Fariya

Fariya আপনি বরং বৃষ্টি হয়ে আসুন, যাকে পাওয়াটা হবে
রহমত, আর ছোঁয়াটা হবে সুন্নাত।😊☘️
(4)

20/12/2023
—সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও আল্লাহ ওপর ভরসা রাখতে হবে, তাহলেই জীবনটা সুন্দর হবে।💙🌸
19/11/2023

—সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও
আল্লাহ ওপর ভরসা রাখতে হবে, তাহলেই জীবনটা সুন্দর হবে।💙🌸

বিয়ের দিন পর্দা করেই শশুর বাড়ী গিয়েছিলাম। শশুর বাড়ী বউ দেখার জন্য কত নন মাহরাম ছিলো!সবাই বলছিলো বউ এর মুখটা দেখি? মু...
14/11/2023

বিয়ের দিন পর্দা করেই শশুর বাড়ী গিয়েছিলাম। শশুর বাড়ী বউ দেখার জন্য কত নন মাহরাম ছিলো!
সবাই বলছিলো বউ এর মুখটা দেখি? মুরুব্বি দাদী নানী শাশুড়িরা বলতেছিলো আজকের দিনে মুখ দেখলে কিছুই হবে না।আমার উনি নাছোড়বান্দা,
একবারের জন্যও নেকাব খুলতে দেননি।

©️
আহা কি ভাগ্য।🌸
এমন একটা জীবনসঙ্গী আল্লহ আমাকেও দান
করুক! আমিন ❤️‍🩹😊

13/11/2023

কুফু মিলিয়ে বিবাহ করা উচিত।
অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মিলার কারণে।💔

চলুন জেনে নেওয়া যাক কুফু কী:

#কুফু

বিয়ের ক্ষেত্রে বর-কনের রুচি, চাহিদা, বংশ, যোগ্যতা সব কিছু সমান সমান বা কাছাকাছি হওয়াকে ইসলামী পরিভাষায় কুফু বলে।বিয়ের আগে পাত্রপাত্রীর যে বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে তার মধ্যে ‘কুফু’ অন্যতম।

আরবি ‘কুফু’ শব্দের অর্থ সমতা, সমান, সাদৃশ্য, সমকক্ষ, সমতুল্য ইত্যাদি।

বিয়ের ক্ষেত্রে বর-কনের দ্বীনদারি, সম্পদ, বংশ, সৌন্দর্যতা সব কিছু সমান সমান বা কাছাকাছি হওয়াকে ইসলামী পরিভাষায় কুফু বলে।

স্বামী-স্ত্রী পরস্পরের রুচি, চাহিদা, অর্থনৈতিক অবস্থান খুব বেশি ভিন্ন হলে সেখানে সুখী দাম্পত্যজীবন প্রতিষ্ঠা কষ্টসাধ্য হয়ে যায়। একজন উচ্চ শ্রেণীর ছেলেমেয়ের চাহিদা-রুচির সাথে একজন দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের রুচিবোধের মিল না থাকাটাই স্বাভাবিক।

আবার একজন দ্বীনদার পাত্রপাত্রীর সাথে একজন ধর্মবিষয়ে উদাসীন পাত্রপাত্রীর জীবনাচার নাও মিলতে পারে। দ্বীনদার চাইবে সব কিছুতে ধর্মের ছাপ থাকুক। আর দীনহীন চাইবে সব কিছু ধর্মের আবরণমুক্ত থাকুক। সুতরাং এ দুইয়ের একত্রে বসবাস কখনো শান্তি-সুখের ঠিকানা হতে পারে না। তাই পবিত্র কুরআনও বিয়ের ক্ষেত্রে দ্বীনদারিতে সমতা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেছে।
কপি,,,

12/11/2023

---" যার লজ্জা যত বেশি আছে!! 💔
--- " তার চরিএ তত বেশি সুন্দর!!💔

10/11/2023

মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে,
যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, সে মানুষ-
হিসেবে ঠিক ততটাই সুন্দর..! 🌺💜

