Munshiganj Digital News

Munshiganj Digital News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Munshiganj Digital News, Media/News Company, 190/2, Khalist, Main Road, Munshiganj.

04/05/2024

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া কভার্ডভ্যানের ধাক্কায় প্রাইভেটকার দুমরে মুচড়ে ডোবায় নিমজ্জিত। বাবা ছেলেসহ একেই পরিবারে ৩ জন নিহত। এ সময় গুরুতর আহত হযেছে আরো ২ জন।

04/05/2024

মুন্সিগঞ্জের গজারিয়া সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩; আহত ২
===================================
রাসেল মাহমুদ:
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরো ২ জন। বেপরোয়া গতীতে চলা কাভার্ডভ্যানের থাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহতসহ এ হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে উপজেলার বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫০), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (৩০), তার মামী রাহেলা বেগম (৫০)। আহতরা হলেন, আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩৫) ও প্রাইভেট কার চালক ইব্রাহিম খলিল সুজন (৩২)।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, মরদেহগুলো বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটিকে শনাক্তেদের চেষ্টা চালছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। #

রাসেল মাহমুদ
মুন্সিগঞ্জ
০৪.০৫.২০২৪

মুন্সিগঞ্জের গজারিয়া সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩; আহত ২≠=================================[রাসেল মাহমুদ: ঢাকা-চট্রগ...
04/05/2024

মুন্সিগঞ্জের গজারিয়া সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩; আহত ২
≠=================================[

রাসেল মাহমুদ:
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরো ২ জন। বেপরোয়া গতীতে চলা কাভার্ডভ্যানের থাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহতসহ এ হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে উপজেলার বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫০), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (৩০), তার মামী রাহেলা বেগম (৫০)। আহতরা হলেন, আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩৫) ও প্রাইভেট কার চালক ইব্রাহিম খলিল সুজন (৩২)
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, মরদেহগুলো বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটিকে শনাক্তেদের চেষ্টা চালছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

04/05/2024
04/05/2024

মুন্সিগঞ্জের উত্তর কেওয়ার গ্রামে মাদ্রাসার শিশু শিক্ষার্থী আপন ভাই বোন মরিয়ম ও আলআমিন পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। চ্যানেল আইয়ে সংবাদ শিরোনামসহ নিউজটি প্রচারিত হচ্ছে।

মুন্সিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আপন ২ ভাই বোনের মৃত্যু। এ ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হচ্ছে !!!============================...
03/05/2024

মুন্সিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আপন ২ ভাই বোনের মৃত্যু। এ ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হচ্ছে !!!
=================================

রাসেল মাহমুদ:
মুন্সিগঞ্জ শহরের কাছে উত্তর কেওয়ার গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন ২ ভাই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। দিবাগত রাত সাড়ে ৭টার দিকের বাড়ির পাশ্ববর্তী পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।।শুক্রবার বিকালে শহরের পাশ্ববর্তী মহাকালি ইউনিয়নের উত্তর কেওয়ার গ্রামে মাদ্রাসা শিক্ষার্থী ৮ বছরের মরিয়ম ও তার ছোট ভাই ৬ বছর বয়সের আল আমীন একেই সঙ্গে নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ঘন্টাখানেক পরে পরিবারের নজরে আসে দু সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তাৎক্ষনিক বাড়িসহ গ্রামের আশপাশে খোজাখুজি করে কোথাও তাদের সন্ধান মিলাতে না পেরে হতাশ, দিশেহারা হয়ে পরেন সন্তান হারা বাবা- মা। এক পর্যায়ে রাত সাড়ে ৭টার দিকে বসত বাড়ির পাশ্ববর্তী পুকুরে দুই ভাই বোনের মৃতদেহ একই সঙ্গে ভেসে উঠার খবর ছড়িয়ে পরলে বসত ঘরের পাশের পুকুরের একই স্থানে দু শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেন পরিবার ও স্থানীয় লোকজন। মৃত শিশুদের বাবা নূরে আলম দিনমজুরের কাজ করেন।তিনি স্থানীয় মতি ঢালীর বাড়িতে ভাড়া বাসায় দু সন্তানকে নিয়ে বসবাস করে আশপাশে দিনমজুরের কাজ করেন। ছেলে মেযে দু সন্তানকেই মাদ্রাসায় শিশু শ্রেনীতে লেখাপড়া করাতেন। আদরের দুই সন্তানকে নিয়েই ছিল তাদের সংসার জীবন। আদরের সন্তানদের হারিয়ে শোকে কাতর,বাকরুদ্ধ বাবা মা মুহূর্তে মুহূর্তে মুর্ছা যাচ্ছেন। মর্মান্তিক এ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহাকালি ইউনিয়নের এ ওযার্ডের সাবেক মেম্বার এলাকার বাসিন্ধা আলমগীর মিজি বলেন, এ অঞ্চলে একই সঙ্গে অবুঝ ভাই বোনের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা এই প্রথম। এতে এখানকার মানুষ হতবাগ, শোকে কাতর।
স্বজন স্থানীয় লোকজনের ধারনাকৃত ভাস্য মতামতের অংশ হিসাবে তিনি আরো বলেন, অনেকের ধারনা মতে ঘটনা হয়তো এমন হতে পারে বোন মরিয়ম ও ছোট ভাই আল-আমীন খেলার ছলে পুকুর পারে চলে যায়। প্রথমে ছোট ভাই পানিতে গেলে দিগবিদিক কিছু বুঝে উঠার আগেই ভাইকে বাচাতে বড় বোনও পানিতে নামে এতে সাতার না জানা দুজনই মুহূর্তের মধ্যে পুকুরের পানিতে ডুবে যায়। এ বিষয়ে গ্রামের অনেকে বলছেন, অতিরিক্ত গরম ও শিশু হওযায় দুই আড়াই ঘন্টা মানে অল্প সময়ের মধ্যে খুব দ্রুতই মৃত দু শিশুর লাশ ভেসে উঠতে পারে বলে ধারনা করা যাচ্ছে। এ ব্যাপারে রাত ১১টায় মুন্সিগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম চ্যানেল আই'কে বলেন,শিশুদের মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে। তাদের মৃত্যু কারনের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা কি..? খেলার ছলে পানিতে ডুবে মৃত্যু নাকি এর পিছনে অন্য কোন রহস্য লুকিয়ে আছে তা নিখুঁত ভাবে পুলিশের বিভিন্ন সংস্থা থেকে দ্রুত তদন্ত চলছে। মৃত শিশুদের মরদেহ ময়নাতদন্ত হবে নাকি আইনি প্রক্রিয়ায় ভাই- বোনের মরদেহ ময়নাতদন্তবিহীন পরিবারের নিকট হস্তান্তর করা হবে সে বিষয়ে এখনো পর্যন্ত চুড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক তদন্ত শেষে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

