College Freaks

College Freaks This page is just for fun!

27/12/2024

সম্মানিত আপুসমাজ
এই এক "হুন্তে রোজ তেনু চান্দে ফান্দে মান্দে" কি না কি কয়।
এই গানটা এবার বন্ধ করেন, পাগল হইয়া গেছি 😭

বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান। মাওয়া টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টা...
27/12/2024

বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান।

মাওয়া টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টাকা দিবো।’

বাবা সন্তানের হাতে টাকা দেয়!

ঠিক তখনই পেছন থেকে ছুটে আসা দ্রুত গতির বাস সবকিছু স্তব্ধ করে দেয়।

কাকতালীয় ভাবে ঐ বাবা বেঁচে গেলেও, তার চোখের সামনে মারা যায় স্ত্রী আর সন্তান।

ভদ্রলোক ঘটনার বিবরণ দিতে গিয়ে থেমে থেমে বললেন,

‘আমি তাকিয়ে দেখি আমার সন্তানের মাথার উপর দিয়ে বাসের চাকা চলে গেছে। আমার সন্তানের চোখ বেরিয়ে এসেছে , আর আমার বিবিকে চাকার সাথে বিঁধে টেনে নিয়ে গেছে।’ 😢😢

- সংগৃহীত

Mizanur Rahman Azhari অনেক দিন পর ❤️
27/12/2024

Mizanur Rahman Azhari অনেক দিন পর ❤️

27/12/2024

Mizanur Rahman Azhari এর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ,
এতো সিম একসাথে থাকায় ইন্টারনেট কাজ করছে না

27/12/2024

এই ঘৃণ্য সংস্কৃতি আমাদের নয়

থার্টি ফার্স্ট নাইট পৃথিবীর বুকে এক কালো অধ্যায়ের নাম। এই রাতকে কেন্দ্র করে পুরো বিশ্ব যেনো পাপাচারের এক অশ্লীল জগতে প্রবেশ করে। রাত ১২ টা বেজে উঠার সাথে সাথে আতশবাজির বিকট আওয়াজে কেঁপে উঠে পুরো দেশ। মুহূর্তেই ভুলে যায়, আশেপাশে থাকা অসুস্থ মানুষগুলোর কথা। ২০২২ সালে আতশবাজির বিকট আওয়াজে প্রাণ হারায় চার মাস বয়সী ছোট্ট শিশু উমায়ের। ফানুস উড়াতে গিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিকান্ডের ঘটনা নতুন নয়। অসংখ্য অগনিত পাখি ঝাঁকে ঝাঁকে মরে পড়ে থাকে রাস্তায় রাস্তায়। কে নেবে এর দায়? গল্পটা এখানেই শেষ নয়, সেই সাথে শুরু হয় বিয়ার, হুইস্কি, ফেন্সিডিল, আফিম, হেরোইন, ইয়াবা, গাজাসহ বিভিন্ন মাদক দ্রব্য সেবনের মহা উৎসব। বিভিন্ন ক্লাব ও দেশের অভিজাত হোটেলগুলোতে চলে নিষিদ্ধ পল্লির নগ্ন মহড়া। উঠতি বয়সের তথাকথিত বহু আধুনিক তরুণ- তরুণীরা লিপ্ত থাকে অবৈধ কর্মকান্ডে। 'জাস্ট ইনজয়' করতে গিয়ে সম্ভ্রান্ত ঘরের অনেক তরুণী নেশায় বুঁদ হয়ে সম্ভ্রম বিলিয়ে দেয় 'জাস্ট ফ্রেন্ড' নামক হায়েনাদের কাছে। বহু জায়গায় কনসার্টের আয়োজন করা হয়। এবং নারী পুরুষের এই অবাধ মিলন মেলায় যেনো অশ্লীলতার জোয়ার উঠে। রাজধানীর বিভিন্ন রোডে বাইক রেসে দূর্ঘটনার সংবাদে গরম থাকে প্রচার গণমাধ্যম। বড় অবাক লাগে! প্রতিবাদ তো দূরের কথা, কথিত সুশীল সমাজ তখন মুখে কুলুপ এঁটে বসে থাকে। নিষিদ্ধ এলকোহলের লট ঠেকাতে আইনশৃংখলা বাহিনীকে চরম হিমশিম খেতে হয়। একজন মুসলিম হিসেবে কি ভেবে দেখেছি এই বিজাতীয় বস্তাপচা নোংরা সংস্কৃতি কি আমাদের পক্ষে শোভা পায়? কখনোই নয়! ইসলাম তো বটেই এমনকি একজন সুস্থ বিবেকমান কোন ব্যক্তিও এই জাতীয় চরিত্র বিধ্বংসী উদযাপনকে মোটেও সমর্থন করতে পারেনা। তাই আসুন! পশ্চিমা এই অপসংস্কৃতির বিষাক্ত ছোবল থেকে নিজে সতর্ক হই অন্যকেও সতর্ক করি।

পাশে আছি ভাই ❤️
27/12/2024

পাশে আছি ভাই ❤️

দিনভর নাহিদ ইসলামকে নিয়ে বডি শেমিং করা দেখে ভালো লাগলো। বাংলাদেশে একজন সিটিং মন্ত্রীকে নিয়েও মজা করা যায়, প্রধান উপদে...
26/12/2024

