A R Hossain Hridoy

A R Hossain Hridoy Talk about life goals! I teach ICT & Computer Programming online but I research more on optimism & h

09/02/2024

কিভাবে মাত্র ১মিনিটে নিজের উদ্যোগ সবার সামনে ইন্ট্রোডিউজ করবা

21/06/2023

সবচেয়ে সেরা ডিজিটাল স্কিল শিখে অনলাইনে কাজ করা শুরু করুন কোর্স নিয়ে বিস্তারিত জানতে ও জয়েন করতে ভিজিট করুন - https://www.fac...

আমার এই ভিডিওটিতে আমি আলাপ করেছি এখনকার সময়ের সবচেয়ে সেরা একটি ডিজিটাল স্কিল "ওপেনএআই চ্যাট জিপিটি ডেভেলপমেন্ট" নিয়ে । ফ...
20/06/2023

আমার এই ভিডিওটিতে আমি আলাপ করেছি এখনকার সময়ের সবচেয়ে সেরা একটি ডিজিটাল স্কিল "ওপেনএআই চ্যাট জিপিটি ডেভেলপমেন্ট" নিয়ে ।

ফাইবার, আপওয়ার্ক ভিজিট করলেই এখন দেখতে পাবেন সেখানে ওপেনএআই কিংবা চ্যাট জিপিটি এপ্লিকেশন তৈরি করার কত কাজ । আর এই কাজগুলো এখন আপনি করে দিয়ে আয় করতে পারেন ঘরে বসেই ।

ভাল আয় করতে চাই ভালো স্কিল আর ভালো স্কিল হচ্ছে সেটাই যার বাজার চাহিদা আছে । অর্থাৎ, সবাই কাজ করানোর জন্য লোক খুজছে ক...

NFT বা Non Fungible Token নিয়ে আপনার জানাটা খুবই জরুরি আর এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আমার এই ভিডিও থেকেই ।
01/04/2022

NFT বা Non Fungible Token নিয়ে আপনার জানাটা খুবই জরুরি আর এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আমার এই ভিডিও থেকেই ।

সম্পুর্ন ভিডিও যারা যারা দেখবেন শুধুমাত্র তারাই আবিষ্কার করতে পারবেন এই ভিডিওটিতে আপনার জন্য রয়েছে এমন একটি ফাট....

28/03/2022

NFT কি আসলেই রিয়েল নাকি, এটা হতে যাচ্ছে ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে বড় স্ক্যাম! NFT স্ক্যাম থেকে কিভাবে নিজেদের দূরে রাখবো? কিভাবে বুঝবো একটা NFT আমার জন্যে লাভজনক হতে পারে । যদি NFT রিয়েল কিছু হয় তাহলে কিভাবে আমরা নিজেরা NFT তৈরি করতে এবং তা বিক্রি করতে পারি বা NFT কিনে কিভাবে লাভবান হতে পারি ।

সম্পুর্ন ভিডিও যারা যারা দেখবেন শুধুমাত্র তারাই আবিষ্কার করতে পারবেন এই ভিডিওটিতে আপনার জন্য রয়েছে এমন একটি ফাটাফাটি গিফট যার ভ্যালু শুধু বাড়তেই থাকবে এমনকি এর ভ্যালু ছাড়িয়ে যেতে পারে আপনার সারা জীবনের আয়ের সমান অর্থ । তবে এর জন্যে শুধুমাত্র ভিডিওটা দেখতে হবে ।

আমার ইউটিউব চ্যানেল https://www.youtube.com/channel/UCnLfNS5TAwzS1p8LFwiydCQ

NFT Explained Video Bangla

27/02/2022

২০১৪ সালে ইংরেজি বিষয়ের নানান টপিকসের উপর ভিডিও তৈরি করে তা নিজের YouTube চ্যানেলে আপলোড করতেন Ayman Sadiq । এরপর ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন 10 minute school

২০২১ সালে সিকোয়া ক্যাপিটাল ইন্ডিয়ার কাছে ১০% শেয়ারের বিনিময়ে টেন মিনিট স্কুল ১৭ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। ফলে আয়মান সাদিকের টেন মিনিট স্কুলের এখনকার মূল্য দাঁড়িয়েছে ১৭০ কোটি টাকা ।

কিভাবে আয়মান সাদিক তার টেন মিনিট স্কুল শুরু করেছিলেন এবং মাত্র ৭ বছরে আজকের এই যায়গায় আসলেন সেসব তথ্য থাকছে এই ভিডিওতে ।

ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক বাটনে একটি ক্লিক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ।

