ময়মনসিংহ বিভাগের খবরা-খবর news of mymensingh division

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • ময়মনসিংহ বিভাগের খবরা-খবর news of mymensingh division

ময়মনসিংহ বিভাগের খবরা-খবর news of mymensingh division সত্যের সন্ধ্যানে সবসময় অগ্রণী।

09/12/2023
09/12/2023

হাফেজ রুহুল আমিন মাদানী ও তার দুই ছেলের পাঁচ বছরে নগদ টাকা,ব্যাংকে জমা টাকা,আয় এবং সম্পত্তি বাড়েনি বা কমেনি।তথ্যসূত্রঃ-ঢাকা পোস্ট
(বিস্তারিত পরবর্তীতে)

04/12/2023

স্বামীর খোঁজে বাংলাদেশে এসে নিরাশ হয়ে ফিরলেন ভারতীয় তরুণী(বিস্তারিত কমেন্টে)

02/12/2023

মালির কাছেও হারল আর্জেন্টিনা
(বিস্তারিত কমেন্টে)

02/12/2023

১০ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ তাইজুল ইসলাম

29/11/2023

ময়মনসিংহে যারা নৌকার হাল ধরবেন
(বিস্তারিত কমেন্টে)

29/11/2023

বিস্তারিত কমেন্টে

24/11/2023

২০২৬ সালের বিশ্বকাপ এবং ২০২৭ সালের এশিয়ান কাপের যৌথ কোয়ালিফিকেশন পর্বের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কাতারের কাছে হেরে গেল ভারত। তাজিকিস্তানের কাছে হারল পাকিস্তান। ৮২ ধাপ এগিয়ে থাকা দলের সঙ্গে ড্র করল বাংলাদেশ।

24/11/2023

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল দ্বীপজেলা ভােলা। আয়তনে ৩,৪০৩.৪৮ বর্গ কিঃ মিঃ এই দ্বীপে বসবাসকারী মােট লােকসংখ্যা ২০,...

24/11/2023

চ্যানেল আইয়ের সাথে নুরুল আলম মিলন পাঠান এর একান্ত সাক্ষাৎকার

24/11/2023

বিশ্বকাপে হেরে বাসার অবস্থা!

24/11/2023

মনিকা -ক্লিনটন

24/11/2023

মা সহ সামজিদা গ্রেফতার।বিয়েই যার নেশা।১৭ বছর বয়সে বিয়ে করেছেন চারটি।টার্গেট ৫০-৬০ উর্ধ্ব বিবাহিত পুরুষ।

24/11/2023

আজ আবারও মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

24/11/2023

সাকিব আল হাসান ও তার ছোট বোন

24/11/2023

১০ জন কেন্দ্রীয় নেতা মনোনয়ন ফরম নেয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সৈয়দা জেবুন্নেছা হক, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সংসদের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান ও তারিক সুজাত মনোনয়নপত্র তোলেননি।

24/11/2023

ফেসবুকে ফারজান আরশি জানান, ‘আমি এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমার সবকিছু স্বাভাবিক নেই। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি তারপরও আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি সবকিছু ক্লিয়ার করার জন্য। আমি খুলনায় বিভিন্ন ব্লগ করে থাকি, সেজন্য একটি ভিডিও কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে নোবেলের বাড়ি গোপালগঞ্জ যাই। আমার সঙ্গে আমার এক বান্ধবী ও ছিল। ওখানে যাওয়ার পর পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। নোবেল তার মায়ের সামনেই আমার গলায় ছুরি ধরে এবং আমার ফোনটি কেড়ে নেয় এবং জোর করে আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে যায়। আমাকে বিভিন্ন ড্রাগ জোর করে সেবন করায় এবং মারধর করে। আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’
তিনি বলেন, ‘আমার সঙ্গে আমার এক বান্ধবীও ছিল। ওখানে যাওয়ার পর পরিস্থিতি অনঅন্যরকম হয়ে যায়। নোবেল তার মায়ের সামনেই আমার গলায় ছুরি ধরে এবং আমার ফোনটি কেড়ে নেয় এবং জোর করে আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে যায়। আমাকে বিভিন্ন ড্রাগ জোর করে সেবন করায় এবং মারধর করে। আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’
তিনি বলেন, ‘পরবর্তীতে ডেমরা থানায় আমাকে দিয়ে ভয় দেখিয়ে একটা জিডি করায়। পরে পুলিশের সহযোগিতায় আমাকে আমার বাবা এবং কাজিন উদ্ধার করতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি নোবেলের কথামত ভয়ে পুলিশকেও মিথ্যে বলি তখন আমার শরীরে ড্রাগ পুশ করা ছিল। পরে গোপালগঞ্জ থেকে আমার পরিবার আমাকে উদ্ধার করে।’
এরপরই ফারজান আরশি লেখেন, ‘নোবেল জোর করে নেশা করিয়ে আমাকে দিয়ে উক্ত ছবিগুলা তুলেছে। নোবেলের সঙ্গে আমার কোনো প্রকার বিয়ে হয়নি এবং কোন সম্পর্ক ও নেই। আমি পরিবেশ এবং পরিস্থিতির স্বীকার।’

24/11/2023

ময়মনসিংহ-৭ ত্রিশালে নৌকার মনোনয়ন ফরম কিনেছেন ২২ জন।
তারা হলেন বর্তমান সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন সরকার,ত্রিশাল পৌর মেয়র আলহাজ্ব এ বি এম আনিছুজ্জামান আনিছ,
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নজিব হাসান,আমিনুল হক শামীম সিআইপি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং সিআইপি আমিনুল হক শামীম,এডভোকেট জালাল উদ্দিন খান,
আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য নুরুল আলম পাঠান মিলন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সবুজ,নবী নেওয়াজ সরকার,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ এন এম শোভা মিয়া আকন্দ,হাবিবুর রহমান খান,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বি,আশরাফুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম তালুকদার,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহান খান,মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি সাইফুল ইসলাম মানিক,সাবেক সংসদ সদস্য রেজা আলীর ছেলে মিরান আলী,ডা. গোলাম মোস্তফা,এ কে এম মেজবাহ উদ্দিন,কামরুল ইসলাম।

Address

Mymensingh
Mymensingh
2220

Alerts

Be the first to know and let us send you an email when ময়মনসিংহ বিভাগের খবরা-খবর news of mymensingh division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ময়মনসিংহ বিভাগের খবরা-খবর news of mymensingh division:

Videos

Share