Digital skill সম্পর্কিত পোষ্ট, একটু বড় হয়ে গেলো তাও লিখলাম ছোট করে 😛
ছোট বেলায় বাসায় যখন কম্পিউটার আসলো, খুব কৌতূহল, তখন জানতাম না, কম্পিউটার নিয়ে পড়াশোনা করা যায়, ডিগ্রি নেওয়া যায়। যখন জানলাম তখন নিয়ত নিয়ে নিলাম যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বো। এস এস সি তে আমি সাইন্স নিলাম এবং Higher Math main subject, Computer 4th subject. No Biology.
কিন্তু ছাত্র আমি খুব খারাপ, এস এস সি তে রেজাল্ট ভালো না হওয়াই সিদ্ধান্ত নিতে হয় বানিজ্য বিভাগে পড়ার। তার মানে ভবিষ্যৎ বি বি এ। তাই মেনে নিলাম।
কিন্তু ছাত্র আমি খুব খারাপ। সরকারি কোনো ইউনিভার্সিটিতে চান্স পাই নাই এমন কি বেসরকারি ভালো ইউনিভার্সিটিতে ও বি বি এ তে চান্স পাই নাই।
অবশেষে অর্থনীতি তে ভর্তি হলাম। তারপর ভার্সিটির এক জুনিয়রের হাত ধরে ওয়েব ডেভেলপমেন্ট কাজ শিখলাম, তারপর এফিলিয়েট মার্কেটিং শিখলাম, ইউটিউব নিয়ে কাজ করলাম। তারপর ডিজিটাল মার্কেটিং শিখলাম।
ছাত্র
Good Communication = Smartness দেশে চাকরি নাই ? আগে আমরা খেয়াল করি আমরা ঠিক মতো Communication বা কথা বলতে জানি কিনা ।
আমার সাথে যোগাযোগ করার জন্য আমার শপে এসে আমার সাথে কথা বলতে পারেন।
যদি আপনার স্বপ্ন থাকে ডিজিটাল মার্কেটিং, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট, সিপিএ মার্কেটিং এর মাধ্যমে ক্যারিয়ার গড়ার তবে আমি ডিটেইলস আলোচনা করতে পারবো।
অনলাইনে অন্যান্য যেগুলো কাজ রয়েছে সেগুলো নিয়ে আইডিয়া দিতে পারবো যে কিভাবে শুরু করতে পারেন।
না আমি কোনো কোর্স করায় না এখন। তবে ভবিষ্যতে যদি পরিশ্রমী ছেলে মেয়ে পাই তাহলে করাতে পারি। যদি বেশ কিছু সংখ্যক ছেলে মেয়ে আগ্রহ বা চেষ্টা দেখি করাবো। অনেক কিছুর উপর নির্ভর করছে কোর্স নিবো কিনা ভবিষ্যতে।
এছাড়া কম্পিউটারের বিভিন্ন বিষয়ে স্বরন করতে পারেন :)
আমার শপের ঠিকানা :
নওগাঁ সদর বড় কাচা বাজার রোড, এম পি সেলিম তরফদার বিল্ডিং, টাইম স্কোয়ার ২য় তলা পিছনের গলি।
শপের নাম : Tech House
মোবাইল : 01956 922 060
মোবাইল ও শপে আমাকে পাবেন দুপুর ১ টা থেকে রাত ৮ টা 🙂
নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার যারা আমার পেইজ ভিজিট করেছেন , তাদের বেশির ভাগ মানুষ আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেন ,
* অনলাইন আর্নিং জন্য কাজটি শিখবেন ? * কেউ বলেন , কাজ করতে চাই কাজ দিন ।* আবার অনেকে ফেসবুক পেইজ বুষ্ট করাতে চান ।
তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও , আশা করি সব উত্তর পাবেন ।
Online Earning
জন্মের পর থেকে আমরা কাউকে ডাক্তার হতে দেখি , কাউকে ইঞ্জিনিয়ার হতে দেখি বা নানান পেশায় যেতে দেখি ,তাই সেই রাস্তা গুলো আমাদের কাছে পরিচিত , সিদ্ধান্ত নিতে সহজ হয় ।
কিন্তু অনলাইন সেক্টরে আমরা তেমন কাউকে ছোট থেকে দেখি নাই , যা দেখছি তাও নতুন , তাই এই সেক্টরে কিভাবে কি সিদ্ধান্ত নিবো বুঝে উঠতে পারি না সহজে ।
আমার এই ১৭ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওটি আপনাদের কিছুটা হলেও ধারনা দিবে আশা করি।
