AlorTori TV

AlorTori TV এইচ.এম. মিকাঈল ইসলাম রাজ
বার্তা প্রধান,সিইও-আলোরতরী টিভি,মুঠোফোনঃ01999099929

AlorTori TV,CEO:Mikail Islam Raaz যোগাযোগঃরুম নং৪১১,শান্তনা মার্কেট(৪র্থ তলা) এম এম মোবাইল পয়েন্ট,২৩৩/১বি বি রোড,চাষাঢ়া,নারায়নগঞ্জ১৪০০।
মুঠোফোনঃ ০১৭৫৭৫৫২৯৯৮,০১৮২২৮৮১৭৭৮ (সিইও) ,০১৮১৮৩৩৬০০২ (অফিস), ই-মেইলঃ[email protected]


AlorTori TV,CEO:Mikail Islam Raaz.Contact: Commercial Office:Room No:411,Shantona Market(3rd floor),M.M.Mobile Point,233/1B.B.Road,Chasara,Narayanganj-1400.Phone:01757552998,01822881778(CEO),01818336002(Office).E-mail:[email protected]

03/08/2024

ছাত্র আন্দোলনকারীদের দখলে নারায়ণগঞ্জ চাষাড়া।

বন্দরে সড়ক দুর্ঘটনায় গণমাধ্যমকর্মী শেখ আরিফ আহত...........................................................................
24/03/2024

বন্দরে সড়ক দুর্ঘটনায় গণমাধ্যমকর্মী শেখ আরিফ আহত.............................................................................

বন্দরে সড়ক দুর্ঘটনায় গণমাধ্যমকর্মী শেখ আরিফ (৪৮) মারাত্মক ভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে । গত শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টায় পেশাগত দায়িত্ব পালন করে বাসায় ফেরার পথে বন্দর থানার একরামপুরস্থ সিটি কর্পোরেশনের কার্যালয়ের সামনে এ র্দূঘটনাটি ঘটে। স্থানীয়রা র্দূঘটনা কবলিত স্থান থেকে গনমাধ্যমকর্মীকে জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছ।

আহত গনমাধ্যমকর্মী শেখ আরিফ বন্দর থানার ২১ নং ওয়ার্ডের শাহীমসজিদ এলাকার বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন মাষ্টারের ছেলে। সে নারায়নগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সংবাদ র্চচা পত্রিকায় বন্দর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।

আহত গণমাধ্যমকর্মী শেখ আরিফ জানায়, গত শনিবার কবিলেরমোড় এলাকায় পেশাগত দায়িত্ব পালন করে রিক্সা যোগে বাড়ি যাওয়ার সময় একরামপুর সিটি কর্পোরেশন কার্যলয়ের সামনে আসলে বিপরিত মুখী হইতে একটি আটো ইজিবাইক বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় হঠাৎ আমাদের রিক্সাকে আচমকা সামনের দিকে সজোরে ধাক্কা দিলে রিক্সাতে থাকা আমি ও রিক্সা চালক মারাত্মক ভাবে জখম হই। পরে উল্লেখিত এলাকার স্থানীয়রা দ্রুত আমাদেরকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করে।

ম্যানেজিং কমিটির নির্বাচন,..…...……………………......…..….....…....…..............…..........বন্দর প্রতিনিধিঃ সম্পন্ন হয়েছে বন্...
10/02/2024

ম্যানেজিং কমিটির নির্বাচন,..…...……………………......…..….....…....…..............…..........

বন্দর প্রতিনিধিঃ সম্পন্ন হয়েছে বন্দরের হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিদ্যালয়ের প্রঙ্গনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন চলে বিকলে ৪টা পর্যন্ত।

নির্বচনে প্রিজাইর্ড অফিসারের দায়িত্ব ছিলেন বন্দর উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান। এ স্কুলে মোট ভোটার ছিলেন ৬শ’ ৮৭জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪শ’ ৯৪জন। এর মধ্যে ৪৭টি ভোট নষ্ট হয়।
এ নির্বাচনে ম্যানেজিং কমিটির সদস্য পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন আশু হাজী প্রতীক ১, মো: জাকির হোসেন প্রতীক ২, মো: বসির উদ্দিন প্রতীক ৩, হাজী আব্দুস সামাদ প্রতীক ৪ ও মো: হালিম প্রধান প্রতীক ৫। এসময় জাকির হোসেন ২নং প্রতীকে পেয়েছেন ২২৫ ভোট, হাজী সামাদ ৪নং প্রতীকে পেয়েছেন ২১৪ ভোট, হালিম প্রধান ৫নং প্রতীকে পেয়েছেন ২১২ ও বসির উদ্দিন ৩নং প্রতীকে পেয়েছেন ১৬৩ ভোট।

03/02/2024

ফের নারায়ণগঞ্জের BIWTA ভিতরে আগুন।

29/01/2024

ব্রেকিং নিউজঃ- নবীগঞ্জ ফেরি ঘাট থেকে রাত ৮.৪০ মিনিটে ..ডিবি পরিচয় তুলে নিয়ে যায় একজন রেস্টুরেন্ট এর কারিগরকে ..পরে খোঁজ নিলে, তারা ভুয়া ডিবি পুলিশ।

নারায়ণগঞ্জ, বন্দর ২৩নং ওয়ার্ডে সুন্নতে খাৎনা"_____________________________________________বন্দর ২৩নং ওয়ার্ডে, চুরিওয়...
25/01/2024

নারায়ণগঞ্জ, বন্দর ২৩নং ওয়ার্ডে সুন্নতে খাৎনা"
_____________________________________________

বন্দর ২৩নং ওয়ার্ডে, চুরিওয়ালা শাহ্ এর ৬০ তম মহা পবিত্র ওরস শরীফ উপলক্ষে, হযরত খাজা মাকসুদ আলী শাহ্ মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে সুন্নাতে খাৎনা আয়োজন।

"""""""""""মাশরাফিসহ পাঁচ জনকে হুইপ নিয়োগ।
23/01/2024

"""""""""""মাশরাফিসহ পাঁচ জনকে হুইপ নিয়োগ।

মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান এর নির্দেশে ২৪ ও ২৫ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক শীতবস...
21/01/2024

মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান এর নির্দেশে ২৪ ও ২৫ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথিঃ বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ,
প্রধান আলোচক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ জুয়েল হোসেন,
বিশেষ অতিথিঃ হুমায়ুন কবীর মৃধা,বিশেষ অতিথি শহীদুল্লাহ মাস্টার সহ আরো আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বন্দরে গোলাম রাব্বি (২২) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারি যুবক গোলাম রাব্বি বন্দর থানার চিতা...
17/01/2024

বন্দরে গোলাম রাব্বি (২২) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারি যুবক গোলাম রাব্বি বন্দর থানার চিতাশাল এলাকার মৃত মোশারফ মিয়ার ছেলে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানার উপ- পরির্দশক আব্দুল সামাদসহ সঙ্গীয় র্ফোস বুধবার (১৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টায় বন্দর থানার ২৩নং ওর্য়াডের দীঘিরপাড় তার নিজ কক্ষ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। গত মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাত ১২টা থেকে বুধবার (১৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আত্মহত্যাকারি যু্বকের বড় বোন সাফি বেগম বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চালাচ্ছে। এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আত্মহত্যাকারি যুবকের মৃতদেহ উদ্ধার করে র্মগে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে আত্মহত্যার কারন জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু দায়েরের প্রস্তুতি চলছে।

14/01/2024
31/12/2023

মিকাঈল ইসলাম রাজ এর খোলামেলা আড্ডায় স্বামীকে লেখা চিঠি পড়ে শোনালেন জান্নাতুল ফেরদৌস শিমু...

21/12/2023

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনে সংসদ সদস্য পদে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমানের নির্বাচনী প্রচারণায় নাসিক ২২ ও ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর মৃধার নেতৃত্বে বিশাল এক মিশিল যোগদান।

19/11/2023

বিএনপির অগ্নি সন্ত্রাসীদের কঠোর হুশিয়ারি করে যা বললেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর মৃধা।

বন্দরে ২টি পিকআপ গাড়ীতে অগ্নিসংযোগের অপরাধে ২৯ জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার-১বন্দর প্রতিনিধি: বিএনপি ডাকা অবরোধের প্রথম...
02/11/2023

বন্দরে ২টি পিকআপ গাড়ীতে অগ্নিসংযোগের অপরাধে ২৯ জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার-১

বন্দর প্রতিনিধি: বিএনপি ডাকা অবরোধের প্রথম দিনে বন্দরে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের ২টি পিকআপ গাড়ীতে অগ্নিসংযোগ ও ককটেল বিষ্ফোরন ঘটিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সাধারন সম্পাদকসহ ২৯ জন বিএনপি নেতাকর্মী বিরুদ্ধে থানায় আরো একটি মামলা রুজু করেছে পুলিশ। এ ঘটনায় ধামগড় ফাঁড়ি পুলিশ গত বুধবার (১ নভেম্বর) রাতে বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাসুদ (৪৬) নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত বিএনপি কর্মী মাসুদ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার সোহরাব মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে বন্দর থানায় রুজুকৃত ১ (১১)২৩ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের বন্দর ষ্ট্রিল মিলের সামনে এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ আল ইসলাম বাদী হয়ে গত বুধবার (১ নভেম্বর) সকালে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো সিদ্ধিরগঞ্জ থানার ওমরপুর এলাকার মৃত এম হাশেম সাউদ মিয়ার ছেলে জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন আহাম্মেদ (৬১) রুপগঞ্জ থানার দড়িকান্দী এলাকার হাসান আলী মিয়ার ছেলে জেলা বিএনপি সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন (৫১) শহরের খানপুর কাজীপাড়া এলাকার ফজল খাঁনের ছেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এডঃ শাখাওয়াত হোসেন খান (৫৪) শহরের আমলাপাড়া এলাকার মুকবল আহাম্মেদ খানের ছেলে মহানগর বিএনপি সদস্য সচিব এডঃ আবু আল ইউসুফ খান টিপু (৫২) বন্দর উপজেলা মদনপুর দেওয়ানবাগ এলাকার মৃত আশরাফ আলী ভ্থইয়ার ছেলে বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরন (৫৮) বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ এলাকার হাবিবুর রহমান হাবিব মিয়ার ছেলে বন্দর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক হারুন অর রশীদ লিটন (৪৭) বন্দর থানার সোনাকান্দা এলাকার মৃত আহাম্মদ আলী মিয়ার ছেলে বন্দর থানা বিএনপি সভাপতি ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী শাহেন শাহ আহাম্মেদ (৫৫) পিচ কামতাল এলাকার সায়েদ আলী মিয়ার ছেলে মুছাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি তারা মিয়া (৫৪) মুছাপুর মাদ্রাসা সংলগ্ন এলাকার মৃত আউয়াল মিয়ার ছেলে মুছাপুর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক শাহীন মিয়া (৫১) কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা মৃত মোবারক হোসেন মিয়ার ছেলে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল (৫০) দেওয়ানবাগ এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মামুন (৩৫) একই এলাকার মৃত কালা জহির মিয়ার ছেলে নাজমুল (৩৮) একই এলাকার সামছুদ্দিন মিয়ার ছেলে ফারুক (৪২) দেওয়ানবাগ ছোটবাগ এলাকার মোহাম্মদ রাইহান মিয়ার ছেলে সাকিব (২৪) দেওয়ানবাগ সরকারবাড়ী এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে শাহজাহান (৩৫) একই এলাকার আমির আলী মিয়ার ছেলে আশরাফুল (৪৩) দেওয়ানবাগ ছোটবাগ এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে তাজুল ইসলাম তাজু (৪৩) একই এলাকার সামছু মিয়ার ছেলে খোকন (৩৮) ফুলহর এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে শাহিন (৪৬) চাঁনপুর এলাকার কামাল মিয়ার ছেলে বাবুল (৪৬) চাঁনপুর এলাকার মৃত পিয়ার আলী মিয়ার ছেলে মকবুল (৪৮) দেওয়ানবাগ সরকারবাড়ী এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে গোলাপ হোসেন (৪৮) দেওয়ানবাগ এলাকার মৃত তৈফল মিয়ার ছেলে শাহজাহান (৪৮) দেওয়ানবাগ কলাবাড়ী এলাকার মৃত আব্দুল মান্নান ভূইয়ার ছেলে আলীম ভূইয়া (৩৮) আমৈর কান্দাপাড়া এলাকার মৃত খোকন মিয়ার ছেলে লিকন (৩৩) একই এলাকার মৃত আম্বর আলী মিয়ার ছেলে মোমেন (৩০) পূর্ব কেওঢালা এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে আবুল হাসনাত (৪২) দেওয়ানবাগ এলাকার মজিবর রহমানের ছেলে মাহাবুব (৪০) ও বন্দর তিনগাও এলাকার মৃত হাসমত আলী ছেলে সম্রাট ওরফে সুজন (৩৮)। রাস্তা অবরোধ ও ২টি পিকআপ গাড়ীতে অগ্নিসংযোগের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীরা গ্রেপ্তার এড়ানোর জন্য কৌশলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ১/ ৪ টুকরা বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ যাহাতে লাল কচটেপ দিয়ে মোড়ানো, ২/ টায়া্র পুড়ানো অংশ বিশেষ।৩/ ১০ টকরা ভাঙ্গা গ্লাস, (যাহা আসামীরা চলন্ত গাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুরের অংশ বিশেষ জব্দ করে। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পিকআপ গাড়ীতে অগ্নিসংযোগের মামলায় এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

বন্দরে সাংবাদিক ইমরান মৃধার বাড়িতে দুঃসাহসিক চুরি !বন্দর প্রতিনিধি: বন্দরে সাংবাদিক ইমরান মৃধার বাড়িতে দুঃসাহসিক চুরি সং...
01/11/2023

বন্দরে সাংবাদিক ইমরান মৃধার বাড়িতে দুঃসাহসিক চুরি !

বন্দর প্রতিনিধি: বন্দরে সাংবাদিক ইমরান মৃধার বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার ( ৩১ অক্টোবর) দিবাগত রাতে বন্দর উপজেলার বাগবাড়ী এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে। অঞ্জাতনামা চোরের দল সাংবাদিকের ঘরে প্রবেশ করে ২ টি এনড্রেয়েট মোবাইল, ১ টি বাটন মোবাইল ও ১টি মানিব্যাগ চুরি করে পালিয়ে যায়। । জানাগেছে, বন্দর ইউনিয়নের ৯ নং ওর্য়াডের বাগবাড়ি এলাকাটি বর্তমানে নানা অপরাধের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। বর্তমানে বাগবাড়ি বাসস্ট্যান্ড- কুশিয়ারা নতুন সংযোগ সড়কটি অপরাধীদের নিরাপদ স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। এমন কোন হীন কাজ নেই যে এ সংযোগ সড়কটির মধ্যে হয় না। চুরি, ছিনতাই, মারামারি, একাধিক মাদক সম্রাটদের অবস্থান, মাদক ব্যবসাসহ সকল কিছু করার একটি নিরাপদ স্থান। প্রতি রাতে সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত বহিরাগত লোকদের আনাগোনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। থানা পুলিশের একাধিক টিম টহল দিলেও কোনভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না উল্লেখিত এলাকাটি। পুলিশের গাড়ী দেখলে অপরাধীরা ছটকে পরে। সে সাথে পুলিশ চলে গেলে পুনরায় তাদের নিজ গন্তব্যে তারা ফিরে আসে।
এ ব্যাপারে বন্দর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিস্ট আইন প্রয়োগকারি সংস্থার জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভ্থক্তভোগীসহ সচেতন মহল।

31/10/2023

বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ ....
কাজীম প্রধান ও হুমায়ুন কবির মৃধার নেতৃত্বে নারায়ণগঞ্জ মদনপুর হাইওয়ে তে বিএনপির হরতাল অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশে বন্দর উপজেলার চেয়ারম্যান এম এ রশিদ বলেন বিএনপি আর কত গাড়ি ভাঙচুর করবে জ্বালাবে।
সাধারণ মানুষের কর্মস্থল বন্ধ করে তাদের পেটে কত লাথি মারবে। বিএনপি নৈরাজ্য আর না,
আমরা মাঠে ছিলাম আছি থাকবো এবং প্রতিহত করব আর ছাড় দেওয়া হবে না বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন এম এ সালাম চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান মাসুম, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, শহিদুল হাসান মৃধা, নাজমুল হাসান আরিফ, কুদ্দুস, আঙ্গুর, বাদশা, সহ আরো আওয়ামী লীগ নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ ভূয়া পুলিশ পরিচয়ে যুবক আটকনারায়ণগঞ্জ বন্দরে লক্ষনখোলা এলাকায় ফরহাদ হোসেন শুভ নামে এক ভূয়া পুলিশকে গ্রেফতার কর...
17/10/2023

নারায়ণগঞ্জ ভূয়া পুলিশ পরিচয়ে যুবক আটক

নারায়ণগঞ্জ বন্দরে লক্ষনখোলা এলাকায় ফরহাদ হোসেন শুভ নামে এক ভূয়া পুলিশকে গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। মঙ্গলবার ১৭অক্টোবর সন্ধ্যায় লক্ষখোলা এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম,হেলমেট,ওয়াকিটকি ও খেলনার একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

