উন্মেষ সাহিত্য সাময়িকী

উন্মেষ সাহিত্য সাময়িকী সুস্থ সাহিত্য বিকশিত করার লক্ষ্যে
(3)

শুভ জন্মদিন বাংলাদেশ। ত্রিশ লক্ষ শহীদের রক্তে কেনা লাল সবুজের আজ জন্মদিন। ১৯৭১ সালের আজকের এই দিনে বাংলাদেশের মানচিত্র প...
16/12/2022

শুভ জন্মদিন বাংলাদেশ। ত্রিশ লক্ষ শহীদের রক্তে কেনা লাল সবুজের আজ জন্মদিন। ১৯৭১ সালের আজকের এই দিনে বাংলাদেশের মানচিত্র পেয়েছিল একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালিরা রক্ষা করেছিল একটুকরো মাতৃভূমিকে। একটি মাকে।

আজ মহান বিজয় দিবসে, স্বাধীনতার একান্ন বছরে পা রেখে বলতে চাই, পাকিস্তানি হানাদার বাহিনী যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল আমাদের উপর তার তীব্র নিন্দা জানাই। এবং অচিরেই তারা তাদের ভুলের জন্য একটি লাল সবুজের কাছে, একটি সোনার বাংলার কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করি। মহাম মুক্তিযুদ্ধে নৃশংসভাবে যাদেরকে হত্যা করা হয়েছিল, যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল এই সোনার বাংলার রাজপথ, আজ আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল শহীদের প্রতি। তাদের আত্মার শান্তি কামনা করছি।

শুভ কামনা বাংলাদেশ
দীর্ঘজীবী হও।

সাকি সোহাগ
নির্বাহী সম্পাদক
উন্মেষ সাহিত্য সাময়িকী।

10/10/2022

আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা মহোদয়ের দেওয়া একটি শুভেচ্ছা বার্তা।

আমাদের শ্রদ্ধেয় সম্পাদক এর দেওয়া একটি শুভেচ্ছা বার্তা।
10/10/2022

আমাদের শ্রদ্ধেয় সম্পাদক এর দেওয়া একটি শুভেচ্ছা বার্তা।

10/10/2022

আমাদের নির্বাহী সম্পাদক জনাব সাকি সোহাগ এর দেওয়া একটি শুভেচ্ছা বার্তা।

যারা বুদ্ধিমানতারা জানে-সুখের চেয়ে স্বস্তি ভালসুবিধার চেয়ে আনন্দ ভালসত্যের চেয়ে শান্তি ভাল।তারা এও জানে-ভাবের চেয়ে স্বভা...
09/10/2022

যারা বুদ্ধিমান
তারা জানে-
সুখের চেয়ে স্বস্তি ভাল
সুবিধার চেয়ে আনন্দ ভাল
সত্যের চেয়ে শান্তি ভাল।
তারা এও জানে-
ভাবের চেয়ে স্বভাব ভাল
রুপের চেয়ে স্বরুপ ভাল।
(inspired by fokir lalon sai)

যারা আরও বুদ্ধিমান
তারা জানে-
কোনকিছুই আসলে তেমন কোন কিছু নয়
মৃত্যু ছাড়া বাদবাকি সব ধানাই পানাই।

-আজাদুর রহমান

শৈশবের সবচেয়ে বড় শত্রু কে? হোঁচট খেতে পারেন আমার কথা শুনে? শৈশবের বড় শত্রু হলেন শিক্ষক। পড়ার ভয়, মারের ভয় সাথে স্কুলে যা...
05/10/2022

শৈশবের সবচেয়ে বড় শত্রু কে? হোঁচট খেতে পারেন আমার কথা শুনে? শৈশবের বড় শত্রু হলেন শিক্ষক। পড়ার ভয়, মারের ভয় সাথে স্কুলে যাওয়ার ভয়। শিশু হিসেবে এর চেয়ে বেশি বিবেচনাবোধ দেখানো সম্ভব ছিলোনা। যেখানে স্কুল ছিল আতঙ্ক, শেখানে শিক্ষক ভালো লাগার সুযোগ কোথায়!
কিন্ডারগার্টেন আর প্রাইমারির গন্ডিটা পেরিয়েছে এরকম ভয়ে ভয়েই।

শৈশবের সবচেয়ে বড় শত্রু কে? হোঁচট খেতে পারেন আমার কথা শুনে? শৈশবের বড় শত্রু হলেন শিক্ষক। পড়ার ভয়, মারের ভয় সাথে স্কুল...

‘কেন যেন আমার নিজের প্রচন্ড বেদনাও নিজের মধ্যে কোনে আলোড়ন সৃষ্টি করতে পারে না, যেমন অতলাদ সমুদ্রের গভীর বেদনা, নিজেকে নি...
08/09/2022

‘কেন যেন আমার নিজের প্রচন্ড বেদনাও নিজের মধ্যে কোনে আলোড়ন সৃষ্টি করতে পারে না, যেমন অতলাদ সমুদ্রের গভীর বেদনা, নিজেকে নিচ থেকে ঠেলে উপরে ঢেউ তুলতে পারে না’।

খোঁজা সাধারণত প্রাচীনকালের সেই সব চাকর বা দাসদের বলা হতো যাদের পুরুষত্ব নষ্ট করে দেয়া হত। আর এর ফলে অন্দরমহলের নারীদের পুরুষ চাকর দ্বারা সেবা দেয়া যেমন সম্ভব হতো। তেমনি অন্দরের নারীদের পরপুরুষের কুদৃষ্টি কিংবা পরপুরুষের সাথে প্রেম-ভালোবাসার সু্যোগ দেয়া থেকে বিরত রাখা যেত।

ফারজানা রফিক ফারিয়া ‘কেন যেন আমার নিজের প্রচন্ড বেদনাও নিজের মধ্যে কোনে আলোড়ন সৃষ্টি করতে পারে না, যেমন অতলাদ সমু....

