16/12/2022
শুভ জন্মদিন বাংলাদেশ। ত্রিশ লক্ষ শহীদের রক্তে কেনা লাল সবুজের আজ জন্মদিন। ১৯৭১ সালের আজকের এই দিনে বাংলাদেশের মানচিত্র পেয়েছিল একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালিরা রক্ষা করেছিল একটুকরো মাতৃভূমিকে। একটি মাকে।
আজ মহান বিজয় দিবসে, স্বাধীনতার একান্ন বছরে পা রেখে বলতে চাই, পাকিস্তানি হানাদার বাহিনী যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল আমাদের উপর তার তীব্র নিন্দা জানাই। এবং অচিরেই তারা তাদের ভুলের জন্য একটি লাল সবুজের কাছে, একটি সোনার বাংলার কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করি। মহাম মুক্তিযুদ্ধে নৃশংসভাবে যাদেরকে হত্যা করা হয়েছিল, যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল এই সোনার বাংলার রাজপথ, আজ আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল শহীদের প্রতি। তাদের আত্মার শান্তি কামনা করছি।
শুভ কামনা বাংলাদেশ
দীর্ঘজীবী হও।
সাকি সোহাগ
নির্বাহী সম্পাদক
উন্মেষ সাহিত্য সাময়িকী।