anindabangla

anindabangla anindabangla is an Online News Portal.
নাগরিক সাংবাদিকতার পথিকৃত।
(2)

সুহৃদ,
সালাম ও শুভেচ্ছা।
জেনে খুশী হবেন, অনলাইন পত্রিকার অগ্রপথিক অনিন্দ্যবাংলা ডটকম (www.anindabangla.com) হাঁটিহাঁটি পা পা করে দেড়যুগ পেরিয়েছে। সুখী, সমৃদ্ধ আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনিন্দ্যবাংলা ময়মনসিংহে প্রথমে ডিজিটাল ইনফরমেশন সেন্টার হিসেবে কর্মকান্ড শুরু করে। এর কার্যক্রম বৃহত্তর কলেবরে ছড়িয়ে দিতে অনিন্দ্যবাংলা ডট কম নামে অনলাইন পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। এর কাগুজে সংস্কর

ণেরও প্রচেষ্টা চলছে।

অনলাইন হিসেবে পত্রিকাটি বৃহত্তর ময়মনসিংহের তৃণমূল সংবাদ প্রকাশের পাশাপাশি বাংলাদেশ তথা আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়ন সাংবাদিকতায় ইতিমধ্যই ব্যাপক ভূমিকা রেখেছে। পত্রিকাটির একটি বিশেষ মিশন হলো সিক্স মিনিট সংবাদ পরিক্রমা। মাত্র ছয় মিনিটে আপনি দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো পড়তে পারবেন। বস্তুনিষ্ঠ খবর, খবরের পেছনের খবর, অপ্রকাশিত ও এড়িয়ে যাওয়া খবর নিয়ে আমাদের এই নাগরিক সংবাদ পরিক্রমায় আপনাকেও পাশে পেতে চাই।

সোশ্যাল মিডিয়ার ব্যাপকতায় প্রমাণিত হয়েছে যে কর্পোরেট সাংবাদিকতার চেয়ে নাগরিক বা গণ সাংবাদিকতাই দেশ উন্নয়নে সঠিক ভূমিকা রাখতে পারে। আমাদের মূল ভিশন হলো, পাঠকেই সাংবাদিক, সাংবাদিকই পাঠক। আপনিও লিখতে পারেন গুরুত্বপূর্ণ সময়োপযোগি মানসম্মত ফিচার, উপসম্পাদকীয়, আর্টিকেলসহ যেকোন উন্নয়ন সংবাদ।

অথবা আপনি পাঠাতে পারেন আপনার প্রতিষ্ঠান বা পণ্যের গুরুত্বপূর্ণ সংবাদ, প্রেসবিজ্ঞপ্তি, উন্নয়ন ফিচার, বিজ্ঞাপন। আপনার গুরুত্পূর্ণ সংবাদ বিশ্বব্যাপী প্রচার ও প্রকাশে অনিন্দ্যবাংলা সহযোগি হিসেবে সর্বদা পাশে থাকার অঙ্গীকার করছে।

সময়ের চাহিদায় জন মানুষের প্রকাশযোগ্য কথা তুলে ধরার প্রত্যয়ে
ইলেকট্রনিক মিডিয়ার চাহিদা পূরণে অনলাইন টিভি হিসেবে ওপেন টিভি ২৪ (www.opentv24.com) তার নির্ভিক পদযাত্রা শুরু করেছে। যা তৃণমূল সাংবাদিকতা ও খবরের পেছনে চাপা পড়ে থাকা বিস্তর সংবাদ পরিবেশনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

তাই আপনার প্রতিষ্ঠানের যে কোন গুরুত্বপূর্ণ সংবাদ, প্রেসবিজ্ঞপ্তি, উন্নয়ন ফিচার, বিজ্ঞাপন আমাদের কাছে পাঠাতে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।

আমাদের ঠিকানা-
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
অনিন্দ্যবাংলা ডটকম
জি.এম প্লাজা, মুক্তিযোদ্ধা স্বরনী রোড
৩৮ ছোটবাজার, ময়মনসিংহ।
মুঠো ফোন : +৮৮০ ১৭১১১৬১৫৬৭, ০১৯৭২১৮১১৭২

ই-মেইল- [email protected] অথবা [email protected]
ঘুরে আসুন, আমাদের ফেসবুক পেইজ https://www.facebook.com/anindabanglanews/?ref=pages_you_manage