17/08/2022

প্রতিটি শিল্পের আলাদা বৈচিত্র্য থাকে। প্রতিটি শিল্পসত্তা ভিন্ন-ভিন্ন আঙ্গিকে নিজেকে উপস্থাপন করেন। কবিতাকে যখ....

২০২২ সালের ১৯শে জুন। বাইশ বছর পর এক বর্ষণমুখর সন্ধ্যায়, আয়োজন হল তার সঙ্গে আমার দেখা হবার। ১৮ জুন রাতে আমি এবং কবি নির...
21/06/2022

২০২২ সালের ১৯শে জুন। বাইশ বছর পর এক বর্ষণমুখর সন্ধ্যায়, আয়োজন হল তার সঙ্গে আমার দেখা হবার। ১৮ জুন রাতে আমি এবং কবি নির্মলেন্দু গুণ দুজন মিলে এ কথা ঠিক করলাম। কবির রচনাবলীর একাদশ খন্ড যা তিনি ৮৩জন গুণীজনকে উৎসর্গ করেছেন তারমধ্যে ক্ষুদ্র একজন আমি। ঠিক হলো আমি তার বুড়িগঙ্গায় যাব রাত সাড়ে সাতটায় এবং সেখান তার হাত থেকে বইটি আমি সংগ্রহ করবো। কিন্তু সারারাতই মনে হল যাবো কি? না যাবোনা? সকালবেলা উঠে অফিসে গেলাম। সেখানে আমি অমনোযোগী। ওই এক প্রশ্ন! যাবো, না যাবো না।

২০০০ সাল। আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং - এ পড়ি। সেই সময়গুলোতে ‌ আ....

উন্মেষ সাহিত্য সাময়িকী’র পক্ষ থেকে কবি নির্মলেন্দু গুন এর জন্মদিনে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। কবির দীর্ঘায়ু ও ...
21/06/2022

উন্মেষ সাহিত্য সাময়িকী’র পক্ষ থেকে কবি নির্মলেন্দু গুন এর জন্মদিনে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। কবির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

আজ নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরীর জন্মদিন। তবে তিনি নির্মলেন্দু গুন নামে ব্যাপক পরিচিত।তবে আমি কবিকে প্রেমার্দ...

12/06/2022

উন্মেষ সাহিত্য সাময়িকীর সম্পাদক, লেখক, সাংবাদিক সাজেদুর আবেদীন শান্ত'র মায়ের আজ অপারেশন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী সকলের কাছে দোয়া চেয়েছেন।

সাইফ বরকতুল্লাহ কথাসাহিত্যিক, সাংবাদিক। জন্ম ৩১ অক্টোবর ১৯৮৩ সালে, বাংলাদেশের জামালপুরে। তিনি একযুগেরও বেশি সময় ধরে সাংব...
11/03/2022

সাইফ বরকতুল্লাহ কথাসাহিত্যিক, সাংবাদিক। জন্ম ৩১ অক্টোবর ১৯৮৩ সালে, বাংলাদেশের জামালপুরে। তিনি একযুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। কাজ করেছেন বিভিন্ন গণমাধ্যমে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। যুক্ত ছিলেন আবৃত্তির সঙ্গেও। নিয়মিত লিখছেন বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায়। বার্তাকক্ষ সম্পাদক হিসেবে কাজ করেছেন কয়েকটি বেসরকারি টেলিভিশনে। বর্তমানে রাইজিংবিডিতে সহকারী বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

প্রকাশিত গল্পগ্রন্থ- ‘উপদ্রুত ঘাসের ভেতর’, ‘তেত্রিশ নম্বর জীবন’, ‘তিন নম্বর লোকাল’। অন্যান্য প্রকাশিত গ্রন্থ- ‘সম্ভাবনার বাংলাদেশ’ (গবেষণা), ‘ব্লগ কী লিখবেন কেন লিখবেন কীভাবে লিখবেন’ (গণমাধ্যম), ‘পারুল’ (শিশু-কিশোর), ‘জ্যোৎস্না রাতের গল্প’ (কবিতা)। প্রকাশিতব্য গ্রন্থ- ‘ভিন্ন ভাষার সাহিত্য পাঠ’ (বিশ্বসাহিত্য), ‘ঘাসফডিং জীবন’ (গদ্য), ‘বইমেলা অন্যচোখে’ (সাক্ষাৎকার-প্রবন্ধ)।

বইমেলা ও লেখালেখি নিয়ে সাইফ বরকতুল্লাহ কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-

সাইফ বরকতুল্লাহ কথাসাহিত্যিক, সাংবাদিক। জন্ম ৩১ অক্টোবর ১৯৮৩ সালে, বাংলাদেশের জামালপুরে। তিনি একযুগেরও বেশি সম.....