ধৃত ভূয়া পুলিশ ফরহাদ হোসেন শুভ গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার কওনিয়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে সে রাজারবাগ পুলিশ লাইনে মেসবয় হিসেবে কর্মরত আছে।

পুলিশ সুত্রে জানা গেছে,রাজারবাগ পুলিশ লাইনের মেসবয় ফরহাদ হোসেন শুভ বিভিন্ন সময়ে পুলিশ অফিসার পরিচয়ে বিভিন্ন জায়গায় গিয়ে যৎসামান্য পরিচয়ে সম্পর্ক গড়ে তুলত। এবং পুলিশ পরিচয় দিয়ে ফোন নাম্বার নিয়ে প্রশাসনিক চাকুরী দেয়ার প্রলোভন দেখাত। বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছ থেকে সুবিধাও গ্রহন করত। মঙ্গলবার লক্ষনখোলা এলাকাবাসী সন্দেহ হলে বন্দর ফাড়ী পুলিশকে অবগত করে। পরে বন্দর ফাঁড়ীর ইন্সপেক্টর তাকে আটক করে ফাঁড়ীতে নিয়ে আসে।

এ ব্যাপারে বন্দর ফাঁড়ীর ইন্সপেক্টর রেজাউল করিম বলেন,পুলিশ পরিচয়দানকারী ফরহাদ হোসেন শুভ নামে এক যুবককে আটক করেছি। তার কাছে খেলনার পিস্তলসহ ইউনিফর্ম,হেলমেট,ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। তবে তার সাথে একটি চক্র থাকতে পাওে বলে ধারনা করা হচ্ছে। তদন্তের স্বার্থে পরে জানানো হবে।

বন্দরে গলায় ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রী'র আত্মহত্যা.. নারায়ণগঞ্জ বন্দরে গলায় ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রী'র আত্মহত্যা করেছে। ...
17/10/2023

বন্দরে গলায় ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রী'র আত্মহত্যা..

নারায়ণগঞ্জ বন্দরে গলায় ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রী'র আত্মহত্যা করেছে।

সোমবার ১৬ অক্টোবর রাত ৯ টায় থানার ২২নং ওয়ার্ডের র‍্যালী আবাসিক এলাকার হুমায়ুন আজাদ মিয়ার ৫ তলা ভবনের ৪ তলায় ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার এ ঘটনাটি ঘটে বলে প্রাথমিক ভাবে জানা যায়।

আত্মহনন কারীরা হচ্ছেন পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার আবুল হোসেনের সৌদি ফেরত ছেলে কাওসার (৩২) ও তাঁর স্ত্রী শরীয়তপুর জেলার চর আন্দির চর চান্দের বাজার এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে ঝর্ণা আক্তার (১৮)।

ঝর্ণা তার ভাই রায়হানের ভাড়া বাসায় বন্দরের র‍্যালী আবাসিক এলাকার হুমায়ুন আজাদ মিয়ার বাড়িতে থেকেই বন্দর গার্লস স্কুলে ৯ শ্রেনীতে পড়তো।

মেয়ের স্বজনদের সূত্র জানায়, কাওসারের পূর্বে আরো একজন স্ত্রী রয়েছে সেই সংসারে ৮ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সম্প্রতি সে বিদেশে থাকা অবস্থায় ঝর্ণার সাথে ফেইসবুকে পরিচয় ঘটে। তখন থেকেই তাদের মধ্যে প্রেম ভালোবাসা সম্পর্ক শুরু হয়। কাওসার নিজেকে অবিবাহিত হিসেবে মেয়ের কাছে উপস্থাপন করেন। দেশে আসার পর উভয়ের মধ্যে একাধিকবার দেখা সাক্ষাৎ হয়। বিষয়টি কাওসারের প্রথম স্ত্রী-সহ ঝর্ণার পরিবারের মাঝে জানাজানি হলে উভয় পরিবার তাদের সম্পর্ক আপত্তি করে। এ নিয়ে কাওসারের প্রথম স্ত্রী মামলা দায়ের করলে ও-ই মামলায় বেশ কিছু দিন জেল খাটে কাওসার। জেল থেকে বের হয়েও সকল বাঁধা উপেক্ষা করে কাওসার আবেগ বশীভূত হয়ে ঝর্ণার সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখা। এমনকি এক পর্যায়ে প্রায় মাস খানেক পূর্বে সকলের অজান্তে তাঁরা অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।

এ ঘটনায় ঝর্ণার পরিবারের পক্ষ থেকে কাওসারের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।ও-ই মামলায় কাওসার প্রায় ১৪ দিন জেল খেটে বের হলে ঝর্ণার পরিবারের সঙ্গে কাওসারের পরিবারের সমঝোতা হলে তারা উভয়ই সামাজিক ভাবে বিয়ে করেন।

১৬ অক্টোবর সোমবার রাত আনুমানিক ৯ টায় স্বামী - স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায় ঝর্ণা ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করে। কাওসার দরজায় বার বার ধাক্কা দিলেও অপর প্রান্ত থেকে দরজা না খোলায় বিষয়টি আচ করতে পেরে কাওসার ও পাশের রুমে থাকা ওড়না গলায় প্যাচিয়ে ফ্যানের হুকের সঙ্গে বেধে আত্মহত্যা করে।

খবর পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে উভয়ের মৃতদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বন্দরে সিনিয়রদের গড়িমসি, রাজনীতিতে পরিবর্তনে তরুন নের্তৃত্বের প্রয়োজন||  উপজেলা আ'লীগের গতিশীলতা ফিরবে কবে!!  বন্দর প্রত...
06/10/2023

বন্দরে সিনিয়রদের গড়িমসি, রাজনীতিতে পরিবর্তনে তরুন নের্তৃত্বের প্রয়োজন|| উপজেলা আ'লীগের গতিশীলতা ফিরবে কবে!!

বন্দর প্রতিনিধি// বন্দর উপজেলা আওয়ামীলীগের গতিশীলতা ফিরবে কবে!! সিনিয়রদের গড়িমসি, রাজনীতিতে পরিবর্তনে তরুন নের্তৃত্বের খুব বেশি প্রয়োজন। নারায়নগঞ্জের আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে বন্দর উপজেলা ও থানা এলাকার নেতারা। দীর্ঘদিন যাবত দল ক্ষমতায় আর কমিটি গঠনে সিনিয়র নেতাদের অনীহার ফলে সাংগঠনিকভাবে দূর্বল হয়ে পড়ছে বন্দর থানা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনগুলো। বন্দর থানা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন হয়েছে ২০১৯ সালের ২৬ নভেম্বর। সম্মেলনে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার ঘোষণা দিলেও ৩০ মাস পর তা বাস্তবে রুপ নেয়। অপরদিকে বন্দর থানা যুবলীগ ও কদম রসুল পৌর যুবলীগ, বন্দর থানা ছাত্রলীগের কমিটির মেয়াদ প্রায় দেড় যুগ। কমিটিকে কুক্ষিগত করে রাখার ফলে তরুন, মেধাবী নতুনত্বের কোন নেতারা সুযোগ পাচ্ছে না। যার ফলে সাংগঠনিকভাবে প্রতিনিয়ত দূর্বলতার দিকে যাচ্ছে ক্ষমতাসীন দলের। বন্দরের ত্যাগী, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আপোষহীন নেতাদের কাছে নের্তৃত্ব দেয়ার এখনই সময়। অপরদিকে উপজেলার আওতায় ৫ টি ইউনিয়নের মধ্যে মুছাপুর ইউনিয়ন ও বন্দর ইউনিয়নের সম্মেলন হলেও তা অনেকটা আইওয়াশের মতই। যা হয়েছিল উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে। সম্মেলনের ৩০ মাস পর পুনার্ঙ্গ কমিটি হলেও ১ টি নাম নিয়েও ছিল সমালোচনা। গত বছরের ৩১ ডিসেম্বর মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন হয়। যেখানে সভাপতি মজিবর রহমান ও হাসনাত রহমান জনিকে সাধারণ সম্পাদক করে সম্মেলনের সমাপ্তি করা হলেও আদৌ পুনার্ঙ্গ কমিটির রুপ পাইনি। সাংগঠনিক কার্যক্রমও আগের তুলনায় অনেকটা কমে গেছে বলে তৃনমূলের দাবী। তদরুপ বন্দর সদর ইউনিয়ন আওয়ামীলীগের ক্ষেত্রেও। সম্মেলনের মাধ্যমে সভাপতি নুরুজ্জামান মোল্লা ও এড.তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে শেষ হলেও আলোর মুখ দেখেনি পুর্ণাঙ্গ কমিটি।
সূত্র মতে, জেলার পার্শ্ববর্তী ও গুরুত্বপূর্ণ বন্দর সদর এবং উপজেলা এলাকা। নারায়ণগঞ্জের সরকার দলীয় (আওয়ামীলীগের) রাজনীতিতে বন্দরের নেতাকর্মীরা বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। দেশ তথা সংগঠনের এমনকি নির্বাচনে দলীয় নেতাকর্মীরা কঠোর ভূমিকা পালন করলেও পরে তারাই অবহেলিত হচ্ছে। সরকারসহ স্থানীয় সাংসদের কাঁধে ভর করে সুচারু কৌশলে বিএনপির সাংগঠনিক ভীত ও মাঠ পর্যায়ে বিএনপির নাম হচ্ছে। যে এই দূর দিনে বিএনপির কাউন্সিলর হয়েও আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। ভোটের জন্য আবার এসে নেক, বুঝাবোনে যে তোমাদের প্রয়োজন নেই আমাদের খারাপ সময়ে কোথায় ছিলেন। বন্দরের তরুন, ত্যাগী, মেধাবী ও আপোষহীন প্রায় ২ /৩ ডজন নেতা থাকলেও হাইব্রিডদের কাছে তারা জিরো। সাবেক কাউন্সিলর ও মহানগর শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন আনু, মদনপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান ও বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি আলহাজ্ব এম এ সালাম, যুবলীগ নেতা খান মাসুদ, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির নেতা ও জেলা আইনজীবি সমিতির নেতা এড. মামুন মজিদ সিরাজুল, আওয়ামীলীগ নেতা শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন আওয়ামী পরিবারের সন্তান। আওয়ামীলীগের রাজনীতি করার অপরাধে ৩ বার জেল খাটতে হয়েছে। ধামগড় ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ, আওয়ামীলীগ নেতা এস এ রানা, বন্দর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল কবির, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরী সিনহা, যুবলীগ নেতা ফারুক প্রধান, জেলা পরিষদের সদস্য আলিনূর মিয়া, মাসুম আহম্মেদ, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজু আহমেদ সুজনসহ প্রায় ৩ ডজন তরুন, মেধাবী ও ত্যাগী নেতা থাকলেও কোন কমিটি না হওয়ায় অনেকটা হতাশাগ্রস্ত ও সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা। ক্ষমতাসীন দলের এমন অবস্থার সুযোগে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের সাংগঠনিক ভীত অনেকটা মজবুত করতে সক্ষম হয়েছে। ক্ষমতাসীন দলের সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে নতুন নের্তৃত্বের বেশ প্রয়োজন হয়ে পড়ছে বলে রাজনৈতিক বোদ্ধাদের অভিমত।
সম্প্রতি বন্দর থানা আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন প্রভাবশালী সাংসদ শামীম ওসমান। বন্দরের ওই কর্মী সভায় বন্দর(শহর) এলাকার ৯ টি ওর্য়াডের কোন কাউন্সিলর উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব এম এ রশিদ। বন্দর উপজেলা এলাকায় ৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন ছাড়া ৩ জন জাতীয় পার্টির ও ১জন আওয়ামীলীগের উপস্থিত ছিলেন। বন্দর থানা এলাকা (নাসিক) 'র ৯ টি ওর্য়াড (১৯-২৭) 'র কোন কাউন্সিলর উপস্থিত ছিলেন না। ১৯ নং ওর্য়াড কাউন্সিলর মোখলেছুর রহমান চৌধুরী, ২০ নং ওর্য়াডের সদ্য যোগদানকারী শাহেন শাহ আহমেদ, ২১ নং ওর্য়াডের মোঃ শাহীন মিয়া, ২২,২৩, ২৫ নং ওর্য়াড কাউন্সিলর বিএনপির। ২৪ নং ওর্য়াড কাউন্সিলর আফজাল হোসেন জাতীয় পার্টির হলেও মূলত ওসমান পরিবারের রাজনীতির নেতা, ২৬ নং ওর্য়াডে সামছোদ্দোহা, ২৭ নং আওয়ামীলীগের সিরাজুল ইসলাম হলেও শামীম ওসমানের কর্মী সভায় তারা উপস্থিত হন নি। প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের কর্মী সভায় তারা উপস্থিত না হয়ে বন্দরের রাজনীতিতে কি বুঝাতে চেয়েছেন এমনই প্রশ্ন সর্বত্র। বিষয়টি নিয়ে নানাভাবে বিশ্লেষণ করছেন রাজনৈতিক বৌদ্ধাসহ সুশীল সমাজ। বন্দর উপজেলা ও থানা এলাকায় আওয়ামীলীগের রাজনীতি এক সময় শহরের উত্তরমেরুর বলয়ে থাকলেও বর্তমানে দক্ষিণ মেরুর গোলপোস্টে। নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর বলয়ে বন্দরে সরকারদলীয় রাজনৈতিক প্রেক্ষাপটে রুপ নিচ্ছে। আওয়ামীলীগের কর্মী সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান কামাল হোসেন, দেলোয়ার হোসেন ও এহসান উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বন্দরে শামীম ওসমানের কর্মী সভায় প্রমান করেছে বন্দরে ক্ষমতাসীন দলের সংগঠনগুলোতে তরুণ, ত্যাগী ও আপোষহীন নতুন নের্তৃত্বের কোন বিকল্প নেই।

