Poultry Bangla

Poultry Bangla খামারির বাড়তি খরচ কমিয়ে অধিক লাভবান করে তোলার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে Poultry Bangla

মানু ফার্ম কর্তৃক আয়োজিত,  পোল্ট্রি খামারীদের প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথী এবং পরামর্শক হিসেবে উপস্থিত হতে পেরে আনন্দ...
19/11/2024

মানু ফার্ম কর্তৃক আয়োজিত, পোল্ট্রি খামারীদের প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথী এবং পরামর্শক হিসেবে উপস্থিত হতে পেরে আনন্দিত।।। Poultry Bangla

15/06/2024

🇧🇩আমাকে অনেকে প্রশ্ন করে কৃমির ঔষধ নিয়ে, আজকে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

🇧🇩কৃমির ঔষধ কি গরমে খাওয়া যাবে?

🌹কৃমির ওষুধ দিনে না রাতে খাবেন, ঠাণ্ডা না গরম পরিবেশে খাবেন, তাতে কোনো সমস্যা নেই। কৃমির ওষুধ খেলে যে শরীর গরম হয়ে যাবে বা গরম পরিবেশে খেলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে বা শরীরের কোনো ক্ষতি হবে তা নয়। আধুনিক কালে কৃমির ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম

🇧🇩কৃমির ঔষধ কতো বয়স থেকে খাওয়া যাবে।

🌹এক বছরের পর থেকে কিছু কিছু কৃমির ঔষধ খাওয়া যাবে।কিছু ঔষধ দুই বছরের পর থেকে খাওয়া যাবে।

🇧🇩কৃমি কি মলদ্বার দিয়ে বের হবে?

🌹কৃমির ঔষধ খাওয়ার পর কৃমি মরে গিয়ে পায়খানার সাথে বের হয়ে যায়।আলাদা ভাবে দেখা যায় না।

🇧🇩কৃমির কারনে কি বদহজম হয়?

🌹কৃমির ঔষধ নিয়মিত না খেলে অনেক ধরনের সমস্যা হতে পারে - বদহজম, পেট ফোলা,খাওয়ার রুচি কমে যাওয়া,পেট ব্যথা,বমি বমি ভাব,এলার্জি,অপুষ্টি, আরো অনেক ধরনের সমস্যা হতে পারে।

🇧🇩কৃমির ঔষধ কি পরিবারের সবাই একসাথে খেতে হবে?
🌹কৃমির ঔষধ সবাই একসাথে খেতে হবে।

🇧🇩গর্ভাবস্থায় কি কৃমির ঔষধ খাওয়া যাবে?

🌹 প্রথম ৩ মাস কৃমির ঔষধ খাওয়া যাবে না। পরের ৬ মাস ডাক্তারের পরামর্শে কিছু ঔষধ সেবন করা যায়।

🇧🇩কৃমির ঔষধ কয় মাস পর পর খেতে হবে?

🌹প্রতি তিন মাস পর পর পরিবারের সকলে মিলে কৃমির ওষুধ খাওয়া ভাল। ওষুধের ধরণ অনুযায়ী কোন ডোজে খেতে হবে তা চিকিৎসকের কাছে জেনে নিতে হবে।

🇧🇩বুকের দুধ খাওয়াচ্ছে এরকম মা কি কৃমির ওষুধ খেতে পারবে?

🌹বাচ্চার মা যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় তারা কৃমির ঔষধ খেতে পারবে।

লেখা: ©
ডা.মো:মোরশেদ আলম স্যার
সহযোগী অধ্যাপক শিশু বিভাগ CiMCH
কনসালট্যান্ট ল্যাবএইড।

যাদের কাপড় ধুয়ে দেয় বাসার কাজের বেডি, তারা নাকি আবার কৃষকের দান কেটে দিবে। কোথা থেকে যে আসে এরা,  আমার বুঝে আসেনা       ...
28/04/2024

যাদের কাপড় ধুয়ে দেয় বাসার কাজের বেডি, তারা নাকি আবার কৃষকের দান কেটে দিবে। কোথা থেকে যে আসে এরা, আমার বুঝে আসেনা

#কৃষি

এই দেশটাকে খুবলে খুবলে খেয়ে, জনগণের টাকা লুটপাট করে খাওয়ার চুড়ান্ত সীমারেখা অতিক্রম করার এখনো কি বাকী আছে??? আর কতো!!!
01/04/2024

এই দেশটাকে খুবলে খুবলে খেয়ে, জনগণের টাকা লুটপাট করে খাওয়ার চুড়ান্ত সীমারেখা অতিক্রম করার এখনো কি বাকী আছে??? আর কতো!!!

10/03/2024

মুরগির ব্রুডিং ব্যবস্থা.....

10/03/2024
Shout out to my newest followers! Excited to have you onboard! Amir Khusro Bin Tahir, Rustam Ali, Humayan Malum Badol, B...
10/03/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Amir Khusro Bin Tahir, Rustam Ali, Humayan Malum Badol, Bijon Acharjee, Shakil Ahmed Sohag, Monalisha Moue, Nafis Nahid, MD Mukul, Ab Wares Dewan, Tara Stra Tara Stra, Shariful Islam Shariful Islam, Mst Mahafuza Akther, Shohag Talukdar, আরাফ হোসেন, নিঝুম রাতের তারা, Shariful Islam, Tajnur Islam, Mdjamerul Islam

01/03/2024

Poultry Bangla ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে গিয়েছে, আপনারা সবাই যেকোন ধরনের লেনদেন বা তথ্য এরিয়ে চলবেন

29/02/2024

মুরগি পালনে সফল হওয়ার মন্ত্র

#ককরেল #ফার্ম #লেয়ার #ব্রয়লার #সফলতা

08/02/2024

মুরগি পালনে ভ্যাকসিন এর কাজ কী? ভেকসিন কেন করা হয়? জেনে নিন বিস্তারিত। PoultryBangla

30/01/2024

১ দিনের মুরগির বাচ্চাকে কি ঔষধ খাওয়াবেন?
জেনে নিন বিস্তারিত সমাধান

10/12/2023

মুরগির খাবার ছিটানোর কারণ ও সমাধান।

খাবার ছিটানোর কারণঃ
১০০০ মুরগীতে প্রতি মুরগী যদি প্রতিদিন ২ গ্রাম করে খাবার ছিটিয়ে নষ্ট করে তাহলে ৩০ দিনে (১০০০*৩০*২) গ্রাম= ৬০,০০০ গ্রাম বা ৬০ কেজি খাবার নষ্ট হয়। যার মূল্য প্রায় ২,৫০০ টাকা। সোনালীর বা ককের ক্ষেত্রে ৬০ দিনে ক্ষতি প্রায় ৫,০০০ টাকা।

নিচে খাবার ছিটানোর কয়েকটি কারণ দেয়া হলো।

#ব্যবস্থাপনাজনিতঃ
১.অল্প জায়গায় বেশী মুরগী পালন করলে।

২. প্রয়োজনের তুলনায় কম সংখ্যক খাবার ও পানির পাত্র দিলে।

৩. হটাৎ খাদ্য পরিবর্তন করলে।অর্থাৎ হটাৎ প্রিস্টার্টার খাদ্য থেকে স্টার্টার খাদ্য বা স্টার্টার খাদ্য থেকে গ্রোয়ার খাদ্য দিলে হতে পারে।

৪. ১৪ দিনের আগে পিলেট খাবার দিলে।

৫. শেডে আলোর তীব্রতা বেশি হলে।

৬. খাবারের পাত্র সঠিক উচ্চতায় স্থাপন না করলে ।

৭. খাবারের পাত্র পূর্ন করে খাবার দিলে ।

৮।অপ্রচলিত খাবার পাত্র দিলে।

#রোগ
৮. কক্সিডিওসিসের লোড থাকলে ।

৯. কৃমির সংক্রমন বিশেষ করে সোনালী বা কক মুরগীতে গোলকৃমির কারণে

১০. মাইকোটক্সিকোসিস

১১. মুরগীর গিজার্ড ইরোশন

১২।এমোনিয়া হলে

#আবহাওয়া
১০. অত্যাধিক গরম বা শীত

#মেটাবলিক
৫. শরীরে ভিটামিন-মিনারেলের অভাব দেখা দিলে।

#অন্যান্য
৮. পিলেটের সাইজ বড় হলে।

৯. পিলেট যদি বেশি শক্ত হয়।

১০।খাবারে এন্টিনিউট্রিশনাল ফ্যাক্টর থাকলে

১১।খাবার যদি পচে যায়




18/09/2023

মুরগি ব্রুডিংয়ে কি মেডিসিন ব্যবহার করবেন? ব্রয়লার ব্রুডিং ব্যবস্থাপনা। Poultry Bangla

16/09/2023

পুরুষের মনোযৌন সমস্যা ও চিকিৎসা

ক্ষুধা, তৃষ্ণাসহ অন্যান্য জৈবিক শারীরবৃত্তীয় চাহিদাগুলোর মতো যৌন চাহিদাও আমাদের জীবনে স্বাভাবিক। প্রতিটি প্রাণীর মধ্যেও যৌন চাহিদা বিদ্যমান। মানব জাতির অস্তিত্ব তথা বংশপরম্পরায় ধারা টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের যৌন চাহিদা।

কিন্তু ধর্মীয় গোঁড়ামী, সামাজিক দৃষ্টিভঙ্গিসহ নানা কৃষ্টি কালচারের কারণে যৌনতাকে খুবই নেতিবাচকভাবে আমাদের সামনে তুলে ধরা হয় যার জন্য খোলামেলাভাবে যৌনতা এবং সমস্যা নিয়ে আলোচনা করতে পারি না। যৌনতাকে খুব খারাপ এবং গোপনীয় একটা ব্যাপার বলে আমাদের মগজে ঢুকিয়ে দেয়া হয়। আর এ গোপনীয়তার সুযোগ নিয়ে একশ্রেণির মানুষ অপচিকিৎসার স্বীকার হচ্ছে।

আমাদের দেশে যৌনতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের সুযোগ নেই। কোনো দিন হবে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বন্ধু-বান্ধব, কবিরাজ, ফুটপাতের ক্যানভাসার, পর্নোগ্রাফী ছবি, বই, বাসের জানালা দিয়ে ছুড়ে মারা লিফলেট ইত্যাদির মাধ্যমেই আমরা যৌনতা সম্পর্কে অপশিক্ষা লাভ করি।

যৌনতা দমনের কারণেই আমাদের দেশে ধর্ষণের সংখ্যা বাড়ছে। মনোবিজ্ঞানীদের মতে যেটা আমরা নেতিবাচকভাবে মনে অবদমিত করে রাখব সেটা বিভিন্ন নেতিবাচকভাবে প্রকাশিত হবে। যেহেতু আমাদের দেশে যৌনতা নিয়ে স্বাভাবিক আলোচনা হয় না তাই কারও কোনো যৌন সমস্যা হলেও আমরা সেটা বুঝতেই পারি না। লুকিয়ে লুকিয়ে অপচিকিৎসা করে আরও বিষয়টাকে জটিল করে ফেলি।

আমাদের মধ্যে সাধারণত ২ কারণে যৌন সমস্যা দেখা দিতে পারে-

১। প্রাইমারি সেক্সুয়াল: এটা শারীরিক বা মেডিকেল সমস্যার কারণে হয়ে থাকে। ফলে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। যেমন এসটিডি, এসটিআই ইত্যাদি।

২। সেকেন্ডারি সেক্সুয়াল: মানসিক কারণে এ সমস্যা হয়ে থাকে। বাংলাদেশে বেশিরভাগ যৌন সমস্যা হলো সেকেন্ডারি সেক্সুয়াল প্রবলেমন্স। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে মনোযৌন সমস্যা বলা হয়। আর এটার অন্যতম কারণ হলো যৌনতা সম্পর্কে কুসংস্কার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান থেকে পরিচালিত একটা গবেষণায় (মজুমদার কে এবং রহমান এম ২০০৪) দেখা যায়, বাংলাদেশের ৯২ শতাংশ মানুষের মধ্যে যৌনতা সম্পর্কে নানারকম কুসংস্কারে বিশ্বাস রয়েছে। আর এ কুসংস্কারের কারণে যৌন সমস্যাগুলো বেশি দেখা দেয়।

বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করা হয়- শুধু পুরুষদের মধ্যেই যৌন সমস্যা দেখা যায়। কিন্তু ধারণাটি একদমই অমূলক। নারীদের মধ্যেও যৌন সমস্যা দেখা দেয় প্রবলভাবে যার জন্য মনোবিজ্ঞানীদের শরণাপন্ন হওয়া জরুরি। এ সমস্ত সমস্যার পেছনে শারীরিক কোনো কারণ থাকে না। তার মানে শারীরিকভাবে সম্পূর্ণ ফিট হওয়া সত্ত্বেও কোনো একজন নারী বা পুরুষ যৌন জীবন উপভোগ নাও করতে পারে।

পুরুষদের মনোযৌন সমস্যাগুলো এবং যৌনতা নিয়ে কিছু ভুল ধারণা আলোচনা করব। পরবর্তী লেখায় নারীদের মনোযৌন সমস্যা নিয়ে আলোচনা করা হবে।

পুরুষদের মনৌযৌন সমস্যাগুলো-

১। যৌন আকাঙ্ক্ষার অভাব: পুরুষদের মধ্যে যৌন উত্তেজনা আসে এবং যৌন সুখ লাভ করেন কিন্তু তাদের যৌন কাজের প্রতি আগ্রহ তীব্রভাবে কমে যায়। নিজের মধ্যে যৌন আগ্রহ কমে যাওয়ার কারণে সঙ্গীর সবধরনের যৌন আবেদন বা আচরণ তীব্রভাবে প্রত্যাখ্যান করে এবং পুরুষ নিজ উদ্যোগী হয়ে কখনও সঙ্গীর সঙ্গে যৌনতায় লিপ্ত হয় না।

কিছু কিছু পুরুষ সঙ্গীর সঙ্গে যৌনতায় আগ্রহ না পেলেও হস্তমৈথন করে যৌন সুখানুভূতি লাভ করে। অনেক নারী অভিযোগ করে থাকেন যে তাদের স্বামী তাদের সঙ্গে যৌন মিলন না করলেও তাদের সামনেই হস্তমৈথুন করে। একজন নারী এ ধরনের আচরণ কখনও মেনে নিতে পারে না এবং এতে করে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয় যেটা অন্যান্য ছোটখাট বিষয় দিয়ে প্রকাশিত হয়। স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ, ঝগড়াঝাঁটি, বিষন্ণ্নতা, সঙ্গীর প্রতি সন্দেহবাতিকতা ইত্যাদি কারণে এ সমস্যা দেখা দিতে পারে।

২. ইরেক্টাইল ডিসফাংশন: সঙ্গীর সঙ্গে যৌন সহবাস করার জন্য বা যোনিপথে লিঙ্গ প্রবেশ করানোর জন্য লিঙ্গ প্রয়োজনীয় পরিমাণ শক্ত হয় না। আদর করার পরও তাদের লিঙ্গ শক্ত হয় না, অথবা হলেও যোনিতে লিঙ্গ প্রবেশ করানোর সময় লিঙ্গটা নিস্তেজ হয়ে পড়ে। এতে করে লিঙ্গ যোনিতে ঢোকে না। অথবা ঢোকাতে পারলেও বীর্য বের হওয়ার আগেই লিঙ্গ নিস্তেজ হয়ে যায়। ফলাফল, সঙ্গীকে চূড়ান্ত যৌন সুখ দিতে পারে না। ৭-১৮ শতাংশ পুরুষদের মধ্যে জীবনে কোনো না কোন সময়ে এ সমস্যা দেখা দিতে পারে। এটাকেই মূলত পুরুষত্বহীনতা বলা হয়।

শৈশব নির্যাতন অথবা যৌন আঘাত, দীর্ঘমেয়াদি চাপ, সঙ্গীকে যৌনসুখ না দিতে পারার অপরাধবোধ, বিষণ্নতা, দাম্পত্য কলহ ইত্যাদি কারণে ইরেক্টাইল ডিসঅংশানশন হতে পারে।

৩। দ্রুত বীর্যপাত: মাস্টার অ্যান্ড জনশন, সেক্স থেরাপিস্ট (১৯৭১) এর মতে, পুরুষদের মধ্যে এটা খুবই কমন সমস্যা। এখানে যৌন আদরের কারণে পুরুষদের লিঙ্গ উত্থিত হয় কিন্তু যৌন সহবাসের নিমিত্তে নারীর যোনিপথে লিঙ্গ প্রবেশ করানোর পরপরই বীর্য বের হয়ে যায়। সময়ের হিসেবে বললে ১ মিনিটের ও কম সময়ের মধ্যে অর্গাজম হয়ে যায়। যদিও যৌনসঙ্গমের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই তবুও যদি দ্রুত বীর্যপাত হয়ে যায় তাহলে সঙ্গীর মনে হতে পারে যৌনসুখের সময়টা খুবই ক্ষণস্থায়ী ছিল বা পরিপূর্ণ/চূড়ান্ত সুখ লাভ করতে পারেনি।

এ রকম দ্রুত বীর্যপাত নারী এবং পুরুষ দু’জনের জন্যই চরম লজ্জাকর ও হতাশাজনক হতে পারে। ৩০-৪০ শতাংশ পুরুষের জীবনের কোনো না কোনো সময়ে এ সমস্যা হতে পারে। কারো মধ্যে এ সমস্যাটা ৬ মাস ধরে থাকলে চিকিৎসা মনোবিজ্ঞানীদের শরণাপণ্ন হওয়া দরকার।

যদিও এর সঠিক কারণ এখনও অজানা তবুও মানসিক চাপ, বিষণ্নতা, দুশ্চিন্তা, সঙ্গীকে সুখী করতে না পারার জন্য দোষী, নিজের শরীরের ইমেজ নিয়ে আত্মবিশ্বাসের অভাব, যৌন সহবাসের সময় সম্পর্কে ভুল ধারণা ইত্যাদি কারণে এ সমস্যা দেখা দিতে পারে।

৪. বিলম্বিত বীর্যপাত: এটা পুরুষের এমন একটি সমস্যা যেখানে দীর্ঘক্ষণ যৌনসঙ্গম করার ফলেও বীর্যপাত করতে পারে না বা বীর্যপাত হয় না। এমনকি ২৫/৩০ মিনিট পরেও বীর্যপাত হয় না। এতে করে পুরুষ কখনও ক্লাইমেক্স বা চরমপুলক লাভ করে না। ওদিকে সঙ্গীর অর্গাজম হয়ে যায় (শারীরিক স্বাভাবিক অবস্থা)। কিন্তু পুরুষের বীর্যপাত না হওয়ায় বা খুবই দেরিতে হওয়ার কারণে নারী সঙ্গীর অবস্থা তখন ভয়াবহ হয়ে যায়। এ অবস্থা যদি কোনো পুরুষের মধ্যে ৬ মাসের বেশি সময় ধরে থাকে তাহলে মনোবৈজ্ঞানিক চিকিৎসা জরুরি।

এটাকে বিলম্বিত অর্গাজম বলা হয়। এ সমস্যার কারণে অনেক নারী বিবাহবিচ্ছেদ ঘটায়। কিন্তু এটার চিকিৎসা করলে সুফল পাওয়া যায়।

৫। যৌন বিতৃষ্ণা: এখানে পুরুষের মধ্যে যৌন কাজের প্রতি মারাত্মক অনীহা চলে আসে। যৌন কাজের বা যৌন সঙ্গমের প্রতি অনীহা ঘৃণা, অপমান, লজ্জা এবং আত্মসম্মানের সঙ্গে জড়িত থাকে। এ বিতৃষ্ণা বা অনীহা যে কোনো স্পেসিফিক কাজ যেমন ওরাল সেক্স অথবা যৌনিতে লিঙ্গ ঢুকানো নিয়ে হতে পারে, এটা হতে পারে বীর্যের গন্ধ, চুমু দেয়ার সময় লালার গন্ধের প্রতি। এটা হতে পারে সঙ্গীর যৌন অঙ্গ যেমন স্তন বা যোনির প্রতি। এটা হতে পারে যৌন সঙ্গম করার সময় সঙ্গীর বিভিন্ন শব্দের প্রতি।

যৌন বিরাগ পুরো যৌন কাজের প্রতিও হতে পারে। আবার হতে পারে নির্দিষ্ট একটা কাজের প্রতি। যেমন কোনো পুরুষ হয়তোবা শুধু যৌন সঙ্গম করতে পছন্দ করে, কিন্তু যৌন আদর যেমন- চুমু দেয়া, স্তন ঘর্ষণ করা, যোনিতে চুমু দেয়া ইত্যাদি পছন্দ করে না। অনেক নারী অভিযোগ করে থাকেন তাদের সঙ্গী কোনোরকম শারীরিক অন্য আদর ছাড়া লিঙ্গ যোনিতে প্রবেশ করিয়ে দেন।

কোনো পুরুষের মধ্যে এ সমস্যা থাকলে সেটা তাদের সঙ্গীর সঙ্গে বৈবাহিক সম্পর্কটা খারাপ করে দিতে পারে। তাদের ভালো যৌন সম্পর্ক হয়ে উঠে না। সম্পর্কটা তখন একটা অভ্যাসে পরিণত হয়। এ অবস্থা যদি কারও মধ্যে ৬ মাস চলতে থাকে এবং এজন্য যদি তাদের বৈবাহিক সম্পর্কে মারাত্মক নেতিবাচক প্রভাব পেলে তাহলে এটা যৌন বিপর্যয় ডিসঅর্ডার।

চিকিৎসা: আমাদের দেশে যেহেতু যৌন সমস্যা বা রোগ নিয়ে খোলামেলা আলোচনা হয় না, তাই অনেকেই অপচিকিৎসার ফাঁদে পড়ে। বাংলাদেশের হার্বাল কোম্পানিগুলোর লোভনীয় ও আকর্ষণীয় বিজ্ঞাপন, ২৪ ঘণ্টায় সমাধানের নিশ্চয়তা প্রদানের লোভে অনেকেই প্রতারিত হন। অনেকেই পাশের ফার্মেসির বন্ধু থেকে ওষুধ নিয়ে সেবন করেন। এসব হার্বাল বা ওষুধ প্রাথমিকভাবে একটু সন্তোষজনক ফলাফল দিলেও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব অনেক।

যার কারণে যৌন জীবন পুরোটাই শেষ হয়ে যেতে পারে। তাই কারো মধ্যে উপরোক্ত যৌন সমস্যাগুলো দেখা দিলে সরাসরি ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার। আপনি যদি নিশ্চিত থাকেন আপনার যৌন সমস্যাটা শারীরিক কোনো কারণে নয়, তাহলে চিকিৎসা মনোবিজ্ঞানীদের সঙ্গে দেখা করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের আলাদাভাবে ৭ দিনের সেক্স থেরাপির উপর প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।

যারা এসব সমস্যার কারণে বিভিন্ন অপচিকিৎসা করে কাঙ্ক্ষিত ফলাফল পাননি, তারা সরাসরি চিকিৎসা মনোবিজ্ঞানীদের কাছে যেতে পারেন। তবে মনোবিজ্ঞানীদের কাছে প্রথমে স্বামী গেলেও চিকিৎসার ধাপে ধাপে স্ত্রীকেও যেতে হতে পারে।

বলা হয়ে থাকে স্বামী-স্ত্রীর মাঝে যতই সমস্যা থাকুক, মতের অমিল থাকুক, চাওয়া পাওয়া না মিলুক, কিন্তু দিন শেষে তাদের মধ্যে চমৎকার একটা রোমান্টিক যৌন-সম্পর্ক বাকি সব সমস্যাকে গৌণ করে দিতে পারে। যৌন সম্পর্ক শুধুই শারীরিক নয়, মানসিকও। তাই আপনাদের মধ্যে কারও যৌন সমস্যা থাকলে চিকিৎসা মনোবিজ্ঞানীর সহযোগিতা নিন, যৌন জীবন উপভোগ করুন। জীবনকে উপভোগ করুন।

©মো. আকবর হোসেন, মনোবিজ্ঞানী, নাইজেরিয়া


#জননী_মেডিকেল_পয়েন্ট

05/09/2023

বাচ্চাদের দোকানের বিভিন্ন খাবার থেকে বিরত রাখুন..!
আজই সাবধান হয়ে যান...!

আমি যখন বলি- বিভিন্ন কোম্পানির ডেলিভারিম্যানেরা আমাদের অর্ডারকৃত যা কিছু খাদ্য হিসেবে বাসায় পৌঁছিয়ে দিয়ে যায়, সব অখাদ্য, অনেকেরই সেটা পছন্দ হয় না, আমার তীর্যক কথা ভালো লাগে না!


04/09/2023

শীতের সময় বালুতে মুরগি পালন করা যাবে কি না..!

ব্রয়লার মুরগি পালন প্রশিক্ষণ।

আমরা যেভাবে মুরগি পালন করছি সেটি শুধু আপনাদের সামনে তুলে ধরেছি। কোন কিছু গ্রহণ করা বা বর্জন করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।
যদি মনে হয় এই তথ্যগুলো হেল্পফুল তাহলে গ্রহণ করতে পারেন অন্যথায় কোন বাধ্যবাধকতা নেই।


how to improve poultry farming,
how to disinfect poultry farm,
how to raise poultry farm,
how to succeed in poultry farming,
how to disinfect poultry house,
how to become a poultry farmer,
training on poultry farming,
how to take care of broiler chicks,
how to buy broiler chicks,
how to care for broiler chicks,
check in poultry farm,
how to control mortality in poultry farm,
how to take care chicken farm,
how to set up poultry farm,
how to feed poultry chicks,
how to apply poultry manure,
how to manage poultry litter,
how to sanitize poultry farm,
how to use kickin chicken feed supplement,
how to keep poultry farm,
how to make chicken main course,
how to manage a poultry farm,
medication for broiler chicks,
how to maintain poultry farm,
how to run poultry farm,
how to take care of poultry farm,
how to care for broiler chickens,
how to get broiler chicks,
poultry training online,
how to maintain temperature in poultry farm,
how to raise poultry chickens,
to raise village chickens,
tips on poultry farming,
for broiler farming,
how to vaccinate broiler chicks,
how to work in poultry farm,
how to take care 45 days chicken,
1 day broiler chicks,
how to care 45 days chicken,
6 days broiler chicks

নতুন ঘরে উনারা খুব আনন্দে আছে...!
16/06/2023

নতুন ঘরে উনারা খুব আনন্দে আছে...!

Address

Fulbaria
Mymensingh
2216

Alerts

Be the first to know and let us send you an email when Poultry Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poultry Bangla:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Mymensingh

Show All