চাণক্য বাড়ৈ একজন কবি ও কথাসাহিত্যিক। তিনি ১৯৮২ সালের ১২ মার্চ বাগেরহাট জেলার চিতলমারী থানার রায়গ্রামে জন্মগ্রহণ করেন। তা...
07/03/2022

চাণক্য বাড়ৈ একজন কবি ও কথাসাহিত্যিক। তিনি ১৯৮২ সালের ১২ মার্চ বাগেরহাট জেলার চিতলমারী থানার রায়গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম উপন্যাস ‘কাচের মেয়ে’ প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলা-২০১৯-এ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাপচিত্র বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকতার পর বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন।

তার প্রকাশিত বইসমূহ: পাপ ও পুনর্জন্ম, চাঁদের মাটির টেরাকোটা, সুন্দরবন সিরিজ, কাচের মেয়ে, ভাষাচিত্র, জলমানুষ, ভাষাচিত্র ও এলিয়েন। তিনি তার লেখা কাব্যগ্রন্থ 'সুন্দরবন সিরিজ'র জন্য আইএফআইসি নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার অর্জন করেছেন।

বইমেলা ও লেখালেখি নিয়ে চাণক্য বাড়ৈ কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-

চাণক্য বাড়ৈ একজন কবি ও কথাসাহিত্যিক। তিনি ১৯৮২ সালের ১২ মার্চ বাগেরহাট জেলার চিতলমারী থানার রায়গ্রামে জন্মগ্রহ.....

আহমেদ শিমু একজন কথাসাহিত্যিক। তার প্রথম বই প্রকাশ হয় ২০১৯ এর বইমেলায়। তার প্রকাশিত বইয়ের সংখ্যা মোট পাঁচটি। চারটি উপন্...
06/03/2022

আহমেদ শিমু একজন কথাসাহিত্যিক। তার প্রথম বই প্রকাশ হয় ২০১৯ এর বইমেলায়। তার প্রকাশিত বইয়ের সংখ্যা মোট পাঁচটি। চারটি উপন্যাস ও একটি কাব্যগ্রন্থ। আহমেদ শিমু মানব সম্পদ ব্যবস্থাপনা ও উদ্যোক্তা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। লেখালেখি তার ভালোলাগার জায়গা। তিনি আমৃত্যু পাঠকদের জন্য লিখে যেতে চান। খুব অল্প সময়ের মধ্যেই তিনি থ্রিলার লেখক হিসেবে পাঠকমহলে জায়গা করে নিয়েছেন তার লেখনীর মাধ্যমে।

বইমেলা ও লেখালেখি নিয়ে আহমেদ শিমু কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-

আহমেদ শিমু একজন কথাসাহিত্যিক। তার প্রথম বই প্রকাশ হয় ২০১৯ এর বইমেলায়। তার প্রকাশিত বইয়ের সংখ্যা মোট পাঁচটি। চা...

রণজিৎ সরকার কথাসাহিত্যিক ও সাংবাদিক। তিনি শৈশব থেকেই জাতীয় দৈনিক পত্রিকায় লিখে চলছে। ২০১২ সালে তার প্রথম বই প্রকাশ হলেও ...
04/03/2022

রণজিৎ সরকার কথাসাহিত্যিক ও সাংবাদিক। তিনি শৈশব থেকেই জাতীয় দৈনিক পত্রিকায় লিখে চলছে। ২০১২ সালে তার প্রথম বই প্রকাশ হলেও এবার এসে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৫৫টিতে দাঁড়িয়েছে। তিনি কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার অর্জন করেছেন। লেখালেখির নেশা থেকেই পেশা হিসাবে নিয়েছেন সাংবাদিকতা। রণজিৎ সরকার একটি জাতীয় দৈনিকে সম্পাদকীয় বিভাগে কর্মরত আছেন।

বইমেলা ও লেখালেখি নিয়ে রণজিৎ সরকার কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-

রণজিৎ সরকার কথাসাহিত্যিক ও সাংবাদিক। তিনি শৈশব থেকেই জাতীয় দৈনিক পত্রিকায় লিখে চলছে। ২০১২ সালে তার প্রথম বই প্রক...

জয়শ্রী দাস কথাসাহিত্যিক ও গবেষক। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত গল্প ও কলাম লিখছেন। শৈশব থেকেই জয়শ্রী দাস মেধার পরিচয় ...
03/03/2022

জয়শ্রী দাস কথাসাহিত্যিক ও গবেষক। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত গল্প ও কলাম লিখছেন। শৈশব থেকেই জয়শ্রী দাস মেধার পরিচয় দিয়ে আসছেন। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও একেএম কলেজ পটুয়াখালী থেকে এইচএসসি পাস করেন। তারপর উচ্চশিক্ষার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্স-মাস্টার্স পাস করেন। সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ের ওপর এমফিল ডিগ্রি অর্জন করেন। জয়শ্রী দাস পেশাগত জীবনে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) উপপরিচালক হিসেবে কর্মরত আছেন।

বইমেলা ও লেখালেখি নিয়ে জয়শ্রী দাস কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-

জয়শ্রী দাস কথাসাহিত্যিক ও গবেষক। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত গল্প ও কলাম লিখছেন। শৈশব থেকেই জয়শ্রী দাস মেধা...