বন্দরে ভাড়াটিয়ার কোদালের কোপে গৃহবধূ নিহতবন্দর প্রতিনিধিঃ বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী ভাড়াটিয়ার কোঁদালের...
04/10/2023

বন্দরে ভাড়াটিয়ার কোদালের কোপে গৃহবধূ নিহত

বন্দর প্রতিনিধিঃ বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী ভাড়াটিয়ার কোঁদালের কোপে সাবিনা আক্তার পান্না (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যার আগে বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ শান্তিরবাগ এলাকাস্থ জনৈক রাজিব মিয়ার বসত ঘরের সামনে কাঁচা রাস্তার উপর এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সাবিনা আক্তার পান্না বন্দর থানার নবীগঞ্জ শান্তিবাগ এলাকার রাজিব মিয়ার স্ত্রী। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার শৈলারামপুর এলাকার আব্দুল রশিদ মিয়ার মেয়ে বলে জানাগেছে। হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন। স্থানীয়রা জানায়, উপজেলার নবীগঞ্জ শান্তিরবাগ টি হোসেন গার্ডেন সংলগ্ন মো. রাজিব মিয়ার শিশু মেয়ে সহ অন্যান্য শিশুরা পাশ্ববর্তী মোশারফ মিয়ার বাড়িতে খেলা করছিল। এতে ওই বাড়ির ভাড়াটিয়া আব্দুর রহমান উত্তেজিত হয়ে শিশুদের গালাগালি শুরু করে। এসময় রাজিব মিয়ার স্ত্রী পান্না ভাড়াটিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভাড়াটিয়া আব্দর রহমান কোদাল দিয়ে গৃহবধূর মাথায় আঘাত করলে ঘটনাস্থালে মারা যায়। বন্দর থানার এসআই রোকনুজ্জামান জানান, হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত নারীর সুরতহাল প্রস্তুত করে লাশ মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে ভাড়াটিয়া আব্দুর রহমান পালিয়ে যায়। থানায় মামলার প্রস্তুতি চলছে

বন্দরে দুই পক্ষের সংঘর্ষে আহত ফয়সালকে চিকিৎসার জন্য ওসির দায়িত্বশীলতা… বন্দর প্রতিনিধি: ' পুলিশেই হবে জনগনের প্রথম ভরসার...
30/09/2023

বন্দরে দুই পক্ষের সংঘর্ষে আহত ফয়সালকে চিকিৎসার জন্য ওসির দায়িত্বশীলতা…

বন্দর প্রতিনিধি: ' পুলিশেই হবে জনগনের প্রথম ভরসার আশ্রয়স্থল' যার প্রমান করলেন বন্দর থানা পুলিশের পরিদর্শক মোঃ আবু বক্কর সিদ্দিক। বন্দরে দুই পক্ষের সংঘর্ষে আহত ফয়সালকে চিকিৎসার জন্য দায়িত্বশীলতার ভূমিকা পালন করেছেন বন্দর থানা পুলিশের পরিদর্শক মোঃ আবু বক্কর সিদ্দিক। প্রায় সোয়া ১ ঘন্টা অপেক্ষা পূর্বক এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন। গুরুত্বর রক্তাক্ত জখম ফয়সালকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ যখন দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। হাসপাতালের এ্যাম্বুলেন্স নষ্ট হওয়ায় আহতের পরিবারের লোকজন তা ব্যবস্থা করতে পারছিল না। তখন ওসি আবু বক্কর সিদ্দিক নিজে বিভিন্ন জায়গায় ফোন দেন আবার অবস্থা নিয়ন্ত্রণে রাখতে তার একাধিক টিমকে কঠোর নির্দেশ দেন। দুপুর পৌনে ৩ টায়ও তিনি হাসপাতালে৷ বন্দর থানার এস আই সামাদ মিয়ার টিমও হাসপাতালে ছিলেন। এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে ওসি নিজে গাড়ী নিয়ে বন্দর মুখি একটি এ্যাম্বুলেন্স দেখে পিছু ছুটে। এতেও ব্যার্থ হয়ে মদনপুর হতে এ্যাম্বুলেন্স এনে রোগীকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে পুনরায় ঘটনাস্থলে যান। বন্দর থানা পুলিশের পরিদর্শক মোঃ আবু বক্কর সিদ্দিকের দায়িত্বশীলতার ভূমিকা দেখে অনেকে এমনকি আহতের পরিবার ধন্যবাদ জানিয়েছেন। এ রির্পোট লেখা পর্যন্ত আহত ফয়সাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে আশংকাজনক অবস্থা বলে তার ভাই ইমরান মিয়া জানান। সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।