26/02/2022

ইউক্রেনীয় সেনাদের দ্বারা ধ্বংস করা অনেক রাশিয়ান গাড়ির একটি ভিডিও

দ্যা কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট নিউজের সংবাদ অনুযায়ী আজকে পর্যন্ত ইউক্রেনের প্রতিরোধে রাশিয়া তাদের ১০২টি ট্যাংক, ৫৩৬টি আস্র সজ্জিত গাড়ি এবং ৩৫০০ এর মত রুশ সেনা হারিয়েছে ।

26/02/2022

ইউক্রেনীয়রা কিইভের উপকণ্ঠে ইম্প্রোভাইজড রোডব্লকগুলিতে মলোটভ ককটেল দিয়ে রাশিয়ান মোটরচালিত পদাতিক বাহিনীকে ধ্বংস করছে

25/02/2022

বিশেষ সতর্কীকরনঃ
অনুগ্রহ করে শিশু এবং দুর্বল চিত্তের কেউ দেখবেন না ।

খেরসন অঞ্চল। ওলেশকির অধীনে, রাশিয়ান সাঁজোয়া যান এবং মৃত সৈন্যরা ।

24/02/2022

রাশিয়ানরা পুতিনের নিজ শহরে যুদ্ধের নিন্দা করছে।

24/02/2022

সম্ভবত, তারা বিমানবন্দর দখলে নেওয়ার চেষ্টা করছে যাতে রাশিয়া দ্রুত BMD সাঁজোয়া যান সহ যান্ত্রিক VDV বিমান বাহিনী আনতে শুরু করতে পারে, যা দ্রুত ইউক্রেনের রাজধানী কিয়েভকে হুমকি দিতে পারে।

08/02/2022

ঘরে বসেই শিখুন সেরা ৭ স্কিলস 💰 আয় করুন মাসে ১ লাখ টাকা 💯 যে কেউ শিখতে পারবে :)

🔥 দেখে নিন ২০২২ সালের সেরা ৭টি স্কিল
শিখে নিয়ে ঘরে বসে আয় করুন লাখ টাকা 💰

আশা করছি এই ভিডিওর কনটেন্ট আপনার এবং আপনার বন্ধুদের কাজে আসবে ❤️ ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং কমেন্টস করে আপনার মতামত জানান ।

ইউটিউবে আমি- https://www.youtube.com/channel/UCnLfNS5TAwzS1p8LFwiydCQ

১৯৯২ সালে স্নো ক্রাশ নামের একটা বইতে প্রথম মেটাভার্স শব্দটা ব্যবহার করা হয় । সেই থেকে শুরু মেটাভার্সের কাল্পনিক দুনিয়াকে...
08/02/2022

১৯৯২ সালে স্নো ক্রাশ নামের একটা বইতে প্রথম মেটাভার্স শব্দটা ব্যবহার করা হয় । সেই থেকে শুরু মেটাভার্সের কাল্পনিক দুনিয়াকে বাস্তব রুপ দেওয়ার । আর সেই ধারাবাহিকতায় মেটাভার্স এখন অনেকটাই বাস্তব । আসছে দিনগুলোতে তাই মেটাভার্স আমাদের জীবনকে প্রভাবিত করবে এবং আমাদের অনেক কিছু মেটাভার্সের কারনে আমূল বদলে যাবে । এই সকল বিষয় নিয়ে পরিষ্কার একটি ধারনা পাবেন মেটাভার্স নিয়ে এই ভিডিওটিতে ।

মেটাভার্স এখন বাস্তব! এটা আমাদের আগামী দিনগুলো বদলে দিবে। মেটাভার্স দুনিয়ায় আমাদের কাজের ধরন, পরস্পরের সাথে যোগা...

04/02/2022

আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন এবং আয় করে সরাসরি ব্যাঙ্কে টাকা নিয়ে আসেন, তাহলে আপনি ৪% টাকা বেশি পাবেন।

- কারণ ৪% কম কথা না। তবে আপনাকে আয় করতে হবে ৫৫টা লিস্টেড মার্কেটপ্লেস গুলোর কোন একটা থেকে

এখন এই নতুন নিয়মে আপনার আমার মত সাধারণ ফ্রিল্যান্সাররা ৪% এর বেনেফিট টা পাবে।

এই মুহুর্তে বাংলাদেশে ফ্রিল্যান্সার রা বছরে প্রায় ৮৫০ কোটি টাকার মত আনে বিদেশ থেকে।

ওভার অল ডিসিশন টা আমার ভাল মনে হয়েছে - ফ্রিল্যান্সার রা ব্যাঙ্কে সরাসরি টাকা আনতে আগ্রহী হবে, আরো নতুন কিছু মানুষ আগ্রহী হবে ফ্রিল্যান্সিং টাইপ জিনিসে - ২টাই ভাল ব্যপার।

আপনাদের এমনিতে কি মনে হয়? ব্যপার টা কি ভাল হল? আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং আগে পেওনিয়ার বা অন্য কোন উপায়ে টাকা এনে থাকতেন, আপনি কি এখন সরাসরি ব্যাঙ্কে আনবেন?

