Sorryツ

Sorryツ "ঠোঁটের কোনে হাঁসিটা,
সবাই দেখতেপেলেও!
চোখের কোনের জল টা
দেখার খমতা সবার থাকে না। 💔

একটি নষ্ট প্রজন্ম উপহার পাবে আগামী*****>>> গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেক...
15/04/2024

একটি নষ্ট প্রজন্ম উপহার পাবে আগামী*****

>>> গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস! অথচ ৮/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।
বোর্ড পরীক্ষার আগে আল-ফাতাহ, পাঞ্জেরী, পপি গাইড, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।
মাত্র ৮/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করতো। আর এখন বাড়ী গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। রাস্তায় হেঁটে হেঁটে মোবাইল টিপার সময় ধাক্কা লাগলে নিজেকেই স্যরি বলতে হয়। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকায়।

02/04/2024

বউ নাই
টাকা নাই
ফ্লাট নাই

25/03/2024

মমিসিং

চিপা রাস্তা সরু গলি
ডাইনে অটো বামে লড়ি
তার উপ্রে ধীরে চলি
চোক্ষে মুক্ষে ধুলাবালি

কামাইতে লাগে তিনদিন
খরচ করি একদিন
ওয়েলকাম টু মমিসিং

24/03/2024

ঘুষের টাকায় ইফতার চলে
সুদের টাকায় সেহেরি,
হারাম টাকায় হরদম চলে
পোলাও, কাচ্চি, তেহারি।

নেতাগিরি-লুটের টাকায় বছর বছর
আদায় কর যাকাত,
নামাজ তুমি করেই যাচ্ছ
যখন যত রা'কাত।

কালো টাকায় বাবার কাবুলি
উপরি টাকায় মায়ের শাড়ি,
নষ্ট টাকায় ফিতরা দিয়ে
করছ বাহাদুরি।

দিবানিশি করছ দোয়া
কবুল হয় যেন নামাজ রোজা,
মুচকি হেসে বলে আদম
ইসলাম কী আজ এতই সোজা!!

(সংগৃহীত)

অবসরপ্রাপ্ত ডি আইজি অবসরের অনেক বছর পর তার শহরের একটি থানায় গেলো জিডি করতে ।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এলো না, কারণ ক...
23/03/2024

অবসরপ্রাপ্ত ডি আইজি অবসরের অনেক বছর পর তার শহরের একটি থানায় গেলো জিডি করতে ।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতে পারেনি। থানায় যারা কাজ করছেন সবাই নতুন।

তিনি নিজেকে সাবেক ডি আইজি হিসেবে পরিচয় দেন।পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, "অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”

সাবেক ডি আইজি বলেন,"প্রথম ২/১ বছর খুব খারাপ লেগেছে।নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে।এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবী, উপাধি, শান-শাওকাত সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী, বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”

সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়!

কুত্তার লেঞ্জা নাকি জীবনে সোজা হয় না 😆 এই ব্যাপার টা আমিও মানতাম😇😇তাহলে এটা কি দেখলাম🙀
22/03/2024

কুত্তার লেঞ্জা নাকি জীবনে সোজা হয় না 😆
এই ব্যাপার টা আমিও মানতাম😇😇
তাহলে এটা কি দেখলাম🙀

দেশকে স্বনির্ভর করতে বিদেশী পণ্য বাদ দিয়ে স্বদেশী পণ্য কিনুন পণ্য কিনলেই মান বাড়বে, কোম্পানী বাড়বে, প্রতিযোগীতা বাড়বেসাব...
21/03/2024

দেশকে স্বনির্ভর করতে বিদেশী পণ্য বাদ দিয়ে স্বদেশী পণ্য কিনুন পণ্য কিনলেই মান বাড়বে, কোম্পানী বাড়বে, প্রতিযোগীতা বাড়বে

সাবান - মেরিল, কেয়া, সেপনিল, তিব্বত, তিব্বত ৭৭৭, Lifeguard, Cute

বাথরুম পরিষ্কার – Shakti, Clean Master, Finis, Amana, Xtreme

টুথপেষ্ট - Magic Harbal, White Plus, Cute, Active Toothpaste

চুলের তৈল - জুঁই, মায়া, কলম্বো, মেরিল অলিভ অয়েল, Cute

গুড়োদুধ – Pusti, ACI, Pure Milk, AMA, Mars, Starship

ডিটারজেন্ট - কেয়া, তিব্বত, White Plus, Chaka, Jet

চা-ইস্পাহানি, Bengal, Kazi, Cylon (আবুল খায়ের)

শ্যাম্পু-কেয়া, Cute, Revive, Meril, Select Plus

সয়াবিন তৈল – পুষ্টি, বসুন্ধরা, সেনা, Teer, Fresh

Petrolium Jelly - Meril, Tibet, Cute, SMC,

মশা নিরোধ সামগ্রী – Xpel, Sepnil, Xtreme -

Room Freshner - Spring, Basundhara

ময়দা, আটা – Teer, Basundhara, Fresh

নুডলস - কোকোলা, বসুন্ধরা, Foodi

চাল - পুষ্টি, চাষী, চিনিগুড়া, Teer

চিনি - Teer, Fresh, আখের চিনি

সরিষার তৈল - রাধুনি, পুষ্টি, Teer

বিস্কুট - Radisho, Olympic

লবণ- Teer, ACI, Fresh

পানি - Jibon, MUM

টিস্যু - বসুন্ধরা, Fresh

17/03/2024

~ফোন নাম্বারের শেষ দুই
সংখ্যাই Perfect ,,🌚

বিয়ের বয়স'!😑

একটা লেবুর দাম ২০ টাকা!! এদিকে ১০০ টি লেবুর গুনে ভরপুর ভিম  ১০ টাকা!! আসুন দ্রব্যমূল্যের দাম কমাই ভিম কিনে শরবত খাই 🤣
16/03/2024

একটা লেবুর দাম ২০ টাকা!! এদিকে ১০০ টি লেবুর গুনে ভরপুর ভিম ১০ টাকা!! আসুন দ্রব্যমূল্যের দাম কমাই ভিম কিনে শরবত খাই 🤣

13/03/2024

Alhamdulillah 🥰

10/03/2024

ছোট্ট মনে বড় প্রশ্ন...
বড় বড় নেতাদের কানে কানে ছোট ছোট নেতারা কি বলে???
আর সাথে সাথেই ক্যামেরা একশন....এবং ক্যাপশন

19/02/2024

কখনো কোন মৃত মানুষের নাম্বারে ফোন দিয়েছেন? বেশিরভাগ নাম্বারে ফোন দিলে দেখবেন, রিং হয়, কথাও বলে। তবে,আগের মানুষটা নয়, অন্য কারো কন্ঠ পাবেন। কাছের কেউ ব্যবহার করছে সেটা।

পৃথিবীতে সম্ভবত মানুষ বাদে অন্য কোনো জিনিস অনাদর অবহেলায় থাকে না। সবকিছুরই দাবিদার প্রস্তুত হয়ে থাকে। দিনে দিনে আগের মানুষটার আঙ্গুলের ছাপ মুছে যায়। সেও মুছতে থাকে সবার মন থেকেও।

কিছুদিন আগে আমার পরিচিত এক ভাই মারা যাবার পর দেখেছি তার নোকিয়া সিক্স ফোনটা এখন তার ছোট ভাই ইউজ করে।তার ল্যাপটপটা এখন তার ভাগনে ইউজ করে।

আমার গুলোও একদিন অন্যকারো হবে। আমার লেপের ফাঁক গলে বাতাস ঢুকে ঠান্ডা করে দেবে অন্যকোন পা। বইগুলো কেজি দরে বিক্রি হয়ে যাবে ঠোঙাওয়ালার কাছে। আমার শখের বাইক/ ল্যাপটপ/মোবাইল/ ফোকাস বক্স হয়তো চলে যাবে অন্য কোন মালিকানায়।

আজকের মতই হয়তো হালকা শীত পড়বে সেদিন। শেয়ালগুলো এরকমভাবেই ডাকবে, বহ্মপুত্র নদীর ওপারে আজকের মতই টিমটিম করে জ্বলবে ২/১ টা লাইট। আমাদের টিনের চালে আমড়াগুটি পরতে থাকবে সারারাত। দূরের গ্রামে চোর পরবে।

