Naogaon Digital service

Naogaon Digital service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Naogaon Digital service, Social Media Agency, Time Square , Naogaon District, Naogaon.

সবাই বলেছিলো রাস্তার পাশে দোকান নাও , যেদ ধরে মার্কেটের ভিতর দিকে দোকান নেই । একটা কোথাও আমি গিয়ে মার্কেটিং করি নাই । দো...
21/09/2022

সবাই বলেছিলো রাস্তার পাশে দোকান নাও , যেদ ধরে মার্কেটের ভিতর দিকে দোকান নেই । একটা কোথাও আমি গিয়ে মার্কেটিং করি নাই । দোকানে বসেই ফেসবুক মার্কেটিং করেছি , আলহামদুলিল্লাহ নওগাঁ সদর'তো আছেই চাপাই কানসাট থেকেও ফোন পাই । নওগাঁ তে আর কে কে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে ব্যাবসা করছেন জানাবেন , আইডিয়া শেয়ার করা যাবে :)

My shop Tech House and its only possible for facebook paid marketing
20/07/2022

My shop Tech House and its only possible for facebook paid marketing

এখন পর্যন্ত নওগাঁর যতোজনের সাথে কথা বলেছি ৯০% এই রকম।তবে মেয়েরা পরিশ্রম করতে চায়। ছেলেদের তুলনায় বেশির ভাগ মেয়েরা যা যা ...
19/07/2022

এখন পর্যন্ত নওগাঁর যতোজনের সাথে কথা বলেছি ৯০% এই রকম।তবে মেয়েরা পরিশ্রম করতে চায়। ছেলেদের তুলনায় বেশির ভাগ মেয়েরা যা যা বলি বাসায় তা চেষ্টা করে।

ছবির উপরে ক্লিক করে পুরোটা পড়ুন। কথা বলার ধাচ দেখেলে রাগ ধরে যায়। আমি হেল্প করবো বলে এই না, যে তুলে খাওয়াবো। পোলাপান পেজ...
03/07/2022

ছবির উপরে ক্লিক করে পুরোটা পড়ুন। কথা বলার ধাচ দেখেলে রাগ ধরে যায়। আমি হেল্প করবো বলে এই না, যে তুলে খাওয়াবো। পোলাপান পেজের ভিডিও গুলা ও দেখে না।কি লিখছি সেটাও পড়ে না। কিভাবে কি হবে ভাই 🙄🤔

এটাই সমস্যা, কাদের নিয়ে সামনে আগাবেন ?  একটু ধৈর্য নিয়ে দেখতে হয়, লক্ষ্য করতে হয় !!
01/07/2022

এটাই সমস্যা, কাদের নিয়ে সামনে আগাবেন ? একটু ধৈর্য নিয়ে দেখতে হয়, লক্ষ্য করতে হয় !!

30/06/2022

নওগাঁ ও জয়পুরহাট জেলায় গতো মার্চ মাস থেকে ফেসবুক মার্কেটিং করছি নিজের প্রতিষ্ঠানের জন্য। বহু স্মার্ট প্রফাইল পিকচার ওয়ালা ছেলে পাইলাম, যাদের ম্যাসেঞ্জারে কমিউনিকেশন স্কিল খুব বাজে !
😑

11/05/2022

TECH HOUSE
টাইম স্কোয়ার ,এম.পি সেলিম তরফদার বিল্ডিং ,২য় তলা ,
বড় কাচা বাজার রোড,নওগাঁ সদর নওগাঁ
মোবাইল : 01956 922 060
মোবাইল করে আসলে সবচেয়ে ভালো 🙂

Owner :
Md. Harun Or Rashid
Expert : Computer Hardware & Software
Training : KLS School ,Chittagong
Practice Course : Multiplane Dhaka .

Off topic
10/05/2022

Off topic

13/04/2022

মূল্য ও কনফিগার নিচে দেওয়া হলো :)

রিকন্ডিশন ল্যাপটপ বা ডেস্কটপ কি ? কেনো এগুলোকে রিকন্ডিশন বলা হয় ? কেনো এসব ল্যাপটপ বা ডেস্কটপের এতো চাহিদা ?