10/11/2023

-বেশির ভাগ পুরুষদের একটা ফেইক ন্যাচার থাকে,যেটা তারা মেয়েদের ইমপ্রেস করার জন্য সাময়িক ব্যবহার করে থাকে।আর সেই ন্যাচার এবং ব্যবহার দেখে যেসব মেয়েরা মুগ্ধ হয়ে সেই জালে পা দেয় তখন তাদের জীবনটা জ্বলতে-পুড়তে শেষ হয়ে যায়।💔

-কপি

09/11/2023

দ্বীনে প্রবেশের অর্থই হলো একটা যুদ্ধে জড়িয়ে যাওয়া। সেই যুদ্ধটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলবৎ।

সেই যুদ্ধটা নিজের সাথে। নিজের নফসের সাথে।
শয়তানের ওয়াসওয়াসার সাথে।💔

09/11/2023

🌸থামিয়ে দাও নারীর দিকে
নোংরা লোভের থাবা,,

একদিন তো তুমিও হবে
কোন নারীর বাবা..!🌻❤️©

04/11/2023

যে কখনো নিজের ভুল খুঁজে পায়না,
তার মতো ভয়ংকর মানুষ আর নেই।🥀

রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, আর ডাকতে থাকেন -'কেউ কি আছ, যে আমার নিকট ক্ষমা চাইবে?আমি তাকে ক্ষমা করে দি...
03/11/2023

রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, আর ডাকতে থাকেন -'কেউ কি আছ, যে আমার নিকট ক্ষমা চাইবে?আমি তাকে ক্ষমা করে দিবো। কেউ কি আছ- যে আমার নিকট কিছু চাইবে?আমি তার চাওয়া পূরণ করে দেবো।'

(সহীহ বুখারী :- ১১৪৫)

সুবহান আল্লাহ☘️

03/11/2023

ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক, নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা 'মা' দিতে পারবেন না!

🗣__ক্রিকেটার তানজিম হাসান সাকিব

14/10/2023

বিশাল আসমান ওবিস্তীর্ণ দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ।
তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন।
মানব জাতিকে সৃষ্টি করেছেন এক মহান উদ্দেশ্য।
সুতরাং এই পৃথিবীতে আমাদের আগমন লক্ষ্যহীন নয়।
কোরআনে ইরশাদ হয়েছে-
তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না? [মুমিনূন :১১৫]

13/10/2023

আমি আজ এদের মুখ মোহর করে দেবো,
এদের হাত কথা বলবে আমার সাথে এবং
এদের চরণ সাক্ষ্য দিবে এদের কৃতকর্ম সম্পর্কে।
[ইয়াসিন:৫৬]

ওহে  বীর মুসলিম! এখনই এসেছে সময়বাতিলের শেকড় ছেঁড়ার!ঈমানের দীপ্ত শক্তি দিয়ে নাও ছিনিয়েসময় হয়েছে বিজয়ের মুকুট পড়ার।
09/10/2023

ওহে বীর মুসলিম! এখনই এসেছে সময়
বাতিলের শেকড় ছেঁড়ার!
ঈমানের দীপ্ত শক্তি দিয়ে নাও ছিনিয়ে
সময় হয়েছে বিজয়ের মুকুট পড়ার।

09/10/2023

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
মুসলমান এর যে কোন ক্লান্তি ,অসুখ, চিন্তা,শোক এমনকি তার 'পায়ে কাঁটাও' লাগে, আল্লাহ তা'আলা এর মাধ্যমে তার গোনাহ্ সমূহ ক্ষমা করে দেন।

__ [বুখারী:৫৬৪২]🌸

10/09/2023

• তুমি যদি R15 নিয়ে কোথাও দাঁড়াও সবাই তোমার ঐ R15 কেই দেখবে, তোমাকে না। মার্ক জাকারবার্গ যদি BMW নিয়ে কোথাও দাঁড়ায় সবাই জাকারবার্গকে দেখবে, তার BMW কে না। তুমি যদি ৫০০০ টাকার একটা গেঞ্জি আর প্যান্ট পরিধান করো সবাই তোমাকে ঐ গেঞ্জি আর প্যান্টকে দেখবে, তোমাকে নয়। আর বিল গেটস যদি ৫০ টাকার গেঞ্জি পরিধান করে কেউ তার গেঞ্জিটাকে দেখবে না, সবাই কিন্তু ঐ বিল গেটসকেই দেখবে।

• IPhone লাগবে, DSLR লাগবে, Bike লাগবে এসব বলে বাবা-মাকে এতো চাপ না দিয়ে, ব্রান্ড এর পিছনে না ছুটে নিজেকে ব্রান্ড বানানোর চেষ্টা করো, নিজেকে এমনভাবে-এমন জায়গায় উপস্থাপিত করো যেনো নিজেই নিজেকে একটা ব্রান্ড তৈরী করো। যেনো তোমার ঐ ২০টাকা দামের ছেঁড়া রুমালটা ও নিলামে বিক্রি হয় লক্ষ টাকায়।
আর তুমি যখন ব্রান্ড হয়ে যাবে তোমার প্রত্যেকটা জিনিস ব্রান্ড হয়ে যাবে।

_____বিনাদোষে দিলো ওরা কারাদণ্ড *কতোই না করলো অত্যাচার সহ্য করে নিলো রবে'র ফয়সালার __রব যে আমার উত্তম পরিকল্পনাকারী মুক...
15/08/2023

___

__বিনাদোষে দিলো ওরা কারাদণ্ড *
কতোই না করলো অত্যাচার সহ্য করে নিলো রবে'র ফয়সালার __রব যে আমার উত্তম পরিকল্পনাকারী মুক্তি করে নিলেন তার মেহমান করে _!!!

মনে পরে সেই কথা __
এমন জীবন তুমি করিও গঠন__,মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন! আজ চিরন্তন সত্য বানি আবার কেঁপে উঠল হাজারো মানুষের হৃদয়!!

__

এমন কেউ নেই.. প্রতি নিয়ত নফসের সাথে যুদ্ধ করে বেঁচে আছি, মাঝে মধ্যে বড্ড ভয় হয়, যতটুকু হেদায়েত পেয়েছি ততটুকু আবার হারিয়ে...
09/08/2023

এমন কেউ নেই..
প্রতি নিয়ত নফসের সাথে যুদ্ধ করে বেঁচে আছি, মাঝে মধ্যে বড্ড ভয় হয়, যতটুকু হেদায়েত পেয়েছি ততটুকু আবার হারিয়ে না ফেলি! 😢💔

08/08/2023

পুরো ফেসবুক জুড়ে একটাই প্রশ্ন-
-"নারী কিসে আটকায়"?

জাস্টিন ট্রুডোর ক্ষমতায় আটকালো না,
বিল গেটসের টাকায় আটকালো না,
তাহসানের কন্ঠে আটকালো না,ইত‍্যাদি ইত্যাদি ইত্যাদি।

আমার কাছে উত্তর শুনুন,,,,
নারী কিসে আটিকায় তা আপনার বাবাকে জিজ্ঞেস করুন।
আপনার মাকে কিভাবে এতোকাল সংসারে রেখেছেন জানতে পারবেন। কোন টানে,কোন মায়ায় তারা একে অপরের সাথে দীর্ঘকাল টিকে আছে তা জানুন,তা বুঝুন।❤

নারী কি কোনো পশুপাখি,
যে তাকে আটকাইতে হবে.?

নারীকে আটকে রাখার সস্তা চিন্তা বাদ দিয়ে,
বাপ-দাদারা যেভাবে নারীকে বুকে আগলে রেখেছেন সেটা চেষ্টা করুন।সংসারে উন্নতি হবে।
তাহসান,ট্রুডোল বা বিলকে নিজের আইডল বানিয়ে নিজেকে তাদের সমতুল‍্য ভাবার দরকার নেই।
আপনার সঙ্গীনিও আপনার মতোই হবে,এদের বউদের মতো না।
আটকে নয়,আগলে রাখুন নারীকে।ভালোবাসায় বাঁচুন।❤

05/08/2023

যা চাই‚ তা যদি না পাই
অভিযোগ আনিবো না প্রভু‚
তোমার তরে আর্জি আমার
তুমি ছেড়ে যেওনা কভু!💕

04/08/2023

জান্নাত খুঁজতে যেও না,
ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করো,🥰
জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে 'ইনশাআল্লাহ'।❤

Address

Mymensingh Baghara
2205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fariya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fariya:

Videos

Share


Other Media/News Companies in Mymensingh Baghara

Show All