21/06/2023
স্নেক রেসকিউ টিম বাংলাদেশ এর উদ্যোগে সারা বাংলাদেশে চারাগাছ রোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
রবিউল আলম রুবেল
ভালুকা উপজেলা প্রতিনিধি
প্রথম পর্যায়ে গত ১৮ই জুন থেকে ২১ই জুন পর্যন্ত ময়মনসিংহ জেলা সহ সারাদেশব্যাপি এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করা করা হয়। প্রথম পর্যায়ে প্রায় ৫০০টি গাছ রোপন করেছে সংগঠনটি। সংগঠনের সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে দেশের বিভিন্ন প্রান্তে বৃক্ষ রোপন করে এই কর্মসূচি বাস্তবায়ন করেন।
এছাড়াও বন্যপ্রাণী উদ্ধার এবং মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সহাবস্থানের লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় “স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ”। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সংগঠনটি প্রায় ৩০০০টির’ও বেশী বিষধর এবং নির্বিষ সাপ উদ্ধার করে সেগুলোকে বন্যপরিবেশে অবমুক্ত করেছে। যেমনঃ কিং কোবড়া, পদ্ম গোখরা, খৈয়া গোখরা, দারাশ, অজগর, ওয়ালস ক্রেইট সহ বিভিন্ন বিষাক্ত ও নির্বিষ সাপ উদ্বার করেছেন।
বন্যপ্রাণী উদ্ধার ছাড়াও সাধারণ মানুষদের মধ্যে সাপ ও বন্যপ্রাণী বিষয়ক বিভিন্ন সচেতনতা মূলক প্রচারণা চালিয়ে গিয়েছে সংগঠনটি।
‘স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ’ সংগঠনটি মূলত সাপ ও অন্যান্য বন্যপ্রাণী উদ্ধার এবং অবমুক্ত করে থাকলেও, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এর পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়েও কাজ করে যাচ্ছে তারা। বর্তমান সময়ের বৈশ্বিক উষ্ণায়ন,বন্যপ্রাণীর আবাসস্থল সংকট,অতিরিক্ত তাপদাহসহ নানারকম সমস্যার সমাধানের কথা চিন্তা করেই এই প্রচেষ্টা চালায় সংগঠনটির সকল সদস্যবৃন্দ
স্নেক রেসকিউ টিম বাংলাদেশ এর সম্মানিত সভাপতি, মোঃ রাজু আহমেদ বলেন: প্রথম উদ্যোগে আমরা অল্প পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম করলেও, এর ধারাবাহিকতা চালু রাখবো এবং পরবর্তীতে আরও বেশী সংখ্যক গাছ লাগানোর পরিকল্পনার আছে আমাদের।