৩ ঘন্টার মধ্যে কারাগার থেকে জামিনে মুক্তি মাহিয়া মাহি
18/03/2023

৩ ঘন্টার মধ্যে কারাগার থেকে জামিনে মুক্তি মাহিয়া মাহি

23/09/2022

রাত ৯ টার খবরে নিহত যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনের বাড়ি থেকে সরাসরি সংযুক্ত ছিলাম।

23/09/2022

সন্ধ্যা ৭ টার খবরে নিহত যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনের বাড়ি থেকে সরাসরি সংযুক্ত ছিলাম।

অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন===========================নবনিযুক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম(বার)পিপিএম।
22/09/2022

অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন
===========================
নবনিযুক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম(বার)পিপিএম।

21/07/2022

শিবলু ভাই অসাধারন গাইছেন। অভিনন্দন

14/07/2022

মহান সৃষ্টিকর্তা পূর্ণ'র বাবা মাকে পাহার সমান অসহনীয় এই শোক বহন করার শক্তি দাও!
==================================
মুন্সিগঞ্জে বুধবার দুপুরে ধলেশ্বরী নদীতে তিন বন্ধু গোসল করতে নেমে প্রবল স্রোতে ভেসে যায়। এ সময় লঞ্চ ঘাটের কাছে দুই বন্ধু তীরে উঠতে সক্ষম হলেও পূর্ণ একটি লঞ্চের ধাক্কায় ডুবে যায়। বৃহস্পতিবার শেষ বিকালে লঞ্চ ঘাটের কাছ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন নৌপুলিশ।

14/07/2022

মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের ভাসমান লাশ উদ্ধার।
========================
রিডার্স ভয়েসঃ
মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে নিখোজের দুদিন পর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এর দশম শ্রেণীর ছাত্র মু.অবয়ব আহমেদ পূর্ন"র ভাসমান মরদেহ উদ্ধার করেছে লৌ পুলশ। সন্ধ্যার আগ মুহুর্তে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের কাছে মাঝ নদীতে লাশটি উদ্ধার করা হয়। বুধবার বেলা ১২ টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের কাছে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে সহপাঠী ৩ বন্ধু। এসময় দু'বন্ধু তীরে উঠতে পারলেও একটি যাত্রী বোঝাই লঞ্চের ধাক্কায় পূর্ণ ডুবে যায়। গতকাল থেকে খোজাখুজি পরও সে নিখোঁজ ছিল। আজকে পূর্ণ"র ভাসমান লাশ উদ্ধার করা হয়। তাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়ার অভিযোগে ইমাম হাসান নামের একটি লঞ্চ এলাকাবাসী আটক করে নৌপুলিশের জিম্মায় দেয়া হয়েছে। নিহত পূর্ণর বাবা অপূর্ব সূচনা একজন দক্ষ সংস্কৃতি সংগঠক ও ব্যবসায়ী মা নাহিদা সুলতানা শহরের ইদ্রাকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তাদের ঘরে একমাত্র সন্তান ছিল নিহত পূর্ণ। এছাড়াও সে সাবেক প্রসিডেন্ট ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এর নাতি ছেলে ও প্রয়াত অভিনেতা টেলিসামাদ এর ভাতিজা ছেলে। তার মৃত্যুতে মুন্সিগঞ্জে শহরে শোকের ছায়া নেমে এসেছে।

