Ling'am Corner

Ling'am Corner Things positive, Bring Happiness

06/03/2024

Garo Girls Traditional Dance at Dhaka Wangalla Festival-2023 last year,,,,,

29/02/2024

২৮ শে ফ্রেবুয়ারি রোজ বুধবার আনুমানিক রাত ১০ ঘটিকা । আব্দুল্লাপুর থেকে নর্দ্দা যাওয়ার উদ্দেশ্যে ভিক্টর পরিবহন বাসে উঠি । বাসের ভিতরে কোন যাত্রি ছিল না এক মাএ আমি ছাড়া । বাসে উঠেই মোরুগ পোলাওয়ের গ্রান পেয়েছি । গাড়ির ড্রাইভার আর হেল্পার মনোযোগ সহকারে মোরুগ পোলাও দিয়ে রাতের খাবার শেরে নিচ্ছেন । ড্রাইভার সাহেব এক হাতে স্টাইরিং ঘুরে গাড়ি চালাচ্ছেন আর এক হাত দিয়ে খাচ্ছেন। এই দৃশ্য দেখে আমি অবাক । জিজ্ঞেস করলাম মামা আপনারা তো অন্য কোথাও বসে খাবার সেরে নিতে পারতেন । গাড়ির ভিতরে কেন । উত্তরে বললেন,মামা আমাদের জীবন তাই দূরের উপর, খাওয়া দাওয়া থেকে শুরু করে সারাদিন চিল্লা চিল্লি, তর্ক তর্কি সব কিছুই দুরের উপর চালাইতাছি মামা (তাদের ভাষ্যমতে) । তার পরেও আমাদের সাথে মানুষ খারাপ ব্যবহার করে । কথা গুলো শুনে চিন্তিত হলাম।তার কয়েক সেকেন্ড না যেতেই ড্রাইভার সাহেব আমাকে বিনয়ের সহিত জিজ্ঞেস করলেন,মামা আপনি খাইসেন ? না খাইলে আমাদের সাথে সহভাগিতা করতে পারেন ।

অফিসের কাজে আমিও সারাদিন বাইরে ব্যস্ত ছিলাম । এক কথায় দূরের উপর । আমারও খুদা লেগেছিল বটে । সেই দুপুরে খেয়েছি সন্ধ্যা গড়িয়ে রাত পুনরাই খুদা লেগেছিল। তার পরেও ভেবে চিন্তে বললাম জি মামা আমি খেয়েছি । খাওয়া নিয়ে সহভাগিতা করা আর না করা একান্ত আমার ব্যক্তিগত ব্যপার ছিল । দিন শেষে তাদেরও একটা আলাদা মন আছে সেতা বুঝতে আমারও বাকি ছিল না । আমাকে আন্তরিকতার সহিত খাওয়ার ব্যাপার নিয়ে জিজ্ঞেস করল , সেতাই তাদের কাছ থেকে সব ছেয়ে বড় পাওয়া ও মুখ্য বিষয় । অথচ এই সমাজে কিছু শ্রেণীর মানুষ আছে ।ড্রাইভার সাহেব ঠিক মত গাড়ি না চালালে তাদের কে তুচ্ছ তাচ্ছিল্য করে অকথ্য ভাষায় গালি গালাচ করে। চৌদ্দ গুষ্ঠি উদ্ধার কইরা ফালাই । গালি গালাচ করার আগে এত টুকু চিন্তা করল না তারাও অনেক কষ্ট করে। ত্যাগ শিকার কর । ভোগান্তির এই শহরে রোড,জর, বৃষ্টি শরীরের ঘাম জরিয়ে যাএিদের এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে নিরাপদে পৌঁছে দেয়া কি গুরুত্বপূর্ণ বিষয় নয় ? ঢাকা সিটির ভিতরে আমরা যারা লোকাল বাসে চড়ি ,কম বেশি সবারেই জানা আছে। ড্রাইভার হেল্পার ও যাএিদের মধ্য কি নিয়ে এত জগরা হয় ।

১,যাএিদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, ২,ড্রাইভার সাহেব গন গন বাস থামানো ।
৩,অতিরিক্ত যাএি নেওয়া

এই কটি সমস্যা নিয়ে বেশি কথা কাটা কাটি হয় । অন্য কোন বিষয় নিয়ে মাতা মাতি করতে এত সহজে দেখিনা। অতিরিক্ত যাএি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাএিদের কাছ থেকে ভারতি দুই পয়সা পাওয়ার আশা।সেই জন্যই তারা সেচ্ছায় এই কাজ গুলো করে। তাই বলে পরস্পরের প্রতি অসস্মান দিয়ে কথা বলা যে কতটুকু যৌক্তিক অযৌক্তিক সেতা আমার কাছে বোধগম্য নয় । কষ্ট করে গাড়ি চলায় কষ্ট করে টাকা উপার্জন করে । সেই উপার্জনের টাকা আবার বাস মালিক কে বুঝিয়ে দিতে হয়। সেই চিন্তা শক্তি সবার জানা আছে কি না আমারও জানা নেই।

আমরা সবাই মানুষ সৃষ্টির সেরা জীব । কম বেশি সবার মনুষ্যত্ব আছে। কিন্তুু সবার চিন্তা শক্তি এক না ।পার্থক্যের দিক দিয়ে যদি বলি অনেক কিছুই বলা যায় । কেউ কম বুঝে কেউ বেশি । কেউ ভাল কাজ করে কেউ মন্দ । যেমন কর্ম তেমন ফল এই কথাতে আমরা সাবাই বিশ্বাসি। এই দুনিয়ায় যে যেমন পারে সেই ভাবে জীবন অতিবাহিত করছে। এ জীবন কেউ কারও জন্য থেমে থাকে না এতাই চিরন্তন সত্য । সুতরাং যে শ্রেণীর মানুষ হোক না কেন যে পেশার মানুষেই হোক না কেন সে যদি ভাল কাজ করে তার তার অবস্থান থেকে সন্মান দেখিয়ে কথা বলা আমারদের সবারেই নৈতিক দায়িত্ব ।

21/02/2024

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
19/12/2023

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

প্রিয় মানুষদের সাথে প্রিয় মুহুর্ত একটা দিন।
06/10/2023

প্রিয় মানুষদের সাথে প্রিয় মুহুর্ত একটা দিন।

04/10/2023

27/09/2023

সন্ধ্যা ৬ টা বাজে অফিস শেষ করেই উরাল দিবো আকাশে।
আপন গতিতে

রাস্তাতে গাড়ির জ্যামজট আর বাইরে প্রচন্ড তাপ। গুরি গুরি বৃষ্টি পরলেও আবাহাওয়া গরম। ব্যাস্ত এই নগরীতে একটু বৃষ্টি হলেই অনব...
23/09/2023

রাস্তাতে গাড়ির জ্যামজট আর বাইরে প্রচন্ড তাপ। গুরি গুরি বৃষ্টি পরলেও আবাহাওয়া গরম। ব্যাস্ত এই নগরীতে একটু বৃষ্টি হলেই অনবরত জ্যামজট লেগেই থাকে।গাড়ির জ্যাম জট তার মধে গরম আবাহাওয়া। এমনবস্থায় শেষ পর্যন্ত সহ্য করতে না পেড়ে এই ভাবে বাসের সিটে বাবা মেয়ে ঘুমিয়ে পড়ে। আমিও অধীর আগ্রহী নিয়ে ওদের দুজনের ছবি মুঠোফোনে ধারন করি। ওদের গন্তব্য কোন পর্যন্ত জানি না। তবে বাস গাড়ির ভিতরে বসে অনেক ক্ষন লক্ষ করেছি বাবা মেয়ের রসায়ন। গাড়ির ভিতরে তার বাবাকে বার বার প্রশ্ন করছে,আর কত দূর যেতে হবে আব্বু ? বাবার সহজ উওর, এখনও মেলা দুর একটু ধৈর্য ধর আম্মু। কথাটি শুনে মেয়েটি কিছুতা বিরক্তির ভাব প্রকাশ করল। আর বলল, এই জ্যামজট কখন যে শেষ হবে আমার ভালা লাগতাসে না আব্বু। শুধু এই ছোট মেয়েটি নয়,গাড়ির ভিতরে যা কয়জন ছিল চোখ মুখ দেখে বুঝা গেল সবাই বিরক্ত। শুধু মাএ এই জ্যামজটের কারনে।

