13/04/2024
Alfa Iqbal একটা মানুষ হুট করেই জীবন থেকে চলে যায়না।
আসলে চলে যাবার সিদ্ধান্ত সে অনেক আগেই নেয়।
এরপর অযুহাত খুঁজতে থাকে,সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে কিন্তু আমরা তা বুঝতে পারি না।
তার কথা বলার ধরন পাল্টে যায়,ব্যস্ততা বেড়ে যায়,
ফোন সাইলেন্স থাকে,ফোনে এম বি থাকে না,ফোনে টাকা থাকে না তাই কল দিতে বা ব্যাক করতে পারে না,ফোনে চার্জ থাকে না।একটুতেই রেগে যায়,কারনে অকারনে দোষ খুঁজতে থাকে,অহেতুক সন্দেহ করতে থাকে ইত্যাদি।
আসলে এ সবই অযুহাত মাত্র।সবই তার চলে যাবার আগাম সংকেত।সে মানুষটা একটু একটু করে জানান দেয় আপনাকে তার আর প্রয়োজন নেই।
আকার ইঙ্গিতে বার বার বোঝাতে চাইবে আপনার সাথে তার যায় না,তার মুক্তি চাই।
যতোই কান্না করা হোক,অনুরোধ করা হোক,থেকে যাবার আকুতি করা হোক সে শুনবে না।আসলে সে শুনেও না শোনার ভান ধরবে।
"আমি তোমাকে ছাড়া বাঁচবো না"এ কথার উত্তর সে সিনেমার ডায়লগ বা বস্তা পঁচা ডায়লগ বলে উড়িয়ে দেবে।
আপনার আবেগ,অনুভূতি,আকুতি তার কাছে হয়ে যাবে মূল্যহীন।কারন সে যে কোন মূল্যে আপনার থেকে মুক্তি চায়।আপনি শত চেষ্টা করলেও তাকে আর ধরে রাখতে পারবেন না।সে পাথরের মতো তার সিদ্ধান্তে অটল থাকবে।আপনার চোখের পানি তার পাষান হৃদয় আর গলাতে পারবে না।
সম্পর্কের মধ্যে একজনের যদি এমন পরিবর্তন চলে আসে তাহলে আপনাকে বুঝতে হবে মানুষটা আর আগের মতো নেই,মানুষটা আর আপনার নেই।
আপনাকে বুঝতে হবে মানুষটার কাছে আপনার আর কোন মূল্য নেই।মানুষটা আপনাকে আর চায় না।
কেউ চলে যেতে চাইলে থেকে যাবার হাজারটা কারন থাকলেও চলে যাবে আর যে থাকবে সে চলে যাবার হাজারটা কারন থাকলেও থেকে যাবে।
জোর করে কখনো কাউকে বেঁধে রাখা যায় না।
শত চেষ্টা করেও তার কাছে আর আগের মতো৷ হওয়া যায় না,তার মন রক্ষা করা যায় না।
সুতরাং যে যেতে চায় তাকে যেতে দিন।পারলে হাত ধরে এগিয়ে দিয়ে আসুন। হয়তো খুব কষ্ট লাগবে,ভেঙ্গে যাবেন। তবুও উঠে দাঁড়ানোর চেষ্টা করুন।মেনে নিন মানুষটা আপনার কপালে ছিলো না।মানুষটা আপনার যোগ্য ছিলো না।
আফসোস নয় বরং খুশি হোন এটা ভেবে যে,এতোদিন একটা ভুল মানুষের সাথে ছিলেন।সে চলে গিয়ে আপনার ভুল শুধরানোর সুযোগ দিয়ে গেল।জীবনে সঠিক মানুষ আসার রাস্তাটা প্রশ্বস্হ করে গেল।মনে রাখতে হবে সৃষ্টিকর্তা যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন।