suman

suman সময়টা তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে,
আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে!
“This is my only official page”

03/11/2025

🔴 গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের দক্ষিন পাশে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে চলন্ত ট্রে-নে নি-চে প-ড়ে জালাল উদ্দিন (৪০) নামের এক কাঁচামাল ব্যবসায়ী গু-রুত্বর আ-হত হয়েছেন। অবস্থা আ-শ-ঙ্কা-জনক থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আ-হত জালাল উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বেপারী পাড়া গ্রামের বাসিন্দা।

31/10/2025

🌸 হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান — মানব জাতি সবাই সমান।

ধর্ম ভেদে নয়, ভালোবাসাতেই আসুক একতা ❤️
যে হৃদয়ে আছে মানবতা, সেখানেই আছে ঈশ্বর 🙏

🌼 হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান — সবাই মানুষ, সবাই একই প্রাণ। কেউ মন্দিরে যায়, কেউ মসজিদে, কেউ গির্জায়, কেউ বিহারে —
কিন্তু শেষমেশ সবার প্রার্থনা একটাই — শান্তি, ভালোবাসা, মানবতা। ❤️

ধর্ম আলাদা হতে পারে, কিন্তু রক্তের রং এক,
পৃথিবী সবার, আকাশ সবার, সূর্য সবারই সমান। ☀️

চলো আজ ঘৃণার দেওয়াল ভেঙে,
হাত ধরাধরি করে বলি —
"আমরা সবাই মানুষ, আমরা সবাই এক!" 🙏

#মানবতা #ধর্মনয়ভালোবাসা #একতাইবল
#একতা #ভালোবাসা

30/10/2025

মহিলা মাদ্রাসায় টিতে ৪২ জন শিশু ছাত্রী ছিল | তাদের মধ্যে প্রায় সবাইকে ধ*র্ষ*ণ করা হয়েছে। কতোটা পাষণ্ড কু*লা*ঙ্গার হলে এমন করতে পারে |

একটি শিশু কখনোই অন্যায়ের বোঝা বহন করার জন্য জন্মায় না। তবুও সমাজে এমন ভয়াবহ ঘটনা ঘটে, যা আমাদের বিবেককে কাঁপিয়ে দেয়। শিশুদের নিরাপদ রাখার দায়িত্ব আমাদের সকলের—অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, সমাজ ও রাষ্ট্র—সবাইয়ের।

যখন কোনো প্রতিষ্ঠানে, বিশেষ করে ধর্মীয় শিক্ষালয়ে, অসহায় শিশুদের উপর নির্যাতন ঘটে, তখন সেটা শুধু একটি অপরাধ নয়—এটি মানবতার প্রতি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। এমন ঘটনার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, কঠোর বিচার ও সামাজিক সচেতনতা এখন সময়ের দাবি।

ধর্ম কখনোই অন্যায়ের আশ্রয় দেয় না। যে কোনো ধর্মের মূল শিক্ষা হলো করুণা, ন্যায় ও ভালোবাসা। তাই সত্যিকার ধর্মপ্রাণ মানুষ কখনো নিরব থাকতে পারেন না—তাদের দায়িত্ব হলো অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায়ের পক্ষে দাঁড়ানো।

এই সময় আমাদের একসাথে বলতে হবে—
“শিশুরা নিরাপত্তা পাবে, সুরক্ষা পাবে, ভালোবাসা পাবে। অন্যায়ের কোনো স্থান আমাদের সমাজে নেই।”

#শিশুর_নিরাপত্তা #মানবতা #ন্যায়ের_পক্ষে y

30/10/2025

🌾 রাতের আঁধারে ধানক্ষেতে ফেলে যায় এক বৃদ্ধা মাকে—

হৃদয়বিদারক এক ঘটনা নরসিংদীর পলাশে! 💔

এই ভিডিওটি দেখলে যে কারও চোখে পানি চলে আসবে 😭
একজন অসহায় মা, যিনি সারা জীবন সন্তানদের জন্য নিজের সুখ-স্বপ্ন ত্যাগ করেছেন —
আজ তাকেই ফেলে যাওয়া হলো নির্জন ধানক্ষেতে! 🌙

ঘটনাটি নরসিংদীর পলাশ উপজেলার।
স্থানীয়দের বরাতে জানা যায়, গভীর রাতে কেউ একজন বৃদ্ধ এই নারীকে ধানক্ষেতে ফেলে রেখে যায়।
তার সারা শরীরে আঘাতের চিহ্ন, মুখে ব্যথার ছাপ,
তবুও তিনি বারবার কাঁদতে কাঁদতে বলছিলেন —