উল্লেখ্য যে, বন্দরে অপরিকল্পিত ড্রেজারের পানি দিয়ে মাছের ঘের ও ফসলি জমি ডুবে যাওয়ার ঘটনায় প্রতিবাদ করার জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৪ জন রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো ফয়সাল (৩২) রায়হান (৩৫) আল আমিন (৩০) ও সানি (৩২) । স্থানীয়রা আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢামাকে হাসপাতালে রেফার্ড করে। শনিবার (৩০ সেপ্টম্বর) দুপুর পৌনে ২টায় বন্দর থানার উত্তর কলাবাগস্থ এডঃ বদরুল আলমের বাড়ি পূর্ব পাশের্ব এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় উক্ত এলাকায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময়ে রক্তক্ষয়ি সংঘর্ষে আশংকা প্রকাশ করেছে এলাকাবাসী।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার উত্তর কলাবাগস্থ এডঃ বদরুল আলমের বাড়ি পূর্ব পাশে অবৈধ ড্রেজার বসিয়ে র্দীঘ দিন ধরে বালু ভরাটের কাজ করে আসছে আল আমিন, রাকিব, সিয়াম, আরাফাত, ইমন, রাব্বি, রাসেল ও পারভেজগং। ড্রেজার দিয়ে বালু ভরটের কারনে উল্লেখিত এলাকার একটি মাছের ঘেরসহ ফসলি জমি পানিতে ডুবে যায়। এ ঘটনায় বন্দর হাফেজিবাগ এলাকার কুদ্দুস মিয়া ছেলে রায়হান ও একই এলাকার আবুল মিয়ার ছেলে রায়হান উল্লেখিত অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বালু ভরাটের কাজে বাধা প্রদান করলে ওই সময় উল্লেখিত দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৪ জন আহত হয়।

এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের সহ-সভাপতি নির্ঝর দাস এর আয়োজনে কো...
28/09/2023

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের সহ-সভাপতি নির্ঝর দাস এর আয়োজনে কোরআন তেলাওয়াত ও আজান পাঠ করা হয় এবং সুন্দর কোরআন তেলাওয়াত করায় ছাত্রদের পুরস্কার বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন
প্রধান অতিথি হুমায়ুন কবির মৃধা
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির সহ আরো অনেকে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ম...
26/09/2023

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে
বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে
১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট
ও মাদক বিক্রির ১৬ হাজার ৭৫০ টাকা সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রাতে নাসিক ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এস আই) এস এম শামীম সহ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: রিফাত, সাগর, রাজু ও সবুজ। তারা প্রত্যোকে নবীগঞ্জ এলাকার বাসিন্দা।

উদ্ধারকৃত ইয়াবার ওজন ১ শত গ্রাম এবং মূল্য ৩৩ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে জেলা ডিবি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

মরক্কোর ভূমিকম্পে ৪০ হাজার আহত৩ হাজার নিহত 😭😭😭😭
10/09/2023

মরক্কোর ভূমিকম্পে
৪০ হাজার আহত
৩ হাজার নিহত 😭😭😭😭

বন্দরে নিখোঁজের একদিন পর শীতলক্ষ্যা নদীড় ডোবা থেকে ভাই বোনের লাশ উদ্ধার।_______________________________________________ব...
08/09/2023

বন্দরে নিখোঁজের একদিন পর শীতলক্ষ্যা নদীড় ডোবা থেকে ভাই বোনের লাশ উদ্ধার।
_______________________________________________

বন্দর প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর একটি ডোবা থেকে সামির ৯) ও তিশা (৮) নামে দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে বন্দর আমিন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশে একটি ডোবায় মরদেহটি দুটি ভাসতে দেখে স্থানীয়দের নৌ-পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তারা ওই এলাকার অটোরিক্সা চালক কামাল হোসেনের ছেলে, মেয়ে ও হাসান হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

নারায়ণগঞ্জ সদর নৌ-থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। গতকাল বিকেলে খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ থাকে তারা। ধারণা করা হচ্ছে নদীর তীরে ওয়াকওয়ে নির্মানের জন্য কাটা মাটির ডোবার পাশে খেলা করতে নেমে জমে থাকা পানি পড়ে সাঁতার না জানায় তাদের মৃত্যু হয়।

কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্দরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যাবন্দর প্রতিনিধিআপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২৩ | ২:৩৫ বন্দরে...
08/09/2023

বন্দরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

বন্দর প্রতিনিধি
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২৩ | ২:৩৫

বন্দরে ১০ মাসের অন্তসত্ত্বা তাবাসুম বিন তানহা আক্তার(১৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (৬ সেপ্টম্বর) রাতে বন্দর থানার ২৫নং ওয়ার্ডের দক্ষিন লক্ষলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) সকালে লাশ দেখাতে না দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে চরম হট্টগোলে সৃষ্টি হয়।

এক পর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে লাশ বাড়িতে ফেলে কৌশলে পালিয়ে গেছে স্বামী আরিফুল ইসলাম বাবু ও তাঁর পরিবারের লোকজন। এলাকাবাসী মাধ্যমে বন্দর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।

