AyeSha's Artistry

AyeSha's Artistry Assalamu Alaikum dear visitors. if you are interested in many handicrafts, then this page is for u ❤
(3)

27/12/2024

বুইড়া জুতাকে জোয়ান জুতাতে Transfer করার টিউটোরিয়াল 🫣😜

আজকে আমার মন ভালোনেই😔কারনে-অকারনে মন খারাপ হওয়ার কারন কি🙄
27/12/2024

আজকে আমার মন ভালোনেই😔
কারনে-অকারনে মন খারাপ হওয়ার কারন কি🙄

26/12/2024

কাঁথা সেলাই দিয়ে ৫টি সহজ বর্ডারলাইন😍।
যারা কঠিন সেলাই গুলো পারেননা তারা চাইলে শুধুমাত্র এই বর্ডারলাইনগুলো দিয়েই জামা,ওড়না অথবা ব্লাউজ এর পিসে হাতের কাজ করে দেখতে পারেন,অনেক ভালো লাগে😊

এখনো কাজ শেষ করিনি, তাতেই আমি এর প্রেমে পড়ে গেছি 🥹
26/12/2024

এখনো কাজ শেষ করিনি, তাতেই আমি এর প্রেমে পড়ে গেছি 🥹

তুমি টুলটুলে বনফুলে মধু খাও,মোর বন্ধু হয়ে সেই মধু দাও 🦋
25/12/2024

তুমি টুলটুলে বনফুলে মধু খাও,
মোর বন্ধু হয়ে সেই মধু দাও 🦋

শিক্ষনীয় কন্টেন্ট এ ভিউস হয়না বললেই চলে আর পার্সোনাল ব্লগগুলো ছাড়তে না ছাড়তেই মিলিয়ন ভিউস। কারন আমরা ঘরের চেয়ে পরের খবর ...
24/12/2024

শিক্ষনীয় কন্টেন্ট এ ভিউস হয়না বললেই চলে আর পার্সোনাল ব্লগগুলো ছাড়তে না ছাড়তেই মিলিয়ন ভিউস। কারন আমরা ঘরের চেয়ে পরের খবর রাখতে বেশি পছন্দ করি🥱। আমিও ব্লগিং শুরু করবো নাকি গাইস?😁

বুইড়া জুতাকে ইকটুখানি জোয়ান জুতা বানানোর চেষ্টা 🫣🤣
23/12/2024

বুইড়া জুতাকে ইকটুখানি জোয়ান জুতা বানানোর চেষ্টা 🫣🤣

স্বামীকে বলেছিলাম ২ কালার সেড করা লাচ্ছি সুতা আনতে।  একটা (বাসন্তী + কমলা) আরেকটা (সাদা+ গোলাপি)লে আমার স্বামী লাচ্ছি সু...
22/12/2024

স্বামীকে বলেছিলাম ২ কালার সেড করা লাচ্ছি সুতা আনতে। একটা (বাসন্তী + কমলা) আরেকটা (সাদা+ গোলাপি)

লে আমার স্বামী লাচ্ছি সুতা এনেছে🙄🙄

কাঁথা সেলাই দিয়ে খুব সহজ কিছু বর্ডারলাইন। ❤️চাইলে আপনিও করে দেখতে পারেন।😍
22/12/2024

কাঁথা সেলাই দিয়ে খুব সহজ কিছু বর্ডারলাইন। ❤️
চাইলে আপনিও করে দেখতে পারেন।😍

20/12/2024

কুশিকাটার কাজ A to Z। কুশিকাটার সকল কাজ একসাথে একটি ভিডিওতে😍।এই ভিডিওকে কয়েকটি ভাগ করে আগে শেয়ার করেছিলাম। আজ একসাথে সবগুলো পর্ব শেয়ার করলাম। আশাকরছি আপনাদের উপকারে আসবে।

19/12/2024

উপকারী ভিডিও 😊

18/12/2024

টিউটোরিয়াল দেন দেন করে পাগল করে ফেলেন, দিলে আর দেখেন না হুহ😏😏

16/12/2024

৪ দিন যাবত পেইজে আসা হয়না,ভিডিও দেওয়া হয়না। আজ পেইজে এসেই দেখি এই ভিডিওতে ১ মিলিয়ন ভিউজ 😍। ধন্যবাদ সবাইকে❤️

11/12/2024

হাতের কাজ করার জন্য ২০ টি ব্যাসিক সেলাই।😊
যারা হ্যান্ড এম্ব্রয়ডারি শিখতে চান। তাদের জন্য ব্যাসিক কতগুলো সেলাই নিয়ে আমার আজকের ভিডিও। আশাকরছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে।

পাতাবিহীন এক গাছ।❤️যদিও এখনো শেষ হয়নি তাও শেয়ার করলাম।স্প্লিট সেলাই এবং ফ্রেইঞ্চ নট দিয়ে করেছি..
10/12/2024

পাতাবিহীন এক গাছ।❤️
যদিও এখনো শেষ হয়নি তাও শেয়ার করলাম।
স্প্লিট সেলাই এবং ফ্রেইঞ্চ নট দিয়ে করেছি..

তার সাথে ভালোবাসা এবং খুনসুটির ২ বছর😇। আজ আমাদের ২য় বিবাহবার্ষিকী। সবাই আমাদের জন্য দোয়া করবেন।😊
09/12/2024

তার সাথে ভালোবাসা এবং খুনসুটির ২ বছর😇।

আজ আমাদের ২য় বিবাহবার্ষিকী। সবাই আমাদের জন্য দোয়া করবেন।😊

05/12/2024

পাঞ্জাবি ড্রয়িং এবং সেলাইয়ের সম্পুর্ন ভিডিও। পাঞ্জাবি টি গুজরাটি সেলাই দিয়ে করেছি। যারা গুজরাটি সেলাই শিখতে চান তারা চাইলে ভিডিওটি দেখতে পারেন।

যারা হাতের কাজের কদর করতে জানেনা, তাদেরকে ভুলেও  নিজের হাতে তৈরি কোন কিছু উপহার দিতে যাবেন না!❌ কারন তারা শুধু দেখবে সেই...
03/12/2024

যারা হাতের কাজের কদর করতে জানেনা, তাদেরকে ভুলেও নিজের হাতে তৈরি কোন কিছু উপহার দিতে যাবেন না!❌ কারন তারা শুধু দেখবে সেই জিনিসটা বানাতে আপনার কত টাকা খরচ হয়েছে? আপনার ভালোবাসা, শ্রম এবং সময়ের মুল্য তারা বুঝবে না🥱

Address

Narajanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when AyeSha's Artistry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category