খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসা

খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসা মহিলাদের দ্বীন শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান

ঈদ মোবারক
21/04/2023

ঈদ মোবারক

16/04/2023
 #আলহামদুলিল্লাহ।বিগত বছরের ধারাবাহিকতায় এবারও সমগ্র বাংলাদেশের মেধা তালিকায় #মোতাওয়াসসিতাহ জামাতে 06 ছয়জন।১৩_১৭_৫৮_...
15/04/2023

#আলহামদুলিল্লাহ।
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও সমগ্র বাংলাদেশের মেধা তালিকায়
#মোতাওয়াসসিতাহ জামাতে 06 ছয়জন।
১৩_১৭_৫৮_৬৪_৯১_১১৫।

21/10/2022

Alhamdullah

28/03/2022

ভর্তি চলছে! ভর্তি চলছে,!! ভর্তি চলছে!!!
খাদিজাতুল কুবরা (রাযি.) মহিলা মাদরাসা এর ১৪৪৪-৪৫ হিজরী মোতাবেক ২০২৩-২৪ইং শিক্ষাবর্ষে আতফাল (শিশু) শ্রেণী থেকে মিশকাত জামাত পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলছে।

24/07/2020

আগামী ৮ আগস্ট শনিবার থেকে সারাদেশের সকল কওমি মাদরাসা খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের বৈঠকে।

আজ (২৩ জুলাই) বৃহস্পতিবার সকাল ১১টায় হাইয়ার কার্যালয়ে জরুরী বৈঠকটি অনুষ্ঠিত হয়। হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা অছিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কওমি মাদরাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষা সাধারণত শাবানে অনুষ্ঠিত হয়। তবে এবার করোনা ভাইরাসের কারণে ১৮ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। আলেমদের আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে ১২ জুলাই থেকে সীমিত পরিসরে হিফজ বিভাগ খুলে দেয় সরকার। ৮ জুলাই এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে।

08/07/2020

মাদরাসা নি‌য়ে চর‌মোনাই মু‌রি‌দ প্রধানমন্ত্রী‌কে এ কি বল‌লেন?

29/06/2020

মাশাআল্লাহ, দেখুন কোরআনের মো'জেজা।

17/06/2020

আল্লাহুম্মাগফিরলি জুনুবি।

05/06/2020

আল্লাহু আকবার।

03/06/2020

দারুল উলুম দেওবন্দ, ভারত

02/06/2020

2020-21 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।

02/06/2020
29/05/2020

"আউযুবিল্লাহ" এর তাফসীর

24/05/2020

খাদিজাতুল কোবরা (রা.)মহিলা মাদরাসার সকল ওস্তাদ, অভিভাবক, ছাত্রী এবং শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

15/05/2020

মাশাআল্লাহ

06/05/2020

হক ও হক্কানিয়াতের সাথে থাকতে আমাদের পেজে লাইক দিন।

21/04/2020

ইয়া আল্লাহ! যা কিছু আমাদের ওপর হচ্ছে তা যেন অন্য কারোর উপর না হয়, শুধু তুমি এমন একটা কিছু করে দাও যাতে গোটা পৃথিবী কিছুদিনের জন্য নিজেদের ঘরে ব’ন্দি হয়ে থাকতে বাধ্য হয়, সবকিছু বন্ধ হয়ে যায়, থেমে যায়। তাহলে হয়তো দুনিয়া এটা অনুভব করতে পারবে যে, আমরা বেঁচে আছি কেমন করে !
(কাশ্মির- নাফিসা উমর)
তখন নাফিসা ডুকরে কাঁদতে কাঁদতে চিৎকার করে যা বলেছিলেন- আমার কানে অনেক দিন বেজেছে- এবং এখন চোখের সামনে দেখতেও পাচ্ছি।
আজ আমরা সবাই যে যার ঘরে ব’ন্দি। আমার কানে নাফিসার সেই কথাগুলো যেন বাজছে।.......................................................
সাংবাদিক : অরবিন্দু

13/04/2020

সবাইকে জানিয়ে দিন

12/04/2020

#বেশি_বেশি_শুনুন

11/04/2020

খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসা's cover photo

10/04/2020

#মধুর_সুরে_কোরআন_তেলাওয়াত

10/04/2020

#অসাধারণ_তেলাওয়াত

09/04/2020

#অহংকার: হেদায়াত লাভের পথে অন্তরায়।

কিছু মানুষ হেদায়েত পেতে আগ্রহী, কিন্তু তাদের ভেতরে থাকা অহংকার তাদেরকে দ্বীনের বিধানাবলী পালন করতে দেয় না। অহমিকার অতিশয্য তাদেরকে পরিধেয় কাপড় টাখনুর উপর পরতে দেয়না, দেয়না তাদের দাড়ি লম্বা করতে, কাফেরদের বিরোধিতা করতে, এদের কাছে বাহ্যিক সৌন্দর্যের প্রকাশ রবের আনুগত্যের চেয়েও বড়।
নারীদের কেউ কেউ এমন যারা পর্দার ব্যাপারে উদাসীন। যারা সুন্দর সুন্দর পোশাক পড়ে, নানাবিধ প্রসাধনী মেখে, রূপ-লাবণ্য কে পর পুরুষের সামনে প্রদর্শন করে বেড়ায়। কেউবা আবার ভ্রু প্লাক করে, আঁটসাঁট পোশাক পরে, আল্লাহ সুবহানাহু তা'আলার নাফরমানীতে লিপ্ত হয়, এদেরকে সঠিক পথে ফিরে আসার উপদেশ দেওয়া হলে তারা দম্ভভরে মুখ ফিরিয়ে নেয়। যার অন্তরে শস্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এ কথাটি কি ওদের জানা নেই? আর সেই অহংকার যদি এমন হয় যে তা হেদায়াত লাভের পথে অন্তরায়, তাহলে কেমন হবে তার পরিণতি?

08/04/2020

#প্রকৃত_মুসলমান
আমি? হাঁ তোমাকেই বলছি। তুমি কি জানো দিবারাত্রি মহা পরাক্রমশালী দয়াময়ের আনুগত্যের দিকে তোমাকে ডাকা হচ্ছে। অথচ তোমার অবস্থা তো এতটাই নিকৃষ্ট যে, কু-প্রবৃত্তিগুলোও তোমার কাছ থেকে বিরক্ত হয়ে দূরে সরে যাচ্ছে। তোমার থেকে কেবল অবিরত পদস্খলন প্রকাশ পাচ্ছে। দিনদিন তোমার অপরাধের পাহাড় ফুলে-ফেঁপে মোটা হচ্ছে। তওবা করার সময় কি তোমার এখনো হয়নি? হয়নি কি গুনা ছাড়ার সময়? এখনও কি সময় আসেনি প্রভুর দরবারে হাজিরা দেওয়ার? তুমি কি জানোনা তোমার প্রভু তোমাকে দেখছেন, তোমাকে পর্যবেক্ষণ করছেন, তোমার প্রতি ক্রোধান্বিত হচ্ছেন। ফেরেশতারা তোমার পাপসমূহ লিখছে। কড়ায়-গণ্ডায় তোমার কৃতকর্মের হিসাব করছে।এরপরও কি তুমি গাফলতের চাদর মুড়ি দিয়ে থাকবে? তুমি কেন ভাবছো না মহাশান্তি ও নেয়ামতে ভরপুর জান্নাতের কথা! কেন তা অর্জনের জন্য বর্জন করছো না ক্ষণিকের ভোগবিলাস! পরিত্যাগ করছনা প্রবৃত্তির অনুসরণ? যারা আল্লাহ তাআলার আনুগত্য করে যথাযথ রূপে, তার জন্যেই উৎসর্গ করে নিজের জীবন ও সম্পদ। বিসর্জন দেয় নিজের অবৈধ কামনা বাসনা। তারাই হল প্রকৃত মুসলমান।
#ভালো_লাগলে_লাইক_কমেন্ট_শেয়ার_করুন!

08/04/2020

খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসা

08/04/2020

#শুনুন_ছোট্ট_বাচ্চার_কোরআন_তেলাওয়াত

08/04/2020

খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদ্রাসা

07/04/2020

#আঁকড়ে_ধরো_দাসত্বের_চৌকাঠ

যে ব্যক্তি চিরস্থায়ী সৌভাগ্য কামনা করে, সে যেন দাসত্বের চৌকাঠকে আঁকড়ে ধরে রাখে। বিনম্রতার পরাকাষ্ঠা প্রদর্শন করে। সে যেন তার প্রভুর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে। তাঁর নৈকট্য অর্জনে সচেষ্ট হয়। পালন করে তার হুকুম আহকাম। বর্জন করে তার নিষিদ্ধ ও অপছন্দনীয় বিষয়গুলো।

07/04/2020

#দুঃসংবাদ

যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তা'আলার অবাধ্যতা ও পাপাচারে লিপ্ত ছিল, ব্যস্ত ছিল প্রবৃত্তির চাহিদা পূরণে, নিজেকে ভেবেছিল আল্লাহ তায়ালার আযাব থেকে নিরাপদ, আখেরাতে সে থাকবে ভীতি ও উৎকণ্ঠার মধ্যে।
নাউজুবিল্লাহি মিন জালিক।

07/04/2020

#সুসংবাদ

দুনিয়াতে যে আল্লাহ তা'আলার ভয়ে ভীত-সন্ত্রস্ত থাকবে এবং আল্লাহ তা'আলার মহিমা কে বড় মনে করবে সে কেয়ামত দিবসে নিরাপত্তা লাভ করবে। আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভে ধন্য হবে। জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে।

07/04/2020

#শেষ_জামানার_ফেতনা......................……………
হে মুসলিম ভাই ও বোনেরা আমরা এমন একটি সময় পার করছি যে সময়ে ফিতনা-ফাসাদ প্রকট আকার ধারণ করেছে, আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার পরীক্ষার সম্মুখীন হচ্ছি, যেমন চোখের ফেতনা, শ্রবণের ফেতনা, অশ্লীলতা সহজসাধ্য হওয়ার ফেতনা ও অবৈধ সম্পদ উপার্জন আমাদেরকে একের পর এক বিপদে ফেলছে।
এমনকি আমাদের অবস্থা ওই জামানার নিকটবর্তী হয়ে গেছে যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদীসটি ইমাম তিরমিজি (রহ.) তাঁর কিতাবে উল্লেখ করেছেন তা হলো-
فان ورائكم ايام الصبر الصبر فيهن كقبض على الجمر للعامل فيهن اجر خمسين منكم يعمل مثل عمله
قالوا ، يا رسول الله او منهم قال منكم.
তোমাদের আগত দিনগুলো হলো ধৈর্যের দিন। ওই দিনগুলোতে ধৈর্যধারণ করা আগুনের আঙ্গার কে হাতে রাখার মতো কঠিন হবে। যে ওই দিনসমূহে ধৈর্য ধারণ করবে (এবং গুনা থেকে বিরত থাকবে) তার প্রতিদান হলো তোমাদের 50 ব্যক্তির আমলের সমপরিমাণ। সাহাবারা বললেন হে আল্লাহর রাসূল এই প্রতিদান কি তাদের 50 ব্যক্তির সমপরিমাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের 50 জনের সমপরিমাণ।

Address

Munshiganj
Munshiganj
01510

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসা:

Videos

Share