নীলা আলম নীল একজন পাঠক, লিখতে ভালোবেসে লেখক হওয়ার দুঃসাহস দেখিয়েছেন। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ...
28/02/2022

নীলা আলম নীল একজন পাঠক, লিখতে ভালোবেসে লেখক হওয়ার দুঃসাহস দেখিয়েছেন। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ 'পদ্মরথী'। আদতে পেশায় তিনি একজন শিক্ষানবীশ আইনজীবী। পেশার সাথে সাথে নিজের মস্তিষ্কের তাড়নাকে শব্দে রূপান্তর করতে চেষ্টা করেছেন এবং সেই তাড়না থেকেই বই করা।

বইমেলা ও লেখালেখি নিয়ে নীলা আলম নীল কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-

নীলা আলম নীল একজন পাঠক, লিখতে ভালোবেসে লেখক হওয়ার দুঃসাহস দেখিয়েছেন। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম কাব...

স্বকৃত নোমান বাংলা ভাষার তরুণ কথাশিল্পী। জ্ঞানার্জন ও লেখালেখিকে জীবনের প্রধান কাজ বলে মনে করেন। প্রকাশিত উপন্যাস : রাজন...
27/02/2022

স্বকৃত নোমান বাংলা ভাষার তরুণ কথাশিল্পী। জ্ঞানার্জন ও লেখালেখিকে জীবনের প্রধান কাজ বলে মনে করেন। প্রকাশিত উপন্যাস : রাজনটী, বেগানা, হীরকডানা, কালকেউটের সুখ, শেষ জাহাজের আদমেরা, মায়ামুকুট। গল্পগ্রন্থ : নিশিরঙ্গিনী, বালিহাঁসের ডাক, ইবিকাসের বংশধর, বানিয়াশাত্মার মেয়ে। এ ছাড়া রয়েছে বিভিন্ন বিষয়ে আরও ৩৫টির বেশি বই। এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল হুমায়ূন আহমেদ তরম্নণ সাহিত্যিক পুরস্কার, এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারসহ ভূষিত হয়েছেন নানা সম্মাননায়। বর্তমানে তিনি বাংলা একাডেমিতে কর্মরত।

বইমেলা ও লেখালেখি নিয়ে স্বকৃত নোমান কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-

স্বকৃত নোমান বাংলা ভাষার তরুণ কথাশিল্পী। জ্ঞানার্জন ও লেখালেখিকে জীবনের প্রধান কাজ বলে মনে করেন। প্রকাশিত উপন্.....

লুৎফর হাসান একজন লেখক, সঙ্গীত শিল্পী, গীতিকার, ও সুরকার। সোমেশ্বর অলির লেখা 'ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো' শিরোনামের একটি গ...
26/02/2022

লুৎফর হাসান একজন লেখক, সঙ্গীত শিল্পী, গীতিকার, ও সুরকার। সোমেশ্বর অলির লেখা 'ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো' শিরোনামের একটি গান গেয়ে জনপ্রিয়তা পান লুৎফর হাসান। গানটি গাওয়ার পাশাপাশি সুরারোপও করেন তিনি। ২০০৮ সালে প্রকাশিত হয় লুৎফর হাসান রচিত প্রথম গ্রন্থ। গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, এসব মিলিয়ে এ পর্যন্ত লুৎফর হাসানের প্রকাশিত বইয়ের সংখ্যা মোট ৩৪টি। তার পাঠকপ্রিয় বইগুলোর মধ্যে অন্যতম হলো 'ফেকুয়া', 'হেলেঞ্চাবতী', 'আগুন ভরা কলস', 'ঝিনাই পাখি', 'লাল কাতানের দুঃখ', 'মানিব্যাগ', 'বগি নম্বর জ', 'যে বছর তুমি আমি চাঁদে গিয়েছিলাম'।

বইমেলা ও লেখালেখি নিয়ে লুৎফর হাসান কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-

লুৎফর হাসান একজন লেখক, সঙ্গীত শিল্পী, গীতিকার, ও সুরকার। সোমেশ্বর অলির লেখা 'ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো' শিরোনামের এ....

সালাহ উদ্দিন মাহমুদ পেশায় সাংবাদিক। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নাটক লিখছেন নিয়মিত। এ পর্যন্ত তার নয়টি বই প্রকাশ হয়েছ...
23/02/2022

সালাহ উদ্দিন মাহমুদ পেশায় সাংবাদিক। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নাটক লিখছেন নিয়মিত। এ পর্যন্ত তার নয়টি বই প্রকাশ হয়েছে। এক ডজনেরও বেশি পুরস্কার সম্মাননা পেয়েছেন।

বইমেলা ও লেখালেখি নিয়ে কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-

সালাহ উদ্দিন মাহমুদ পেশায় সাংবাদিক। গল্প , কবিতা , উপন্যাস , প্রবন্ধ , নাটক লিখছেন নিয়মিত। এ পর্যন্ত তার নয়টি বই প্র.....

প্রিন্স আশরাফের লেখার মুন্সিয়ানা অনেক পাঠকের কাছে বেশ আদৃত। যদিও তিনি বেশ নিভৃতচারী এবং প্রচারবিমুখ লেখক। তবুও বই মেলায় ...
04/02/2022

প্রিন্স আশরাফের লেখার মুন্সিয়ানা অনেক পাঠকের কাছে বেশ আদৃত। যদিও তিনি বেশ নিভৃতচারী এবং প্রচারবিমুখ লেখক। তবুও বই মেলায় তার লেখা বইয়ের জন্য পাঠকের ভিড় প্রমাণ করে তিনি এরই মধ্যে বেশ নন্দিত লেখক হয়ে উঠেছেন।

লেখক প্রিন্স আশরাফের জন্ম ৪ ফেব্রুয়ারি, বড়দল, সাতক্ষীরায়। বাবা ডা. সফেদ আলী সানা। মা সাহারা খাতুন। পেশায় চিকিৎসক হয়েও লেখালেখিতে অধিক মনোযোগী তিনি।

