Alfa Iqbal

Alfa Iqbal ألفا إقبال

পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়া একজন চরিত্রবান সৎ জীবনসঙ্গী জীবন>>❤️ Alfa Iqbal
20/04/2024

পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়া একজন চরিত্রবান সৎ জীবনসঙ্গী জীবন>>❤️ Alfa Iqbal

20/04/2024

যারা তাদের পাশে আমাদের রাখতে চায় না, তাদের সাথেই থাকার জন্য আমাদের ব্যাকুলতা অনেক বেশি থাকে...!

Alfa Iqbal

20/04/2024

কারোর কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই! বরঞ্চ কেউ যদি তোমাকে খারাপ ভেবেই খুশি হয়, তবে তাকে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে দেও! ❤️ Alfa Iqbal

20/04/2024

এই ভয়ংকর গরমেও এতো সুস্বাদু রান্না করে খাওয়ানোর জন্য তোমাকে স্যালুট "মা" ❤️ Alfa Iqbal

18/04/2024

যারা কখনো আমাদের হবে না, আমরা কেন শুধু তাদেরকেই ভালোবেসে যাই?🖤🥀 Alfa Iqbal

16/04/2024

প্রিয় মানুষটার সাথে কখনো ব্যস্ততা দেখাতে নেই, ইগনোর করতে নেই। খুব বেশি ব্যস্ত থাকলে অন্তত একটা মেসেজ দিয়ে জানিয়ে দিবেন আপনি ব্যস্ত আছেন। এইটুকু ঐ মানুষটা ডিজার্ভ করে।

আপনি ইগনোর করে ফোন কেটে দিলেন, মেসেজ করলেন না, তখন ঐ মানুষটা ভীষণ কষ্ট পায়। মানুষটা সারাদিন আপনার একটা কল কিংবা একটা মেসেজের অপেক্ষায় থাকে। এটা বুঝতে শিখুন।

মনে রাখবেন ব্যস্ত শব্দটা প্রিয় মানুষটার সাথে যায় না! 🖤
Alfa Iqbal

16/04/2024

প্রয়োজনের সময় কেউ যোগাযোগ করলে অনেকেই বিরক্ত হন। রেগে গিয়ে ভাবেন, এমনিতে খোঁজ নেয়না, কাজের সময় অমনি কথা বলছে। ব্যাটা স্বার্থপর!

কিন্তু মানুষের প্রয়োজনের সময় কাজে লাগতে পারাটাই তো আসল, তাই না! আজকের এই প্রচণ্ড গতিশীল সময়ে কেউ যে তার কোন দরকারে বা বিপদে আপনাকে মনে করেছে, এতেই মানুষ হিসেবে আপনার গর্বিত হওয়া উচিৎ। কারণ আপনি তার কাছে নিজের সেই নির্ভরযোগ্যতা প্রমাণ করতে পেরেছেন। আর তা কি আপনার নিজেরও এচিভমেন্ট নয়?

মানুষের প্রয়োজনে তার পাশে থাকলে, সাধ্যমত সাহায্য করলে যে স্বর্গীয় অনুভূতিটা আসে, তা কিন্তু কাঁড়ি কাঁড়ি টাকাতেও মেলে না।

Alfa Iqbal

16/04/2024

“ আল্লাহর দয়া নিয়ে কখনোই সন্দেহ প্রকাশ করবেন না। তিনি এক নিমিষেই যেকোন বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন। ”

Alfa Iqbal

16/04/2024

হারাইতে দিয়েন না!
যেমনেই হোক জীবনে রেখে দিবার চেষ্টা করেন! আজ থেকে অনেক বছর পর যদি অন্য কারো সাথে দেখেন তখন ভালো লাগবে না!🙂🖤

Alfa Iqbal

14/04/2024

মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে,
তোমাকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই। তোমাকে ছাড়া আমি ভালো থাকতেই পারি না।
কেনো তুমি সেটা বুঝেও বুঝো না?
কেনো আমি তোমাকে আমার সাথে পাই না?
কেনো তোমাকে আমার পাশে পাই না ?
কেনো তোমাকে দুহাতে মন ভরে ছুতে পারি না ?

