Sultan Mamun

Sultan Mamun Lecturer of Geography

আমার বাল্যবন্ধু। সৌদি প্রবাসী। আজ যখন ওর সাথে ভিডিও কলে কথা বলি তখন মনে হয়েছে কত কষ্ট করে সে।
29/08/2024

আমার বাল্যবন্ধু। সৌদি প্রবাসী। আজ যখন ওর সাথে ভিডিও কলে কথা বলি তখন মনে হয়েছে কত কষ্ট করে সে।

The Nature
29/08/2024

The Nature

28/08/2024

নতুন সরকার আসার পর সরকারি অফিসগুলোতে সরাসরি বা টেবিলের নিচ দিয়ে ঘুষ লেনদেন কী বন্ধ হয়েছে? আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।।

14/06/2024

সবার মন রক্ষা করে চলা বেশ কঠিন। সময় সবার সমান যায়না। জীবনে চলতে ফিরতে অর্থের কোন বিকল্প নেই। তবে অর্থে কেনা সম্মান বা গুরুত্ব বেশিদিন টিকে না। আবার অর্থ ছাড়াও কোন কিছু সহজে হয়না। সময় একটা দারুন পরীক্ষাবৃত্ত। এই বৃত্তে সবাই আবদ্ধ। অলসদের জন্য এই বৃত্ত থেকে পাশ করে বেড়িয়ে আসা কঠিন। আবার যারা পৈতৃক সূত্রে পাওয়া অর্থে আভিজাত্য দেখিয়েছে তারাও শেষ পর্যন্ত এই বৃত্তেই ফিরে এসেছে।

পাছে লোকে কিছু বলে এই আশংকায় আমরা আমাদের কর্মকৌশল সকাল বিকাল পরিবর্তন করি বা কোন কাজ সম্ভাবনাময় থাকলেও তা শুরু করিনা। আর তাই সফলতার মুখও দেখিনা। অথচ ডেম কেয়ার লোকগুলো চোখের সামনেই সফলতার মুখ দেখছে।

কেউ গায়ে পড়ে আপনার প্রতি সাহায্যের হাত বাড়াবে না যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের দূর্বল দিকগুলো প্রকাশ করছেন। অথচ অধিকাংশ ক্ষেত্রে আমরা তা গোপন রাখি আর যখন নিরুপায় তখন সময়টা এমনই হয় যে সবকিছু প্রকাশ করলেও সহসা কেউ পাশে দাঁড়াতে দ্বিধাবোধ করে।

কোন কাজই ছোট নয়। এখন অনেকেই একটা মোবাইল ফোনকে পুঁজি করেও অনলাইনে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে বা ব্লগিং করে অর্থ উপার্জন করছে। তবে এখানে কৃপণতার ছড়াছড়ি। কেউ কাউকে একটা লাইক, কমেন্ট বা একটা শেয়ার দিয়ে হেল্প করবে তা নয়। কন্টেন্ট পড়ে বা দেখে তৃপ্তিটা নিয়ে কোন রিয়েক্ট ছাড়াই চলে যায়। অথচ এই কাজটি করলে নিজের কোন অর্থ বা ইমেজ ক্ষতিগ্রস্ত হয়না বরং নিজেরই পরিচিতি বাড়ে।

আপনি মানুষের জন্য মন থেকে যেমনটা প্রত্যাশা করবেন, আপনার প্রতি প্রতিদান তার চেয়ে অবশ্যই বেশি হবে।

11/06/2024

জীবনে হারাবার কিছু নেই। চলার পথের গন্তব্যই যেখানে অনিশ্চিত সেখানে এত হাহাকার করে লাভ কী? এখন সময়টা 👉ওদের,যারা ভুলে গেছে তাদেরও একটা অনিশ্চিত গন্তব্য আছে। ওদের কেউ শান্তিতে নাই। দিনশেষে মহা সুখী খেটে খাওয়া সাধারণ মানুষ।।

11/06/2024
এমন বয়সী মানুষের সাথে ভাড়ার বিষয়ে মানবিক হলে তেমন ক্ষতি হবেনা।
02/06/2024

এমন বয়সী মানুষের সাথে ভাড়ার বিষয়ে মানবিক হলে তেমন ক্ষতি হবেনা।

শিশুদের সাথে পড়ন্ত বিকেলে।(ভাগিনা ও ভাতিজি)
30/05/2024

শিশুদের সাথে পড়ন্ত বিকেলে।
(ভাগিনা ও ভাতিজি)

22/10/2022

জিততে জিততে হেরে যাওয়ার চেয়ে, হারতে হারতে জিতে যাওয়া অনেক বেশি আনন্দের।

21/07/2022

আল্লাহ সহায়
সুস্থতাই সম্পদ
দোয়া করি
দোয়া চাই

ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজের  সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক জনাব শামছুল আলম স্যার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্না-...
11/07/2022

ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক জনাব শামছুল আলম স্যার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
হে আল্লাহ, আপনি মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমিন।।

নেতৃত্ব এমনি এমনি আসেনা। বহু ত্যাগ, নিঃস্বার্থ শ্রম আর সমাজে প্রতিটি পেশার মানুষের অনুভুতিকেও শ্রদ্ধার সাথে নিজেও অনুধাব...
02/07/2022

নেতৃত্ব এমনি এমনি আসেনা। বহু ত্যাগ, নিঃস্বার্থ শ্রম আর সমাজে প্রতিটি পেশার মানুষের অনুভুতিকেও শ্রদ্ধার সাথে নিজেও অনুধাবন ও ধারণ করতে হয়। শ্রদ্ধায় শ্রদ্ধা মিলে। ভালো আচরণ মানুষের উত্তম সম্পদ। যার সমাপ্তি সফলতায়।।

আজ ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে।
16/06/2022

আজ ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে।

01/11/2021

কারো মধ্যে আপনার প্রতি ভালোবাসা, বিশ্বাস ও ত্যাগ এই তিনটি গুণ খুঁজে পেলে ধরে নেয়া যায় সে আপনার প্রকৃত বন্ধু।

শুভ জন্মদিন ফারিহা জাহান তিশা। আমাদের ছোট মা মনি।।(৩১-১০-২০১২)
31/10/2021

শুভ জন্মদিন ফারিহা জাহান তিশা।
আমাদের ছোট মা মনি।।
(৩১-১০-২০১২)

Address

Mymensingh
2416

Telephone

+8801917337920

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sultan Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sultan Mamun:

Videos

Share

Nearby media companies


Other Mymensingh media companies

Show All