রহস্য, থ্রিলার, হরর, অতিপ্রাকৃত, সায়েন্স ফিকশনের পাশাপাশি মূলধারার গল্প উপন্যাসেও তার দক্ষতা সমানভাবে চোখে পড়ে। শিশু সাহিত্যেও তার পদচারণা লক্ষণীয়। রহস্যপত্রিকা ছাড়াও প্রথম আলো, কালের কণ্ঠসহ দেশের সবগুলো শীর্ষস্থানীয় পত্রপত্রিকাতে নিয়মিত লিখছেন। লেখালেখির পাশাপাশি আলো ও ছায়া নামে সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন। দৈনিক যায়যায়দিনের সিনিয়র সাব-এডিটরের দায়িত্বে আছেন। রোদ্দুর শিশু কিশোর ম্যাগাজিন সম্পাদনা করছেন। বৈশাখী টিভি চ্যানেলে নাট্যকার প্রতিযোগিতায় পুরষ্কার জিতেছেন। অনুবাদ সাহিত্যেও তার স্বচ্ছন্দ পদচারণা।

ধুয়াশা গন্তব্যে, রূ, মৃত্যুছায়া, চক্র, মূর্তিরহস্য, ছিন্নমস্তা, পিশাচসাধক, যুযুধা, দানব, নিশাচর, হিম, দস্যিপনা, অপচ্ছায়া, রক্তচক্র, একাত্তরের রঙিন ঘুড়ি, সুন্দরবনে শিহরণ, মগজ ধোলাই, অপরাধ যাপন, আগুনের ফুল, আপনালয়, মাটি, রাজশহরের পরী, তামাম শুদ তার উল্লেখযোগ্য গ্রন্থ।

প্রিন্স আশরাফের লেখার মুন্সিয়ানা অনেক পাঠকের কাছে বেশ আদৃত। যদিও তিনি বেশ নিভৃতচারী এবং প্রচারবিমুখ লেখক। তবুও ....

বঙ্গ রাখাল, তিনি একাধারে কবি প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ গবেষক। যার কবিতায় পাওয়া যায় মা মাটির সোদা ঘ্রাণ। তিনি সব সময়ই বর্ণ...
20/01/2022

বঙ্গ রাখাল, তিনি একাধারে কবি প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ গবেষক। যার কবিতায় পাওয়া যায় মা মাটির সোদা ঘ্রাণ। তিনি সব সময়ই বর্ণনাত্মক কবিতায় নিজের জারিত কথামালায় যেন পাঠককে বলতে থাকেন। কবি বিচ্ছুরিত জীবনকে দেখতে চান নানা আঙ্গিকে নানা মাত্রায়। তিনি কাজ করেছেন লালন, পাগলা কানাই, পাঞ্জু শাহ, শ্রীকান্ত ক্ষ্যাপা, দারোগ আলী বয়াতিসহ অজস্র লোক কবিকে নিয়ে। এই কবি ও গবেষকের সাথে কথা হয় উন্মেষ সাহিত্য সাময়িকীর সাথে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত

বঙ্গ রাখাল, তিনি একাধারে কবি প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ গবেষক। যার কবিতায় পাওয়া যায় মা মাটির সোদা ঘ্রাণ। তিনি সব সম....

যে মানুষটাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতো অমিতা। বুকের বাঁ পাঁজরে যার অস্তিত্ব অনুভব করতো সর্বদা। যাকে ঘিরে সুন্দর একটি জ...
13/01/2022

যে মানুষটাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতো অমিতা। বুকের বাঁ পাঁজরে যার অস্তিত্ব অনুভব করতো সর্বদা। যাকে ঘিরে সুন্দর একটি জীবনের ইতি টানতে চেয়েছিল এই ভালোবাসা পিপাসু মেয়েটা। তার প্রতি ক্ষণিকের জন্য হৃদয়ের মণিকোঠায় ঘৃণার এক পাহাড় বুক চাড়া দিয়ে উঠতে থাকলো। রাত যত গভীর হতে লাগলো, ঘৃণাগুলো ততই গাঢ় হতে লাগলো।

'মিত্রতা' আমাদের নির্বাহী সম্পাদক সাকি সোহাগের নতুন গল্পের বই। বইটা আগামী বইমেলা- ২০২২ এ প্রকাশ পেতে যাচ্ছে।

বইটির প্রি-অর্ডার চলছে ফ্রি ডেলিভারি অফারে। এই অফার থাকবে আরও ৩ দিন।

(সকল প্রি-অর্ডারকারীদেরকে বই পাঠানো হবে খুব সম্ভবত এই মাসের ২৩ তারিখ থেকে।)

বইটি সংগ্রহে রাখতে আপনার কুরিয়ার ঠিকানা দিন লেখকের ইনবক্সে😍

কবিতা কি অমানুষ - প্রেমিকার মত প্রতারক! প্রলোভে হারায় প্রাণ, সেকি হন্তারক ?বিশ্বাস বিবেকের শ্রেষ্ঠ চালক !
04/12/2021

কবিতা কি অমানুষ - প্রেমিকার মত প্রতারক!
প্রলোভে হারায় প্রাণ, সেকি হন্তারক ?
বিশ্বাস বিবেকের শ্রেষ্ঠ চালক !

অ মেরুদন্ডহীন, আমিও কি হব একদিন ! প্রতিদিন এক কাপ চা । আত্তায়ী অভিমানে নিহতের শোকসভা! আ কবিতা কি অমানুষ - প্রেমিকার ম....

কবি ও লালন গবেষক ডঃ আজাদুর রহমানের জন্মদিনে উন্মেষ সাহিত্য সাময়িকী'র পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।জন্মদিন...
04/12/2021

কবি ও লালন গবেষক ডঃ আজাদুর রহমানের জন্মদিনে উন্মেষ সাহিত্য সাময়িকী'র পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

জন্মদিনে উন্মেষ সাহিত্য সাময়িকীতে পড়ুন আজাদুর রহমানের এক গুচ্ছ কবিতা

সুন্দরেরা একদা সুন্দরেরা ছিল চিম্বুকে, গলিতে চাঁদের গাড়ি, পাহাড়ের খাঁজে মজা ভাতের ঘ্রাণ, তেতুল-টক হাঁড়িয়ার তেলে হ....

সবশেষে লেখকের সঙ্গে সুর মিলিয়ে আমিও বলব, এই বই পাঠের মধ্যদিয়ে আবার জেগে উঠুক ঢাকার গণপাঠাগার। পড়াশোনার চর্চা ফিরে আসুক স...
26/11/2021

সবশেষে লেখকের সঙ্গে সুর মিলিয়ে আমিও বলব, এই বই পাঠের মধ্যদিয়ে আবার জেগে উঠুক ঢাকার গণপাঠাগার। পড়াশোনার চর্চা ফিরে আসুক সবার মাঝে। ব্যস্ততম ঢাকা হোক লেখাপড়ার নগরী। হয়ে উঠুক আমাদের জ্ঞানচর্চার রাজধানী। জ্ঞানের রাজধানী।

ছোটবেলা থেকেই আমরা পাঠাগার বা গ্রন্থাগারের সঙ্গে কম - বেশি পরিচিত । এই গ্রন্থাগার বা প্রকৃত অর্থে ‘ পাঠাগার ’ হলো .....

প্রায় পঁচিশ বছর পর কবিতা আবৃত্তি করলেন দুর্জয় সাহিত্য গোষ্ঠী'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক  ও সোনাতলা বালিকা উচ্চ বিদ্য...
25/11/2021

প্রায় পঁচিশ বছর পর কবিতা আবৃত্তি করলেন দুর্জয় সাহিত্য গোষ্ঠী'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সোনাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল

কবিতা: নির্ঝরের স্বপ্নভঙ্গ
কবি: রবীন্দ্রনাথ ঠাকুর
আবৃত্তিকার: তাহেরুল ইসলাম উজ্জ্বল
প্রকাশনায়: উন্মেষ সাহিত্য সাময়িকী

Website: weeklyunmesh.com
Gmail: [email protected]

প্রায় পঁচিশ বছর পর কবিতা আবৃত্তি করলেন দুর্জয় সাহিত্য গোষ্ঠী'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সোনাতলা বালিকা উচ্চ ...

আমরা বাঙালীরা জাতি হিসেবেই সেই আদিকাল হতে অন্যায়ের প্রতিবাদী জাতি। সমাজ বা রাষ্ট্রে যেকোন অন্যায়  হলেই তার বিরুদ্ধে আমরা...
25/11/2021

আমরা বাঙালীরা জাতি হিসেবেই সেই আদিকাল হতে অন্যায়ের প্রতিবাদী জাতি। সমাজ বা রাষ্ট্রে যেকোন অন্যায় হলেই তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমে পরি যা জাতি হিসেবে অত্যান্ত গৌরব ও আনন্দের বলে ধরে নেওয়া যায়।

আমাদের ইতিহাসের পাতা খুললেই দেখা যায় বাঙালী জাতি প্রতিটি প্রতিবাদ-আন্দোলনে নিজেদের প্রাণটি দিয়ে দিতেও পিছ পা হয়নি। বিশ্বের মধ্যে আমরা এমন এক জাতি যে জাতি নিজেদের মাতৃভাষার জন্য রাজপথে জীবন বিলিয়ে দিয়েছে, নিজেদের স্বাধীনতার জন্য ৩০ লক্ষের অধিক মানুষ নিজের প্রাণটি পর্যন্ত উৎসর্গ করেছেন যার বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি, বিশ্বে মাথা উঁচু করে নিজেদের মেলে ধরেছি।

আমরা বাঙালীরা জাতি হিসেবেই সেই আদিকাল হতে অন্যায়ের প্রতিবাদী জাতি। সমাজ বা রাষ্ট্রে যেকোন অন্যায় হলেই তার বিরুদ....

কবি শব্দনীলের জন্মদিনে উন্মেষ সাহিত্য সাময়িকী পরিবারের শুভেচ্ছা।শব্দনীল। আগাগোড়া এক নির্মোহ মানসে মোড়ানো। চেতনায় বপন করে...
19/11/2021

কবি শব্দনীলের জন্মদিনে উন্মেষ সাহিত্য সাময়িকী পরিবারের শুভেচ্ছা।

শব্দনীল। আগাগোড়া এক নির্মোহ মানসে মোড়ানো। চেতনায় বপন করে চলেন ধ্রুপদী শিল্পের ক্ষুধা। নদীজল, নিভৃত সন্ন্যাস, নির্জলা নীলাচল তাকে পরিতোষিক দেয় যাপিত জীবনের জন্য। এতেই সমৃদ্ধ হয়ে একান্তে অনুভূত প্রগাঢ় প্রেম ছুয়ে যায় তার কবিতা; ফুলে ফেপে সমৃদ্ধ হয়ে একান্তে অনুভূত সাহিত্যের চরাচর। অত্যান্ত জনপ্রিয় অনলাইন পোর্টাল দৈনিক অধিকারের সাহিত্য সম্পাদকের গুরু দায়িত্বে আছেন তিনি।