এসব ল্যাপটপ ডেস্কটপ মুলত পশ্চিমা দেশ গুলোতে স্বল্প মেয়াদি প্রজেক্টে ব্যাবহারের জন্য কেনা হয় । ৩ মাস / ৬ মাস মেয়াদী প্রজেক্ট শেষে এগুলো দক্ষিন এশিয়া দেশ গুলো ইম্পোর্ট করে ।

আমাদের দেশে আসা নতুন ল্যাপটপ বা ডেস্কটপ ও পশ্চিমা দেশ গুলোর ল্যাপটপ ডেস্কটপ এক নয় , তাদের গুলো আমাদের থেকে হাজার গুনে ভালো তা আমরা সকলেই জানি ,একই ল্যাপটপ ডেস্কটপ আমাদের দেশে আসে না । কম্পানি গুলো পশ্চিমা দেশ গুলোতে যে ল্যাপটপ ডেস্কটপ পাঠায় তা আমাদের গুলোর চেয়ে অনেক ভালো ।

তাই সেই সব দেশের ৩/৬ মাস ব্যাবহার করা ল্যাপটপ ডেস্কটপ আমাদের দেশের নতুনের চেয়ে কন্ডিশনে কম কিছু না । তাই এগুলোর এতো চাহিদা ।

Laptop : 1
Lenovo ThinkPad X250
Core i5 5th Generation
Ram: 4GB, DDR3, 2 slots
HDD: 500GB
Display: 12.5 Inch
Price: 23,000

Laptop : 2
Dell E7270
Core i5 6th generation
Ram: 8GB, DDR4, 2Slot
256 GB SSD
Display: 12.5 Inch
Price : 25,500

Laptop : 3
HP 840 G2
Core i5 5th Generation
Ram: 4GB ,DDR3, 2 Slot
HDD: 500 GB
Display : 14 Inch
Price : 25,500

Laptop : 4
HP 820 G3
Core i5 6th Generation
Ram : 8GB ,DDR4 ,2 Slot
256 SSD ,HDD Option Available
Display : 12.5 Inch
Backlight Keyboard
Price : 27,500

Laptop : 5
Lenovo T460S
Core i5 6th Generation
Ram : 8GB, DDR4
256 GB M.2 Sata SSD
Display : 12.5 Inch
Price : 30,000

Laptop : 6
HP EliteBook 840,G3
Core i5 6th Generation
Ram: 8GB, DDR 4, 2 Slots
SSD: 256 GB, HDD Option Available
Display: 14 Inch
Backlight Keyboard
Price : 31,500

Desktop 1
Brand Pc Dell And HP
Core i3 2nd Generation
Ram : 4GB
HDD : 500GB
Price : 9700

Desktop 2
Brand Pc Dell And HP
Core i3 3rd Generation
Ram : 4GB
HDD : 500GB
Price : 10500

Monitor
Dell And HP 19 Inch : 4500
Dell And HP 17 Inch : 4000

এছাড়া নতুন ডেস্কটপ কম্পিউটার সকল আইটেম , কমপ্লিট নিউ ডেস্কটপ ,ল্যাপটপের এক্সেসরিজ পাওয়া যায় । মাদারবোর্ড সহ সকম রকম কম্পিউটার প্রবলেম সার্ভিসিং করা হয় ।

TECH HOUSE
টাইম স্কোয়ার ,এম.পি সেলিম তরফদার বিল্ডিং ,২য় তলা ,
বড় কাচা বাজার রোড,নওগাঁ সদর নওগাঁ
মোবাইল : 01956 922 060
রমজান মাস বেলা ১১ টা হইতে বিকাল ৫ টা পর্যন্ত
মোবাইল করে আসলে সবচেয়ে ভালো :)

Md. Harun Or Rashid
Expert : Computer Hardware & Software
Training : KLS School ,Chittagong
Practice Course : Multiplane Dhaka .

13/04/2022
১৯৪০ সালে বাটার মার্কেটিং আইডিয়া
30/03/2022

১৯৪০ সালে বাটার মার্কেটিং আইডিয়া

21/03/2022

Digital skill সম্পর্কিত পোষ্ট, একটু বড় হয়ে গেলো তাও লিখলাম ছোট করে 😛

ছোট বেলায় বাসায় যখন কম্পিউটার আসলো, খুব কৌতূহল, তখন জানতাম না, কম্পিউটার নিয়ে পড়াশোনা করা যায়, ডিগ্রি নেওয়া যায়। যখন জানলাম তখন নিয়ত নিয়ে নিলাম যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বো। এস এস সি তে আমি সাইন্স নিলাম এবং Higher Math main subject, Computer 4th subject. No Biology.

কিন্তু ছাত্র আমি খুব খারাপ, এস এস সি তে রেজাল্ট ভালো না হওয়াই সিদ্ধান্ত নিতে হয় বানিজ্য বিভাগে পড়ার। তার মানে ভবিষ্যৎ বি বি এ। তাই মেনে নিলাম।

কিন্তু ছাত্র আমি খুব খারাপ। সরকারি কোনো ইউনিভার্সিটিতে চান্স পাই নাই এমন কি বেসরকারি ভালো ইউনিভার্সিটিতে ও বি বি এ তে চান্স পাই নাই।

অবশেষে অর্থনীতি তে ভর্তি হলাম। তারপর ভার্সিটির এক জুনিয়রের হাত ধরে ওয়েব ডেভেলপমেন্ট কাজ শিখলাম, তারপর এফিলিয়েট মার্কেটিং শিখলাম, ইউটিউব নিয়ে কাজ করলাম। তারপর ডিজিটাল মার্কেটিং শিখলাম।

ছাত্র আমি খুব খারাপ, এই সব কাজ করতে গিয়ে পকেটে টাকা আসলো ঠিকই কিন্তু পড়াশোনায় পিছিয়ে গেলাম, সাথের বন্ধুরা গ্রাজুয়েশন শেষ করে ফেললো। শেষ দিকে কাজ কর্ম সব ছেড়ে টেনে হিচরে গ্রাজুয়েশন শেষ করলাম।

বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তাই সবার ইচ্ছে আমি যেনো সরকারি চাকরি করি। কোটা আছে তাই।ওকে.... সকল বই কালেকশন করে কোচিং শুরু। বুঝতেই পারছিলাম আমাকে দিয়ে হবে না।কারন....

ছাত্র আমি খুবই খারাপ, তারপর আবার আমার এই চাকরি প্রিপারেশন, সিলেবাস সিস্টেম আমার একদমই পছন্দ হলো না।বিস্তারিত বললাম না।অনেকে কষ্ট পাবেন।

যাই হোক করোনা আসলো। ঢাকা ছেড়ে আমার বাড়ি নওগাঁ জেলা শহরে চলে আসলাম। চাকরি বাজার বুঝতেই পারছিলাম এক এক করে নিউজ দেখে। ভালো ছাত্রদেরই চাকরি নাই আর আমি তো ছাত্র খুবই খারাপ।
লকডাউনে বাসায় বসে বসে সিপিএ মার্কেটিং কোর্স করলাম। ভালো লাগছে, কারন খুব কম মানুষের সাথে কথা বলতে হয়, নিজের মনে কাজ করা যায়। ভেবেই নিলাম যেই কাজই করি না কেনো সিপিএ মার্কেটিং ( পেইড) চালায় যাবো।

এবার কিছু পারিবারিক কথা। আমরা চার ভাই বোন। দুই বোনের বিয়ে হয়ে গেছে। তারপর আমার এক ভাই আছে সেও চাকরি কারনে নওগাঁতে থাকে না। বউ বাচ্চা নিয়ে যেখানে চাকরি সেখানে থাকে। বাসায় আব্বু আম্মু একা।তারা ঢাকা যেতেও রাজি না। বিষয় টা আমকে খুব ভাবায়। আমি দীর্ঘ দশ বছর পর টানা ছয় মাস নওগাঁতে। আব্বু আম্মুকে একা দেখতে ভালো লাগতেছিলো না।

হঠাৎ একদিন আমার এক বন্ধুর ল্যাপটপের সমস্যা হয়। আমাকে বলে তার সাথে বাজারে যেতে, ল্যাপটপ ঠিক করবে।খুব জরুরি কারন তাকে বাসা থেকে অফিস করতে হচ্ছে। কিন্তু নওগাঁর মতো জেলা শহরে কেউ এই সমাধান দিতে পারলো না।তাকে ঢাকা যেতে হলো ল্যাপটপ ঠিক করতে সেই করোনা সময়ে।

মাথায় ঢুকলো কম্পিউটার বিজনেস করবো নওগাঁতে। আর সেখানে কম্পিউটারের সকল সমস্যার সমাধান পাওয়া যাবে।ওকে আমি নওগাঁ থেকে যাবো।আব্বু আম্মুর সাথে থাকবো।

টাকা দিয়ে কম্পিউটার প্রডাক্ট কিনে সেল করলেই কম্পিউটার বিজনেস করা যাবে,কিন্তু সার্ভিসিং ?

ওকে একজন এক্সপার্ট কে বেতন দিয়ে রাখবো। ঢাকা গিয়ে শুনি এক একজন কম্পিউটার এক্সপার্ট ঢাকায় বসে মাসে লাখ টাকা ইনকাম করে, তাই তারা নওগাঁ আসলে ৫০-৬০ কমপক্ষে বেতন নিবে। আমি ব্যাবসায় দুই দিনেই পথে বসে যাবো একজন এক্সপার্টকে বেতন দিতে 🙄

ওকে আমিই শিখবো। কি আছে এতে ? চট্টগ্রামের একজন এক্সপার্ট ও শিক্ষকের কাছে কম্পিউটার মাদারবোর্ড, ডায়াগ্রাম, চিপস, আইসি এই সবের কোর্স শুরু করলাম অনলাইনে, আর ঢাকা মাল্টিপ্ল্যানে এক দোকানে প্র‍্যাক্টিস শুরু করলাম। অক্টোবর ২০২০ থেকে ২০২১ অক্টোবর সমান তালে দুই জায়গায়, লার্নিং ও প্র‍্যাক্টিস করলাম।

অবশেষে ২০২০ মার্চ আমার শপ চালু করেছি, আমার মামাতো ভাই সেলস দেখে আমি সার্ভিসিং কাজ আসলে করি, আর চুপচাপ অনলাইন কাজ করি শপে বসেই। আর মাঝে মাঝে এই পেজে অনলাইন আর্নিং নিয়ে কিছু কথা বলি :)

ভাগ্য কি জিনিস। খাতা কলমে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারি নাই।কিন্তু ভাগ্য আমাকে সেই কম্পিউটার জগতেই রাখলো।সবাই দোয়া রাখবেন 🤲

♦️ ডোমেইন এবং হোস্টিং কি???আমি ডোমেইন হোস্টিং এই নামগুলো কখনো শুনিনি। ডিএসবিতে জয়েন হওয়ার পর আমি প্রথমেই এই নামগুলো শুনে...
21/03/2022

♦️ ডোমেইন এবং হোস্টিং কি???

আমি ডোমেইন হোস্টিং এই নামগুলো কখনো শুনিনি। ডিএসবিতে জয়েন হওয়ার পর আমি প্রথমেই এই নামগুলো শুনেছি এবং তার সম্পর্কে জেনেছি।
ডোমেইন ------
ডোমেইন হলো একটি ওয়েভসাইটের নাম। যারা অনলাইন উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী আছে তাদের নিশ্চই একটি পেইজ আছে এবং সার্চ করলে সবাই পাবে। তেমনি যে নামের মাধ্যমে মানুষ আপসার ওয়েভসাইটি খুজে পাবে সেটাই হলো ডোমেই। যেমন কেউ আপনার বাড়িতে আসতে চাচ্ছে এবং তাকে আপনি ঠিকানা দিলেন সেটাই ডোমেন। প্রত্যেক ওয়েভ সাইটের একটি আইপি এড্রেস আছে যেটা অনেক বড় এবং মনে রাখা সম্ভব না তাই এর পরিবর্তে ডোমেইন রাখা হয়েছে। প্রত্যেক অনলাইন ব্যবসায়ীদের জন্য ডোমেই খুব জরুরি। তাই ব্যবসা শুরু করার আগে সেই নামে ডোমেইন কিনতে হবে যাতে অন্য কেউ সেই নাম ব্যবহার করতে না পারে।

হোস্টিং -------

হোস্টি বলতে বুজায় জায়গা বা স্পেস রাখা। ডোমেইএর সাথে হোস্টিং ওতোপ্রতোভাবে জড়িত। একটি অন্যটি ছাড়া অপরিপূর্ণ। ডোমেইন যদি ঠিকানা হয় হোস্টিং হলো বাড়ি। ডোমেইন কিনলেই জামেলা শেষ নয় সেটাকে সবসময় সচল রাখতে হবে। আমরা অনেক সময় নেটে থাকিনা, ইন্টারনেট, বিদ্যুৎ এসব যেকোনো সময় চলে যেতে পারে তাই আমার অনলাইন ব্যবসা সচল রাখতে হোস্টিং এর প্রয়োজন হয়। সেই সাথে ব্যবসাকে সুরক্ষিত রাখে এবং বিভিন্ন ফাইল, অডিও,ভিডিও রাখা যায়।
একটা নির্দিষ্ট ফি তে এবং নির্দিষ্ট মেয়াদে হোস্টিং কাজ করে। হোস্টি বিভিন্ন ধরনের হয়ে থাকে তাই যেটি আপনার ব্যবসার জন্য ভালো হবে সেই কোম্পানি থেকেই ক্রয় করবেন।

মৌসুমী আক্তার, নারায়ণগঞ্জ থেকে।

21/03/2022
আমার যোগাযোগ ঠিকানা -টেক হাউস, টাইম স্কোয়ার, বড় কাচা বাজার রোড নওগাঁ সদর নওগাঁ। অবশ্যই ফোন করে আসবেন 01956 922 060
16/03/2022

আমার যোগাযোগ ঠিকানা -
টেক হাউস, টাইম স্কোয়ার, বড় কাচা বাজার রোড নওগাঁ সদর নওগাঁ।
অবশ্যই ফোন করে আসবেন
01956 922 060

শুধু একটা ভালো কন্টেন্ট দিছি। আর একটা ফানেল সেট করছি। যদিও ফানেল সেট করতে তিন দিন ভাবতে হয়ছে 😒 যদিও ক্লায়েন্ট আমার কষ্টে...
08/03/2022

শুধু একটা ভালো কন্টেন্ট দিছি। আর একটা ফানেল সেট করছি। যদিও ফানেল সেট করতে তিন দিন ভাবতে হয়ছে 😒 যদিও ক্লায়েন্ট আমার কষ্টের যথেষ্ট দাম দিয়েছেন। তিনি ও যথেষ্ট সময় দিয়েছেন।সরাসরি মিটিং থেকে শুরু করে,ফোনে তিনার বিজনেস হিষ্টরি আলোচনা হয়েছে অনেক বার। ছবিতে ক্লিক করে পুরো রেজাল্ট টা দেখতে পারেন। মার্কেটিং এর বড় টুলস কমন সেন্স। সব প্রডাক্টে এক রকম ব্যাপার আপ্লাই করে লাভ নাই।

এমন বন্ধু নির্বাচন করুন যারা আড্ডা, দুষ্টামি, বিপদের বন্ধু ও পাশাপাশি বিভিন্ন আইডিয়া নিয়ে কথা বলে, যাদের সাথে থাকলে জীবন...
06/03/2022

এমন বন্ধু নির্বাচন করুন যারা আড্ডা, দুষ্টামি, বিপদের বন্ধু ও পাশাপাশি বিভিন্ন আইডিয়া নিয়ে কথা বলে, যাদের সাথে থাকলে জীবনে নতুন নতুন কিছু করার ইচ্ছা জাগে, উদ্দ্যোগী হওয়ার স্বপ্ন দেখায়।

Address

Time Square , Naogaon District
Naogaon
6500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon Digital service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share