মেটাভার্সের নতুন দুনিয়া নিয়ে আপনাদের ভাবনাগুলো শেয়ার করুন আমাদের সাথে । মেটাভার্স কিভাবে আমাদের কাজের ধরনকে বদলে দিতে পা...
04/02/2022

মেটাভার্সের নতুন দুনিয়া নিয়ে আপনাদের ভাবনাগুলো শেয়ার করুন আমাদের সাথে । মেটাভার্স কিভাবে আমাদের কাজের ধরনকে বদলে দিতে পারে বলে আপনি মনে করেন ?

01/02/2022

আমাদের পেইজের ১ম ভিডিও - মেটাভার্স নিয়ে

মেটাভার্স এখন বাস্তব । আজকের এই ভিডিওটিতে আমি খুব সহজ ভাষায় মেটাভার্স নিয়ে বলার চেষ্টা করেছি । এখান থেকে আপনি মেটাভার্স সম্পর্কে প্রাথমিক ধারনাগুলো পেয়ে যাবেন ।

মেটাভার্স নিয়ে আমাদের ভিডিওটি এই পেইজ থেকে পাবলিশ হবে আজ রাত ৯ঃ০০ টায় ইনশাআল্লাহ্
01/02/2022

মেটাভার্স নিয়ে আমাদের ভিডিওটি এই পেইজ থেকে পাবলিশ হবে আজ রাত ৯ঃ০০ টায় ইনশাআল্লাহ্

এটা লেটেস্ট BMW M240i । ২০২১ এর নবেম্বরে লঞ্চ করা হইছে, ব্র্যান্ড নিউ এই বিএমডব্লিউ কার । গাড়ীটি কিনতে আপনাকে খরচ করতে হ...
24/01/2022

এটা লেটেস্ট BMW M240i । ২০২১ এর নবেম্বরে লঞ্চ করা হইছে, ব্র্যান্ড নিউ এই বিএমডব্লিউ কার । গাড়ীটি কিনতে আপনাকে খরচ করতে হবে ১১০০ ক্রেডিটস বা প্রায় ১০ ইউএস ডলার। জ্বী আপনি ঠিকই পড়েছেন মাত্র ১০ ইউএস ডলার । এত দামী গাড়ি আপনি কিন্তু রাস্তায় চালাতে পারবেন না; কারন গাড়ীটি লঞ্চ করা হয়েছে "রকেট লিগ"এ । অর্থাৎ একটি গেইমসের মধ্যে ।

আর গেইমসের ভিতর গাড়ীটি নিয়ে খেলতে খেলতে আপনার যদি ইচ্ছে হয় রাস্তায় গাড়িটি নিয়ে বের হবেন, তাহলে কিনতে আপনাকে খরচ করতে হবে $৫০,০০০ ডলারের মত ।

এখানে চিন্তা করার বিষয় হচ্ছে কেন একটি ব্র্যান্ড তাদের ব্র্যান্ড নিউ প্রোডাক্ট বাস্তবে লঞ্চ না করে ভার্চুয়াল ওয়ার্ল্ডে লঞ্চ করছে ?

তামিলনাড়ুর এই দম্পতি 'দীনেশ এস পি এবং জনগানন্ধিনী রামস্বামী' ফেব্রুয়ারিতে মেটাভার্সে তাদের বিবাহ সংবর্ধনা আয়োজন করবে।...
22/01/2022

তামিলনাড়ুর এই দম্পতি 'দীনেশ এস পি এবং জনগানন্ধিনী রামস্বামী' ফেব্রুয়ারিতে মেটাভার্সে তাদের বিবাহ সংবর্ধনা আয়োজন করবে। সেখানে থাকবে হ্যারি পটার থিম, অর্থাৎ হ্যারী পটার সিরিজের হগওয়ার্টস থিম রিলেটেড সবকিছু সাজানো হবে।

এটি হতে যাচ্ছে ভারতে মেটাভার্সে আয়োযিত প্রথম কোন বিবাহ উত্তর সংবর্ধনা অনুষ্ঠান । তারা তাদের গ্রাম শিবলিঙ্গপুরমে বিবাহ করবেন, তবে একটি ভার্চুয়াল ভেন্যুতে একটি ডিজিটাল অভ্যর্থনা হোস্ট করবেন যেখানে তারা বিশ্বজুড়ে বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে যোগ দেবেন।

কনের বাবা গত এপ্রিলে মারা গেছেন কিন্তু দীনেশ রিসেপশনে তার ডিজিটাল অবতার রাখার পরিকল্পনা করেছেন। দীনেশ কার্যত কনের বাবাকে আনতে এবং তাকে অনুষ্ঠানের একটি অংশ করার পরিকল্পনা করছে। কনের বাবা সেখানে 3D অবতার হিসেবে থাকবেন, মেটাভার্সে তাদের আশীর্বাদ করবে।

