20/12/2024
দেশ গড়তে আগে মানুষ হওয়া চাই
আজহার মাহমুদ, খুলশী-১, চট্টগ্রাম
বিজয়ের মাস শেষের পথে। বাঙালি জাতির কাছে এই মাসটা গৌরব ও অহংকারের। এ মাসেই আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। আমরা স্বাধীনতা অর্জন করার পর থেকে বিজয়ের ৫৩ বছর পেরিয়ে গেছে। অর্ধশত বছরের বেশি সময় গেলেও এই স্বাধীনতা নিয়ে আমরা ছিলাম ভয়ে, শঙ্কায়। দেশের রাজনৈতিক অবস্থা আমরা কখনোই স্বাভাবিক পাইনি। কোনো না কোনোভাবে আমাদের দেশে একটা অস্থিরতা লেগেই থাকে।
সবকিছু ছাপিয়ে দেশে গত ৫ আগস্ট এসেছে নতুন ভোর। আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থান পেয়েছি। পেয়েছি নতুন সরকার। এতেই কি দায়িত্ব কিংবা দায় শেষ? সবকিছুর সমাধান কি হয়ে গেল? সত্যি বলতে দেশ এভাবে পাল্টাবে না। এভাবে আগামী ১০০ বছরেও দেশের কিছুই হবে না। এই দেশকে পাল্টাতে হলে আপনাকেও এ যাত্রার সারথি হতে হবে। এই দেশকে পাল্টাতে হলে আপনাকে সর্বপ্রথম মানুষ হতে হবে। এ দেশকে পাল্টাতে হলে এ দেশের মানুষরূপী অমানুষদের চিহ্নিত করতে হবে। তবেই দেশ পাল্টাবে।
এ কথাগুলোর কারণ আছে, সেদিকেই এগোচ্ছি। দেশের ক্ষমতা পাল্টেছে বলে অনেকেই মনে করেন দেশের মানুষের পরাধীনতা কেটেছে। সত্যি বলতে দেশের মানুষ কী চায়? এই একটা বাক্য অনেকেই বুঝতে পারেন না। অনেকেই এই বাক্যটার মর্মটাও উপলব্ধি করতে পারেন না। এ দেশের মানুষ শ্বেতপত্র, সংবিধান, সংস্কার, তত্ত্বাবধায়ক—এ ধরনের কঠিন শব্দ বোঝে না। এই দেশের মানুষ বুঝতে চায় ভোগ্যপণ্যের দাম কমেছে কি না। এ দেশের মানুষ চায় চিকিৎসার খরচ কমেছে কি না। এ দেশের মানুষ চায় জানমালের নিরাপত্তা। সামগ্রিকভাবে দেশের মানুষ চাই জীবনযাত্রার নিরাপত্তা।
অথচ সেই লক্ষণ এখনো দেখছি না। বাজারে গেলেই সেটার প্রমাণ পেয়ে যাবেন। না আছে সবজির মূল্য কম, না আছে মাছ-মাংসের দাম কম। ছোটবেলায় মায়ের কাছে শুনতাম, মুলা নামক সবজিটা নাকি গ্রামের গরুকে খাওয়ানো হতো। এতটাই সস্তা ছিল এই সবজি। অথচ বাজারে এখন একটা মুলার দাম ওজন করলে ৩০ থেকে ৪০ টাকা হয়। আর আলুর কথা কি বলব! আলুর কেজি ৭০ থেকে ৯০ টাকা।
এ তো গেল বাজারের কথা। পত্রিকার পাতা খুললেই দেখা যায় ধর্ষণ আর ধর্ষণ। গণমাধ্যমে এই রোমহর্ষক ঘটনাগুলো পড়তেও পারি না। বুক কেঁপে ওঠে। ময়মনসিংহের নান্দাইলে প্রেমে রাজি না হওয়ায় গত ১ জুন ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। নির্যাতনে অসুস্থ মাদ্রাসাছাত্রীটির মৃত্যু হয়েছে। গত ১৬ ডিসেম্বর রাতে পাবনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করে তিন যুবক। শুধু তাই নয়, গত ২১ নভেম্বর রাতে কুষ্টিয়ার এক মাদ্রাসায় ১২ বছরের এক ছেলে শিক্ষার্থীকে ধর্ষণ করে মাদ্রাসা সুপার। গত ১১ অক্টোবর নেত্রকোনায় নারী ইউপি সদস্যও ধর্ষণের হাত থেকে রক্ষা পাননি। এভাবে আমি তথ্য দিতে থাকলে হয়তো শত শত তথ্য যুক্ত করতে পারব। কিন্তু আমাদের বোধ পাল্টাবে না। কারণ আমরা নিয়মিত এসব খবরে অভ্যস্ত। আমাদের কাছে এসব খবর এখন ডাল-ভাত। কিন্তু যে নারীর সঙ্গে এ ঘটনা ঘটেছে, সেই নারী এবং তার পরিবার এই ব্যথা অনুভব করতে পারে। আপনার আমার কাছে এসব কিছুই নয়। যে শিশুর সঙ্গে এমন অন্যায় হয়েছে, সেই শিশুর পরিবার জানে তাদের বুকের ব্যথাটা কতখানি। আমার আপনার ঘরের শিশুর সঙ্গে না হলে আমরা সেটা উপলব্ধি করতে পারব না। পারব না বললে ভুল হবে, আমরা আসলে উপলব্ধি করতেই চাই না।
আমাদের সমাজের এই চিত্রখানিতে ক্ষমতা, সরকার এসবের হাত কতখানি? আর কতখানি আমাদের নিজেদের দায় রয়েছে, সেটাই আমরা উপলব্ধি করতে পারছি না। আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীও তাদের সর্বোচ্চ সহযোগিতা করছে। তাহলে সমস্যাটা কোথায়? সত্যি বলতে সমস্যাটা আমাদের ভেতরেই। আমরা কি আদৌ মানুষ হতে পারছি? কিংবা আমরা কি আদৌ মানুষ হতে পারব? সেই প্রশ্ন আপনাদের সবার কাছে?
সড়কে বিশৃঙ্খলা, বাজারে সিন্ডিকেট, বিআরটিসি, পাসপোর্ট অফিসে ঘুষ-বাণিজ্য, চাকরির প্রশ্নে দুর্নীতি, ক্ষমতার প্রভাব দেখিয়ে অবৈধভাবে চাকরি আদায়, জমি দখল, গরিবের হক নষ্ট করে আমরা যদি নিজেদের মানুষ দাবি করি, তাহলে তা পরিহাস ছাড়া কিছু নয়। আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের ধর্মে বিশ্বাসী হই, তাহলে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে। সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আজ হয়তো আপনি পার পেয়ে যাচ্ছেন, কিন্তু পালিয়ে যেতে পারবেন না। আপনি মানুষকে ধোঁকা দিতে পারবেন, মানুষের কাছ থেকে পালিয়ে বাঁচতে পারবেন। কিন্তু সৃষ্টিকর্তার কাছ থেকে আপনি রেহাই পাবেন না। আর আপনি যদি সৃষ্টিকর্তায় বিশ্বাসী না হন, তাহলে সেই হিসাব আপনাকে প্রকৃতি ফিরিয়ে দেবে, সময় ফিরিয়ে দেবে।
সর্বোপরি একটা দেশ সুন্দরভাবে গঠন করতে গেলে অমানুষের চেয়ে মানুষের সংখ্যা বেশি প্রয়োজন। চেয়ারে বসলে মানুষটাই যদি অমানুষ হয়ে যায়, তাহলেও ভয় আছে। আর এভাবে চললে দেশের কোনো উপকার হয় না। তাই সবার আগে মানুষ হওয়া জরুরি। মানুষ হতে না পারলে দেশটা কখনোই সোনার দেশ হবে না।
★ যত মত তত পথ