রাসেল মাহমুদ, মুন্সিগঞ্জ
১৪.০৭.২২

13/07/2022

গভীর রাতের পদ্মা সেতু

স্তব্ধ মুন্সিগঞ্জ শহর !!!আল্লাহ সহায় হোস।অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠি'র সাবেক সভাপতি নাট্য সহযোদ্ধা অপুর্ব সুচনা...
13/07/2022

স্তব্ধ মুন্সিগঞ্জ শহর !!!
আল্লাহ সহায় হোস।
অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠি'র সাবেক সভাপতি নাট্য সহযোদ্ধা অপুর্ব সুচনা'র এবং ইদ্রাকপুর ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব নাহিদা সুলতানা"র একমাত্র সন্তান ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এর দশম শ্রেণীর ছাত্র মু.অবয়ব আহমেদ পূর্ন (১৬) মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের কাছে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে অনাকাঙ্ক্ষিত এক দূর্ঘটনায় নিখোঁজ রয়েছে । দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত ফায়ার সার্ভিস ডুবুরী দল ও কোষ্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে পূর্ণ'র কোন সন্ধান সনাক্ত করতে পারেনি। মহান সৃষ্টিকর্তা এ পরিবারের সবাইকে ধর্য্য ধরার শক্তি দিন। সকলের দোয়া কাম্য ।

02/07/2022

সুস্থ গরু চেনার উপায়...

19/06/2022

শিমুলিয়া - মাঝিরকান্দি নৌপথে দু'টি ফেরী সংঘর্ষে পিকাপ চালক নিহত। আহত- ১০

19/06/2022

কয়েকদিন আগে পদ্মা সেতু নিয়ে প্রচারিত আমার একটি রিপোর্ট

03/06/2022

মুন্সিগঞ্জ সদর থানায় নবাগত ওসি তারিকুজ্জামান এর মানুষের সেবায় তার প্রতিজ্ঞা।

28/04/2022

মুন্সিগঞ্জে তরমুজের হাট

22/04/2022

গুরুত্বপূর্ণ সংবাদ

22/04/2022

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের বর্ধিত বহুতল ভবন নিয়ে আমার একটি প্রতিবেদন।

21/04/2022

চ্যানেল আই পরিচালক বার্তা প্রধান গণমাধ্যম ব্যক্তি সাইখ সিরাজ স্যারের মসজিদ পর্বে মুন্সিগঞ্জ সাতঘড়িয়া কবরস্থান মসজিদ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। পবিত্র অসাধারন মসজিদের প্রবেদন তৈরীর সময স্যারের সঙ্গে ছিলাম।

অসাধারণ নির্মাণ শৈলী বেষ্টিত এই মসজিদ গোটা মুন্সিগঞ্জ জেলার মুসলিম সম্প্রদায়ের জন্য এক অনন্য ধর্মীয় প্রতিষ্ঠান। জানা গেল, এই এলাকার সাজ্জাদুর রহমান শিপন মৃধা নামের একজন ব্যবসায়ি মসজিদ নির্মাণ করেন।
১৯৩০ সাল থেকেই এখানে মসজিদ ছিল। সেই পুরোনো স্থানেই নির্মাণ ঐশ্বর্য্যে পূণঃনির্মাণ করা হয় নতুন এই মসজিদ। মূল কক্ষে একসঙ্গে ২ হাজার ৫শ মানুষ নামাজ আদায় করতে পারেন। ৩’শ নারীর নামাজ আদায়ের জন্যও রয়েছে পৃথক ব্যবস্থা। মসজিদের প্রধান ফটকের বাইরে আরও ২ হাজার ৫শ মানুষ নামাজ আদায় করতে পারেন।

16/04/2022

মুন্সিগঞ্জের আজকের ইফতার বাজার সরাসরি সংযুক্ত ছিলাম চ্যানেল আই'তে, 16.04.22

11/04/2022

মুন্সিগঞ্জে চরাঞ্চলে সহিংসতা

11/04/2022

হৃদয় মন্ডলের জামিন শুনানি

11/04/2022

হৃদয় মন্ডলের জামিন মঞ্জুর ব্রিফিং

11/04/2022

হৃদয় মন্ডলের জামিন মঞ্জুর

11/04/2022

হৃদয় মন্ডলের জামিন

Address

190/2, Khalist, Main Road
Munshiganj
1500

Telephone

+8801716919753

Website

Alerts

Be the first to know and let us send you an email when Munshiganj Digital News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munshiganj Digital News:

Videos

Share