প্রতিদিনের ঘটনাপ্রবাহ আগের মতই ঘটতে থাকবে। শুধু আমি থাকবো না! প্রিয় মানুষটা অন্যকারো প্রিয় হবে। আমার শুকিয়ে যাওয়া ক্ষতের মত সবাই ভুলে যাবে আমাকে।

😭😭😭😭😭😭

13/02/2024

Mera Crush 🥰❤️🙈

12/02/2024

একসাথে পড়ুয়া ব্যাচমেট বন্ধু-বান্ধবীর (অধিকাংশ) সাথে দেখা হলে ওদের সন্তানদের সাথে চাচ্চু বলে পরিচয় করিয়ে দেয়।

এদিকে আমি অবিবাহিত বটেই আবার সিঙ্গেল 😑

জীবন যুদ্ধে পিছিয়ে পড়া তো দূরের হিসাব আমি অংশগ্রহণই করতে পারি নাই 🙎‍♂️

নব্বইয়ের দশকের একটি জনপ্রিয় খেলনা। ছবি দিয়েছি, নাম আপনাদের বলতে হবে..😂ঈদ টাই মাটি ছিল এই খেলনাটা না কিনলে।
28/01/2024

নব্বইয়ের দশকের একটি জনপ্রিয় খেলনা। ছবি দিয়েছি, নাম আপনাদের বলতে হবে..😂
ঈদ টাই মাটি ছিল এই খেলনাটা না কিনলে।

28/01/2024

সাধারণ মানুষের জীবন যাত্রা 😥🥰🥰🥀❤️

22/01/2024

ছেলেদের কষ্ট হার মানে শত কষ্টের কাছে শুধু মাত্র ফামিলিকে ভালো রাখার জন্য এটাই বাস্তবতা 😢🥹

22/01/2024

নতুন ট্রা-ন্স-গন্ডার আইন এবং ক্লাস ৭ এর বাচ্চাদের পাঠ্য বইয়ে ট্রা-ন্স-গন্ডার গল্প ঢুকিয়ে তাদের মগজধোলাই করে ট্রা-ন্স-গন্ডার বানানোর নতুন সিলেবাস।

সবাই নিজ নিজ প্রোফাইলে শেয়ার করে ছড়িয়ে দিন। ভিডিও ডাউনলোড করেও শেয়ার করতে পারেন। বিকৃতমনাদের ঠেকাতে না পারলে, সচেতন না হলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ংকর সময় আসছে!

22/01/2024

হে আল্লাহ আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন🤲

22/01/2024

আমাদের ঈমান কতটুক মজবুত 😢🤲
সুবহানাল্লাহ 🥰

22/01/2024

তোরে আগেই কইছিলাম গাড়ি খাইয়া মত চালাস না 🫣😁😁🙈🙀

21/01/2024

মনের পর্দা ই বড় পর্দা 🥴😷 🤣😁

কেউ আপনাকে বাঁশ দিলে হতাশ হবেন না। বাঁশটাকে ভেঙে দেখবেন, ভিতরে বিরিয়ানিও থাকতে পারে 😜
21/01/2024

কেউ আপনাকে বাঁশ দিলে হতাশ হবেন না। বাঁশটাকে ভেঙে দেখবেন, ভিতরে বিরিয়ানিও থাকতে পারে 😜

Respect Everyone's Father🫡
17/01/2024

Respect Everyone's Father🫡

২ গ্লাস শরবত আর ৪/৫ টা মিষ্টি নিয়ে ১০/২০ হাজার টাকা দাবী করা উদ্যোক্তারা!😊
17/01/2024

২ গ্লাস শরবত আর ৪/৫ টা মিষ্টি নিয়ে ১০/২০ হাজার টাকা দাবী করা উদ্যোক্তারা!😊

13/01/2024

comedy full. 🤣
পুরো ভিডিও দেখেন
হাসতে হাসতে পেট ব্যথা 🤣

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Sorryツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sorryツ:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Mymensingh

Show All