Best Work for Female
বিয়ের আগে বা পরে অনেক মেয়ের ইচ্ছা থাকা সত্বেও বাড়ির বাহিরে গিয়ে কাজ করতে পারেন না ! অনলাইনে কিন্তু এমন কাজ ও আছে, যেটা আপনি ইচ্ছা স্বাধীন সময় মতো করতে পারবেন। এক কাজের পেমেন্ট পেতেই থাকবেন আজীবন।
সংসারের কাজ বলেন আর পড়াশোনা বলেন সব কিছুই সামলে নিজের মতো সময় করে নিয়ে কাজ করতে পারবেন।
তবে কম্পিউটার ইন্টারনেট, যেকোনো কিছু সার্চ করা হাত ভালো হতে হবে। বাকিটা কোর্স করে শিখতে পারবেন যেকোনো টিচারের কাছ থেকে।
এই কাজটি গুগল পরিচালিত, যার নাম আপনারা সবাই জানেন,যার কারনে পেমেন্ট নিয়ে কোনো দুই নাম্বারি নেই। শুধু তাদের রুলস মেনে কাজ করতে হবে।
বিস্তারিত জানতে আমার ভিডিওটি দেখতে পারেন যদি হাতে ১২ মিনিট সময় থাকে।
Contact For more info
01956922060
অথবা
ইনবক্সে যোগাযোগ করুন
অথবা
টেক হাউস, টাইম স্কোয়ার, ২য় তলা পেছনে।নওগা সদরে বড় কাচা বাজার রোড নওগাঁ
Target Customer
যারা একটি ফেসবুক পেইজের মাধ্যমে নিজের ব্যাবসা পরিচালনার কথা ভাবছেন , একদম নতুন যারা ,তাদের জন্য এই ভিডিওটি :)
Which Work is Best for You in Online
যদি আপনার মনে ইচ্ছা থাকে অনলাইনে প্রফেশন তৈরি করার। এবং বুঝতেছেন না কোন কাজ করবেন? কোন কাজ টা আপনার জন্য বেষ্ট ? তাহলে আপনার জন্য আমার এই ১৩ মিনিট ৩০ সেকেন্ডের এই ভিডিও।
যদি পুরো ভিডিও টি দেখেন আপনার অনেক ধারনা ক্লিয়ার হয়ে যাবে ।
আশা রাখি পুরো ভিডিও দেখবেন, আপনারা ভিডিওটি দেখলে আমার ব্যাক্তিগত কোনো সার্থ নেই এই ভিডিও থেকে, আপনাদেরই কাজে আসবে ইনশাআল্লাহ।
আমার এই ৯ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিও হয়তো আপনাকে নতুন করে ভাবতে শিখাবে । নিজেকে জীবনের সঠিক সময়ে চাবুক মারুন।
আমার পরিচয় _
মোঃ হারুন অর রশীদ
অনলাইন ওয়ার্কার (২০১৩- বর্তমান )
স্কিল -
ওয়েব ডেভেলপমেন্ট
ইউটিউব
এফিলিয়েট মার্কেটিং
সিপিএ মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং
এছাড়া _ আমি কম্পিউটার হার্ডয়্যার - সফটওয়্যার এক্সপার্ট । নওগাঁ সদরে কম্পিউটার সেল এন্ড সার্ভিসিং নিয়ে কাজ করছি ।
এস এস সি - নওগাঁ জিলা স্কুল ২০০৮
এইচ এস সি - নওগাঁ সরকারি কলেজ ২০১০
গ্রাজুয়েশন - ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটি ( অর্থনীতি )
ঠিকানা - কাজীড় মোড় , নওগাঁ সদর নওগাঁ
অফিস - ''টেক হাউজ'' টাইম স্কোয়ার ,২য় তলা পিছনের গলি ।
বড়ো কাচা বাজার রোড, নওগাঁ সদর নওগাঁ ।
যেনোতেনো ভাবে কাজ না করে একটু চিন্তা করে কাজ করলেই ভালো ফল পাওয়া যাবে । অনলাইন জগতে এখনো মার্কেট দখল করার অনেক সুযোগ আছে । বেশির ভাগ মানুষ শুধু মাত্র একটি পেইজ খুলে আর নিয়মিত কাজ করেন না । সঠিক গাইড নিয়ে কাজ শুরু করতে পারেন ।
আমি হারুন অর রশিদ । অনলাইন মার্কেটে কাজ করছি আজ ৮ বছর ধরে । ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করছি ৩ বছর ধরে । আছি আপনাদের এলাকায় নওগাতে ।
পেইজে ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ।