21/11/2022
ফ্রেন্ডস ৯০ ময়মনসিংহ পেইজ সহ বাংলাদেশের সকল ৯০ বন্ধুদের জন্য
বিশেষ ঘোষণাঃ
*******************************
রেজিষ্ট্রেশন চলছে.........
প্রিয় ৯০ এর বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
তোমরা জেনে খুশী হবে যে,
ফ্রেন্ডস ৯০ ময়মনসিংহ (এস.এস.সি-৯০) আগামী ২৩ ডিসেম্বর " ২০২২ ইং, রোজ শুক্রবার ড্রীম ভিলেজ পার্ক এন্ড রিসোর্ট , বৈলর , ময়মনসিংহ জেলায় বাংলাদেশের ৯০ এর সকল বন্ধুদের নিয়ে "মিলন মেলা, ২০২২ ইং" আয়োজন করতে যাচ্ছে।
আশা করি ৯০ এর সকল বন্ধুরা বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়ে, ৯০ এর বন্ধুদের কে ভালবেসে "এসো আনন্দে হারিয়ে যাই মিলনমেলায় " এই শ্লোগান কে বুকে ধারণ করে নিম্নে উল্লেখিত আমাদের ৯০ এর বন্ধু শারমিন সুলতানা মুক্তি, নুরুন নাহার শামীম, ফাহমিদা পারভীন মলি, সাইদুল হক বাপ্পি , সারোয়ার জাহান , কামরুল হাসান ও মঞ্জুরুল আলম প্রদত্ত নাম্বার গুলোতে নিম্নে উল্লেখিত নিয়মাবলী অনুসরণ করে রেজিষ্ট্রেশন পূর্বক ৯০ এর মিলন মেলায় অংশগ্রহণ করে সকল ৯০ এর বন্ধুকে আনন্দঘন, সুন্দর ও সফল চমৎকার একটা দিন উপহার দিবে- যাহা সকল ৯০ এর বন্ধুদের বুকে বিধে রবে অনন্তকাল।
# # যে সকল বন্ধুর নাম্বারে রেজিঃ ফি পাঠাবেঃ
--------------------------------
১) শারমিন সুলতানা (মুক্তি ) 01714818425 (বিকাশ )
২) নুরুন নাহার শামীম 01922189606 (বিকাশ )
৩) ফাহমিদা পারভীন (মলি) 01718525390(বিকাশ )
৪) সাইদুল হক( বাপ্পি )-
01784145652 (বিকাশ)
৫) সারোয়ার জাহান 01717377751(বিকাশ+নগদ )
৬) কামরুল হাসান - 01716737959 (বিকাশ)
৭) মঞ্জুরুল আলম - 01715151366 (বিকাশ)
# # নিয়মাবলীঃ
--------------------
ক) সকল বন্ধুদের জন্য জনপ্রতি রেজিষ্ট্রেশন ফি ১২২০/-।
গ) ব্যক্তিগত ড্রাইভার এর জন্য জনপ্রতি রেজিষ্ট্রেশন ফি ৫১০/-
# # রেজিষ্ট্রেশন ফি পাঠানোর পর যা অবশ্যই পালনীয় ঃ
-------------------------------------
ছবি, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে সেই নাম্বার ও জেলার নাম উল্লেখ করে উপরোল্লিখিত যে বন্ধুর নাম্বারে রেজিঃ ফি পাঠানো হয়েছে তার নাম্বারে/ম্যাসেঞ্জারে জানাতে হবে।
আশা করি তোমাদের কলরবে মুখরিত হবে ২৩ ডিসেম্বর ২০২২।
ধন্যবাদ এবং সকলের প্রতি ভালবাসা।
দেখা হবে বন্ধু মিলন মেলায় ড্রীম ভিলেজ পার্ক এন্ড রিসোর্ট , বৈলর , ময়মনসিংহ।