আমাদের জীবনেও হয়তো বা এমন তা হয়। জীবনের লক্ষ ও গন্তব্য নিয়ে যখন সামনের দিকে এগোতে থাকি তখন মাঝ পথের এই সময় টুকুতে ভিবিন্ন কারনে থেমে থাকতে হয়। দৈর্য্য হারিয়ে গেলে লক্ষে সঠিক সময়ে পৌঁছাতে পারি নাহ। পৌঁছাতে পারলেও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় অনেক খানি সময়। সময় সেতো চলে গেলে আর ফিরে আসে না। তাই জীবনের লক্ষে পৌঁছাতে হলে সঠিক সিদ্ধান্ত সঠিক পথ বেচে নেওয়ার কোন বিকল্প নেই। যে পথে চললে কোন জ্যাম জট বা ময়লা আবর্জনা পরে বসে থাকতে হবে না। নয়তো এই কষ্টের ঘুমও জুটবে না জীবনে।

17/08/2023

তিন থেকে চার জন মহিলা বোরকা পরে গাড়ির ভেতরেই ছিনতাই। কি আশ্চর্য!! ঘটনাটি ঘটে বাইপেল হয়ে আসুলিয়া সাভারে মাঝা মাঝি পথে। ছিনতাই শেষ করে সব মহিলা গাড়ি পরিবর্তন করে আর এক গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। গাড়ির ভেতরে চুরি করায় সময় এক ভদ্রলোক আড়ালে বসে সেই মহিলাদের কু-কর্ম পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও ধারন করে। মোবাইলে ধারন করা ভদ্রলোকটি অভিনব কায়দায় ভোক্তভোগীকে সহযোগিতা করে পুলিশ কে নিয়ে। ফাদ ফাঁদে আব্দুল্লাপুর টার্নিং পয়েন্টে। বাকি অংশ ভিডিও,,,,,,,,।

29/07/2023

কিছু গান এখনও প্রিয়💓 মাঝে মাঝে গুন গুন করে গাইতে ইচ্ছে করে।

I've received 700 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
20/07/2023

I've received 700 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

11/07/2023

নৌকা ভ্রমণ

02/07/2023

শিশুরা পড়তে না চাইলে জোর করনা। যদি পার মন খুলে বিনোদন দেওয়ার চেষ্টা কর। কারন শিশুরা অবুঝ সরল স্বভাবের হয়ে থাকে।

মাংস ভোজী
30/06/2023

মাংস ভোজী

25/06/2023

On the way...................

পরিবার পরিজন আপনজন যখন পাশে কেউ নেই।দরিদ্রের প্রতি সংগ্রাম ও পরিবার বিহীন মানুষের কষ্ট আমরা প্রতি নিয়ত রাস্তায় এই অবস্থা...
25/06/2023

পরিবার পরিজন আপনজন যখন পাশে কেউ নেই।
দরিদ্রের প্রতি সংগ্রাম ও পরিবার বিহীন মানুষের কষ্ট আমরা প্রতি নিয়ত রাস্তায় এই অবস্থায় দেখা যায়।

22/06/2023

বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া,তাই তো বার বার যেতে ইচ্ছে করে নদীটির ওই পাড়ে।

22/06/2023

সেনা হোটেল রেডিসন ব্লু

22/06/2023

গারোদের তৈরি করা পিউর ও অর্গানিক রাইস বিয়ার

21/06/2023

আরো একদিন হবে নাকি???

বেচে থাকার একটি  অজস্র  প্রতিচ্ছবি
15/06/2023

বেচে থাকার একটি অজস্র প্রতিচ্ছবি

09/06/2023

কুঞ্জ ছায়ায় (চা বাগান)

27/04/2023

কষ্ট কে আশ্রয় দেওয়ার চাইতে এই ভাবে নেচে গেয়ে আনন্দ উল্লাস করে জীবন উপভোগ করা ভাল। কারন মানুষের জীবনে প্রতিটা মূহুর্ত খুব গুরুত্বপূর্ণ।

06/02/2023

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Ling'am Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ling'am Corner:

Videos

Share


Other Digital creator in Mymensingh

Show All