দৈনিক দেশ বাংলা

দৈনিক দেশ বাংলা Welcome our news page.

সোনার বাংলা Express কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশন এ ভয়াবহ ভাবে এক্সিডেন্ট করেছে! #সোনারবাংলাExpress
16/04/2023

সোনার বাংলা Express কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশন এ ভয়াবহ ভাবে এক্সিডেন্ট করেছে!
#সোনারবাংলাExpress

16/04/2023
Litton Kumer Des
16/04/2023

Litton Kumer Des

ঢাকা নিউ মার্কেট আগুন লেগেছে আনুমানিক ভোর ৫টার দিকে
15/04/2023

ঢাকা নিউ মার্কেট আগুন লেগেছে আনুমানিক ভোর ৫টার দিকে

এবার বিড়ালের গায়ে মেসি-নেইমারের জার্সি
14/04/2023

এবার বিড়ালের গায়ে মেসি-নেইমারের জার্সি


নামাজের সময় কাঁধে বিড়াল ওঠা সেই ইমাম পেলেন বিশেষ সংবর্ধনা! ❤️
14/04/2023

নামাজের সময় কাঁধে বিড়াল ওঠা সেই ইমাম পেলেন বিশেষ সংবর্ধনা! ❤️

সিনিয়র সহ-সভাপতির মতে আর্থিক অসঙ্গতি নেই বাফুফের; নেপালে সাফ সাফল্যের ৬ মাস পর আর্থিক পুরষ্কার পেল নারী ফুটবল দল
13/04/2023

সিনিয়র সহ-সভাপতির মতে আর্থিক অসঙ্গতি নেই বাফুফের; নেপালে সাফ সাফল্যের ৬ মাস পর আর্থিক পুরষ্কার পেল নারী ফুটবল দল

আফরান নিশো ❤️নতুন মুভি ও মুভির ক্লিপ পেতে ফলো করুন❤️
13/04/2023

আফরান নিশো ❤️
নতুন মুভি ও মুভির ক্লিপ পেতে ফলো করুন❤️

13/04/2023

দুবাই ভিত্তিক আইটিম্যাক্স কোম্পানীর একটি প্রতিনিধিদল আজ আমার সাথে সচিবালয়ে সাক্ষাৎ করে। আলোচনা হয় ডিজিটাল সংযুক্তি, ডিজি...
13/04/2023

দুবাই ভিত্তিক আইটিম্যাক্স কোম্পানীর একটি প্রতিনিধিদল আজ আমার সাথে সচিবালয়ে সাক্ষাৎ করে। আলোচনা হয় ডিজিটাল সংযুক্তি, ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ নিয়ে

চিনতে পারলে বুঝবো আপনার শৈশব ভীষণ মধুময় ছিলো!
13/04/2023

চিনতে পারলে বুঝবো আপনার শৈশব ভীষণ মধুময় ছিলো!

বঙ্গবাজারে টা'কার বান্ডেল!
05/04/2023

বঙ্গবাজারে টা'কার বান্ডেল!

পদ্মা সেতুতে প্রথমবারের মত চলছে ট্রেন
05/04/2023

পদ্মা সেতুতে প্রথমবারের মত চলছে ট্রেন

আমি গর্বিত আমি বাংলা অক্ষর দিয়ে লিখি। স্নেহভাজন প্রান্ত জানিয়েছে বিশ্বের ৩৮টি ভাষা বাংলা হরফ ব্যবহার করে। এর মাঝে কেবল ব...
05/04/2023

আমি গর্বিত আমি বাংলা অক্ষর দিয়ে লিখি। স্নেহভাজন প্রান্ত জানিয়েছে বিশ্বের ৩৮টি ভাষা বাংলা হরফ ব্যবহার করে। এর মাঝে কেবল বাংলা ভাষাভাষী ৩৫ কোটি। ১। অসমিয়া ২। বাংলা ৩। বিষ্ণুপ্রিয়া ৪। বোড়ো ৫। চাকমা ৬। চিরু ৭ ছুথে ৮। দেউরি ৯। দিমাসা ১০। ফালাম চিন ১১। গারো ১২। হাজং ১৩। খাসি ১৪। কুচ ১৫। কুদা ১৬। কক বরক ১৭। কদমালি ১৮। লুসাই ১৯। মনিপুরি ২০। মারিং নাগা ২১। মিসিং ২২।ময়ন ২৩।মুণ্ডা ২৪।মুণ্ডারি ২৫।নিশি ২৬। ওরান সাদ্রি ২৭। পাচপরগণিয়া ২৮। পুরোইক ২৯। রাভা ৩০। রংপুরী ৩১। সাদ্রি ৩২। সাওতালি ৩৩। সৌরিয়া পাহাড়িয়া ৩৪। সিলেটী ৩৫। থাংগাল নাগা ৩৬।টিপরা ৩৭। টুটু ৩৮। উসুই