কেনো স্বপ্নের মাঝে এসে তুমি দিয়ে যাও আমায় যন্ত্রনা ?
আমি দুহাত বাড়িয়ে তোমায় জড়িয়ে ধরতে গিয়ে কেনো তোমায় খুঁজে পাই না?
আমার হৃদয়ের হাহাকার কি তুমি একটুও বুঝোনা ?
আমি যে সত্যিই তোমাকে ছাড়া একটুও ভালো থাকতে পারি না !

তোমাকে ছাড়া আমি ভালো থাকতেই পারি না!💔😭

Alfa Iqbal

14/04/2024

কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে, তবে তার জন্য নিজের সব বাজে অভ্যাস ত্যাগ করে নিজেকে শুদ্ধ মানুষে রুপান্তর করে।

Alfa Iqbal

13/04/2024

Alfa Iqbal একটা মানুষ হুট করেই জীবন থেকে চলে যায়না।
আসলে চলে যাবার সিদ্ধান্ত সে অনেক আগেই নেয়।
এরপর অযুহাত খুঁজতে থাকে,সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে কিন্তু আমরা তা বুঝতে পারি না।

তার কথা বলার ধরন পাল্টে যায়,ব্যস্ততা বেড়ে যায়,
ফোন সাইলেন্স থাকে,ফোনে এম বি থাকে না,ফোনে টাকা থাকে না তাই কল দিতে বা ব্যাক করতে পারে না,ফোনে চার্জ থাকে না।একটুতেই রেগে যায়,কারনে অকারনে দোষ খুঁজতে থাকে,অহেতুক সন্দেহ করতে থাকে ইত্যাদি।

আসলে এ সবই অযুহাত মাত্র।সবই তার চলে যাবার আগাম সংকেত।সে মানুষটা একটু একটু করে জানান দেয় আপনাকে তার আর প্রয়োজন নেই।
আকার ইঙ্গিতে বার বার বোঝাতে চাইবে আপনার সাথে তার যায় না,তার মুক্তি চাই।

যতোই কান্না করা হোক,অনুরোধ করা হোক,থেকে যাবার আকুতি করা হোক সে শুনবে না।আসলে সে শুনেও না শোনার ভান ধরবে।
"আমি তোমাকে ছাড়া বাঁচবো না"এ কথার উত্তর সে সিনেমার ডায়লগ বা বস্তা পঁচা ডায়লগ বলে উড়িয়ে দেবে।

আপনার আবেগ,অনুভূতি,আকুতি তার কাছে হয়ে যাবে মূল্যহীন।কারন সে যে কোন মূল্যে আপনার থেকে মুক্তি চায়।আপনি শত চেষ্টা করলেও তাকে আর ধরে রাখতে পারবেন না।সে পাথরের মতো তার সিদ্ধান্তে অটল থাকবে।আপনার চোখের পানি তার পাষান হৃদয় আর গলাতে পারবে না।

সম্পর্কের মধ্যে একজনের যদি এমন পরিবর্তন চলে আসে তাহলে আপনাকে বুঝতে হবে মানুষটা আর আগের মতো নেই,মানুষটা আর আপনার নেই।
আপনাকে বুঝতে হবে মানুষটার কাছে আপনার আর কোন মূল্য নেই।মানুষটা আপনাকে আর চায় না।

কেউ চলে যেতে চাইলে থেকে যাবার হাজারটা কারন থাকলেও চলে যাবে আর যে থাকবে সে চলে যাবার হাজারটা কারন থাকলেও থেকে যাবে।
জোর করে কখনো কাউকে বেঁধে রাখা যায় না।
শত চেষ্টা করেও তার কাছে আর আগের মতো৷ হওয়া যায় না,তার মন রক্ষা করা যায় না।

সুতরাং যে যেতে চায় তাকে যেতে দিন।পারলে হাত ধরে এগিয়ে দিয়ে আসুন। হয়তো খুব কষ্ট লাগবে,ভেঙ্গে যাবেন। তবুও উঠে দাঁড়ানোর চেষ্টা করুন।মেনে নিন মানুষটা আপনার কপালে ছিলো না।মানুষটা আপনার যোগ্য ছিলো না।

আফসোস নয় বরং খুশি হোন এটা ভেবে যে,এতোদিন একটা ভুল মানুষের সাথে ছিলেন।সে চলে গিয়ে আপনার ভুল শুধরানোর সুযোগ দিয়ে গেল।জীবনে সঠিক মানুষ আসার রাস্তাটা প্রশ্বস্হ করে গেল।মনে রাখতে হবে সৃষ্টিকর্তা যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন।

13/04/2024

একাকীত্বকে ভয় পান?
যখন আপনি বুঝে যাবেন একা থাকলে আঘাত পেতে হয় না তখন আপনার একাকিত্বকেই সবচেয়ে শান্তি বলে মনে হবে।আসলেই তাই। একা থাকলে কারো কাছ থেকে ঠকে যাওয়ার ভয় থাকে না। কোনো এক্সপেক্টেশন থাকে না।

জীবনে যতো কম এক্সপেক্টেশন রাখবেন নিজেকে ততো বেশি সুখী বলে মনে হবে।কারন কারো কাছ থেকে বেশি কিছু আশা করে যখন আপনি উল্টো অবহেলা পান তখন ভেতর থেকে আপনি দুমড়েমুচড়ে যান।সেটা প্রতিনিয়ত আপনার যন্ত্রণাকে তীব্র করে তোলে।

একাকিত্বকে উপভোগ করতে পারলে জীবন অনেক সহজ হয়ে যাবে তখন কষ্ট আর আপনার দূরত্ব হবে কয়েকশো মাইল।একাকিত্ব মানেই যন্ত্রনা নয় বরং নিজেকে ভালোভাবে উপলব্ধি করার সুযোগই হচ্ছে একাকিত্ব। নিজেকে ভালোবাসাটা অবশ্যই সব থেকে বেশি জরুরি।

লেখা Alfa Iqbal

13/04/2024

ঈদের দিনগুলোতেও যে মানুষগুলো একাকী ঘরবন্দী হয়ে থাকে! সে মানুষগুলো ভীষন রকমের অস'হায়!🖤 Alfa Iqbal

13/04/2024

আমার শহরে তুমিই রবে,
নয়তো আর কেউ না।
তুমি বিহীন শূন্য শহর,
তাও মেনে নিতে পারবো আমি।
কিন্তু সেই শহরে -
তুমি ছাড়া অন্য কারো আনাগোনা,
তা কেবলই অলীক ভাবনা!

Alfa Iqbal

30/01/2024

"যে ভালোবাসে সে অভিশাপ দেয় না কিন্তু "রুহের হায়"বলে একটা কথা আছে। “Revenge of Nature” বলতে একটা ব্যাপার আছে। প্রকৃতি ব্যালেন্স ম্যান্টেইন করে। কারো পাওনা প্রকৃতি বাকী রাখেনা।

আপনি যা করবেন, আপনার সাথেও তাই ঘটবে। পরিস্থিতি মাঝে মাঝে খুব নিষ্ঠুর ভাবে ৩৬০ ডিগ্রী কোণে ঘুরে যায়❤ Alfa Iqbal

30/01/2024

ভালোবাসা সুন্দর, কিন্তু কল্পনায়...😊
বাস্তবে তো চোখে পানি, নির্ঘুম রাত, ভালোবাসা এমনি।🙂

30/01/2024

যেদিন হারিয়ে ফেলবে,সেদিন আমার গল্প অন্য কাউকে শুনাতে গিয়ে কেঁদে ফেলবে!❤️‍🩹 Alfa Iqbal

Address

Binodpur
Munshiganj
1500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alfa Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alfa Iqbal:

Share

Nearby media companies



You may also like