Moral and personal development

Moral and personal development Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Moral and personal development, Social Media Agency, Naogaon Sadar, Naogaon.

আত্রাইয়ের মটকা চা খেতে ভালো কিন্তু দাম শুনলে মটকা গরম হয়ে যেতে পারে।
15/10/2023

আত্রাইয়ের মটকা চা খেতে ভালো কিন্তু দাম শুনলে মটকা গরম হয়ে যেতে পারে।

10/10/2023

ইসরাইল ফিলিস্তিন বর্তমান লড়াই বিষয়ে আমার ব্যক্তিগত কিছু কথা ইসরাইল সম্পর্কে বর্তমান মিডিয়ায় যে পরিমাণ পজিটিভ কথা প্রচার করা হয়। নিজের অজান্তেই অনেক মানুষ তাদের ব্যাপারে পজেটিভ মনোভাব পোষণ করে। পক্ষান্তরে ফিলিস্তিনিদের ব্যাপারে পজিটিভ কথাবার্তা খুব কম প্রচার হয় যার প্রেক্ষাপটে আমরা তাদের সম্পর্কে খুব কম জানি। যেমন আমরা ফিলিস্তিনিদের নির্যাতিত হওয়ার খবর জানতে পারি। ফিলিস্তিনিদের শিক্ষা প্রযুক্তি জ্ঞান অর্থনৈতিক সামর্থ্য সামরিক সক্ষমতা এসব সম্পর্কে তেমন কোন প্রচারণা চোখে পরে না। কিন্তু ইউটিউব ফেসবুক ও অনলাইন নিউজ পোর্টালগুলোতে ইসরাইলের নাগরিকদের শিক্ষা প্রযুক্তি জ্ঞান অর্থনৈতিক সামর্থ্য সামরিক সক্ষমতা গোয়েন্দা তৎপরতা বিচক্ষণতা সম্পর্কে অনেক কিছু না চাইতেই আমাদের নজরে আসে যা ফিলিস্তিনিদের ক্ষেত্রে আসে না। এক্ষেত্রে মুসলিম সম্প্রদায় আবেগ দিয়ে মৌখিক প্রতিবাদ জানাই তাতে কাজের কাজ কিছুই হয় না। আর ইসরাইল পন্থী ও পশ্চিমারা কৌশলে আমাদের মনে তাদের সম্পর্কে সমীহ ও ভীতি তৈরি করে। এজন্য আমাদের উচিত আবেগি কথা না বলে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে উৎকর্ষ সাধন করে তাদেরকে জবাব দেওয়া। যার জন্য ফালতু ইমোশনাল কথাবার্তা প্রচার না করে মুসলিম সাম্প্রদায়কে এগিয়ে নেওয়ার জন্য মুসলিম জ্ঞানী গুণী ও মনীষীদের আবিষ্কার শিক্ষা,মুসলমানদের আর্থিক সামর্থ্য ইত্যাদি সম্পর্কে বেশি বেশি প্রচার করে বিশ্বব্যাপী মুসলিমদের পজেটিভ ইমেজ তৈরি করা।

30/09/2023

ধরুন আপনাকে একটা সাপে কামড় দিলো। আপনি কি সাথে সাথে কামড় খাওয়া যায়গাটার পরিচর্যা করবেন, নিজেকে সুস্থ করার জন্য চেষ্টা করবেন? নাকি দৌড়ে গিয়ে সাপটাকে ধরবেন? তাকে জিগ্যেস করবেন সে আপনাকে কেন কামড় দিলো। তাকে বোঝানোর চেষ্টা করবেন এই কামড়টা আপনি ডিজার্ভ করেন না!? কোনটা?

ঠিক একই ভাবে যখন জীবনে কারো কাছ থেকে চূড়ান্ত লেভেলের বিষ পাবেন সেই বিষাক্ত মানুষটার পেছনে ছুটবেন না। তাকে বোঝানোর তো প্রশ্নই আসে না। আপনি কি ডিজার্ভ করেন কি করেন না তাতে সাপের মতো বিষাক্ত মানুষদের কিছুই যায় আসে না।

নিজেকে সাহায্য করেন, নিজের পরিচর্যা করেন। ভাললাগবে।
সংগৃহীত।

💚🌼

24/09/2023

বর্তমানে নৈতিক অধঃপতনের জোয়ারে যারা ভেসে যাচ্ছে তাদের সচেতন করা ও যারা নৈতিক ভাবে বলিয়ান হয়ে ইহকাল ও পরকালে সাফল্য লাভ করতে চায় তাদের জন্য এই পেজ চালু করেছি। আশা করি এর মাধ্যমে আমরা সবাই উপকৃত পারবো ইনশাআল্লাহ।

Address

Naogaon Sadar
Naogaon
6500

Telephone

+8801722875800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moral and personal development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moral and personal development:

Share

Nearby media companies


Other Social Media Agencies in Naogaon

Show All