শ্যামগঞ্জ বার্তা

শ্যামগঞ্জ বার্তা শ্যামগঞ্জের প্রতিটি মানুষের কন্ঠস্বর.. Voice of every person in Shamganj...

22/01/2025

সৌদি আরবে ওমরা হজ করতে যাওয়া শ্যামগঞ্জের একদল হাজী।

শ্যামগঞ্জের সৌদি আরব প্রবাসী সোহারাব হোসান এর আমন্ত্রণে নৈশভোজ শেষে সু-মধুর কণ্ঠে ইসলামী সংগীত পরিবেশন করেছেন মোয়াল্লিম মোঃ উসামা।

ভিডিও-মোঃ মোরসালিন (মুসা)

08/01/2025

মাকে নিজে গাড়ী চালিয়ে হাসপাতালে নিয়ে যাচেছন তারেক রহমান

শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন আজ শুক্রবার সন্ধ্যা ৫:৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্...
20/12/2024

শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন আজ শুক্রবার সন্ধ্যা ৫:৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমের জানাযার নামাজ আগামীকাল শনিবার দুপুর ২:১৫ মিনিটে
গোহালাকান্দা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুম ফকির হারুন আল হেলাল -সাহেব এর স্মরণে---T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-ইং। GPL season-1★★★বিশেষ আকর্ষণ-চ্যাম্পিয়ন- ২...
18/11/2024

মরহুম ফকির হারুন আল হেলাল -সাহেব এর স্মরণে---
T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-ইং। GPL season-1

★★★বিশেষ আকর্ষণ-
চ্যাম্পিয়ন- ২০ হাজার টাকা প্রাইজমানি।

আয়োজনেঃ- শ্যামগঞ্জ ফ্রেন্ডস ক্লাব

শোক সংবাদ শ্যামগঞ্জ বাজারের স্বনামধন্য হোমিও চিকিৎসক বাবু রঞ্জিত আইন আজ সোমবার ভোর ৫:৩০ ঘটিকায় পর*লোক গমন করেছেন ।
11/11/2024

শোক সংবাদ
শ্যামগঞ্জ বাজারের স্বনামধন্য হোমিও চিকিৎসক বাবু রঞ্জিত আইন আজ সোমবার ভোর ৫:৩০ ঘটিকায় পর*লোক গমন করেছেন ।

শ্যামগঞ্জ এস আর সংগঠনের কমিটি গঠন সভাপতিঃ- মোঃ নূরুলামিনা এবং সাধারন সম্পাদকঃ- মোঃ পারভেজ আহমেদ। #শ্যামগঞ্জ_বার্তা
27/05/2024

শ্যামগঞ্জ এস আর সংগঠনের কমিটি গঠন

সভাপতিঃ- মোঃ নূরুলামিনা এবং
সাধারন সম্পাদকঃ- মোঃ পারভেজ আহমেদ।

#শ্যামগঞ্জ_বার্তা

বদলে গেল শ্যামগঞ্জ স্টেশনের চিত্র, প্রশংসায় ভাসছেন ছাত্রনেতা সোহান!শ্যামগঞ্জ বার্তা: সমাজ বিনির্মাণে তারুণ্যের শক্তির ব...
27/03/2024

বদলে গেল শ্যামগঞ্জ স্টেশনের চিত্র, প্রশংসায় ভাসছেন ছাত্রনেতা সোহান!

শ্যামগঞ্জ বার্তা: সমাজ বিনির্মাণে তারুণ্যের শক্তির বিকল্প নেই। সেটাই যেন প্রতিফলন ঘটেছে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে। তরুণ প্রজন্মের সচেতন প্রতিবাদে বদলে গেল স্টেশন চিত্র! ৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ হওয়ার আগেই খুলে গেল অর্ধযুগ ধরে বন্ধ থাকা পাবলিক টয়লেট।

শুধু তাই নয়, স্টেশনের স্টোর রুমে পরে থাকা ময়লার ডাস্টবিন, আরামদায়ক চেয়ার পেলেন যাত্রীরা। অল্প সময়ের এমন পরিবর্তনে ব্যাপক খুশি সাধারণ মানুষ।

এঘটনায় নেতৃত্বে থাকায় প্রশংসায় ভাসছেন শ্যামগঞ্জের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় মাষ্টার দা সূর্য সেন হল ছাত্র সংসদের ভিপি মারিয়াম খান সোহান।

জানা যায়, নির্মাণের অর্ধ যুগ পরেও বন্ধ ছিল শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্মিত পাবলিক টয়লেট। এতে চরম ভোগান্তিতে ছিল সাধারণ যাত্রীরা। সাধারণ মানুষের কথা চিন্তা করে গত ২৫ মার্চ পাবলিক টয়লেট চালু এবং স্টেশনের সৌন্দর্য বৃদ্ধির দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন শ্যামগঞ্জের তরুণ সমাজ। তাদের আন্দোলনের মুখে আজ বুধবার (২৭ মার্চ) স্টেশনের পাবলিক টয়লেট চালু করে কতৃপক্ষ। পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধির জন্য স্টেশনের পয়েন্টে পয়েন্টে বসানো হয় ডাস্টবিন এবং যাত্রীদের সুবিধার্থে স্থাপন করা হয় আরামদায়ক চেয়ার। এসব কাজে সহযোগিতা করেন স্থানীয় ছাত্রনেতারা।


#শ্যামগঞ্জ_বার্তা

25/03/2024

শ্যামগঞ্জ 'মহাশ্মশান' নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ছাত্রনেতার বক্তব্য ভাইরাল

ভিডিও: বক্তা মারিয়াম খান সোহান, সাবেক ভিপি, মাষ্টার দা সূর্য সেন হল ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সম্পূর্ণ ভিডিও দেখতে লিংক কমেন্টে...


#শ্যামগঞ্জ_বার্তা

শ্যামগঞ্জ স্টেশন 'পাবলিক টয়লেট' খুলে দিতে আল্টিমেটাম!শ্যামগঞ্জ বার্তা: এবার শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্মিত পাবলিক টয...
25/03/2024

শ্যামগঞ্জ স্টেশন 'পাবলিক টয়লেট' খুলে দিতে আল্টিমেটাম!

শ্যামগঞ্জ বার্তা: এবার শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্মিত পাবলিক টয়লেট খুলে দিতে ৭২ ঘন্টা সময় বেঁধে দেয়া হয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) স্টেশন চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এ আল্টিমেটাম দেয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তরা বলেন, শ্যামগঞ্জের জনগুরুত্বপূর্ণ জায়গা গুলোর মধ্যে অন্যতম হলো আমাদের এ রেলওয়ে স্টেশন। প্রতিদিন হাজার হাজার মানুষ এ স্টেশন থেকে ঢাকা, ময়মনসিংহ, জারিয়া, মোহনগঞ্জ যাতায়াত করে। তবে দুঃখের বিষয়, এত গুরুত্বপূর্ণ পূর্ণ একটি জায়গায় নির্মাণের অর্ধ যুগ পরেও এখনও পর্যন্ত রেলওয়ে স্টেশনের পাবলিক টয়লেট চালু করা হয়নি।

বক্তারা আরো বলেন, আমরা এলাকাবাসী পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আগামী ৭২ ঘন্টার মধ্যে সম্পূর্ণ ব্যাবহার উপযোগী করে ঐতিহ্যবাহী এ শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের পাবলিক টয়লেট উন্মুক্ত করে দিতে হবে।



এবার ঐতিহাসিক শ্যামগঞ্জ রেলওয়ে মাঠ দখলমুক্ত করার ডাক!শ্যামগঞ্জ বার্তা: এবার ঐতিহাসিক শ্যামগঞ্জ রেলওয়ে মাঠ দখলমুক্ত করা...
22/03/2024

এবার ঐতিহাসিক শ্যামগঞ্জ রেলওয়ে মাঠ দখলমুক্ত করার ডাক!

শ্যামগঞ্জ বার্তা: এবার ঐতিহাসিক শ্যামগঞ্জ রেলওয়ে মাঠ দখলমুক্ত করার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে এলাকাবাসী। এ লক্ষ্যে আজ শনিবার (২৩ মার্চ) বিকাল ৩ টায় সকলকে রেলওয়ে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ আহ্বান জানিয়েছেন শ্যামগঞ্জের কৃতিসন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাষ্টার দা সূর্য সেন হল ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ মারিয়াম খান সোহান। স্ট্যাটাসে তিনি বলেন, "আজ (শনিবার ) বিকাল ৩ টায় শ্যামগঞ্জ ঐতিহাসিক রেলওয়ে মাঠে আমরা থাকবো ইনশাআল্লাহ ,এই মাঠ টি দখল মুক্ত করে পুনরায় খেলার উপযুক্ত হিসেবে গড়ে তুলতে চাই...।

শ্যামগঞ্জের খেলা প্রেমী মানুষ এবং শ্যামগঞ্জ একাদশের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের উপস্থিতি কামনা করছি...।

জানা যায়, ঐতিহাসিক শ্যামগঞ্জ রেলওয়ে মাঠে দীর্ঘদিন যাবত প্রভাবশালী কয়েক জন কাঠ ব্যাবসায়ী দখল করে আছেন। মাঠে তাদের রাখা কাঠের জন্য গর্ত সৃষ্টি হয়, খেলার পরিবেশ নষ্ট হচ্ছে এবং মাঠের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে।


#শ্যামগঞ্জ_বার্তা

শ্যামগঞ্জ গোহালাকান্দা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি - সাধারণ সম্পাদক পদের জন্যও জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে... ...
22/03/2024

শ্যামগঞ্জ গোহালাকান্দা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি - সাধারণ সম্পাদক পদের জন্যও জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে...
#শ্যামগঞ্জ_বার্তা



কমলো জ্বালানি তেলের দাম..
07/03/2024

কমলো জ্বালানি তেলের দাম..

শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন; সভাপতি মানিক ফকির,সম্পাদক অসীমশ্যামগঞ্জ বার্তা: প্রথমবারের মতো শ্যামগঞ্জ বাজা...
05/03/2024

শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন; সভাপতি মানিক ফকির,সম্পাদক অসীম

শ্যামগঞ্জ বার্তা: প্রথমবারের মতো শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি গঠন করা হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) সকাল সাড়ে এগারোটায় মরহুম ব্যবসায়ী মতিউর রহমান খানের দ্বিতল ভবনের ছাদে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়।

ছয় সদস্য বিশিষ্ট এ কমিটিতে শ্যামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মানিক ফকিরকে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী মফিদুল ইসলাম অসীমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক: গোবিন্দ বণিক, কোষাধ্যক্ষ : স্মরণ বণিক সন্টি ও হুমায়ূন কবীর এবং দপ্তর সম্পাদক: মোরসালিন আহমেদ মূসা।

আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

এর আগে শ্যামগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী গোলাম মোস্তফা মানিক ফকির, সাংবাদিক তিলক রায় টুলু, মইলাকান্দা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলায়েত হোসেন মনুজ, সাবেক ছাত্র নেতা মামুনুর রশিদ, জয়ন্ত রায়, গোবিন্দ বনিক, ইসমাইল মিয়া, রফিকুল ইসলাম, জুয়েল মিয়া প্রমুখ।


#শ্যামগঞ্জ_বার্তা


একটি হারানো বিজ্ঞপ্তি আপনার একটা পোস্ট বা শেয়ার, একটা পরিবারের প্রান ফিরে আসবে।🤲⬆️১৮-২-২০২৪ তারিখে কালাচাঁনের ছেলে হারান...
03/03/2024

একটি হারানো বিজ্ঞপ্তি
আপনার একটা পোস্ট বা শেয়ার,
একটা পরিবারের প্রান ফিরে আসবে।🤲⬆️
১৮-২-২০২৪ তারিখে কালাচাঁনের ছেলে হারানো গিয়েছে,যদি কোন রিদয়বান লোক দেখে থাকেন তাহলে এই নাম্বারে 01406637489 দয়া করে যোগাযোগ করবেন।
হারানো ছেলেটির নাম,
নাম: আজিজুল হক
বয়স : ১৪
জেলা: ময়মনসিংহ,,
থানা: গৌরীপুর,,
পোস্ট অফিস: শ্যামগঞ্জ
গ্রাম: নওপাই
দয়া করে সবাই পৌস্ট টা শেয়ার করে দিবেন।
সন্তানের জন্য বাবা মার কি যে কষ্ট,তা একমত আল্লাহই জানে।😥

