Freelancing It

Freelancing It Freelancing It Institute is a great Institute. Freelancing It providing Digital marketing course and services.

01/08/2022

টাকা নাই টাকা নাই না করে ফ্রিল্যান্সিং এ স্ক্রিল ডেভেলপ করুন

টাকা এমনেই আসবে,
কারন মার্কেট প্লেসে দক্ষ ফ্রিল্যান্সারের বড্ড অভাব

29/06/2022

The journey was not easy.

ফ্রিল্যান্সিং! বর্তমানের তথাকথিত তরুণদের উপার্জনের একটি প্ল্যাটফর্ম। ফ্রিল্যান্সিং বলতে যে শুধু গ্রাফিকস ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট কে বুঝায় বিষয় টা তেমন নয়। ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে অনেক ধরনের কাজের চাহিদা রয়েছে। তার মধ্যে আপনার ভালো লাগে এমন কোন একটা কাজের ওপর স্কিল অর্জন করে ধৈর্য্য সহকারে এগিয়ে যান ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন।

আমি মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। এই সেক্টরের কাজের সাথে ভালো লাগা এবং ভালোবাসা দু'টোই তৈরী হয়ে গেছে।
নতুনদের জন্য কিছু পরামর্শ।
👇
১. প্রপার স্কিল অর্জন না করে মার্কেটপ্লেসে যাবেন না।

২. পর্যাপ্ত পরিমান ধৈর্য্য না থাকলে ভেঙে পড়বেন।

৩. নিজের প্রতি এবং নিজের কাজের প্রতি বিশ্বাসী হবেন।

৪. মার্কেটপ্লেসে গিয়ে শুধু অ্যাকাউন্ট করে বসে থাকলে চলবে না, আউট অফ মার্কেটপ্লেসেও কাজ নেয়ার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে (লিংকড-ইন)-এ জব খোঁজার চেষ্টা করতে পারেন।

৫. সবসময় ক্লাইন্ট কে ভালো সার্ভিস দেয়ার চেষ্টা করবেন, এর ফলে রি-সেল ভালো হয়। এবং ক্লাইন্ট কে সবসময় মান্থলি সার্ভিস প্ল্যান দিবেন, যদি ক্লাইন্ট রাজি হয়ে যায় তাহলে তার সাথে মাসিক ভিত্তিক কাজ করার সুযোগ পেয়ে গেলেন। ১টি সিঙ্গেল প্রজেক্ট এর জায়গায় মাসিক ভিত্তিক কাজ পাওয়ার সুযোগ থাকে।

আজকে এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আরও কিছু তুলে ধরার চেষ্টা করবো। ভুলত্রুটি মাফ করবেন।


























17/05/2022

যিনি যে কাজের সাথেই যুক্ত আছেন, আপনি চাইলে পার্ট টাইম হিসেবে বেচে নিতে পারেন ফ্রিল্যান্সিং,

কারন আগামীর ভবিষ্যৎ হবে অনলাইন ভিত্তিক ভবিষ্যৎ, যে যত অনলাইনে কাজ জানবে সে তত ইনকাম করবে,
আর ইনকাম করা ছাড়া সৎ থাকা অনেক কষ্টকর বিষয়, অভাব ই আপনাকে খারাপ পথে নিয়ে যাবে

শুরু করুন, অন্য কেউ শুরু করার আগেই


























17/05/2022

#একটি সঠিক সিধান্ত,বদলে যাবে জীবনঃ

আপনার মধ্যেও দক্ষতা আছে হয়ত আপনি তা উপলব্ধি করতে পারেন।কিন্তু সেই দক্ষতা কিভাবে কাছে লাগাবেন?কিভাবে নিজেকে স্কিল্ড করবেন?কিভাবে নিজের দক্ষতা সবার মাঝে ছড়িয়ে দিবেন।সময় এখনি ঘুরে দাঁড়াবার নিজেকে নিজের পরিচয়ে গড়ে তুলুন।কারও অধিনে না থেকে অনিশ্চিত জীবন থেকে বেরিয়ে নিজে কিছু করেন।

তাহলে কি করতে চাচ্ছেন

#ফ্রিল্যান্সং ক্যারিয়ারঃ

বর্তমান ফ্রিল্যান্সিং সেক্টর আমাদের ঘুরে দাঁড়ানোর হাতিয়ার হয়ে গিয়েছে।আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নিজেকে স্কিল্ড করে সুন্দর ভাবে গড়ে তুলতে পারি।

ফ্রীল্যান্সিং💻 করে অনেকেই ঘরে বসে হাজার হাজার টাকা আয়💵 করছেন এবং অনেকেই এতো টাকা আয়💵 করে নিচ্ছেন যে, কোনো ফুল টাইম চাকরি থেকেও এতো টাকা💰 আয় করা সম্ভব না।
ফ্রীল্যান্সিং💻 করার আগে কিছু জিনিস জানা জরুরি 👉

📌 ফ্রীল্যান্সিং মানে কি?
📌কিভাবে ফ্রীল্যান্সিং শুরু করবো?
📌 কীভাবে ফ্রীল্যান্সিং করে টাকা আয়💵 করবো?
📌ফ্রীল্যান্সিং করে কত টাকা আয়💵 করা যাবে?
📌আমি কি ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার বানাতে পারবো?
📌নতুনদের জন্য সেরা সাইট কোনটি?
📌মোবাইল📱 দিয়ে ফ্রীল্যানসিং সম্ভব কিনা?

📢সুখবর! যারা ফ্রীল্যান্সিং সম্পর্কে জানতে চায় তাদের জন্য একটি চমৎকার ব্যবস্থা করা হয়েছে। যারা এই সুযোগটা গ্রহন করতে ইচ্ছুক তারা আমাকে ইনবক্স📩 করুন। ধন্যবাদ 😊


























16/05/2022
মানুষ চাইলে পারেনা এমন কিছু নেই কিন্তু কথা হচ্ছে আমরা কেন পারি না ??আমরা পারিনা কারন হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি নেই !! একজ...
13/05/2022

মানুষ চাইলে পারেনা এমন কিছু নেই
কিন্তু কথা হচ্ছে আমরা কেন পারি না ??

আমরা পারিনা কারন হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি নেই !!
একজন চটপটি বিক্রেতা যদি সফল হতে পারে
তাহলে আমি বা আপনি কেন পারবোনা ??
একটা বার চিন্তা করে দেখেছেন ??
আপনার আর তার মাঝে ব্যবধান কতটুকু ??
চেষ্টা করলে আপনিও পারবেন 💝🌸

আল্লাহতালার উপর ভরসা করে বসে
না থেকে নিজেকে চেষ্টা করেন

আল্লাহ তাআলার কাছে দোয়া করেন
আপনি সফল হবেন ইনশাআল্লাহ 💙🌸




#চলুন_উদ্যোক্তা_হই
#ক্যারিয়ার_গড়ুন
























12/05/2022

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা এবং অনেকেই এটাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছে

12/05/2022

অনেকের জীবনে প্রথম ব্যর্থতাই হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগা,

সুতরাং সঠিক সিদ্ধান্ত নিন,
কাজ শুরু করুন

Digital Marketing শিখে কি আয় করা সম্ভব?যদি আপনি সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত প্রশিক্ষণ পেয়ে থাকেন তাহলে সম্ভব। আপনার প্র...
12/05/2022

Digital Marketing শিখে কি আয় করা সম্ভব?

যদি আপনি সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত প্রশিক্ষণ পেয়ে থাকেন তাহলে সম্ভব।

আপনার প্রবল ইচ্ছাশক্তি এবং দৃঢ় প্রচেষ্টা আপনাকে সফল করবে। আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে ঘরে বসে স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে ফ্রিল্যান্সিং হয়ে উঠুক আপনার উপার্জনের একটি মাধ্যম।

আমাদের ০১ তম ব্যাচে ভর্তি চলছে।
ক্লাস শুরুর দিন- ২৫ মে

কোর্সে যা থাকবে:

Social Media Marketing (SMM).....................................................
1=Facebook Marketing
2=Instragram Marketing
3=Pinterest Marketing
4=Twitter Marketing
5=Linkedin Marketing

Search Engine Marketing=(SEM).....................................................
6=Google Marketing
7=Yahoo Marketing
8=Bing Marketing
9=YouTube Marketing
10=Fiverr account create +Gig Create
11=Wordpress
12=SEO
13=Email Marketing
14=Affiliate Marketing
15=Shofify Marketing
16=Create Upwork account

আপনার যা লাগবে
---------------------------------

১. ভালো এন্ড্রয়েড মোবাইল/ল্যাপটপ বা কম্পিউটার।
তবে আপাতত মোবাইল দিয়ে শিখতে পারবেন কিন্তু মার্কেট প্লেসে কাজ করার জন্য অবশ্যই ল্যাপটপ অথবা কম্পিউটার লাগবে।
২. আপনার ইনকাম করার চাহিদা থাকতে হবে।
৩. প্রতিটি ক্লাসের হোম ওয়ার্ক আমাদের গ্রুপে পোস্ট করতে হবে।

যে সকল সুবিধাগুলো পাবেন
-----------------------------------------

১=প্রতিটি ক্লাস হবে অনলাইন লাইভে।
২=ট্রেইনার কে সরাসরি প্রশ্ন করার সুযোগ।
৩= খুবই দক্ষ ৪ জন ট্রেইনার টোটাল কোর্স টি সম্পূর্ণ করবে।
৪=কোন কারনে আপনি ক্লাস মিস করলে সে ক্লাসের রেকর্ডিং ভিডিও পাবেন।
৫=প্রতিটি ক্লাস রেকর্ডিং ভিডিও সিক্রেট গ্রুপে পাবেন যেগুলো বার বার দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন।
৬=১০০% ইনকাম না হওয়া পর্যন্ত সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ
৭=যে ব্যাচে আপনি ভর্তি হবেন সে গ্রুপে থাকবে খুবই অভিজ্ঞতা সম্পন্ন ৪ জন সাপোর্ট মেম্বার,,যারা আপনাকে সকাল ৭ টা থেকে রাত ১ টা পর্যন্ত সাপোর্ট দিবে।
৮=আপনি এখান থেকে পাবেন সার্টিফিকেট

ক্লাসের নিয়মাবলি:

১=সপ্তাহে ২ টা ক্লাস অনলাইনে Google Meet/zoom এর মাধ্যমে হবে

২=টোটাল ৪ মাসের কোর্স,

৩=১৮ নাম্বার ক্লাসে আমরা fiverr মার্কেটপ্লেসে চলে যাবো

প্রথম ৩০ জন কে আমরা ৮০% স্কলারশিপে সুযোগ দিচ্ছি। আজই আপনার সিট টি বুকিং করে ফেলুন।

প্রতি সোমবার এবং শুক্রবার রাত ১০ টায় Google Meet apps এর মাধ্যমে ক্লাস হবে।

যেকোন প্রয়োজনে কল করুন - 01993998186/01404547785























অনেক দিন পর আবার আর একটা কাজ পেলাম। আলহামদুলিল্লাহ। রাত্রে কথা বলে অফার পাঠাইছিলাম সকালে উঠে দেখি একসেপ্ট করে নিয়েছে। আ...
11/05/2022

অনেক দিন পর আবার আর একটা কাজ পেলাম। আলহামদুলিল্লাহ। রাত্রে কথা বলে অফার পাঠাইছিলাম সকালে উঠে দেখি একসেপ্ট করে নিয়েছে। আলহামদুলিল্লাহ


























07/05/2022

ইউটিউব মার্কেটিং কি?
সাধারণত মার্কেটিং হলো কোন পণ্যের প্রচারণা। ইন্টারনেট তথা অনলাইনে যে মার্কেটিং করা হয় তা ডিজিটাল মার্কেটিং নামে পরিচিত। আর ডিজিটাল মার্কেটিং এর অন্যতম শাখা হলো ইউটিউব মার্কেটিং।

অতএব এ কথা বলা যায় যে, ইউটিউব চ্যানেল এ ভিডিও আপলোড এর মাধ্যমে কোন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য অথবা সেবার প্রচারণা করার নামই হলো ইউটিউব মার্কেটিং।

এটি দুই ধরণের হতে পারে। নিজে পণ্য বা সেবা সম্পর্কে ভিডিও তৈরি করে আপলোড দিয়ে প্রচার করা অথবা অন্য কারো দ্বারা টাকার বিনিময়ে চাহিদা মাফিক প্রচারণা করানো। সরাসরি ইউটিউব এ টাকা প্রদানের মাধ্যমে ইউটিউব মার্কেটিং করা যায়।


























07/05/2022

ডিজিটাল মার্কেটিং জগতে ফেসবুক মার্কেটিং খুবই কার্যকরী একটি মাধ্যম। কিছু না করে বসে আছেন মানে আপনি অন্যদের থেকে পিছিয়ে আছেন। তাই দেরি না করে দ্রুত ফেসবুক মার্কেটিং শুরু করুন।


























05/05/2022

কিভাবে পারিশ্রমিক বুঝে পাবেনঃ
ইন্টারনেট কিন্তু খুব নিরাপদ কোন জায়গা নয়। তাই ফ্রিল্যান্সিং করে যদি পারিশ্রমিক পাওয়ার প্রক্রিয়াটা না জানা থাকে, তাহলে খুব সহজেই আপনি বোকা বনে যেতে পারেন। আপনার পরিশ্রম হয়ে যেতে পারে স্রেফ বেগার খাটা। সেজন্যে পারিশ্রমিক পাবার উপায়গুলো পরিষ্কার করে দেয়া দরকার।

প্রাপ্য অর্থ বুঝে নেবার জন্যে ব্যাংক অবশ্যই একটি নিরাপদ মাধ্যম। কিছু মার্কেটপ্লেস থেকে সরাসরি ব্যাংক একাউন্টে ব্যালান্স ট্রান্সফার করা যায়। কিন্তু যেসব মার্কেটপ্লেসে এ ব্যবস্থা নেই, সেখানে অনলাইন পেমেন্ট ট্রান্সএকশান প্রসেসে পারিশ্রমিক বুঝে নেয়া যায়। কিন্তু এটি একটি জটিল প্রক্রিয়া আর সব কাজ শেষ করতে মাস দেড়েক লেগে যায়।
নিয়মিত ক্লায়েন্টরা সাধারণত এসব ঝামেলায় যান না। তারা ফ্রিল্যান্সারদের কাজ দেন ই-মেইল বা অন্য উপায়ে, আর পারিশ্রমিকও সরাসরি ফ্রিল্যান্সারদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেন। কিন্তু এমন নিয়মিত ক্লায়েন্ট পেতে হলে প্রচুর অভিজ্ঞতার প্রয়োজন।
Payoneer Prepaid Master Card নামের এক ধরণের ডেবিট কার্ড আছে। এই কার্ড ব্যবহার করে সরাসরি মার্কেটপ্লেস থেকেই নির্দিষ্ট পরিমাণের অর্থ তোলা যায়। এই কার্ডটি ব্যবহার করে অনলাইন শপিংও করা সম্ভব।


























05/05/2022

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের তালিকা:

Fiverr
Upwork
Freelancer
Guru
PeoplePerHour
Toptal
Flexjobs
99designs
SimplyHired


























05/05/2022

ফ্রিল্যান্সিং শুরু করবো কিভাবে?
প্রথমে আপনি যে বিষয়টি নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, সে বিষয়ে ছোটখাটো একজন বিশেষজ্ঞ হয়ে যেতে হবে আপনাকে। আপনি যদি কয়েকটি বিষয়ে দক্ষ হন, তাহলে ফ্রিল্যান্সার হিসেবে বেশি কাজ পাবেন। এখানে বেশিরভাগ ক্লায়েন্টই অবাঙ্গালী হয়ে থাকেন। তাই তাদের সাথে যোগাযোগের জন্যে ইংরেজি ভাষাটা বেশ ভালোভাবে রপ্ত করতে হবে। তাছাড়া বিভিন্ন কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। মনে রাখতে হবে, যতো অভিজ্ঞতা, কাজ পাবার সম্ভাবনা ততো বেশি।

























05/05/2022

ফ্রিল্যান্সার :
যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়। অর্থাৎ যে সকল ব্যক্তিরা প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং কাজ করে থাকে, তাদেরকে ফ্রিল্যান্সার বলে। ফ্রিল্যান্সিং মূলত এক ধরনের জ্ঞান ও দক্ষতা ভিত্তিক smart জীবীকা, তাই যারা Freelancer তারা দক্ষতা সম্পন্ন জ্ঞানী ও smart হয়ে থাকে।

























05/05/2022

ফ্রিল্যান্সিং সম্পর্কে ভুল ধারণা :
মানুষের ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে। যেমন অনেকেই মনে করে অনলাইনে টিপ দিলেই টাকা আয় হয়, আর সেটাই ফ্রিল্যান্সিং। কিন্তু বাস্তবে এ ধারনাটা সম্পূর্ণ ভুল। কারণ ফ্রিল্যান্সিং কাজ করতে ফ্রিল্যান্সারদের নির্দিষ্ট বিষয়ে যথেষ্ট জ্ঞান সম্পন্ন ও দক্ষ হতে হয়। তাই যারা নির্দিষ্ট বিষয়ে যথেষ্ট এক্সপার্ট ও দক্ষতার সাথে বিভিন্ন মার্কেটপ্লেসে বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে, তারাই কেবল অনেক earn করতে পারে। তাছাড়া এই ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কোনো বিষয়ে যথেষ্ট জ্ঞান ও দক্ষতা ছাড়া online এ earn করা সম্ভব নয়।


























Freelancing It পক্ষ সবাইকে জানাই ঈদ মোবারাক 💖💖
02/05/2022

Freelancing It পক্ষ সবাইকে জানাই ঈদ মোবারাক 💖💖

02/05/2022

একজন সফল ফ্রীল্যান্সার প্রথমবার ডলার এর মুখ দেখার আগ পর্যন্ত যতটা সময় ডেক্সে দেয় কেউ যদি তার ৪ ভাগের একভাগ সময় পড়ার টেবিলে দেয় তাহলে সে বি.সি.এস এ টিকবে।

ফ্রীল্যান্সার মানে ঘরে বসে ইনকাম নয়। ফ্রীল্যান্সার মানে ঘরের ডেক্সে বসে ইনকাম করা। এরা এদের চেহারা দেখিয়ে টাকা পায়না। আপনি দেখেন এরা সারাদিন ফেসবুকে থাকে নামিদামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে ছবি দেয় এরা কতনা সুখি। কিন্তু আপনার দেখার আড়ালে থাকে অনেক কিছু। আপনার দেখা ফেসবুকে ”অনলাইন“ এর এই ইউজারের একাউন্টটা থাকে মিনিমাইজ করা কোন এক ব্রাউজারে। নামিদামি রেস্টুরেন্টে এরা ঠিকই খাইতে যায় কিন্তু মন পড়ে থাকে ঘরের ডেক্সে, কখন খুপরির মধ্যে ঢুৃকবে। এমনকি ঐ রেস্টুরেন্টে খাওয়ার সময়ও তাকে চোখ রাখতে হয় স্মার্ট ফোনের স্কৃনে। আপনি ভাবছেন এরা টাকার কাঙাল? না। গত ৫ বছর ধরে যে একাউন্টটা তিলে তিলে সাজিয়েছে সেই একাউন্টে যাতে একটা খারাপ রিভিউ না পড়ে সেজন্যই এই চেষ্টা।

আপনি কারণে আর অকারণে এদের নক করেন আর সাথে সাথে রিপ্লাই না পেলে ভাবেন ভাব ধরছে, রেস্টুরেন্টে খাইতে যাইতে পারে সারাদিন ফেসবুকে থাকতে পারে আর আমার মেসেজ এর উত্তর দিতে পারে না। আপনার এই পশ্নের উত্তরটা পৃথিবীর কেউ দিতে পারবে না! উত্তরটা আপনিই একদিন নিজে নিজে পেয়ে যাবেন যদি আপনি কখনও একজন সফল ফ্রীল্যান্সার হন।

01/05/2022

🧑‍💻 ঘরে বসে আয় করার নানা স্কিল অর্জন করুন Freelancing It র ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সের সাথে!

📞 বিস্তারিত জানতে কল করুন: ০১৭৫২৪৩০৯৮৭


























ওয়ার্ডপ্রেস কি ?ওয়ার্ডপ্রেস অসাধারণ, কারণ এর ফিচার বা বৈশিষ্ট্য অনেক বেশি। যে কোন মাধ্যম যেমন- ডেক্সটপ বা ল্যাপটপ কম্পিউ...
01/05/2022

ওয়ার্ডপ্রেস কি ?
ওয়ার্ডপ্রেস অসাধারণ, কারণ এর ফিচার বা বৈশিষ্ট্য অনেক বেশি। যে কোন মাধ্যম যেমন- ডেক্সটপ বা ল্যাপটপ কম্পিউটার, স্মার্টফোন অথবা ট্যাব এ ব্যবহার করা যায়। প্রতিটি মাধ্যমে ব্যবহার করার জন্য এর স্বয়ংসম্পূর্ণ এবং ত্রুটিমুক্ত সফটওয়্যার বা অ্যাপ WordPress.org এর ওয়েবসাইটে ও অ্যাপ স্টোরে পাওয়া যায়। এর মান সবসময়ই উন্নত হতে উন্নততর হচ্ছেই।
একটা ওয়েবসাইটকে যদি কোনো কম্পিউটারের সাথে তুলনা করা হয়, তবে ওয়ার্ডপ্রেস হলো উইন্ডোজের মতো অপারেটিং সিস্টেম। একবার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল দিয়ে দিলেই ওয়েবসাইট রেডী।
কম্পিউটারে অপারেটিং সিস্টেমের সামান্য কিছু এ্যাপ্লিকেশন দিয়ে কি খায়েশ মেটানো সম্ভব? অবশ্যই না! সেজন্য তো উপায় আছে। কম্পিউটারের জন্য তৈরী রয়েছে লাখ লাখ এ্যাপ্লিকেশন, যেগুলোর মাধ্যমে মনের মতো করে কম্পিউটারকে ব্যবহার করা যায়। ঠিক একইরকমভাবে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট যুক্ত করা মাত্র ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের সামান্যকিছু ডিফল্ট সিস্টেম যুক্ত হয়। সেগুলো পছন্দ না হলে কম্পিউটারের এ্যাপ্লিকেশনের মতো ইন্সটল করে নেয়া যায় প্রয়োজনীয় কাজের বিভিন্ন প্লাগইন। বিভিন্ন ডিজাইনের জন্য যোগ করা যায় পছন্দসই থিম।
বর্তমানে ওয়ার্ডপ্রেসের নিজস্ব স্টোরে রয়েছে ৫ হাজারের বেশি থিম ও ৫০ হাজারের বেশি প্লাগইন। এই সুবিধা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসেই পাওয়া যায়। প্লাগইন সুবিধাই ওয়ার্ডপ্রেসকে তুলে দিয়েছে অন্য যেকোনো প্লাটফর্ম হতে দূরতম উচ্চতায়।
WordPress দিয়ে কি কি ধরণের ওয়েবসাইট তৈরি করা সম্ভব? কিছু বছর আগে পর্যন্ত ওয়ার্ডপ্রেস ছিল শুধুমাত্র একটি ব্লগ তৈরির মাধ্যম। মানুষ ওয়ার্ডপ্রেস ব্যবহার করতো একমাত্র ব্লগ তৈরির জন্য। কিন্তু এখন, ওয়ার্ডপ্রেস নিজেকে সাঁজিয়েছে সম্পূর্ণ নতুন ও আকর্ষণীয় রূপে। যুক্ত করেছে প্লাগইন ও থিমের মতো অনন্য কিছু ফিচার এবং সেগুলোকে সমৃদ্ধ করে চলেছে নিয়মিতভাবে।
ওয়ার্ডপ্রেস বর্তমানে শুধু ব্লগই নয়, যেকোনো প্রকার ওয়েবসাইট তৈরির জন্য আদর্শ মাধ্যম। ওয়ার্ডপ্রেস দিয়ে এখন ব্লগ থেকে শুরু করে যেকোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট, পোর্টিফোলিও ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইটসহ প্রায় সব ধরণের ওয়েবসাইট তৈরি করে ফেলা সম্ভব।
আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে অল্প পরিশ্রম ও স্বল্প সময় ব্যয় করে তৈরি করে ফেলতে পারেন-
ব্লগ
পোর্টিফোলিও
প্রতিষ্ঠানকেন্দ্রিক ই-কমার্স
ভিডিও স্ট্রিমিং
ফোরাম
সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন স্টোর
মেম্বারশিপ সাইট,
ইত্যাদি।


























Open source software which you can use to easily create a beautiful website, blog, or app.

ফাইভার কি ?ফাইভার কি? Fiverr থেকে টাকা আয় করার উপায় !আজকে আমি আপনাদের সাথে বলবো ফাইভার কি? Fiverr থেকে টাকা আয় করার উপায়...
01/05/2022

ফাইভার কি ?
ফাইভার কি? Fiverr থেকে টাকা আয় করার উপায় !
আজকে আমি আপনাদের সাথে বলবো ফাইভার কি? Fiverr থেকে টাকা আয় করার উপায় সম্পর্কে। অনলাইন ইনকাম করার অনেক গুলো উপায় আছে। যার মধ্যে ফাইভার অন্যতম। এক কথায় বলতে গেলে অনলাইন ইনকাম করার জনপ্রিয় উপায় হলো ফাইভার। Fiverr হলো এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে আপনি নানা ধরনের কাজ করে টাকা আয় করতে পারবেন।
এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা ঘরে বসে fiverr থেকে প্রতিমাসে হাজার হাজার টাকা আয় করছে। এখন হয়তো আপনিও ভাবছেন ফাইভার থেকে আয় করার কথা। কিন্ত কিভাবে কি করতে হবে বুঝতে পারছেন না। চিন্তা করবেন না কারণ এই আর্টিকেলে Fiverr সম্পর্কে সকল তথ্য দিবে। তাহালে চলুন প্রথমে জেনে আসি fiverr marketplace কি (about of fiverr in bangla tutorial)
ফাইভার কি (What is fiverr in bangla) fiverr হলো এমন একটি অনলাইন মার্কেটপ্লেস যেখান থেকে বিভিন্ন রকমের freelance service প্রদান করা হয়। আবার ফাইভারকে একটি ওয়েবসাইট ও বলা যায়। যেখান থেকে ফ্রিল্যান্সাররা তাদের বিভিন্ন ধরনের কাজ বা ক্লায়েন্ট খুঁজতে পারে। তাছাড়া একজন কাস্টমার বিভিন্ন রকমের কাজ করানোর জন্য fiverr platform ব্যবহার করতে পারে। এক কথায় এখানে বিভিন্ন ধরনের কাজ (service) কেনা বেচা করা হয়।
বর্তমানে চাকরির থেকে ফ্রিল্যান্সিং এর চাহিদা বেশি কেন? এ ধরণের online marketplace গুলোতে Graphic design & art, web design, logo design, business, programming & development, writing, video editing ইত্যাদি কাজ ক্রয় বিক্রয় করা হয়। তাহালে বুঝতে পারছেন Fiverr কি? এবং fiverr marketplace কি?
এছাড়া fiverr marketplace এর মতো আরো অনেক অনলাইন মার্কেটপ্লেস রয়েছে। আর সব গুলো মার্কেটপ্লেসে একই করম কাজ করে, যেমন :
Fiverr.com
Freelancer.com
upwork.com
guru.com
এছাড়া আরো অনেক মার্কেটপ্লেস রয়েছে। যেখানে Fiverr এর নিয়মে কাজ করা হয়ে থাকে।
Fiverr এ কি কি কাজ পাওয়া যায়?
fiverr এ কি কি কাজ পাওয়া যায় এই প্রশ্নের উত্তর দেওয়া অনেক কঠিন। কারণ এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে কাজ করানোর জন্য। আবার হাজার হাজার ফ্রিল্যান্সার আসে কাজ করেদেওয়ার জন্য। তবে, এখানে বেশি সংখ্যক যে কাজ গুলো পাওয়া যায় সেগুলো নিচে উল্লেখ্য করছি।
লোগো ডিজাইন এর কাজ ওয়েব ডিজাইন এর কাজ আর্টিকেল লেখার কাজ ভিডিও এডিটিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ এসইও এর কাজ এন্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট এর কাজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপটিমাইজেশন কাজ গ্রাফিক্স ডিজাইন এর কাজ ওয়েবসাইট তৈরি করার কাজ এছাড়া আরো নানা ধরনের কাজ আপনার ঘরে বসে এই মার্কেটপ্লেসে পেয়ে যাবেন। তাহালে জানতে পারলেন ফাইভারে কি কি কাজ পাওয়া যায়। এই সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে Fiverr website এ যান


























One marketplace, millions of professional services. Browse. Buy. Done.

01/05/2022

ইউটিউব ভিডিও মার্কেটিং কি?
ভিডিও মার্কেটিং কি? এবং কিভাবে ভিডিও মার্কেটিং শুরু করবেন?
কোন একটি প্রোডাক্ট সেল করা অথবা ইউটিউবের ভিডিওতে ভিউ বাড়ানো অথবা ওয়েব সাইটে ভিজিটর সব ক্ষেত্রে ভিডিও মার্কেটে অনেকটা জনপ্রিয় কারন এই ভিডিও মার্কেটিং এর মাধ্যমে আপনি সবকিছুই করতে পারবেন।
ভিডিও মার্কেটিং জনপ্রিয় হওয়ার কারণ হল । ভিডিওতে ডিজিটর খুব সহজভাবে প্রোডাক্ট এর সমস্ত কিছু জানতে পারে এতে ভিজিটরের পড়তে হয় না ভিজিটর 2 - 3 মিনিটের মধ্যেই একটি প্রোডাক্ট এর সমস্ত বিষয় জানতে পারে।
আপনি নিজেও ভিডিওর মাধ্যমে আপনার প্রোডাক্টের সমস্ত কিছু আপনার ভিজিটরের সামনে তুলে ধরতে পারবেন এবং প্রোডাক্ট এর ছবি প্রডাক্ট যে সমস্ত কিছু আপনি ভিডিও মাধ্যমে তুলে ধরতে পারবেন, তা লেখার মাধ্যমে তুলে ধরতে পারবেন না। তাই ভিডিও মার্কেটিং একটি প্রোডাক্ট সেল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই ভিডিওগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবলিশ করে দিতে পারছেন ইউটিউবে। আর ইউটিউবে প্রচুর পরিমানে ভিজিটর রয়েছে যারা প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য ইউটিউব এ প্রবেশ করে থাকে। এবং আপনি খুব অল্প সময় সেই ভিডিওটি ইউটিউব এর মাধ্যমে অনেক লোকের কাছে পৌঁছে দিতে পারবেন।
আপনি কোন একটি ভিডিও তৈরি করে অথবা কোন একটি প্রোডাক্ট এর রিভিউ দেখিয়ে আপনি সেই ভিডিওটি ইউটিউবে পাবলিশ করে দেওয়ার পরে ইউটিউব এর ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি সেই প্রোডাক্টের অথবা আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারেন। প্রচুর পরিমানে ভিজিটর আপনার ওয়েবসাইটে প্রকাশ করবে।
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট গুলোর মধ্যে বর্তমান সময় ইউটিউব রয়েছে এক নাম্বারে। এবং ভিডিও আপলোড করার মাধ্যমেই ইউটিউব থেকেও ইনকাম করা যায়। আপনি চাইলে ভিডিও মার্কেটিং করার পাশাপাশি আপনি ইউটিউব থেকে একটি ইনকাম করে নিতে পারবেন।
এই ভিডিও মার্কেটিং এর মাধ্যমে আপনার আর্নিং ও হয়ে যাবে এবং আপনার প্রোডাক্টের প্রচারণা হয়ে যাবে দুটি আপনি করতে পারবেন একসাথে। এবং দুটি জায়গা থেকে আপনি আর্নিং করতে পারবেন এই ভিডিও মার্কেটিং করে। তাই এটি অনেক জনপ্রিয় একটি কাজ।
ভিডিও মার্কেটিং করার জন্য আমাদেরকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে খুব সুন্দর ভাবে ভিডিও বানাতে হবে এবং ভিডিও কোয়ালিটি যেন ভালো হয় সাউন্ড কোয়ালিটি যেন ভালো হয় এবং আমরা কোন জিনিসটা মানুষ কে প্রকাশ করাতে চাচ্ছি সে জিনিসটা কে বেশি লক্ষ্য রেখে আমাদেরকে ভিডিও বানাতে হবে তাহলে আমরা ভিডিও মার্কেটিং এ খুব দ্রুত সফল হতে পারব।
আপনার ভিডিও মার্কেটিং এর জন্য ভিডিও ব্র্যান্ডিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ভিডিওটি যেন মানুষ দেখে আপনার ভিডিওটি মনে রাখতে পারে অথবা আপনার চ্যানেলের নাম টি যেন মনে রাখতে পারে সে জন্য আপনাকে অবশ্যই একটি ইউনিক নাম চয়েজ করতে হবে। ইউটিউব এর জন্য অথবা আপনার ওয়েবসাইটের জন্য যে কোন বিজনেসের জন্য একটি ইউনিক নাম চয়েস করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনি যদি ভিডিও মার্কেটিং করেন, কোন পণ্যের ভিডিও যদি মার্কেটিং করেন তাহলে আপনার ভিডিওটি অবশ্যই বড় করা যাবে না ছোট ধরনের একটি ভিডিও তৈরি করতে হবে। দুই থেকে পাঁচ মিনিটের ভিডিও তৈরি করলে ভাল হয় এই সময়ের মধ্যে যেন আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে খুব ভালোভাবে আপনার ভিজিটর কে বুঝাতে পারেন এই দিকে লক্ষ্য রেখে ভিডিও তৈরি করতে হবে। তাহলে আপনার ভিডিওটি পুরোপুরি মানুষ দেখবে অন্যথায় আপনি যদি অনেক বড় করে ফেলেন ভিডিও তাহলে হয়তো বা মানুষ টেনে টেনে ভিডিওটি দেখতে পারে সে ক্ষেত্রে আপনার মূল উদ্দেশ্য নষ্ট হয়ে যেতে পারে।
আপনি যখন আপনার পণ্যের ভিডিও মার্কেটিং করবেন তখন খেয়াল রাখবেন যেন পণ্যের মার্কেটিং করতে গিয়ে আপনি অন্য কথা না বলে ফেলেন যথাযথ চেষ্টা করবেন আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছে ঠিক সেই ক্যাটাগরি কিছু কথা বলে প্রোডাক্ট এর রিভিউ দিয়ে ভিডিওটি শেষ করে দেওয়ার। আপনি একই ভিডিওতে অনেকগুলো ক্যাটাগরি নিয়ে কোনো কথা বলবেন না সব সময় চেষ্টা করবেন একটি ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করার জন্য।
কিভাবে ভিডিও মার্কেটিং এ সফল হবেন।
ভিডিও মার্কেটিং এ সফল হতে হলে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণ ধৈর্য রাখতে হবে এবং আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে তাহলে আপনি ভিডিও মার্কেটিং এ সফল হতে পারবেন।
আপনি যদি কিছু দিন কাজ করে ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে আপনি সফল হতে পারবেন না আপনার সব ভিডিও যে ভাইরাল হবে তেমনটা না। আপনি অনেকগুলো ভিডিও আপলোড করলে সেখান থেকে যেকোন একটি ভিডিও ভাইরাল হতে পারে অথবা প্রতিদিনের ভিডিও ভাইরাল হতে পারে সেটা কোন ব্যাপার না আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে।
ভিডিও তৈরি করার সময় ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এ সমস্ত কিছু রেখে খেয়াল রাখতে হবে, তাহলে আপনার ভিডিও মানুষ দেখবে এবং আপনার ভিডিও মানুষ অন্যের সাথে শেয়ার করবে আর এভাবে আপনার বিজনেসটা গ্রও হতে থাকবে । তাই আপনাকে প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে এবং ধৈর্য নিয়ে কাজ করতে হবে তাহলে আপনি একদিন সফল হতে পারবেন।


























আলহামদুলিল্লাহ ফাইবারের বাহিরে আরো একটি অর্ডার পেলাম। প্রতি ঘন্টার জন্য ৩০$।                                            ...
01/05/2022

আলহামদুলিল্লাহ ফাইবারের বাহিরে আরো একটি অর্ডার পেলাম। প্রতি ঘন্টার জন্য ৩০$।


























Fiverr order fact
01/05/2022

Fiverr order fact

30/04/2022


























Address

Sadar
Munshiganj
1500

Telephone

+8801993998186

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancing It posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancing It:

Videos

Share


Other Social Media Agencies in Munshiganj

Show All

You may also like