সাম্প্রতিক সময়ে শব্দনীলের সাহিত্য ও নানা দিক নিয়ে মুখোমুখি হয়েছিলেন উন্মেষ সাহিত্য সাময়িকী ।

শব্দনীল। আগাগোড়া এক নির্মোহ মানসে মোড়ানো। চেতনায় বপন করে চলেন ধ্রুপদী শিল্পের ক্ষুধা। নদীজল, নিভৃত সন্ন্যাস, নির...

কবিতা: স্মৃতিচারণ কবি: জামিল উদ্দিনআবৃত্তিকার: ডিকে রুবেল বড়ুয়াপ্রকাশনায়: উন্মেষ সাহিত্য সাময়িকীWebsite: weeklyunmes...
19/11/2021

কবিতা: স্মৃতিচারণ
কবি: জামিল উদ্দিন
আবৃত্তিকার: ডিকে রুবেল বড়ুয়া
প্রকাশনায়: উন্মেষ সাহিত্য সাময়িকী

Website: weeklyunmesh.com
Gmail: [email protected]

কবিতা: স্মৃতিচারণ কবি: জামিল উদ্দিনআবৃত্তিকার: ডিকে রুবেল বড়ুয়াপ্রকাশনায়: উন্মেষ সাহিত্য সাময়িকীWebsite: weeklyunmesh.comGmail: unmeshma...

ফেসবুক, অনলাইন পোর্টাল বা সেগুলোর বাহিরেও যারা লেখালেখি করে তারা মূলত লেখক। সেটা হতে পারে গান-গল্প, কবিতা-প্রবন্ধ, ছড়া-ন...
16/11/2021

ফেসবুক, অনলাইন পোর্টাল বা সেগুলোর বাহিরেও যারা লেখালেখি করে তারা মূলত লেখক। সেটা হতে পারে গান-গল্প, কবিতা-প্রবন্ধ, ছড়া-নিবন্ধ, ফিচার-কলাম, প্রত্রিকার প্রতিবেদনসহ নানান কৌতুক ইত্যাদি। আমি মূলত বলতে চাচ্ছি, যে লেখে সে লেখক। যে কবিতা লেখে সেও লেখক, যে গল্প লেখে সেও লেখক। এই যে লেখালেখি তারা করছে; এই লেখালেখি থেকেই কেউ কবি হবে, কেউবা গল্পকার, কেউ হবে ছড়াকার ইত্যাদি। এখানে মূল বিষয় হচ্ছে, কবিতা লিখলেই সে কবি না বা গল্প লিখলেই তাকে গল্পকার বলা যাবে না। এদের সবার নাম হচ্ছে, লেখক। সুতরাং লেখক একটি কমন নাম। আর গল্পকার, কবি, ছড়াকার এগুলো হচ্ছে লেখকের অর্জিত নাম। লেখককে এই নামগুলো নিজের লেখার মাধ্যমে অর্জন করে নিতে হয়। অর্জন করে নিতে হয় নিজের লেখার নিজস্ব প্লট, ধরণ, চিন্তাচেতনার মাধ্যমে। অর্জন করে নিতে হয় নিজের সাহিত্যকর্মের মাধ্যমে। কবি, হতে হয়। গল্পকার, হতে হয়। উপন্যাসিক, হতে হয়। কবিতা গল্প লিখলেই কবি গল্পকার হওয়া যায় না। দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা করে একসময় লেখকরা সাহিত্যিক হয়। কবিতা গল্প লিখতে লিখতেই একটা সময় লেখকরা প্রতিষ্ঠিত কবি গল্পকার হয়ে উঠে। আজ সেরকম একজন প্রতিষ্ঠিত কথাশিল্পে সাফল্য অর্জনকারী বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক আবু ইসহাকের গল্প নিয়ে কথা বলা যেতে পারে।

ফেসবুক, অনলাইন পোর্টাল বা সেগুলোর বাহিরেও যারা লেখালেখি করে তারা মূলত লেখক। সেটা হতে পারে গান-গল্প, কবিতা-প্রবন্ধ,...

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে উন্মেষ সাহিত্য সাময়িকী পরিবার গভীর শোকাহত।হাসান আজিজুল হক ভারতের পশ্চিম...
15/11/2021

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে উন্মেষ সাহিত্য সাময়িকী পরিবার গভীর শোকাহত।

হাসান আজিজুল হক ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০০৪ সাল পর্যন্ত তিনি সেখানে অধ্যাপনা করেন।

১৯৬০ এর দশকে তিনি কথাসাহিত্যিক হিসেবে সুনাম অর্জন করেন তার মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য। জীবনসংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প-উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ।

১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ও ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

সার্বজৈবনিক সাহিত্যচর্চার স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালে তাকে একটি বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে 'সাহিত্যরত্ন' উপাধি দেওয়া হয়।

'আত্মত্যাগের মহিমায় পরিশুদ্ধ হওয়ার উৎসবে অর্জিত হোক কাংখিত নিরাপত্তা'। সবাইকে ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক
20/07/2021

'আত্মত্যাগের মহিমায় পরিশুদ্ধ হওয়ার উৎসবে অর্জিত হোক কাংখিত নিরাপত্তা'।

সবাইকে ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক

06/06/2021

বাঙালি বার্তা ডেস্কঃ সোনাতলা রেলস্টেশনের যাত্রীদের অবসর সময় কাটানোর উদেশ্যে সোনাতলার ব্যাতিক্রমী সাম

উন্মেষ সাহিত্য সাময়িকী'র উদ্যোগ সোনাতলা রেলওয়ে স্টেশনে 'যোগাযোগ' নামে একটি উন্মুক্ত পাঠাগার স্থাপন করা হয়। যার শুভ উদ্ভো...
27/03/2021

উন্মেষ সাহিত্য সাময়িকী'র উদ্যোগ সোনাতলা রেলওয়ে স্টেশনে 'যোগাযোগ' নামে একটি উন্মুক্ত পাঠাগার স্থাপন করা হয়। যার শুভ উদ্ভোদন করেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার জনাব সাদিয়া আফরিন। এসময়ে অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন শরীয়তপুরের উপজেলা নির্বাহী অফিসার জনাব মনদীপ ঘরাই।

উন্মুক্ত পাঠাগারটির বাস্তবায়নে ছিলো: আলোর প্রদীপ

উন্মেষ সাহিত্য সাময়িকী'র উদ্যোগে বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশনে একটি উন্মুক্ত পাঠাগার হতে যাচ্ছে।যা আগামী ২০ মার্চ ২০২১ শ...
18/03/2021

উন্মেষ সাহিত্য সাময়িকী'র উদ্যোগে বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশনে একটি উন্মুক্ত পাঠাগার হতে যাচ্ছে।

যা আগামী ২০ মার্চ ২০২১ শনিবার, বিকাল ৪.০০ টায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে উদ্বোধন করা হবে। আপনারা সবাই আমন্ত্রিত।

যোগাযোগ
একটি উন্মুক্ত পাঠাগার
উদ্যোগে: উন্মেষ সাহিত্য সাময়িকী
বাস্তবায়নে: আলোর প্রদীপ

উন্মেষ সাহিত্য সাময়িকী'র সম্পাদক সাজেদুর আবেদীন শান্ত'র কবিতার বই অর্ডার করুন: https://rokomari.com/book/211146
15/03/2021

উন্মেষ সাহিত্য সাময়িকী'র সম্পাদক সাজেদুর আবেদীন শান্ত'র কবিতার বই অর্ডার করুন: https://rokomari.com/book/211146

কিংবদন্তী কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের জন্মদিনে উন্মেষ সাহিত্য সাময়িকীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
10/03/2021

কিংবদন্তী কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের জন্মদিনে উন্মেষ সাহিত্য সাময়িকীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলা সাহিত্যের বিপুল জনপ্রিয় লেখক সমরেশ মজুমদার। গত অর্ধ শতাব্দী ধরে অবিরাম লিখে চলেছে তার কলম। আজও এ লেখকের নত.....

বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের হাতে উন্মেষ সাহিত্য সাময়িকী'র বিজয় সংখ্যা তুলে দেন সম্পাদক সাজেদুর আবেদীন শান্ত
11/02/2021

বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের হাতে উন্মেষ সাহিত্য সাময়িকী'র বিজয় সংখ্যা তুলে দেন সম্পাদক সাজেদুর আবেদীন শান্ত

বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত কথাসাহিত্যিক ইসাহাক খানের হাতে উন্মেষ সাহিত্য সাময়িকীর বিজয় সংখ্যা তুলে দেন উন্মেষ সাহিত্য স...
08/02/2021

বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত কথাসাহিত্যিক ইসাহাক খানের হাতে উন্মেষ সাহিত্য সাময়িকীর বিজয় সংখ্যা তুলে দেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সম্পাদক সাজেদুর আবেদীন শান্ত

উল্লেখ্য: ইসহাক খান সত্তর দশকের স্বনামধন্য কথাসাহিত্যিক, গল্পকার ও নাট্যকার। পাঁচ দশকের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। গল্পগ্রন্থ, উপন্যাস ও শিশুতোষ গ্রন্থসহ মোট ত্রিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। টিভি নাট্যকার হিসেবেও বিশেষভাবে পরিচিত ইসহাক খান। বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি বেসরকারি বিভিন্ন চ্যানেলে প্রায় শতাধিক নাটক প্রচারিত হয়েছে। ইসহাক খান একজন বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরের অধীনে ময়মনসিংহ, কামালপুর, হাতিবান্ধা ও সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় সম্মুখ ও গেরিলা যুদ্ধ অংশ নেন তিনি। ১৯৮২ সালে তথ্য মন্ত্রণালয় আয়োজিত গল্প প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গল্পকার হিসেবে পুরস্কৃত হন ইসহাক খান। এছাড়া সাহিত্যে অবদানের জন্য ‘ডাকসু’ সাহিত্য পুরস্কার, সোনার বাংলা সাহিত্য পরিষদ সম্মাননা, শুভজন লেখক সম্মাননা ও আমরা ক’জনা সাহিত্য পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। বর্তমানে তিনি মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের উপদেষ্টা এবং বাংলাদেশ রাইটার্স ক্লাবের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেছেন।

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when উন্মেষ সাহিত্য সাময়িকী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উন্মেষ সাহিত্য সাময়িকী:

Videos

Share

Category



You may also like