর কথায় নেই!
সুন্দরী এবার পুরুষের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন আর পুরুষের মনে হল তিনি একটি হার্টবিট মিস করলেন।
কিছুসময় পরে সুন্দরীটি অপর পাশ থেকে উঠে এসে একেবারে তার পাশে গা ঘেষে বসলেন। আর এদিকে খুশিতে পুরুষ যাত্রীর তো হার্ট এটাক করার দশা!
সুন্দরী এবার তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বললো -"তোমার মানিব্যাগ, মোবাইল,টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও। না হলে আমি এখন ডেকে লোক জড়ো করব, সবাই তোমাকে গণধোলাই দিবে! "
পুরুষ যাত্রী এমন ভাব দেখালেন যেন তিনি কিছুই শুনতে পাননি। তিনি হাত দিয়ে ইশারায় বুঝাতে চাইলেন, তিনি বধির, তাই কানে শুনতে পান না।
"যদি কিছু বলতে চান, তবে তা এই কাগজে লিখে দিন।" এই কথা ইশারার মাধ্যমে বুঝালেন। অত:পর পকেট থেকে তিনি এক টুকরো কাগজ বের করে দিলেন।
সুন্দরী এবার কাগজের উপর আগের কথাগুলো লিখলেন। পুরুষ যাত্রী এবার কাগজটি নিয়ে পকেটে রেখে দিলন এবং হাসতে হাসতে বললেন -" এবার তুমি না আমি চিৎকার দিয়ে পুলিশ ডাকব। ছিনতাইয়ের অপচেষ্টার দায়ে তোমাকে ধরিয়ে দিব। "
গল্পটির মূল বার্তা হল লিখিত প্রমাণ হাতে রাখা খুবই জরুরী।

আমি Md Anamul Haque Jony
অনার অফ Jony Shop BD

Address

Chashara
Narayanganj
1400

Telephone

+8801911480017

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pabna'r Khadok-পাবনার খাদক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pabna'r Khadok-পাবনার খাদক:

Videos

Share

Category


Other Video Creators in Narayanganj

Show All

You may also like