বঙ্গবাজার 💔 #বঙ্গবাজার
05/04/2023

বঙ্গবাজার 💔


#বঙ্গবাজার


সোনালি ফ্রেমে 🇧🇩প্রয়াত কণ্ঠশিল্পী🗣️ খালেদ হাসান মিলু ও ইত্যাদি'র নন্দিত উপস্থাপক হানিফ সংকেত
03/04/2023

সোনালি ফ্রেমে 🇧🇩
প্রয়াত কণ্ঠশিল্পী🗣️ খালেদ হাসান মিলু ও ইত্যাদি'র নন্দিত উপস্থাপক হানিফ সংকেত

বিদেশি পর্যটক হয়রানির অপরাধে সেই ভাইরাল আব্দুল কালুকে গ্রেফতার করেছে পুলিশ ??
03/04/2023

বিদেশি পর্যটক হয়রানির অপরাধে সেই ভাইরাল আব্দুল কালুকে গ্রেফতার করেছে পুলিশ ??

নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে রংপুরে ১শ টাকায় চায়না থেকে আমদানি করা জুতা বিক্রি করবে Sneaker Pawn - সিনিকার পন নামে একটি প্...
02/04/2023

নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে রংপুরে ১শ টাকায় চায়না থেকে আমদানি করা জুতা বিক্রি করবে Sneaker Pawn - সিনিকার পন নামে একটি প্রতিষ্ঠান।

  #ডিবিহারুন
02/04/2023


#ডিবিহারুন

ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের রংপুরের যাত্রীদের  জন্য এবারও কোনো বিশেষ ট্রেন বরাদ্দ নেই। এর ফলে ট্রেনযাত্রার সুবিধা থেকে বঞ্...
01/04/2023

ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের রংপুরের যাত্রীদের জন্য এবারও কোনো বিশেষ ট্রেন বরাদ্দ নেই। এর ফলে ট্রেনযাত্রার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে রংপুরের যাত্রীরা।

 #দিনাজপুর
01/04/2023

#দিনাজপুর

শৈশবের দোকান
31/03/2023

শৈশবের দোকান


30/03/2023



10/12/2022

আর্থ - সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা শীর্ষক
আলোচনা সভা।


Hasina


29/10/2022

রংপুরে রাজপথে বিএনপি নেতাকর্মীর ঢল। বিএনপি নেতাকর্মীর সাথে পুলিশের সংঘর্ষ #আওয়ামী_লীগ

কাউখালীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দীপংকর তালুকদার এমপি,,নিজেদের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করে তারাআওয়ামলীগের কর্মী ...
06/10/2022

কাউখালীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দীপংকর তালুকদার এমপি,,
নিজেদের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করে তারা
আওয়ামলীগের কর্মী হতে পারেনা,,,
উচ্চপ্রু মারমা রাজস্হলী রাঙ্গামাটি।
রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, নিজেদের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করে তারা কোন দিন আওয়ামলীগের কর্মী হতে পারেনা। নীতি আদর্শ না থাকলে আওয়ামলীগের কর্মী হওয়া যায় না। আওয়ামীলীগের নেতা কর্মীরা টাকার কাছে বিক্রি হয়না। পার্বত্য রাঙ্গামাটিতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সব সময় ঐক্যবদ্ধ। তিনি এই ঐক্যবদ্ধতা ধরে রেখে যারা বিবেধ সৃষ্টি করার পায়তারা করবে তাদের থেকে সজাগ থাকার আহবান জানান। দীপংকর তালুকদার এমপি আরো বলেন আওয়ামীলীগের সাথে বাংলাদেশের ইতিহাস জড়িত বিধায় সেভাবে নেতাকর্মীদের তৈরী হতে হবে। তিনি আগামী নির্বাচনে সার্বক্ষনিক রাজপথে থেকে আওয়ামীলীগকে আবারো রাষ্ট্র পরিচালনা করতে সহযোগীতা করতে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে কাউখালী উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাউখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য এই কথা বলেন।
অনুষ্টানে বাংলাদেশ আওয়ামীযুবলীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম বলেছেন বঙ্গবন্ধু কোনদিন ভোগের রাজনীতি করেননী। বঙ্গবন্ধু ত্যাগের রাজনীতি করেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নতশীল দেশে পরিনত করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ বিশে^র দরবারে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। তিনি বলেন, পাকিস্তান আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে বিরোধীতা করেছিলো। সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করেছে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। তারা আমাদের সমসাময়িক হতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি যুবলীগকে ঐক্যবন্ধ হয়ে কাজ করে আগামীতে আবারো আওয়ামীলীগকে বিজয়ী করা আহবান জানিয়েছেন।
কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অংক্যজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামীযুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী, কাউখালী উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক এরশাদ সরকার, কেন্দ্রীয় যুবলীগের উপ-ক্রীড়া সম্পাদক আবদুর রহমান, সহ-সম্পাদক নাছির উদ্দিন, সদস্য কায়কোবাদ ওসমানী , খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ইসমাইল, রাঙ্গামাটি জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধূরী ও সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল।
সম্মেলনের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

রাজস্থলী উপজেলায় শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত ৩টি মণ্ডপ। উচ্চপ্রু মারমা(রাজস্থলী) রাঙ্গামাটি।সনাতন ধর্মাবলম্বীদের সব...
01/10/2022

রাজস্থলী উপজেলায় শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত ৩টি মণ্ডপ।

উচ্চপ্রু মারমা(রাজস্থলী) রাঙ্গামাটি।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিমা তৈরির কাজ শেষ করছেন প্রতিমা নির্মানের শিল্পীরা আগামীকাল ১ই অক্টোবর ২০২২ইং হতে শুরু হতে হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।মন্দির গুলোর মধ্যে রাজস্থলী বাজার শ্রী শ্রী হরি মন্দির,বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণশ্বর কালী মন্দির ও ছাগল খাইয়া শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরে।
তবে এইবারে বৃহত্তর আয়োজনের উদ্যোগ হাতে নিয়েছি ( থিম প্রদর্শনের) শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরে আয়োজিত পূজা উদযাপন পরিষদ।
পূজার উৎসবকে পরিপূর্ণ রুপ দিতে প্রতিটা মন্দির গুলোতে ব্যাপক সাজসজ্জার ভিন্ন চিত্রে নজর কাড়ছে সবার।
উপজেলার প্রতিটা মন্দিরে প্রতিমা সাজানোর কাজ শেষ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাবুল বরন শর্ম্মা বলেন প্রতি বছরের ন্যায় এই বছরও রাজস্থলীতে তিনটি মান্ডপে পূজা অনুষ্ঠিত হবে।বাঙ্গালহালিয়া দক্ষিণেশ্বর কালী মন্দিরের পূজা মান্ডপের সভাপতি অজয় দে বলেন আমাদের শারর্দীয় দূর্গা পূজায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আশা রাখি সবাই আনন্দক্ষন ও জাঁক জমক ভাবে পুজার আনন্দে মেতে উঠবে।
রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, তিনটি পূজা মান্ডপে মধ্যে একটি রাজস্থলী থানার অধীনে বাকি দুইটি চন্দ্রঘোনা থানার মধ্যে। তবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সর্বদা সচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান।এদিকে গত কয়েকদিন ধরে পূজা মান্ডপের প্রস্তুতি মুলক কার্যক্রম‌ পরিদর্শন করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস,তিনি বলেন সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারর্দীয়া দূর্গা পূজা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্দির গুলোতে কঠোর নিরাপত্তাসহ শান্তি পূর্ন ভাবে উৎসব সম্পর্ন হবে আশা রাখেন।
প্রতিটি মন্দিরে পুলিশের পাশাপাশি আনসার ভি,ডি,পি,মোতায়নের ব্যবস্থা করেছে। ওসি জাকির হোসেন। তিনটি পূজা মান্ডপের নেতৃবৃন্দরা জানান উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দৈনিক পূজা মান্ডপের সার্বিক খবরাখবর নিচ্ছেন বলে জানান।
তিনি আরো বলেন আশা করছি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবকে একটি আনন্দময় পরিবেশে রেখে সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবো

বুবলীর বাচ্চার ছবি প্রকাশ, বাবা শাকিব খান
30/09/2022

বুবলীর বাচ্চার ছবি প্রকাশ, বাবা শাকিব খান

রাজস্থলী তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি।রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ...
29/09/2022

রাজস্থলী তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে মাথুইপ্রু প্রুহ্লাউ হেডম্যান স্মৃতি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে আয়োজিত মহিলা সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ
ব্র‍্যান্ডিং,সরকারের উন্নয়ন ও সাফল্য, ভিশন ২০৪১, মাদক, গুজব,অপপ্রচার, তথ্য অধিকার আইন,সাম্প্রদায়িক সম্প্রীতি, অপরাজনীতি, বাল্যবিবাহের কুফল প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। তথ্য অফিস কাপ্তাই এর সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, সাংবাদিক আজগর আলী খান,হারাধন কর্মকারসহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীদের মাঝে নবারুণ ও সচিত্র বাংলাদেশ পুস্তিকা বিতরণ করা হয়।

রাজস্থলীতে বিদ্যুতের ভেলকি বাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে বাজারের ব্যাবসাহীরা ও গ্ৰাহকরা। উচ্চপ্র মারমা রাজস্থলী রাঙ্গামাটি। রা...
28/09/2022

রাজস্থলীতে বিদ্যুতের ভেলকি বাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে বাজারের ব্যাবসাহীরা ও গ্ৰাহকরা।

উচ্চপ্র মারমা রাজস্থলী রাঙ্গামাটি।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী
উপজেলায় বিদ্যুৎ এর গত এক সাপ্তাহ ধরে চলছে ভয়াবহ লোডশেডিংএ অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে রাজস্থলী বাজার, ইসলামপুর গাইন্দ্যা বাজার ও ঐতিহাসিক বাঙ্গালহালিয়া বাজার সহ এস,এস,সি পরীক্ষার শিক্ষার্থীরা। দিনের বেলায় ৮-১০ বার করে আশা যাওয়া আর রাত হলেই শুরু হয় বেলকি বাজি। রাতের আধার নামার আগেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ উধাও। সন্ধা ৬-৮ টা পর্যন্ত পাঁচ থেকে ছয় বার বিদ্যুৎ লোডশেডিং দেয়।
রাত ৮ টার পর থেকে এক টানা রাত সাড়ে দশটা অথবা রাত ১১ টা পর্যন্ত বিদ্যুৎ থাকেনা বললেই চলে। আর রাতের এই সময় টা বেশি গুরুত্বপূণ বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। কয়েক জন শিক্ষার্থী জানায় গত কয়েক মাস ধরেই এভাবে লোডশেডিং দেখা দিয়েছে এতে তাদের পড়া-লেখা মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। বিশেষ করে দৈনিক নির্দিষ্ট সময়ে এক হতে দুই ঘণ্টা বিদ্যুৎ লোডশেডিং দিলে কিছু ক্ষতি পুষিয়ে নিতে পারেন। কিন্তূ দিনে আট দশ বাড় লোডশেডিং দিলে বাজারে ব্যাবসাহীদের দৈনিক লোকশান গুনতে হচ্ছে বলে বাঙ্গালহালিয়া বাজারের অধিকাংশ ব্যাবসাহীরা অভিযোগ করেছেন। অপর দিকে খেটে খাওয়া মানুষ সারা দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে রাতে একটু শান্তির নিঃশ্বাস নেবে সেটা আর হয় না।
সব মিলিয়ে লোডশেডিং এখন এ উপজেলার প্রধান দূর্ভোগ হয়ে দাঁড়িয়েছে।
এলাকা বাসীর দাবি বার-বার কতৃর্পক্ষকে জানিয়ে কোন কাজ হয়নি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে যথাযথ ব্যবস্থা নেবে সংশিষ্ট কতৃর্পক্ষ এমন টাই প্রত্যাশা উপজেলা বাসীর।বাঙ্গালহালিয়া বাজারে ব্যাবসাহী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ শামসুল আলম বলেন বাঙ্গালহালিয়া বাজার টিতে দৈনিক লক্ষ লক্ষ টাকার মালামাল বিক্রির কেন্দ্র বৃদ্ধ ।প্রায় ৫৫০টি ছোট বড় ব্যাবসাহী প্রতিষ্ঠান রয়েছে। কিন্তূ দোকান খুললে সকাল থেকে শুরু করে বিদ্যুতের ভেলকি বাজি।এতে করে দৈনিক ব্যাসাহীদের লোকসান গুনতে হচ্ছে। বাজারে যে ট্রান্সফরমার রয়েছে সেটি দিয়ে এতোবড় বাজার সহ প্রায় দুই তিন কিলোমিটার দূরে বিদ্যুৎ লাইন দিয়ে ভোল্টেজ কভার করতে হিমশিম খেতে হচ্ছে ট্রান্সফর্মারের।তাই বাঙ্গালহালিয়া বাজার যে ট্রান্সফরমার টি রয়েছে সেটি একটি আলাদা ফিউজ করে দিলে বিদ্যুতের ত্রুটি দেখা দিলে দ্রুত ঠিক করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন গত কয়েকদিন ধরে রাজস্থলী উপজেলায় বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে জনগণের সুবিধার্থে বিদ্যুতের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। কাপ্তাই বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আশিক সরকার এর সাথে আলাপ কালে তিনি বলেন বিদ্যুতের লাইনে লাইন সচল রাখার চেষ্টা আমাদের অব্যাহত আছে। যাতে করে গ্ৰাহকরা বিদ্যুৎ সুবিধা পেতে হয়রানি শিকার না হয়। কিছুদিনের মধ্যেই লোডশেডিং এর সমস্যা কিছুটা কেটে যাবে এবং বাঙ্গালহালিয়া বাজারে বিষয়টি দ্রুত সমাধানের জন্য চেষ্টা করছি বলে জানান।

  our pride 😘
23/09/2022


our pride 😘

 #লক্ষ্মীপুরের স্কুলছাত্রীকে উত্যক্ত,কড়াই  ছাত্রলীগ নেতা হাসপাতালেসোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর জেলাতে ১০...
23/09/2022

#লক্ষ্মীপুরের স্কুলছাত্রীকে উত্যক্ত,
কড়াই ছাত্রলীগ নেতা হাসপাতালে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলাতে ১০ দশম শ্রেণির স্কুলছাত্রীকে উত্যক্তের ঘটনায় স্বজনদের হাতে গণ পিটুনি খেয়ে মো: মনোয়ার হোসেন নামে এক ছাত্রলীগ নেতা লক্ষ্মীপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে ঘটনাটি অন্যদিকে প্রভাবিত করতে ছাত্রলীগের নেতাকর্মীরা এটি বিএনপি-জামায়াতের হামলা বলে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ার জানিয়েছেন, কোন মেয়েকে উত্যক্তের সঙ্গে তিনি জড়িত নন। ছাত্রদল-শিবিরের রাজনীতি ছেড়ে ছাত্রলীগে যোগ দেওয়ার জন্য বলায় তাকে মারধর করা হয়েছে। হামলাকারীরা বিএনপি জামায়াতের সদস্য। স্থানীয়রা এখন তার বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ১৫নং লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জাবেদ হোসেন মামুন বলেন, মনোয়ার এক স্কুল ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্যক্ত করে। এতে ছাত্রীর আত্মীয় স্বজনরা তার কাছে ঘটনাটি জানতে চায়। এই ঘটনায় মনোয়ার তাদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। পরে উভপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এখানে রাজনৈতিক কোন ঘটনা নেই।

মনোয়ার সদর উপজেলার ১৫নং লাহারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজারে মনোয়ারের কাছ থেকে ছাত্রীর মামা মো. বিজয় ও চাচাতো ভাই মো. জিয়ান উত্যক্তের ঘটনার কারণ জানতে চায়। এতে মনোয়ার ক্ষিপ্ত হয়ে উঠে৷ এনিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। পরে মনোয়ারকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ খবর পেয়ে রাতেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া হাসপাতালে তাকে দেখতে যান। ঘটিনাটি অন্যদিকে প্রভাবিত করতেই বিএনপি-জামায়াতের লোকজনকে দোষারোপ করে ফেসবুক স্ট্যাটাস হয়েছে।

তবে প্রত্যক্ষদর্শী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতা ঘটনাটি রাজনৈতিক কোন হামলা নয় বলে জানিয়েছেন। তাদের দাবি, মনোয়ার স্কুল ছাত্রীকে উত্যক্ত করতো। এই ঘটনায় মারধরের শিকার হয়। দলীয় পদবী রক্ষায় তিনি এখন জামায়াত-বিএনপির হামলা বলে প্রচার করছেন।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তার মেয়েকে মনোয়ার উত্যক্ত করতো। একাদিকবার কু-প্রস্তাবসহ নানান ধরণের হুমকি দিয়েছে। ভয়ে মেয়েটি প্রথমে কাউকে কিছু বলেনি। সম্প্রতি এক সহপাঠির মাধ্যমে মনোয়ার তাকে একটি চিরকুট দেয়। এতে সে স্বজনদেরকে বিষয়টি জানায়৷ উত্যক্ত করতে নিষেধ করায় মনোয়ার ক্ষিপ্ত হয়ে উঠে। পরে লোকজন নিয়ে এসে তার (ছাত্রীর) মামা বিজয়, হৃদয়, রিফাত ও জিয়ানকে মনোয়ার মারধর করে। উল্টো মনোয়ার হাসপাতাল ভর্তি হয়ে দলীয় প্রভাব খাটিয়ে পুলিশ দিয়ে তাদের হয়রানি করছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, ঘটনাটি দুইভাবে শুনেছি। সাংগঠনিকভাবে ঘটনাটির সত্যতা যাচাইয়ে চেষ্টা করছি। তদন্ত শেষে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, শৃঙ্খলা ভঙ্গের দায়ে মনোয়ারকে ২০২১ইং সালের ১৩ ফেব্রুয়ারি লাহারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়। পরে গত সাত জুন সদর মনোয়ারের অব্যহিত প্রত্যাহার করে স্বপদে বহাল রাখে সদর উপজেলা ছাত্রলীগ।

নান্দাইলে মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃময়মনসিংহের নান্দাইল ...
14/06/2022

নান্দাইলে মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শনিবার (১১জুন) মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সকালে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক কর্মশালার উদ্ভোধন করেন ও দিন নিদের্শনামূলক বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় ৬টি দলে বিভক্ত হয়ে ৪৮জন প্রতিনিধি মাননীয় প্রধান মন্ত্রীর দশ উদ্যোগ নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি কিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ বিষয়ে সমস্যা, সম্ভাবনা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ন পরামর্শ তুলে ধরনের আজকের কর্মশালার সার সংক্ষেপ জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় গর্ভনেন্স ইনোবেশন ইউনিটে প্রেরণ করা হবে। কর্মশালায় উপজেলা পর্যায়ের সকল সরকারী প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা সহ মিডিয়া সহ ৫০জন যোগদান করেন।

নান্দাইলে মুজিব বর্ষে গৃহহীন পরিবারের গৃহ নিমার্ণ ঁ অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্টিতফরিদ মিয়া নান্দাইল ময়...
11/06/2022

নান্দাইলে মুজিব বর্ষে গৃহহীন পরিবারের গৃহ নিমার্ণ ঁ
অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্টিত
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে শুক্রবার (১০জুন) বিকালে “মুজিববর্ষে “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন পরিবার পুর্নবাসনের লক্ষ্যে চলমান গৃহ নিমার্ণ কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে ময়মনসিংহ-৯ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) একেএম মনিরুজ্জামান, ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌর সভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইঁয়া, আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রমেশ কুমার পার্থ বক্তব্য রাখেন। সভায় ময়মনসিংহ জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা সহ নান্দাইল উপজেলা সকল কর্মকর্তা, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান, ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ মিডিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পরিচালক প্রশাসন নান্দাইল উপজেলায় আশ্রয়ন প্রকল্পের নিমার্ণ কাজ সরজমিনে পরিদর্শন করেন।

Address

Uttar Bazer, Station Road, Gouripur
Mymensingh Baghara
2270

Telephone

+8801774030650

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক দেশ বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক দেশ বাংলা:

Videos

Share


Other Media/News Companies in Mymensingh Baghara

Show All