31/03/2023
পাকিস্তানের এক ভদ্রলোক ছোটখাটো একটা চাকরি করতেন। তার বউ-সন্তান আর মা'কে নিয়ে সংসার চালাতে ব্যাপক হিমশিম খাচ্ছিলেন। এদিকে মা প্রায়ই অসুস্থ থাকতেন; ওষুধ খরচ লাগত বেশ৷ তাই বউয়ের কথায় বৃদ্ধাশ্রমে রেখে আসবেন বলে ভাবছিলেন। একদিন তিনি বাজার করতে গেলেন। বাজারে ফল কিনতে গিয়ে দোকানে ঠাঙ্গানো একটা ছোট বোর্ডের দিকে নজর গেল। সেখানে লেখা ছিল, " আসসালামু আলাইকুম! আমার মা অনেক অসুস্থ। আমি ছাড়া আমার মায়ের কেউ নেই৷ তাই তাকে সার্বক্ষণিক দেখাশুনার জন্য বাসায় থাকতে হয়। আপনার যতটুকু ফল প্রয়োজন ততটুকু নিয়ে নিন, ফলের সামনে রাখা দাম অনুযায়ী টাকা রেখে দিন। যদি আপনি অভাবগ্রস্থ হোন তাহলে টাকা না দিয়ে ফল নিয়ে যান। শুধু আমার মায়ের জন্য দুয়া করলে হবে। ধন্যবাদ!"
কথাটা পড়ে লোকটি ঠিক তেমনটাই করলেন। নির্দিষ্ট পরিমাণ ফল নিয়ে ড্রয়ারে টাকা রেখে দিলেন। কিন্তু এমন মা পাগল সন্তানকে এক নজর দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। তখন বিকেল বেলা ছিল, সন্ধ্যার দিকে লোকটি দোকানে এল। দোকানদারের সামনে গিয়ে জনৈক লোকটি বললেন, দোকানদার ছাড়া দোকান কীভাবে সম্ভব? এই অবিশ্বাসের যুগে আপনার ব্যবসা কীভাবে ঠিকে আছে?
তখন দোকানদার বললেন,
"আমার মা খুব অসুস্থ আছেন। আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। আমি অবিবাহিত। আমার মা, ইদানিং আমি ছাড়া খুব ভীত হয়ে পড়েন। উনি বললেন আমাকে সারাক্ষণ উনার পাশে থাকতে। এদিকে, আমার ব্যবসা কীভাবে চলবে? সে চিন্তায় চিন্তিত হলে, মা বললেন, তোমার ব্যবসার জন্য আমি আল্লাহর কাছে দুয়া করব। তারপর থেকে আমি সকাল বেলা দোকান খুলে যাই, সন্ধ্যায় দোকান বন্ধ করি। আমার ব্যবসা আগের চেয়েও ভালো হতে লাগল। আরও আমার মায়ের জন্য কত লোক কত কিছু যে রেখে যায় বলার বাইরে। ওইতো সেদিন এক লোক, আমার মা অসুস্থ শুনে উনার জন্য কিছু জিনিস রেখে যান, এক হাজী মায়ের জন্য জায়নামাজ রাখেন আরো অনেক মানুষ বাড়তি টাকাও রেখে দেন। আমি বুঝলাম, মায়ের দুয়া যে কত মূল্যবান। "
জনৈক লোকটি কথাটি শুনে অঝোরে কাঁদতে লাগলেন। তারপর, নিজের ভুল বুঝতে পেরে মায়ের সেবাযত্ন করা শুরু করে দিলেন।
মোরাল অব স্টোরি: জীবনে যতই আপনার খারাপ সময় আসুক না কেন মা'কে ভুলবেন না। মায়ের সেবাযত্ন করুন, দেখবেন সব বিপদ এবং সব সমস্যা কেটে যাবে। চাকরি নেই মায়ের দুয়া নিন, ব্যবসা মন্দা মায়ের দুয়া নিন, সাংসারিক অশান্তি মায়ের দুয়া নিন, অসুস্থ, মায়ের দুয়া নিন। এ দুনিয়ায় মায়ের দুয়ার বিকল্প নেই। যদি নিজের মা না থাকে, তাহলে অন্য মুরুব্বি দুস্থ বা আত্মীয়কে মা ভেবে মায়ের মতো সেবাযত্ন করুন, দেখবেন উনার দুয়াও কবুল হবে, ইনশাল্লাহ।
(Collected)