“বাবা, আমি কি এমন অপরাধ করেছিলাম, যে তোমরা আমাকে এভাবে ফেলে গেলে?” 😢

রাতের নীরবতা ভেঙে যায় এক মায়ের আর্তনাদে…

শেয়ালের আক্রমণে আহত হন তিনি, পরে এলাকার কয়েকজন তরুণ তার চিৎকার শুনে দৌড়ে এসে উদ্ধার করেন।
বর্তমানে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 🙏

একজন মা, যিনি সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের জীবন উৎসর্গ করেন —
আজ সেই মাকেই ফেলে যাওয়া হলো অন্ধকারের ধানক্ষেতে!
এ শুধু এক বৃদ্ধা মায়ের কাহিনি নয়,
এ আমাদের সমাজের বিবেকের কাছে এক নীরব প্রশ্নচিহ্ন! 🥀

👉 মা-বাবা বেঁচে থাকতে যত্ন করুন, সময় দিন, ভালোবাসা দিন।
কারণ তাদের দোয়া ছাড়া জীবনে কোনো সুখ কখনও স্থায়ী হয় না… 💔

🔥 মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানীদের “ভাইভা বোর্ড” —                     ___এক নরক যন্ত্রনার ইতিহাস 🔥এটা কোনো স্কুল, কলে...
30/10/2025

🔥 মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানীদের “ভাইভা বোর্ড” —
___এক নরক যন্ত্রনার ইতিহাস 🔥

এটা কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের “ভাইভা বোর্ড” নয়। এটা ছিলো মৃত্যুর বোর্ড।
যেখানে প্রবেশ মানেই — ফিরে আসার সম্ভাবনা প্রায় শূন্য।
এ ভাইভা বোর্ড ছিলো ভয়ংকর নির্যাতনের দলিল। যেখানে একবার গেলে বেশীরভাগ মুক্তিযোদ্ধার শেষ গন্তব্য হতো শহীদ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া ।
যারা ফিরে আসতে পেরেছেন সেই ভাগ্যবানেরা বলেছেন এই ভাইভা বোর্ড কতোটা ভয়ংকর এবং পৈশাচিক!
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামসরা সারা বাংলাদেশে স্থাপন করেছিল অসংখ্য “ভাইভা বোর্ড” নামের টর্চার সেল।পাকিস্তানী হানাদার ও রাজাকারেরা মুক্তিযোদ্ধাদের ধরে এনে ভাইভা বোর্ড নামে এমন অজস্র কুঠুরির মধ্যে তুলে এলে মুক্তিযোদ্ধাদের গোপন তথ্য জানতে জিজ্ঞাসাবাদের নামে চালাতো ভয়ংকর, পৈশাচিক, নির্মম নির্যাতন।

প্রতিটি ভাইভা বোর্ডে রাখা থাকতো নানা রকম নির্যাতনের সরঞ্জাম — যেন এক একটি নরকযন্ত্রের ঘর।
প্রতিটি নির্যাতনের কৌশলের জন্য ছিলো ভিন্ন ভিন্ন যন্ত্রপাতির ব্যবহার। টর্চার করার সময় এগুলো এক একটি নিযার্তনের কৌশল হিসেবে এক এক কাজে লাগতো।
ছবির বড় হাতুড়ি ব্যবহার হতো মুক্তিযোদ্ধাদের হাত পায়ের গিরার হাড় ভাঙ্গার জন্য, চিমটা ব্যবহার হতো নখ টেনে উঠিয়ে নির্যাতনের জন্য, কাটিং প্লাস ব্যবহার হতো আঙ্গুল কাটার জন্য, কাঁচি ব্যবহার হতো মানব দেহের পাতলা চামড়া কাটার জন্য, প্লাস ব্যবহার হতো দাঁত উঠানোর জন্য।

স্ক্রু ড্রাইভার ও বড় আংটা ওয়ালা সূচটি ব্যবহার হতো‌ চোখ উঠানো, নখের ভিতরে দিয়ে নখ ভেঙে ফেলা আর সংবেদনশীল অঙ্গে ফোটানোর জন্য। এছাড়া শরীরে আলপিন ফোটানো হতো।

এমনকি অনেক সময় শরীরে বিদ্যুৎ প্রবাহিত করা হতো, গরম লোহা দিয়ে দাগানো হতো, কিংবা পানির নিচে ডুবিয়ে রাখা হতো যতক্ষণ না মানুষটি অচেতন হয়ে যায়।
হানাদার ও রাজাকারদের টর্চার সেল ছিলো এমনই ভয়ংকর। এতো নিষ্ঠুর নির্যাতনের পর ও মুখ খুলতেন না মুক্তিযোদ্ধারা। প্রয়োজনে নিজের উপর দিয়ে হোক শত নির্যাতন, অত্যাচার করতে করতে পিষে ফেলা হোক তবুও মুখ খোলা যাবেনা; প্রকাশ করা যাবেনা মুক্তিযোদ্ধাদের গোপন একটি তথ্য ও। মুক্তিযোদ্ধারা অস্বীকার করতে নির্যাতনের সীমা ছাড়াতো কয়েকগুণ।
যারা সেই ভাইভা বোর্ড থেকে ভাগ্যক্রমে ফিরে এসেছেন কেবল তাঁরাই জানেন ভাইভা বোর্ড নামের একটি কক্ষ কতোটা তান্ডবলীলা চালাতে পারে তারা।
ভাইভা বোর্ড থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরা মুক্তিযোদ্ধাদের কাছে শুনেছিলাম ভাইভা বোর্ড কতোটা ভয়ংকর আর পাশবিক ছিলো। তিলে তিলে শরীরের শেষ রক্ত বিন্দু, শেষ স্পন্দনটুকু পর্যন্ত শুষে নিয়ে মারতো! গণহত্যা জাদুঘরের হিসেবে মুক্তিযুদ্ধকালে বর্তমানের ৪০টি জেলায় এমন ১১১৮টি নির্যাতন কেন্দ্র ছিলো। তাহলে ৬৪ জেলায় কয়টি ছিলো?
দেখা গেছে কোন কোন নির্যাতন কেন্দ্রে একাধিক টর্চার সেল ছিলো।‌মানে ৫/৬টিও সেল ছিলো। প্রতিটি সেলেই ছিলো এমন ব্যবস্থা! অর্থাৎ, শত শত এমন ভাইভা বোর্ডে প্রতিদিন চলতো পৈশাচিক অত্যাচার ও রক্তাক্ত জিজ্ঞাসাবাদ।.
ছবি- আজ খুলনার গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরে সংরক্ষিত আছে সেই ভয়ংকর “ভাইভা বোর্ড” —
যেখানে রাখা আছে সেই হাতুড়ি, চিমটা, স্ক্রু ড্রাইভার, সূচ, প্লাস —
যেগুলো একসময় মানুষের শরীর নয়, মানবতার ওপর আঘাত হেনেছিল।

এই নিদর্শনগুলো আজ আমাদের স্মরণ করিয়ে দেয় —
স্বাধীনতার দাম কতটা ভয়াবহ ছিলো,
আর কত অগণিত মুক্তিযোদ্ধা তাঁদের শরীর, রক্ত, জীবন উৎসর্গ করেছিলেন এই পতাকার জন্য।

🇧🇩
তাঁদের রক্তের বিনিময়েই আজ আমরা স্বাধীন।
তাঁদের স্মৃতি চিরকাল অমর থাকুক।

#মুক্তিযুদ্ধ #ভাইভা_বোর্ড #টর্চার_সেল #বাংলাদেশ #গণহত্যা_জাদুঘর #স্বাধীনতা

꧁꧅ শ্রীশ্রী লক্ষ্মী দেবী ꧅꧂       ❛❛ওঁ মহালক্ষ্ম্যৈ বিদ্মহে মহাশ্রীয়ৈ                                  ধীমহি তন্নোঃ শ্র...
29/10/2025

꧁꧅ শ্রীশ্রী লক্ষ্মী দেবী ꧅꧂

❛❛ওঁ মহালক্ষ্ম্যৈ বিদ্মহে মহাশ্রীয়ৈ
ধীমহি তন্নোঃ শ্রী প্রচোদয়াৎ ||❜❜

আজ বৃহস্পতিবার মা লক্ষ্মী শ্রী চরনে শতকোটি প্রনাম জানাই।
মা লক্ষ্মীর আশীর্বাদে সব অশান্তি দূর হয়ে যাক।
আপনার পরিবার জড়িয়ে থাকুক মায়ার বাঁধনে।-❥◎⃝◎──•

•──◎⃝◎❥❛মা লক্ষ্মীর কৃপা থাকুক আপনার ওপর।❜

সকলের জীবন সেজে উঠুক সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে।
ধনলক্ষ্মীর কৃপায় পূর্ণ হোক সকলের জীবনের সকল আশা ও কামনা।।

মাগো──
জগতের সবাই কে ভাল রেখো,সবার মঙ্গল করো ❥◎⃝◎──•

💚 🪔🙏🌾🦉জয় মা লক্ষ্মী দেবীর জয়🦉🌾🙏🪔 💙
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🌹🙏🌸🙏🌼🙏🌸🦉🌼🙏🌸🌾🙏🌸🦉🌼🙏🌹

া_লক্ষ্মী ゚viralシ

─•━🕉️⫷♦️  #শ্রী_উণ্থান_একাদশী__ব্রত ♦⫸🕉️━•─   ─────────────────────────────২রা নভেম্বর ২০২৫ ইংরেজি, ১৫ কার্ত্তিক ১৪৩২ বা...
29/10/2025

─•━🕉️⫷♦️ #শ্রী_উণ্থান_একাদশী__ব্রত ♦⫸🕉️━•─
─────────────────────────────
২রা নভেম্বর ২০২৫ ইংরেজি, ১৫ কার্ত্তিক ১৪৩২ বাংলা,২৬ দমোদর "রবিবার" কার্ত্তিক মাসের শুক্লপক্ষীয় #উণ্থান (প্রবোধিনী) একাদশী ব্রত।

এই দিনেই চাতুর্মাস্য ব্রতের সমাপন ঘটে এবং শ্রীহরির নিদ্রা সমাপ্ত হয়। দেবতা ও ভক্তগণ এই দিন থেকেই শুভকর্মে প্রবৃত্ত হন।

─────────────────────────────
🇮🇳 ভারতীয় সময় অনুযায়ী 🇮🇳
─────────────────────
👉 উণ্থান একাদশী আরম্ভঃ
১৪ কার্ত্তিক ১৪৩২ বাংলা (১ নভেম্বর ২০২৫ খ্রিঃ) শনিবার রাত ২:৪৮ মিনিট থেকে।

👉 উণ্থান একাদশী শেষঃ
১৫ কার্ত্তিক ১৪৩২ বাংলা (২ নভেম্বর ২০২৫ খ্রিঃ) রবিবার রাত ১:১৮ মিনিট পর্যন্ত।

🇧🇩 বাংলাদেশের সময় অনুযায়ী 🇧🇩
─────────────────────
💥👉 উণ্থান একাদশী আরম্ভঃ
১৪ কার্ত্তিক ১৪৩২ বাংলা (১ নভেম্বর ২০২৫ খ্রিঃ) শনিবার রাত ২:৪৮ মিনিট থেকে।

💥👉 উণ্থান একাদশী শেষঃ
১৫ কার্ত্তিক ১৪৩২ বাংলা (২ নভেম্বর ২০২৫ খ্রিঃ) রবিবার রাত ১:১৮ মিনিট পর্যন্ত।

─────────────────────────────
─•━━⊱♦️✥♦️⊰•⊰❁❀❁❁❀❁⊱⊱♦️✥♦️⊰•━━•─
✤✸◼️ একাদশী সংকল্প মন্ত্র ◼️✸✤
─•━━⊰•⊰❁❀❁❁❀❁⊱•⊰•━━•─

❝ একাদশ্যাং নিরাহারঃ স্থিত্বা অহম্ অপরেহহনি।
ভোক্ষামি পুণ্ডরীকাক্ষ শরনং মে ভাবাচ্যুত॥ ❞

━━┉┈┈(৩ বার)━━

অনুবাদ:
“হে পুন্ডরীকাক্ষ! হে অচ্যূত! একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার স্মরণাপন্ন হচ্ছি।”

─────────•━━⊰•❀❁❁❀⊰•━━•────────
✤✸◼️ একাদশী পারণ মন্ত্র ◼️✸✤
─•━━⊰•⊰❁❀❁❁❀❁⊱•⊰•━━•─

❝ ওঁ অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদো ভব॥ ❞

━━┉┈┈(৩ বার)━━

অনুবাদ:
“হে কেশব! আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ! এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন।”

─────────•━━⊰•❀❁❁❀⊰•━━•────────
💢💦 উণ্থান একাদশীর পারণের সময়ঃ - 🍒 ─•━━⊱♦️✥♦️⊰•⊰❁❀❁❁❀❁⊱⊱♦️✥♦️⊰•━━•─

✸ ১৬ কার্ত্তিক ১৪৩২ বাংলা (৩ নভেম্বর ২০২৫ খ্রি:) রবিবার..🔰
──•━━⊰•❀❁❁❀⊰•━━•──

✔️ ৬:০৫ মিঃ থেকে ৯:৪৯ মিঃ মধ্যে (ঢাকা,বাংলাদেশ) | 🇧🇩
✔️ ৫:৪২ মিঃ থেকে ৯:২৭ মিঃ মধ্যে (কলকাতা,ভারত) | 🇮🇳
✔️ ৬:৩৪ মিঃ থেকে ১০:১৪ মিঃ মধ্যে (দিল্লি, ভারত) | 🇮🇳
✔️ ৬:৩১ মিঃ থেকে ১০:১২ মিঃ মধ্যে (বৃন্দাবন,ভারত) | 🇮🇳
✔️ ৬:৩৯ মিঃ থেকে ১০:২৭ মিঃ মধ্যে (মুম্বাই, ভারত) | 🇮🇳
✔️ ৫:৩৩ মিঃ থেকে ৯:১৫ মিঃ মধ্যে (আসাম, ভারত) | 🇮🇳

🚩 সকলে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন।

─────────•━━⊰•❀❁❁❀⊰•━━•────────
✤✸ উণ্থান একাদশী ব্রত কথা ✸✤
─•━━⊱♦️✥♦️⊰•⊰❁❀❁❁❀❁⊱⊱♦️✥♦️⊰•━━•─

মহারাজ যুধিষ্ঠির বললেন — হে মধুসূদন! কার্ত্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম তা কৃপা করে বলুন।

💫 শ্রীকৃষ্ণ বললেন — হে রাজন! এই একাদশী “উণ্থান” নামে পরিচিত। এই দিন চাতুর্মাস্য নিদ্রা সমাপ্ত হয়ে শ্রীবিষ্ণু জাগ্রত হন। এই ব্রতের দ্বারা ভক্ত সকল পাপমুক্ত হন।

👑 হে রাজন! মহারাজীর স্বরূপ অনুসারে ব্রত পালনের মাধ্যমে পূর্বপুরুষদের কল্যাণ ঘটে এবং ভক্তের সকল সংকট নাশ হয়।

🌿 এই একাদশী পালনের নিয়ম অনুযায়ী, দশমীর দিন শ্রদ্ধাসহ প্রাতঃস্নান, মধ্যাহ্নে ভক্তিভাবে পুনরায় স্নান, এবং একাদশীর দিন নিরাহার রাখবেন। শালগ্রাম পূজা ও পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীতে ভক্তিভরে ব্রহ্মণ ভোজন করিয়ে মহাপ্রসাদ গ্রহণ করবেন।

🌸 এহি উণ্থান একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে শ্রীবিষ্ণুর ধাম লাভ করে। 🌸

#উণ্থান_একাদশী 🙏 #শ্রীবিষ্ণু 🌸 #একাদশীর_মাহাত্ম্য ✨ 🕉️ 🌿 🌺

28/10/2025

মানুষ কতটা প্রতা*রক হতে পারে ভাবা যায়!

অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মুহিব্বুল্লাহ !!

সারাদেশে তোলপাড় তৈরি করা হলো ইসকন মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মাদানীকে অপহরণ করেছে। ইসকন নিষিদ্ধ করার দাবিতে মিছিল মিটিং কম করা হলো না এমনকি একটা একটা ইসকন ধর, ধরে ধরে জবাই কর এমন স্লোগানো মিছিলে দেয়া হলো। এখন সংবাদ মাধ্যমে ফাঁস হলো মুহিব্বুল্লাহ মাদানি নিজেই নিজের অপহরণ নাটক সাজিয়ে খুব পরিকল্পিতভাবে দেশে হিন্দু ধর্মের জনগণকে ক্রিমিনাজাইল করার চেষ্টা করেছেন। নিজেই এখন নিজের অপহরণ মামলায় সিআইডির তদন্তের মুখে পড়ছেন।

এটা নতুন কিছু না,
কুমিল্লায় মূর্তির নিচে কোরান রাখা সেই গদা ইকবাল থেকে শুরু করে আরো অনেক হিন্দু বিরোধী সাজানো নাটক যুগ যুগ ধরে দেখে আসছি।

আসলে, এদের ভাবধারা হচ্ছে অন্য ধর্মকে ঘৃণা করা 🫵😡😡😡।
এখন নতুন নাটক শুরু করতে চাইছিলো, ইসকনকে ইস্যু করে। একটা দাঙ্গা লাগতো এই অজুহাতের জন্য নির্বাচন পেছানোর চেষ্টা করতো। মাঝখানে কিছু হিন্দু নিরিহ মানুষ প্রান হারাতো , ধন্যবাদ পুলিশকে কেননা ২০২১ এর নাটক ফেরাতে না পারলেও এবারের নাটক রুখে দেওয়ার জন্য । সেই সাথে এই বন্ড এবং এর সহায়তা কারি দের কঠিন শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার আহবান জানাই কেননা এরাই বারবার সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট করতে চক্রান্ত করে। এদেশের শান্তি নস্ট করে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when suman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to suman:

Share