19/11/2023
17/11/2023
রাকিব হত্যার মূল আসামীসহ গ্রেফতার-০৬ অনিন্দিতবাংলা ডেস্ক : কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ টোল প্লাজার সামনের রাস্তায় আসামীদে...
17/11/2023

রাকিব হত্যার মূল আসামীসহ গ্রেফতার-০৬

অনিন্দিতবাংলা ডেস্ক : কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ টোল প্লাজার সামনের রাস্তায় আসামীদের বহনকারী হাইচ গাড়ীকে ট্রাক দিয়ে চাপা দেওয়াকে কেন্দ্র করিয়া ট্রাকের ড্রাইভারকে মারপিট করিতে থাকলে গত ইং ১১/১১/২০২৩ তারিখ রাত ০৭.২০ ঘটিকায় ভিকটিম আঃ রাজ্জাক রাকিব (২৫) ফিরাতে গেলে আসামীদের এলোপাথারী ছুরিকাঘাতে রাকিব গুরুতর আহত হইলে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোছাঃ হাসি বেগম (৪৫), স্বামী-মৃত উসমান গনি, সাং-চর কালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ বাদী হয়ে এজাহার নামীয় আসামীরাসহ ১০/১২ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করিলে (কোতোয়ালী মডেল থানায় মামলা নং-২৮, তারিখ-১২/১১/২০২৩ ইং, ধারা-১৪৩/৩৪১/৩০২/৩২৩/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড) রুজু হয়। পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে মামলাটি ছায়া তদন্তকালে জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের একটি চৌকশ টিম ধারাবাহিকভাবে ঢাকা জেলার সাভার থানার আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল হোতাসহ ০৬ জন আসামীকে গত ইং ১৬/১১/২০২৩ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩২), ২। মোঃ মাসুদ পারভেজ (৩৩), উভয় পিতা-মোঃ ইদ্রিস হোসেন, মাতা-মোছাঃ পারভীন আক্তার, সাং-সেহড়া চামড়াগুদাম, ৩। মোঃ আনিছুর রহমান ফারুক (৩৩), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, মাতা-মৃত ফরিদা বেগম, সাং-মাজার শরীফ রোড, সানকিপাড়া, ৪। মোঃ মানিক মিয়া (৩২), পিতা-মৃত আব্দুল জব্বার, মাতা-মোছাঃ রওশনারা, ৫। মোঃ মমিন (৩৩), পিতা-মৃত মোকশেদ আলী, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, ৬। মোঃ শান্ত (২০), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-মোছাঃ রেনু বেগম, সর্ব সাং-সেহড়া চামড়াগুদাম, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ০১নং আমলী আদালত এর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট স্মরনিকা পাল রিমান্ড হিয়ারিং শেষে প্রত্যেক আসামীকে ০৪ (চার) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। অত্র মামলার এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩২) এর বিরুদ্ধে ১৪ টি মামলা, ২। মোঃ মাসুদ পারভেজ (৩৩) এর বিরুদ্ধে ০৬ টি মামলা, ৩। মোঃ আনিছুর রহমান ফারুক (৩৩) এর বিরুদ্ধে ০২ টি মামলা, ৪। মোঃ মানিক মিয়া (৩২) এর বিরুদ্ধে ০৫ টি মামলা, ৫। মোঃ মমিন (৩৩) এর বিরুদ্ধে ০৩ টি মামলা এবং ৬। মোঃ শান্ত (২০) এর বিরুদ্ধে ০৩ টি মামলা রহিয়াছে।

12/11/2023

মসিকের ভেজাল বিরোধী অভিযানে
জরিমানা ১ লক্ষ টাকা!

মেয়াদ উত্তীর্ণ খাদ্য-দ্রব্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে নতুনবাজারের ২ বেকারি ও ৩ রেস্টুরেন্টকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মসিকের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ।

অভিযানকালে তিনি জানান, ভোক্তার অধিকার সংরক্ষণ ও নাগরিকদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ অভিযান অব্যহত থাকবে।

এ সময় মসিকের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বেতার !
23/10/2023

বাংলাদেশ বেতার !

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখাv অভিযানে চোরাই মোটর সাইকেলসহ ২জন গ্রেফতার !অনিন্দ্যবাংলা ডেস্ক : এসআই মোঃ আব্দুল জলিল ও সুমন...
10/08/2023

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখাv অভিযানে চোরাই মোটর সাইকেলসহ ২জন গ্রেফতার !

অনিন্দ্যবাংলা ডেস্ক : এসআই মোঃ আব্দুল জলিল ও সুমন চন্দ্র সরকার অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর শাহগঞ্জ থেকে ৯ আগষ্ট ১টি চোরাই মোটর সাইকেলসহ চোর মোঃ রাজু আহাম্মেদ ও মোহাম্মদ উভয় পিতা-সিদ্দিকুর রহমান, মাতা-নার্গিস, সাং-শাহাগঞ্জ ফুলবাড়ীয়া, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করে।

উদ্ধারকৃত চোরাই মোটর সাইকেল বিষয়ে গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

জীবন
05/08/2023

জীবন

কর্মবীর চাচা♥️♥️♥️
এরাই প্রকৃত সোনার মানুষ 😍😍😍

04/08/2023

মাটির গান!

21/07/2023

ভাবের বাউল গান !
#গান #ময়মনসিংহ #অনিন্দ্যবাংলা

03/07/2023

জলাবদ্ধতা নিরোসনে মসিক মেয়রের পরিদর্শন!

অনিন্দ্যবাংলা ডেস্ক : গত ক'দিনের টানা বৃষ্টিতে সৃষ্টি জলাবদ্ধতার সমাধানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। আজ দুপুরে ভাটিকাশর ও বলাশপুরে পরিচালিত এসব কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে তিনটি বড় ড্রেন এর নির্মাণকাজ চলমান আছে। এ সংযোগগুলো সম্পন্ন হলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। এছাড়া তাৎক্ষণিক সমাধানের জন্যও আমরা কাজ করছি। এ অঞ্চলে যেসব স্থানে পানি আটকে আছে সেসব স্থান থেকে পানি যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আশা করা যায়, জলাবদ্ধতা পরিস্থিতির দ্রুত অবসান ঘটবে।

এছাড়াও জলাবদ্ধতা নিরসনে মেয়র জলাবদ্ধতা নাগরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ড্রেনের জন্য জায়গা ছেড়ে বাড়ি করতে হবে। পানি বের হওয়ার রাস্তা তৈরি করতে না পারলে জলাবদ্ধতার অবসান হবে না। এজন্য নাগরিকদের এগিয়ে আসতে হবে। এছাড়াও অনেকে পাইলিং এর মাটি সরাসরি ড্রেনে ফেলে ড্রেনকে অকার্যকর করে দিচ্ছেন। অনেকে আবার ময়লা আবর্জনা, বোতল, বস্তা সহ কঠিন আবর্জনা ড্রেনে ফেলছেন। এর অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে, না হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব হবে না।

এ সময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, কাউন্সিলর আব্বাস আলী মন্ডল ও মোঃ সিরাজুল ইসলাম, সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল হক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অসাধারণ নৃত্য!
02/07/2023

অসাধারণ নৃত্য!

great!
02/07/2023

great!

একদিন!
02/07/2023

একদিন!

30/06/2023

কোনটি সংস্কার খুব জরুরি!
১. রাজনীতি
২.রাজনীতিক
৩. জনগণ
৪. সবকটিই?

কুরবানীর ঈদে আমাদের ময়মনসিংহ শহরকে পরিচ্ছন্ন রাখতে যা যা করণীয় এবং বর্জনীয়!পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সিটি কর্পোরেশনের ...
29/06/2023

কুরবানীর ঈদে আমাদের ময়মনসিংহ শহরকে পরিচ্ছন্ন রাখতে যা যা করণীয় এবং বর্জনীয়!

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি এলাকায় পশু কুরবানীর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে। যার ফলে কুরবানী পরবর্তীতে যেমন বর্জ্য অপসারণে সুবিধা হবে তেমনি এই শহরকে রাখা যাবে পরিষ্কার-পরিচ্ছন্ন। তাই আসুন কুরবানীর ঈদে আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের দেয়া নিয়মগুলো অনুসরণ করি এবং একই সাথে গুরুত্বপুর্ণ এই তথ্যগুলো SHARE করে অন্যদেরকে সচেতন করি

১. নির্ধারিত স্থানে পশু কুরবানী করুন। যাতে করে সমস্ত এলাকায় অর্থাৎ যেখানে-সেখানে পশুর বর্জ্য যেন ছড়িয়ে না পরে