লোকেরা ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করবে তারা সবাই একটি অবতার (কার্টুনের মত অবয়ব) সিলেক্ট করতে পারবে । এই দম্পতি, তাদের পরিবারের সদস্য এবং বন্ধুদের অবতার ইতিমধ্যে ডিজাইন করা হয়ে গেছে।

দম্পতির ভিডিও স্ট্রিমিং হবে, অতিথিরা একে অপরের সাথে কথা বলতে পারবেন।

মেটাভার্স মানেই ফেইজবুক মেটা না । যেমন ইন্টারনেট কোম্পানী মানেই গুগল না । আপনার আমার ছোট অনলাইন শপ, ব্লগ কিংবা এজেন্সি ও...
22/01/2022

মেটাভার্স মানেই ফেইজবুক মেটা না । যেমন ইন্টারনেট কোম্পানী মানেই গুগল না । আপনার আমার ছোট অনলাইন শপ, ব্লগ কিংবা এজেন্সি ওয়েব সাইটটিও এখন যেমন একটি ইন্টারনেট কোম্পানী ঠিক তেমন এইগুলোও হতে পারে আগামী দিনের মেটাভার্স কোম্পানী । মেটাভার্স হচ্ছে একটা টার্ম ঠিক যেমন ইন্টারনেট একটি টার্ম । তাহলে আমরা বলতে পারি মেটাভার্স হচ্ছে নতুন ইন্টারনেট ।
এখন এই নতুন এন্টারনেট বা মেটাভার্সের দুনিয়ায় নিজের প্রতিষ্ঠানকে নিয়ে যেতে চাইলে শুরুতেই যেটা করতে হবে বর্তমান ইন্টার্নেট দুনিয়ায় নিজের প্রেজেন্স ঠিক রাখতে হবে । যারা একটি ইন্টারনেট কোম্পানী হিসেবে এখন ভালো করছেন তারা মেটাভার্সের দুনিয়ায়ও ভালো করবে এটা আশা রাখা যায় কিন্তু একেবারে হুট করে মেটাভার্সে আপনি বা আপনার কোম্পানী কিছু করে ফেলতে পারবে এটা সম্ভব নাও হতে পারে ।
তবে, মেটাভার্সের আরো একটা ভার্সন হচ্ছে ফেইজবুক মেটাভার্স অর্থা একটা মেটাভার্স প্লাটফর্ম । এইরকম আরো অনেক মেটাভার্স প্লাটফর্ম হবে/হচ্ছে । অনেকের জন্যেই ভালো এবং সহজ হবে সে সকল প্লাটফর্মগুলোতে নিজের/নিজের প্রতিষ্ঠানের অবস্থান তৈরি করে নেওয়া ।

কল অফ ডিউটি, ক্যান্ডি ক্রাশ, ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট, ওভার ওয়াচ বিশ্বখ্যাত এই সব গেমগুলো বানিয়েছে  দুনিয়ার সবচেয়ে বড় গেমি...
20/01/2022

কল অফ ডিউটি, ক্যান্ডি ক্রাশ, ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট, ওভার ওয়াচ বিশ্বখ্যাত এই সব গেমগুলো বানিয়েছে দুনিয়ার সবচেয়ে বড় গেমিং কোম্পানি গুলোর একটা - নাম হচ্ছে একটিভিশন -

মাইক্রোসফট এক্টিভিশন কে কিনে নিচ্ছে এবং কেনার জন্য খরচ হচ্ছে ৬৮.৭ বিলিয়ন ডলার- বাংলাদেশী টাকায় প্রায় 5907,7067340 পাঁচ হাজার নয়শত সাত কোটি টাকারও বেশী । এত দামে কোন গেমিং কোম্পানি বিক্রি তো দূরের কথা - আগে কোনদিন কোন টেক কোম্পানি আরেকটা টেক কোম্পানি কে কিনে নাই এত টাকা দিয়ে।

কি মনে হয়? মাইক্রোসফট এর এবারের এই কেনা কাটা কি সফল হবে? নাকি স্কাইপ বা নোকিয়ার মত হবে এবারের কাহিনী?

18/01/2022
18/01/2022
18/01/2022

আমাদের দেশের স্টার্ট আপ প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে বড় হচ্ছে এবং অনেকেই স্টার্টআপে আগ্রহী । দেশী-বিদেশী স্টার্টআপ নিয়ে বিজনেস কেইস স্টাডি রিলেটেড কনটেন্ট তৈরি ও পাবলিশ করার জন্য এই পেইজটি তৈরি করেছি ।

Address

1/9B Wilson Road, Nabiganj
Narayandia
1410

Alerts

Be the first to know and let us send you an email when A R Hossain Hridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Narayandia

Show All