প্রতিমন্ত্রী হলেন আরো সাত জনশ্যামগঞ্জ বার্তা: আরো সাত সাংসদকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপ...
02/03/2024

প্রতিমন্ত্রী হলেন আরো সাত জন

শ্যামগঞ্জ বার্তা: আরো সাত সাংসদকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ সচিব সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১১ জানুয়ারি শপথ নিয়েছিলেন ৩৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী।


#শ্যামগঞ্জ_বার্তা


শ্যামগঞ্জ বাজারের ইজারাদারে নতুন মুখ!শ্যামগঞ্জ বার্তা: ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ বাজারের খাজনা আদায়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে ...
27/02/2024

শ্যামগঞ্জ বাজারের ইজারাদারে নতুন মুখ!

শ্যামগঞ্জ বার্তা: ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ বাজারের খাজনা আদায়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারাদার হিসেবে নতুন মুখ এসেছে।

প্রতি বছরই উপজেলার অন্যতম বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত শ্যামগঞ্জ বাজারের খাজনা আদায়ের জন্য দরপত্র আহ্বান করে গৌরীপুর উপজেলা প্রশাসন। সর্বোচ্চ দরদাতাকে এক বছরের জন্য ইজারাদার মনোনীত করা হয়।

দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ এ শ্যামগঞ্জ বাজারের ইজারাদারের দায়িত্ব মইলাকান্দা অথবা নওপাই গ্রামের ব্যাক্তিদের দেখা গেছে। তবে এবছর প্রথম বারের মতো ইজারাদার মনোনীত হয়েছেন সাতপাই গ্রামের মো তাহের আলম।

#শ্যামগঞ্জ_বার্তা

জাবেদ চেয়ারম্যানের বড় ছেলে আর নেইশ্যামগঞ্জ বার্তা: গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আলীপুর গ্রাম নিবাস...
28/01/2024

জাবেদ চেয়ারম্যানের বড় ছেলে আর নেই

শ্যামগঞ্জ বার্তা: গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আলীপুর গ্রাম নিবাসী মরহুম জাবেদ আলী (জাবেদ চেয়ারম্যান) এর বড় ছেলে সিরাজুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শনিবার (২৭ জানুয়ারি) রাত ৯:৪০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, মরহুমের জানাযার নামাজ আজ রোববার (২৮জানুয়ারি) বিকাল ৩টায় আলীপুর আলীম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে ।

শ্যামগঞ্জের কুমুদগঞ্জ সঃ প্রাঃ বিদ্যাঃ এর সাবেক শিক্ষক আঃ সাত্তার আর নেই শ্যামগঞ্জ বার্তা: শ্যামগঞ্জের কামালপুর কুমুদগঞ্...
13/01/2024

শ্যামগঞ্জের কুমুদগঞ্জ সঃ প্রাঃ বিদ্যাঃ এর সাবেক শিক্ষক আঃ সাত্তার আর নেই

শ্যামগঞ্জ বার্তা: শ্যামগঞ্জের কামালপুর কুমুদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আ: সাত্তার মারা গেছেন।

আজ শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৬ টার দিকে কাসপাড়ের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শিক্ষক আঃ সাত্তারের পরিবার সূত্রে জানা যায়, মরহুমের প্রথম জানাযার নামাজ আজ জোহর বাদ কুমুদগঞ্জ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাযার নামাজ মরহুমের নিজ বাড়ি হাপানিয়া গ্রামে আসর বাদ অনুষ্ঠিত হবে।

#শ্যামগঞ্জ_বার্তা

Address

Mymenshingh
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when শ্যামগঞ্জ বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শ্যামগঞ্জ বার্তা:

Videos

Share