নিহতের পরিবারের অভিযোগ তাবাসুম বিন তানহাকে গলাটিপে হত্যা করেছে স্বামী ও তাঁর পরিবার।

নিহত গৃহবধূ বন্দর ইউপির তিনগাঁও গ্রামের শাহিনুর সিকদারের মেয়ে।

এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের বড় বোন তানু জানান, একবছর আগে তানহার বিয়ে হয়। ৯ সেপ্টেম্বর তার ডেলিমারির সময় নির্ধারিত ছিলো। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে আমাদের জানিয়েছে আমার স্ট্রোক করে মারা গেছে। এ খবর পেয়ে বাড়িতে এসে আমার বোনের লাশ দেখতে চাইলে তারা লাশ দেখতে দিচ্ছিলো। জোর করে লাশ দেখতে চাইলে বোনের স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন আমাদের মারধরের চেষ্টা চালায়। আমার বোনের গলায় দাগ রয়েছে এবং জিব্বায় কামড়।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান, ঘটনাস্থলে এসআই মফিজুল ইসলামকে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্নহত্যা করেছে। গলায় ফাঁসির আলামত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা বলা যাবে।

আলোরতরী ফাউন্ডেশন এর আয়োজনে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠ...
03/09/2023

আলোরতরী ফাউন্ডেশন এর আয়োজনে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত
-------------------------------------
আলোরতরী রিপোর্ট # আলোরতরী ফাউন্ডেশন এর আয়োজনে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়। সংস্থাটির প্রধান নির্বাহী দৈনিক আলোরতরী পত্রিকার সম্পাদক মিকাঈল ইসলাম রাজ এর সভাপতিত্বে গতকাল নারায়ণগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৫ এর সফল প্রয়াত সাংসদ আলহাজ্ব নাসিম এর সহধর্মিণী জনাবা পারভীন ওসমান,প্রধান আলোচক হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান এসএম মোরশেদ,উদ্বোধক হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু ও বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ সরকারি কলেজ এর প্রভাষক সোহেল রানা,কেএম মহিবুল ইসলাম মন্টু এসোসিয়েটস্ এর সিইও রাশিদুল ইসলাম সাজিন,সিনিয়র সাংবাদিক কবি ইঞ্জিনিয়ার ইয়াদী মাহমুদ,আলোরতরী ফাউন্ডেশন এর পরিচালক মঈন মাহমুদ,আবুল কালাম আজাদ,মাহফুজ আহমেদ রমজান'সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে অতিথিবৃন্দের আলোচনা,অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

বন্দরে ২৪ নং ওয়ার্ড_______________________মশার কামড়ে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দিন নেই, রাত নেই, প্রতিমুহূর্তেই ...
23/08/2023

বন্দরে ২৪ নং ওয়ার্ড_______________________

মশার কামড়ে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দিন নেই, রাত নেই, প্রতিমুহূর্তেই চলছে এদের অত্যাচার। বাসতবাড়ি, খেলার মাঠসহ সর্বত্রই মশার উপদ্রব। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার অবস্থা এখন এমনই। মশার উৎপাত এতটাই বেশি যে জানালা-দরজা খুলে রাখার উপায় নেই। ইদানীং এক জায়গায় বসলেই একসঙ্গে অগণিত মশা ঘিরে ধরে। একটা মারছি তো আরেকটা কামড়াচ্ছে, তেমন অবস্থা। মশার অত্যাচারে বাদ যাচ্ছে না হাসপাতালগুলোও। কয়েল, স্প্রে বা মশা মারার ব্যাট—কোনো কিছুতেই কাজ হচ্ছে না। মশার অত্যাচারে ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে লেখাপড়া করতে পারছে না। মশার উপদ্রব যেভাবে বাড়ছে, তাতে অনেক ডেঙ্গু রোগী দিন দিন বেড়েই চলছে বন্দরে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলরের এলাকা ইসলামবাগ থেকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রতিদিন চার থেকে ৪/৫ জন এবং বিভিন্ন আরও ওয়ার্ড থেকে হাসপাতালে ভর্তি হচ্ছে এদিকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে পারছেন না ডেঙ্গু রোগীদের ভোগান্তির আর শেষ নেই ডেঙ্গু রোগীদের কাছে জানতে চাইলে তারা বলছে হাসপাতাল থেকে শুধু প্যারাসিটামল আর হিস্টার্সিন পাচ্ছি আর স্যালাইন সহ বাকি ঔষধ লিখে দিলাম বাহির থেকে কিনে নিয়ে আসুন বলে। ডাক্তারকে যদি বলি সরকারি হাসপাতালে সরকারি ওষুধ দিবেন না বলে সাপ্লাই নেই আপনারা কিনে নিয়ে আসেন।

মশার হাত থেকে রক্ষা পেতে স্কুলের শিক্ষার্থীরাও নেই স্বস্তিতে। পড়ার টেবিলের নীচে সারাক্ষণ কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে তাদের। শিশুদের রাখতে হচ্ছে মশারির ভেতরে।

চিকিৎসকরা বলছেন, মশার কামড়ে ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো রোগ আক্রান্ত হওয়ার যেমন, মশা নিধনে ব্যবহৃত কয়েল কিংবা কীটনাশকও বাড়াতে পারে স্বাস্থ্য ঝুঁকি।

মশার উপদ্রব কমাতে ড্রেন ও নালায় জমে থাকা ময়লা নিয়মিত পরিস্কারের সিটি করপোরেশনকে উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন নাগরিকরা।

Address

Room No:411, Shantona Market(3rd Floor), M. M. Mobile Point, 233/1B. B. Road, Chasara, Narayanganj
Narajanganj

Telephone

+8801999099929

Website

Alerts

Be the first to know and let us send you an email when AlorTori TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AlorTori TV:

Videos

Share

Category

Nearby media companies



You may also like