২. যেখানে-সেখানে পশুর বর্জ্য ফেলা থেকে বিরত থাকুন। কারণ পশুর নাড়ি-ভুঁড়ি কিংবা পচে যাওয়া রক্ত থেকে নানা ধরণের রোগ-জীবাণু ছড়াতে পারে

৩. শহরকে দুর্গন্ধ ও রোগ-জীবাণু থেকে রক্ষা করতে নির্দিষ্ট ব্যাগে পশুর বর্জ্য অপসারণ করুন

৪. এমনকি পশুর উচ্ছিষ্ট শিং, হাড়, দাঁত কিংবা খুর নির্দিষ্ট স্থানে ফেলুন। কারণ পরবর্তীতে এগুলো থেকেও প্রচন্ড রকম দুর্গন্ধ ছড়াতে পারে

৫. কুরবানী শেষের সাথে সাথে পশুর রক্ত ধুয়ে ফেলুন। কেননা পশুর রক্ত পচে গেলে সেখান থেকে দুর্গন্ধ এবং রোগ-জীবাণু ছড়ায়। যা শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর

৬. পশুর রক্ত জমতে দেয়া থেকে বিরত থাকুন। কারণ পশুর রক্ত জমে থাকলে সেখানে অন্যান্য পশু-পাখি চলে আসে। যেমন কুকুর, কাক কিংবা বিড়াল

৭. কুরবানী শেষে জীবাণু ধ্বংসের জন্য ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন আসুন একটু সচেতনতা অবলম্বন করে নিজে নিরাপদ থাকি এবং অন্যকে নিরাপদ রাখিG

সৌজন্যে : অনিন্দ্যবাংলা ডটকম

আমি ভালো আছি!
23/06/2023

আমি ভালো আছি!

23/06/2023

কাচারী ঘাট!

16/06/2023

গৌরীপুরে ডাক্তার সাহেব রোগীকে এমন ঔষধ লিখেছেন, যে ঔষধগুলো গৌরীপুরসহ ময়মনসিংহ শহরের কোথাও খুজেঁ পাওয়া যায়নি ! আর এমন সব কোম্পানীর ঔষধ লিখেছেন যেগুলো দেশের সেরা ১০ ঔষধ কোম্পানীর তালিকাতেও নেই !

কেমন করে এমন হন কিছু ডাক্তার !

16/06/2023

ঢাকা উত্তরে সবুজ নগরায়নের জন্য উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম একটি উদ্যোগ নিয়েছিলেন। কোনো বাড়ির মালিক ....

15/06/2023

গারো নৃত্য _ ১

15/06/2023

১২ বছর আগে!

14/06/2023

ডাইরেক্ট অ্যাকশন!

13/06/2023

কুষ্টিয়া, লালনের মাজার থেকে...

13/06/2023

লালনের মাজারে...

13/06/2023

ময়মনসিংহের দুর্গাপূজা -২০২০


Cartesy...

Dhaker Tale Komor Dole Lyrics from Poran Jai Jolia Re: The song is sung by Abhijeet Bhattacharya, Parinita And Sudipto Starring: Dev And Subhashree Ganguly Music composed by Jeet Gannguli And Dhaker Taley Bangla Song Lyrics written by Priyo Chattopadhyay. This Is a Durga Puja Special bengali Song.

Film : Poran Jai Jolia Re
Singers: Abhijeet Bhattacharya, Parinita, Sudipto & Chorus.
Music Director: Jeet Gannguli
Lyricist: Priyo Chattopadhyay
Starring: Dev, Subhashree & Others
Director: Ravi Kinagi
Produced by: Shree Venkatesh Films.

জয়বাংলা
12/06/2023

জয়বাংলা

"আওয়ামী লীগ মানে উন্নয়ন, আওয়ামী লীগ মানে সমৃদ্ধ জীবন"

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমরা পথ দেখিয়েছি। আমাদের মেধাবী শিশুরা এ পথেই দেশকে এগিয়ে নিয়ে যাবে। ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। এ দেশে থাকবে স্মার্ট জনগণ, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সমাজ।

#বাংলাদেশ #আওয়ামীলীগ #উন্নয়ন #স্মার্টবাংলাদেশ #শেখহাসিনা

Address

38 Chotobazar, G. M. Plaza
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when anindabangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to anindabangla:

Videos

Share