যৌথ কুরআন তিলাওয়াত।
আলহামদুলিল্লাহ।
আমার বড় ছেলে জায়েদ বিন নেছারী ও আমার প্রিয় ছাত্র হাফেজ আবু তালহা আর নাসরুল্লাহ আনাছের যৌথ কুরআন তেলাওয়াত।
আরও কিছু নতুন কুরআনের প্রতিভা তৈরীর প্রচেষ্টা চলছে বিশ্ব কুরআন প্রতিযোগিতার জন্য।
আমাদের মারকাজুুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধানকার্যালয়ের যোগাযোগ নাম্বার 01857308691
জানুয়ারী সেশনে ভর্তি চলছে।
হিফজ নুরানী নাজেরা ও জেনারেল বিভাগে ছাত্র/ছাত্রী ভর্তি চলছে।
শায়েখ নেছার আহমাদ আন নাছিরী কতৃক পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার কাতারে কুরআন প্রতিযোগিতায় হিফজ ও তাফসীরে বিজয়ী হাফেজ আলী হাসানের প্রস্তুতি মূলক প্রশ্ন পর্ব।
(এডমিন প্যানেল)
দেশের খ্যাতিমান হাফেজে কুরআনদের তিলাওয়াত দেখতে এই পেইজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিন।
পেইজঃ
https://www.facebook.com/neshar.info/
ইউটিউব চ্যানেলঃ
https://www.youtube.com/channel/UCYbKqWvhtYLtlCvqMe_5rFQ
আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের প্রায় শতাধিক ছাত্র/ছাত্রী বিভিন্ন রাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানসহ অংশ নিয়ে বাংলাদেশের
লাল সবুজের পতাকাকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছে।
মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা সাইনবোর্ড শাখা ঢাকা
০১৬৭৪৪২৭০৮৮
যাত্রাবাড়ী শাখা ঢাকা
০১৭০৫০৬৮৮৮৫
বি- বাড়ীয়া বিশ্বরোড শাখা
০১৭৭২০৯৬১২০
বি-বাড়ীয়া পুনিয়াউট শাখায়
০১৯৭৬০৫৪৭৮৮
#উল্লেখ্য
বাংলাদেশকে সারা বিশ্বের কাছে, যে মাদরাসাটি একাধিকবার তুলে ধরেছে সেটি হলো আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মারাকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা, অবস্থিত ঢাকার যাত্রাবাড়ী সাইনবোর্ড ও বি-বাড়ীয়ায়।
আলহামদুলিল্লাহ মাদরাসাটি মক্কা মদিনাসহ দুবাইয়ে ১০৩ টি দেশকে হারিয়ে বাংলাদেশের জন্য ইতিহাসের সব চেয়ে বড় বিজয়টি নিয়ে আসেন, আমার প্রিয় ছাত্র হাফেজ তরিকুল ইসলাম,মক্কা শরীফে আরবদেরকে হারিয়ে মসজিদে হারামে সবাইকে অবাক করেছিলেন,আমার প্রিয় দুজন ছাত্র, অন্ধ হাফেজ তানভীর হোসাইন ও হাফেজ সাআদ সুরাইল,শেষে এসে কুয়েত বাহরাইন জর্ডানে বিশ্বজয় করে বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখছে হাফেজ সাইফুর রহমান ত্বকি,মেয়েদের মধ্য থেকে ফারিহা তাসনিম জর্দানে প্রথম হওয়া থেকে এ পর্যন্ত অনেকগুলো মেয়ে বিভিন্ন রাষ্ট্রে বিজয়ী হচ্ছে এ ছাড়াও বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশকে তুলে ধরেছে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা।
আলহামদুলিল্লাহ এ বছর ২০২০ ও সাতজন শিক্ষার্থী বিভিন্ন রাষ্ট্রে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সুযোগ পেয়ে ও করোনা ভাইরাসের কারনে যেতে পারেনি, আলহামদুলিল্লাহ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্রদেরকে সংবর্ধনা দিয়েছেন বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্র প্রধানগন, মক্ক
TTV Bangla
পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন