22/04/2023
ঈদের সুন্নাত সমূহ
(১) অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া।
(২) মিসওয়াক করা ।
(৩) গোসল করা।
(৪) শরীয়ত সম্মত সাজ সজ্জা করা ।
(৫) সামর্থ অনুপাতে উত্তম পোষাক পরিধান করা ।
(৬) সুগন্ধি ব্যবহার করা ।
(৭) ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় জিনিস যেমন (খেজুর ইত্যাদি) খাওয়া ।
তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পরে নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম ।
(৮) সকাল সকাল ঈদগাহে যাওয়া।
(৯) ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে ছাদাকায়ে ফিতর আদায় করা।
(১০) ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা।
(১১) যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা।
(১২) পায় হেঁটে যাওয়া।
(১৩) ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকা-
الله اكبر الله اكبر لا إله إلا الله والله اكبر الله اكبروَلِلَّهِ الْحَمد
(বাংলা উচ্চারণ : আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।)
তবে ঈদুল আযহাতে যাওয়ার সময় পথে এ তাকবীর আওয়াজ করে পড়তে থাকবে।