দিনভর নাহিদ ইসলামকে নিয়ে বডি শেমিং করা দেখে ভালো লাগলো।
বাংলাদেশে একজন সিটিং মন্ত্রীকে নিয়েও মজা করা যায়, প্রধান উপদেষ্টাকে নিয়েও ট্রল বা মিম বানিয়েও নিরাপদ থাকা যায়, এইটা বাংলাদেশের মানুষ ১৫ বছর জানতো না।

এখন নাহিদকে বডি শেমিং করা যাইতেছে বা ইউনূসকে নিয়ে মিম বানানো যাচ্ছে। কেউ তেড়ে মারতে আসছে না, কেউ রাজাকার বলছে না, কেউ মামলা দিয়ে দিচ্ছে না, এইটা কম কিছু না।

নাহিদ ভাই কতটুকু সফল বা ব্যর্থ সেইটা সময়ই বলবে।
বাট এই যে মন্ত্রী আর প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রল করার স্বপ্ন নিয়ে আমরা আন্দোলনে গেছিলাম, সেই আন্দোলন এখন পর্যন্ত সফল। নাহিদকে ট্রল করে এখন পর্যন্ত কেউ জেলে যায়নি।

এইটুক যাতে ধরে রাখা যায়। ভবিষ্যতের রাজনৈতিক সরকার হয়তো অনেক সফল হবে, বাট অতীতের রাজনৈতিক সরকারের মতো মন্ত্রী বা প্রধানমন্ত্রীকে যেন আমাদের ট্রলের উর্ধ্বে না রাখা হয়।

আশা করি, ভবিষ্যতের জনগণের সরকারও কাউকে ট্রল করা বা মিম বানানোর অভিযোগে কাউকে মারতে আসবে না বা জেলে দেবে না।

- সাদিক

26/12/2024

বিইউপি সব শেষ করে দিলো 😊

26/12/2024

শুভ সকাল।
আলহামদুলিল্লাহ, আপনাদের ভাবি বিইউপিতে চান্স পেয়েছে 🥺❤️

25/12/2024

আগুন নেভাতে যাওয়া সচিবালয়ের সামনে ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালাল ট্রাক।

সেই ফায়ার সার্ভিস কর্মী মৃ*ত্যু বরণ করেছেন বলে শোনা গেছে।

24/12/2024

দেখলাম একজন ছাত্র সমন্বকের বাড়ির দেয়ালে "মৃত্যুর জন্য প্রস্তুতি নাও" দেয়াল-লিখনের মাধ্যমে হুমকি দেয়া হয়েছে।

স্থানীয় যারা আছেন তারা আশে পাশের যতগুলো স্বৈরাচারীর সহযোগিদের বাসার দেয়াল আছে সেখানে গিয়ে লিখে দিয়ে আসেন "হুমকি Cdi না"

হুমকির বিপরীত প্রতিবাদ হোক দেশজুড়ে ✊
©PUSAB

24/12/2024

Abhi Datta Tushar
Chinmoy saha

বিশিষ্ট সংখ্যালঘু 🥲

🫣
23/12/2024

🫣

23/12/2024

December...

We made so many memories together that I still have them.
~Na Hid

22/12/2024

গল্পটা জুলাইয়ের অনুপ্রেরণা। একজন রাফি শিখিয়েছিলো কিভাবে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিতে হয়! এরপর আর বাংলাদেশকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আর কেউ বুলেটে ভয় পায়নি। অতঃপর স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ। 🇧🇩

গ্র‍্যাজুয়েশন শেষ করে ৩০ বছর পার হয়েছে এখন পর্যন্ত ৩৫% ন্যাশনাল ইউনিভার্সিটির গ্র‍্যাজুয়েট, ১৪% প্রাইভেট ইউনিভার্সিটির গ...
22/12/2024

গ্র‍্যাজুয়েশন শেষ করে ৩০ বছর পার হয়েছে এখন পর্যন্ত ৩৫% ন্যাশনাল ইউনিভার্সিটির গ্র‍্যাজুয়েট, ১৪% প্রাইভেট ইউনিভার্সিটির গ্র‍্যাজুয়েট, ২৯% পাবলিক ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট এর চাকরি হয় নাই। 🙂

কেয়ামতের অন্যতম লক্ষণ ইসলাম দলে দলে ভাগ হবে
22/12/2024

কেয়ামতের অন্যতম লক্ষণ ইসলাম দলে দলে ভাগ হবে

আমার দেশ আগামীকাল থেকে প্রকাশিত হচ্ছে এই হেডলাইনে। প্রথম সংখ্যাতেই কাঁপন ধরিয়ে দিবে মনে হচ্ছে।
22/12/2024

আমার দেশ আগামীকাল থেকে প্রকাশিত হচ্ছে এই হেডলাইনে। প্রথম সংখ্যাতেই কাঁপন ধরিয়ে দিবে মনে হচ্ছে।

Address

Narayandia

Website

Alerts

Be the first to know and let us send you an email when College Freaks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share