Nahar-নাহার

Nahar-নাহার i am a very simple mother

চরিত্রহীন মানুষগুলো কখনোই পরের প্রজন্মের জন্য ভাল কিছু রেখে যেতে পারেনা। তার রেখে যাওয়া বংশধর দের কাছে গল্পের হিরো হতে প...
13/05/2024

চরিত্রহীন মানুষগুলো কখনোই পরের প্রজন্মের জন্য ভাল কিছু রেখে যেতে পারেনা।
তার রেখে যাওয়া বংশধর দের কাছে গল্পের হিরো হতে পারে না ভিলেন ছাড়া।
তাদের কাছে বর্তমানের সুখটাই আসল আর সেই সুখপেতে তারা পশু পর্যন্ত হয়ে যায়!
পরিনাম ঘরছাড়া পরিবার ছাড়া, এরা কখনোই সুখের এলবামে যায়গা পায়না আর পাইলেও তাকে দেখে দেখে চোখ ভিজিয়ে ফেলার মানুষ থাকেনা বরং না দেখেও অভিশাপ আর অভিযোগ এর বুলিতে থেকে যায় চিরকাল।

" বিয়ের পরে যদি কোন মেয়ে সুন্দর থেকে আরও সুন্দর হয় তার পিছনের কৃতিত্ব সম্পূর্ণ হাসবেন্ড এর...❤️ কারণ তার স্বামী তার এতোট...
30/04/2024

" বিয়ের পরে যদি কোন মেয়ে সুন্দর থেকে আরও সুন্দর হয় তার পিছনের কৃতিত্ব সম্পূর্ণ হাসবেন্ড এর...❤️

কারণ তার স্বামী তার এতোটাই খেয়াল রেখেছে যার কারণে তার পরিবর্তন টা সুন্দর ভাবে হয়েছে...

এর জন্য ই প্রতিটা মেয়ের জীবনে যত্নশীল আর দায়িত্বশীল স্বামী খুবই প্রয়োজন মানসিক শান্তি থাকলে নিজেকে পরিপাটি রাখা এবং নিজের যত্ন নেওয়া সবই ভালোলাগে...❤️🥀🙂

মেয়েরা মানসিক শান্তিটা পায় তার স্বামীর কাছেই...❤️🥀
একজন আদর্শ স্বামী হওয়া খুবই প্রয়োজন...🥰

বয়স হয়ে যাবে,চেহারাও কুঁচকে যাবে, কিন্তু মানসিক শান্তিটা থাকবে...যার জন্য শেষ বয়সেও একটি মেয়ে নিজেকে পরিপাটি রাখতে পারে সে হলো স্বামী...❤️

মেয়েটির মন ভালো রাখার দায়িত্ব নেওয়া উচিত.ভালো মেয়েরা টাকা পয়সার পাগল না.. তারা একটু কেয়ার আর ভালোবাসা পেলেই সন্তুষ্ট.❤️🥰
©

একটা রিলেশান ততক্ষন সুন্দর যতক্ষন দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনের সাথে কথা বলতে অস্থির হয়ে থাকে,দুজন দুজনকে সময় দেবার ...
17/04/2024

একটা রিলেশান ততক্ষন সুন্দর যতক্ষন দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনের সাথে কথা বলতে অস্থির হয়ে থাকে,দুজন দুজনকে সময় দেবার জন্য সময় খুঁজে বের করে, দুজন দুজনকে সম্মান ও শ্রদ্ধাভক্তি করে, কেউ কারো নিকট কিছু গোপন করে না, মিথ্যা বলে না, ভালোবাসা নিজেদের উজার করে দেয়। নিজেদের সব রকম সুখ দুঃখগুলো অকপটে শেয়ার করে,সম্পর্কটির যত্ন দুজনই করে,যখন একজনের দুঃখ্যে অন্যজন ব্যতিত হোন,নিজের মধ্যেও কষ্টটুকু অনুভব করেন, প্রতিটা সম্পর্ক ঠিক তখনই সুন্দর।
সম্পর্ক খারাপ হতে থাকে কখন জানেন?
যখন একজন ভালোবাসে হার্ট এন্ড সোল, অন্যজন পিঁছু টান, একজন আরেকজনের কথা যখন না শোনে, মান্য না করে, পছন্দ অপছন্দ গুলোকে প্রাধান্য দেয়া না হয়, কথা গোপন করা হয়, মি'থ্যার আ'শ্রয় নেয়া হয়, সম্পর্কে তৃতীয় কাউকে প্রশ্রয় দেয় হয়। সম্পর্কগুলো তখনই ধীরে ধীরে ফ্যাকাশে হতে শুরু করে।
প্রিয়জনের ফেইজবুকে নামের পাশে সবুজ বাতি জ্বলে থাকার পরেও যখন অপর প্রান্ত থেকে রেসপন্স আসে না,তখন সম্পর্কগুলোতে মরিচা ধরে, ভুল বুঝাবুঝির জন্ম হয়,ঝগড়া বিবাদ ফেসাদ বাঁধে,দিন দিন সেটা বাড়তে থাকে!!
এরূপ ঘটনার ফলে দুজন মানুষই কষ্ট পায়:- একজন কষ্ট পায় রেসপন্স না পেয়ে, অন্যজন কষ্ট পায় প্রতিনিয়ত তাকে ভুল বুঝে ঝগড়া করে বলে!!
জীবন এক রহস্যময় কঠিন যন্ত্রনার মায়াজাল!
এখানে কষ্ট তোমাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে,সুখ আসবে অল্প অল্প করে!! যে সুখটুকুর সাথে কষ্টটুকু মেনে নিতে পারবে সেই সুখি...
কিছু কষ্ট আছে মেনে নেয়া সহজ নয় কঠিন কাজ!!
যেমন প্রিয়জনের ভাগ অন্যকাউকে দেয়া..
কাউকে মন থেকে ভালোবাসলে তার ভাগ অন্যজনকে দেয়ার চেয়ে বরং মৃত্যুকে হাসি মুখে মেনে নেয়া সহজ..
প্রিয়জন সম্পদ কোন সম্পত্তি নয় যে তার ভাগ অন্যকাউকে দেয়া যাবে!!
প্রতিটা মানুষের সম্পর্ক হোক সুখময় শান্তিময়,প্রিয়জনের কথার মাঝেই রয়েছে অপার শান্তি অনাবিল আনন্দ।
কারো প্রিয়জন কখনো হারিয়ে না যাক, পৃথিবীর বুকে ভালোবাসার দায়ে দুঃখের সাগরে ফেলে!!

"সংগৃহীত"

31/03/2024

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ ، تُحِبُّ الْعَفْوَ ، فَاعْفُ عَنِّا

আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন, তুহিব্বুল আফওয়া, ফা'য়ফু আন্না।

"হে আল্লাহ আপনি ক্ষমা কারি, ক্ষমা করা পছন্দ করেন, অতঃএব আমাদের ক্ষমা করে দিন"।

আমীন

Everyone

দু'‌মি‌নি‌টের এক‌টি ‌শিক্ষনীয়  গল্প🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️এক শিকারি ছোট্ট একটি পাখি ধরল। পাখিটি খুব বুদ...
30/03/2024

দু'‌মি‌নি‌টের এক‌টি ‌শিক্ষনীয় গল্প
🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️

এক শিকারি ছোট্ট একটি পাখি ধরল। পাখিটি খুব বুদ্ধিমান ছিলো। পাখিটি শিকারির খুব প্রশংসা করতে লাগলো যে, তুমি অনেক বড় শিকারি! জীবনে অনেক বাঘ মেরেছো, অনেক ভাল্লুক মেরেছো, এই সেই। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন ১০০ গ্রামও না, আমাকে খেয়ে তুমি কী মজা পাবে ? আমাকে খেলে তো তোমার পেটেও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারাজীবন কাজে লাগবে।

এমনভাবে সে কথাবার্তা বলছিলো যে শিকারির মন নরম হয়ে গেল। কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে। আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশংসা করা। সে ভেবে দেখলো, ঠিকই তো। এত ছোট পাখি খেয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে শুনি, পাখিটা কী বলতে চায়। হয়তো এতে আমার লাভ বেশি হবে। শিকারি রাজি হওয়ায় পাখিটি বললো,

আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের ওপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে, তৃতীয় বাক্যটি বলবো গাছের মগডালে বসে।

শিকারি বললো, ঠিক আছে। পাখি ১ম বাক্য বললো -
কখনো অলীক কল্পনা করো না, যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করো না’।

শিকারি বললো, খুব ঠিক কথা। সত্যিই তাই। কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই।

পাখি বললো, এবার আমাকে গাছের ডালে যেতে দাও। আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারি ছেড়ে দিলো। গাছের ডালে উঠে পাখি ২য় বাক্য বললো-

যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না।’

শিকারি বললো, এটাও ঠিক। যা আর আমার নেই, তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখি এবার মগডালে উঠলো। শিকারি বললো, এবার তৃতীয় উপদেশটি বল।

পাখি বললো, তৃতীয়টি বলার আগে দেখে নিই, আগের দুটি উপদেশে থেকে তুমি কিছু শিখেছ কিনা।

পাখিটি বললো-
আমার পেটে আছে ২০০ গ্রাম ওজনের একটি মুক্তো। শুনে শিকারি খুব আফসোস করতে লাগল। হায় হায়! এ আমি কী করলাম। ধনী হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম! বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় ওপরের দিকে লাফাতে লাগলো। কিন্তু পাখি তো তখন মগডালে।

সে হাসলো। বললো, দেখ, আমি আগেই বলেছিলাম, অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজনই ১০০ গ্রাম। আমার ভেতরে ২০০ গ্রামের মুক্তো থাকবে কীভাবে? বলেছিলাম, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। কিন্তু তুমি তা-ই করছো। তোমাকে আর কোনো উপদেশ দেয়া অর্থহীন। কারণ উপদেশ কান দিয়ে শুনেছো। কিন্তু তা থেকে কিছুই শেখনি।

(সংগৃহীত)

এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে বৃদ্ধ একাই ছিলো।হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের ঐ বগিতে উঠেই চিৎকার করে গান গাচ্ছিলো।...
29/03/2024

এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে
বৃদ্ধ একাই ছিলো।
হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের
ঐ বগিতে উঠেই চিৎকার করে গান গাচ্ছিলো।
ছুরি দিয়ে আম কেটে কেটে খাচ্ছিলো ।
হঠাৎ একটি যুবক বলে উঠলোঃ
"চল আমরা ট্রেনের চেইনটা টেনে ট্রেনটাকে
থামিয়ে দেই।"

➡️ ২য় যুবকঃ "না দোস্ত, লেখা আছে পাঁচ
শত টাকা জরিমানা অনাথায় ছয় মাস জেল।"
➡️ ১ম যুবকঃ "আমরা একশো টাকা করে
চাঁদা তুলি। বারোশো টাকা হবে বাকী
সাত শো টাকা দিয়ে লাঞ্চ করবো।
( চলো আমরা মজা করি বলেই বারোশো টাকা
তুলে ১ম যুবকের পকেটে রাখলো )
➡️ ৩য় যুবকঃ "দোস্ত, আমরা চেইন টেনে
ঐ বুইড়াটাকে দেখিয়ে দিলে পাঁচ শো
টাকাও বাঁচলো আবার মজা করাও হলো। আমরা ১২
জনে সাক্ষী দিলে টিটি মেনে যাবে।"
বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোড় করে
বললোঃ "বাবা, তোমরা আমার ছেলের
বয়সী। কেনো আমাকে বিপদের মধ্যে
ফেলবে?"

যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে
চেইনটা টান দিতেই। টিটি চলে এসে
জিজ্ঞাসা করলোঃ "কে চেইন টেনেছে?"
যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বললোঃ
"ঐ চাচা মিয়া টেনেছে।"
টিটি বৃদ্ধকে বললোঃ "অকারনে চেইন
টানলে পাঁচ শত টাকা জরিমানা অথবা
ছয় মাস জেল।"যুবকগুলো চিৎকার
করে বললোঃ "স্যার, বুইড়া অকারনেই
টেনেছে। হো হো হো হো হা হা করে যুবকগুলো হাসতে লাগলো ........."

বৃদ্ধ একটু দাঁড়িয়ে বললোঃ
"টিটি সাহেব আমি বিপদে পড়েই চেইন
টেনেছি।"
টিটি বললোঃ "কি বিপদ?"
বৃদ্ধ বললোঃ "ঐ যুবকগুলো আমার
গলায় ছুরি ধরে আমার বারো শো টাকা
ছিনতাই করেছে।"
টিটি বললোঃ "কি সর্বনাশ?"
বৃদ্ধ বললোঃ "১ম যুবকটিকে দেখিয়ে দিয়ে বললো, দেখুন ঐ যুবকটির পকেটে
টাকা আর ঐ ব্যাগে ছুরি।"
টিটি পুলিশ কল করে ১২জন যুবককে
গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলো।
তখন বৃদ্ধ তার পাকা চুল/দাড়ি দেখিয়ে
যুবকগুলোকে বললোঃ "এইগুলো বাতাসে পাকে নাই"

অন্যের জন্য কবর খুরলে সেই কবরে নিজেকেই পরতে হয়।

মিথ্যা বলা মানুষেরা নিজেদের চতুর ভাবে অথচ এটা এক ধরনের মানসিক ব্যাধি।মিথ্যা বলে সত্যকে খানিকটা সময়ের জন্য আড়াল করা যায় ক...
28/03/2024

মিথ্যা বলা মানুষেরা নিজেদের চতুর ভাবে অথচ এটা এক ধরনের মানসিক ব্যাধি।মিথ্যা বলে সত্যকে খানিকটা সময়ের জন্য আড়াল করা যায় কিন্তু মুছে ফেলা যায় না। বরং মিথ্যা আপনার মাথায় বাড়তি চাপ সারাক্ষণ ভয় কখন সত্য প্রকাশিত হয়!

শিক্ষণীয় গল্প:একজন বয়স্ক মহিলার দুটি বড় পাত্র ছিল, যা তার কাঁধের বাকের দুই প্রান্তে ঝোলানো ছিল। একটি পাত্রের মধ্যে সূ...
18/03/2024

শিক্ষণীয় গল্প:

একজন বয়স্ক মহিলার দুটি বড় পাত্র ছিল, যা তার কাঁধের বাকের দুই প্রান্তে ঝোলানো ছিল।

একটি পাত্রের মধ্যে সূক্ষ্ম একটি ফাটল ছিল কিন্তু অন্য পাত্রটি ছিল নিখুঁত এবং নদী থেকে জল আনার সময় একটি পাত্র পুরোপুরি জলে ভর্তি থাকতো অপরটি অর্ধেক জল পূর্ণ থাকত।

পুরো দুই বছর ধরে,এভাবেই ভদ্রমহিলা দেড় পাত্র জল নিয়ে ঘরে ঢুকতেন।

অবশ্যই, নিখুঁত পাত্র তার পূর্ণতার জন্য গর্বিত ছিল কিন্তু বেচারা পটকা পাত্র নিজের অপূর্ণতার জন্য লজ্জিত ছিল এবং তার মনে দুঃখ ছিল যে পুরো জল কখনোই বহন করতে পারে না।

দুই বছর পর খুঁত যুক্ত পাত্রটি বৃদ্ধার কাছে খুব দুঃখ করে বলল-আমি সত্যি সত্যি নিজে নিজের অক্ষমতার জন্য লজ্জিত। আমার যা করা উচিত ছিল আমি সেটা কখনোই করে উঠতে পারি না। আমার ভেতর একটা ফাটল আমাকে আমার কাজ করতে দেয় না।

বৃদ্ধা মুচকি হেসে বললেন, 'আচ্ছা খেয়াল করেছ,তোমাকে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয় সেই রাস্তার পাশে কত ফুলের সারি!আমি তোমার ত্রুটি জানি, যে স্থান দিয়ে তোমাকে আনা হয় সেখানে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছি, সেখান থেকে গাছ হয়ে ফুল জন্মেছে। পথের পাশের ওই ফুল গুলিকে তুমি নিজের অজান্তে প্রতিদিন যখন আমরা ফিরে যাই,
তুমি তাদের জল দাও।
আমি দু'বছর ধরে ওখান থেকে ফুল তুলে এনে আমার টেবিলের সাজিয়ে রাখি।তুমি অপূর্ন না হতে তাহলেই ফুল ফুটতো না, এ ফুল আমি পেতাম না

গল্পের নৈতিক:
আমাদের প্রত্যেকের নিজস্ব স্বতন্ত্র ত্রুটি রয়েছে।এগুলি নিয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নেই।জীবনকে নিজের ছন্দে, নিজের মতো করে চলতে দেয়া উচিত।এতে জীবনের স্বাভাবিক সৌন্দর্য ফুটে ওঠে।ত্রুটিযুক্ত মানুষের ভেতরে যে সৎ গুনাবলী আছে, সেগুলোর সদব্যবহার যদি আমরা করতে পারি তাতে সুন্দর হয় সমাজ,সমৃদ্ধ হয় দেশ।

নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি তার পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং নামা...
16/03/2024

নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি তার পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং নামাজ পড়ায় ম‌নো‌যোগ ও বাড়‌বে। ঈমানও তাজা হবে।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন; আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন; আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী; আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম, এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে! ইনশাআল্লাহ।

দুটি ব্যাঙ ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের ভিতর আরও অনেক ব্যাঙ ছিল যারা কোন না কোন ভাবে গর্তে পড়ে গেছে। ...
05/03/2024

দুটি ব্যাঙ ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের ভিতর আরও অনেক ব্যাঙ ছিল যারা কোন না কোন ভাবে গর্তে পড়ে গেছে।

এবার নতুন ব্যাঙ দুটি খুব লাফাতে শুরু করলাে ওই গর্ত থেকে বেরােনাের জন্য। তখন ওই পুরনাে ব্যাঙ গুলি চিৎকার করে বলতে লাগলাে এই গর্ত থেকে বেরােনাে অসম্ভব। তবুও দুটি ব্যাঙ কারাে কথা শুনল না চেষ্টা চালিয়ে গেল। আর এদিকে পুরনাে ব্যাঙ গুলি ও সমান ভাবে চিৎকার করে বলতে লাগলাে গর্ত থেকে বেরােনাে অসম্ভব। পুরনাে ব্যাঙ গুলির কথা শুনে দুটি ব্যাঙ এর মধ্যে একটি ব্যাঙ লাফানাে বন্ধ করে দিল। কিন্তু আর একটি ব্যাঙ আরাে জোরে জোরে লাফাতে শুরু করলাে। অবশেষে আরাে কিছুক্ষণ চেষ্টা করার পর ওই ব্যাঙ টি লাফিয়ে বাইরে যেতে সক্ষম হল।

এবার আপনি ও নিশ্চয়ই ভাবছেন যে দ্বিতীয় ব্যাঙ টি লাফানাে বন্ধ করলাে না কেন, আসলে দ্বিতীয় ব্যাঙ টি কানে শুনতে পেত না।

তাই যখন সব ব্যাঙ হাত-পা নাড়িয়ে চিৎকার করে বলছিল এটা অসম্ভব তখন সে ভাবছিল সবাই তাকে উৎসাহিত করছে আরাে জোরে লাফানাের জন্য। তাই সে আরাে জোরে লাফাতে শুরু করেছিল।

আমাদের জীবনেও সফলতা পাওয়ার জন্য মাঝে মাঝে কান বন্ধ রাখা উচিত যাতে লােকের নেগেটিভ কথা আমাদের কানে না পৌঁছায় এবং যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন লেগে থাকতে পারি।

গল্পের শেষ লাইন

কিছু মানুষকে আমরা কোনওদিন আমাদের সাথে করা কিছু কাজের জন্য ক্ষমা করতে পারবো না। শুধু যতবার ক্ষমা করার চেষ্টা করবো, ততবার ...
16/02/2024

কিছু মানুষকে আমরা কোনওদিন আমাদের সাথে করা কিছু কাজের জন্য ক্ষমা করতে পারবো না। শুধু যতবার ক্ষমা করার চেষ্টা করবো, ততবার মনে পড়বে আমরা তাদের জন্য কতটা রাস্তা হাঁটার পরেও বিনিময়ে কপালে জুটেছিলো কেবল অযত্ন। মনে পড়বে কিভাবে আমরা প্রত্যেকবার তাদের পাশে থাকার পরেও মুখের ওপর বন্ধ হয়েছিলো দরজা। মনে পড়বে সীমাহীন ভালোবাসার বদলে কিভাবে চোখ ভেসে গেছিলো অঝোরে। মনে পড়বে দুর্ব্যবহার, নির্দয়তা, ছলনা, বিশ্বাসঘাতকতা। মনে পড়বে যার হাত ধরে আমরা নিজেদেরকে একটু একটু করে গড়ে তুলতে চেয়েছিলাম, সেই হাতেই আমাদের টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা।

আর এ'ভাবেই বহু চেষ্টার পরেও, আমরা তাদের কোনওদিন ক্ষমা করতে পারবো না...

Amit Dittuu

17/01/2024

আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে। আর বাকি অর্ধেক আপনার চরিত্রে। শরীরে সৌন্দর্যের ভাগ খুবই কম। তাই কথা ও চরিত্র সুন্দর করুন। আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন।

___শায়েখ আহমাদুল্লাহ

আজ একটা নতুল ফ্রুটস ট্রাই করলাম।এটা খেয়েছেন? আর এটার নাম কি?কেউ বলতে পারলে কমেন্ট প্লিজ!Everyone  Nahar-নাহার
02/01/2024

আজ একটা নতুল ফ্রুটস ট্রাই করলাম।
এটা খেয়েছেন? আর এটার নাম কি?
কেউ বলতে পারলে কমেন্ট প্লিজ!
Everyone Nahar-নাহার

পরিবারের মানুষরাই আসল বিশ্বাসঘতক হয় আর তারা ভুলে যায় কোন একদিন সত্যের ই জয় হয়।প্রত্যেক পরিবারের একজন করে ভিলেন থাকে তারা...
25/12/2023

পরিবারের মানুষরাই আসল বিশ্বাসঘতক হয় আর তারা ভুলে যায় কোন একদিন সত্যের ই জয় হয়।
প্রত্যেক পরিবারের একজন করে ভিলেন থাকে তারা নিজের পরিবারের চেয়ে বাইরের মানুষকে বেশি প্রশ্রয় দেয় এবং বিশ্বাস করে আর শেষ পর্যন্ত তারা পরাজিত হয়। তারা নিজে আঘাত করতে পারেনা বলে বাইরের লোক কে অস্ত্র বানায় শেষ পর্যন্ত সেই অস্তের আঘাতে নিজেই বলি হয়! এদের নিয়ে এত এত নাটক সিনেমা তৈরি হয় তারপরও তাদের শিক্ষা হয়না।
নিশ্চয় আল্লাহ সত্যের পথযাত্রীর পাশে থাকেন।
আল্লাহ তুমি এদের কুচক্রী থেকে আমার পরিবার পরিজন কে রক্ষা করুন। আমিন
সেই সব ভিলেনদের আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহুম্মাগফেরলী

হটাৎ করেই যদি কারো দাম বেড়ে যায় সেটা মানুষ অথবা আলু পিয়াজ তাহলে সেটা ছাড়াই চলতে শিখুন।যখন পচে যাবে তখন এমনিতেই আগের জায়গ...
14/12/2023

হটাৎ করেই যদি কারো দাম বেড়ে যায় সেটা মানুষ অথবা আলু পিয়াজ তাহলে সেটা ছাড়াই চলতে শিখুন।
যখন পচে যাবে তখন এমনিতেই আগের জায়গায় ফিরে আসবে।
ছবির গাছটি আমার বারান্দায় নিজ থেকেই হয়েছে এটার ফলগুলো খেতে অনেক মজা লাগে।
আপনার জীবনেও সার্থছাড়া সম্পর্কগুলো এমনি এমনি হয়ে যায় আর সেগুলো অনেক মিস্টি সম্পর্ক হয়।
আবার দেখবেন খুব কাছের কিছু মানুষ আছে যেগুলো সামান্য কিছুতেই নিজের দাম বাড়িয়ে ফেলে।
এই সব মানুষগুলো খুবি ভয়ংকর হয় তাই এমন মানুষ থেকে দূরে থাকাই ভাল।

এখনকার মানুষ খুব একাকিত্বে ভোগে, কাজের বাইরে গল্প করার কেউ থাকেনা,আড্ডা দেওয়ার ও কেউ থাকেনা, এমন কি নিজের কথা মনের কথা শ...
12/12/2023

এখনকার মানুষ খুব একাকিত্বে ভোগে, কাজের বাইরে গল্প করার কেউ থাকেনা,আড্ডা দেওয়ার ও কেউ থাকেনা, এমন কি নিজের কথা মনের কথা শেয়ার করার ও কেউ থাকেনা।
মানুষ ফেসবুকের উপর আকর্ষিত হওয়ার এটাই একমাত্র কারণ হতে পারে।
আবার এটাও হতে পারে আমরা অধিকাংশ মানুষরাই ফেসবুকের কারনে একা হয়ে যাচ্ছি।
তাই সবাই এসে ফেসবুকেই বক বক করছি বিভিন্ন বিষয় নিয়ে নিজের ক্রিটিভিটি প্রকাশ করছি আবার ফেসবুকের মাধম্যেই অন্য ব্যাক্তির মতামত পাচ্ছি।
এভাবে চলতে থাকলে আমরা আদোও কি আমাদের অন্তিম যাত্রায় কাউকে পাবো?

09/12/2023

ইদানীং নিজেকে তেজপাতা ছাড়া আর কিছু মনে হয়না।
বলেন দেখি এই তেজপাতার ইংরেজি নাম কি?

Nahar-নাহার Everyone

08/12/2023

আমার বারান্দায়
Nahar-নাহার
Everyone

What a colourful foodAlhamdulillah Nahar-নাহার
03/12/2023

What a colourful food
Alhamdulillah
Nahar-নাহার

এরা আমার ছোট ছোট খুশি🌹🌼🌺Everyone  Nahar-নাহার
30/11/2023

এরা আমার ছোট ছোট খুশি🌹🌼🌺
Everyone Nahar-নাহার

24/11/2023

একটি মশার ভয়ে যদি আপনি মসারীর ভিতরে ঢুকতে পারেন, তাহলে দোযখের আগুনের ভয়ে কেন মসজিদে যেতে পারবেন না!
আজ পবিত্র জুম্মা মোবারক
আশাকরি দিনটি সবার ভাল কাটুক।

Nahar-নাহার Everyone

21/11/2023

নিজেকে ফোকাস করার চেয়ে কাজের প্রতি মনোযোগ দিন। দেখবেন আপনার কাজ ই আপনাকে অনেকদুর এগিয়ে নিয়ে যাবে।
Nahar-নাহার

15/11/2023

তুমি এমন মানুষকে কখনোই পাল্টাতে পারবেনা!
যে তার আচরণ এ নিজের ভুলগুলো দেখতে পায়না এবং খুজে দেখার চেষ্টাও করেনা।

সম্পর্কের অনেকগুলো বছর পার করার পর,শরীরের টান টা একেবারেই থাকেনা।থাকে শুধু কথার প্রতি টান।ওই টানেই মানুষ বারবার ভালবাসে,...
10/11/2023

সম্পর্কের অনেকগুলো বছর পার করার পর,শরীরের টান টা একেবারেই থাকেনা।
থাকে শুধু কথার প্রতি টান।
ওই টানেই মানুষ বারবার ভালবাসে,
বারবার ফিরে আসে।

অনিবেন্দ্র

10/11/2023

ভালবাসার সম্পর্কে ঝগড়া ঝামেলা লেগেই থাকবে আবার একই সময়ে দুজনকে একই জায়গায় ফিরে আসতেই হবে,ঝগড়া ঝামেলা থাকবে বলে কেউ কাউকে ছেড়ে যেতে হবে?
আমরা মানুষ তো তাই ছোট ছোট expectation থাকবেই।

10/11/2023

আমরা প্রত্যেক টা মানুষ স্বপ্নের জগতেই আছি এবং স্বপ্ন নিয়েই বাচি।যেটা আপনার কাছে জীবন সেটা হয়তো অন্য কারো কাছে স্বপ্ন, আবার যেটা আপনার স্বপ্ন সেটা অন্যকারোর জীবন। এভাবেই আমরা স্বপ্নের পথেই এগুচ্ছি।
Everyone Nahar-নাহার Lutfa's World

10/11/2023
09/11/2023

“নারীর কোনো সহজাত অযোগ্যতা নেই, তা সমস্ত অযোগ্যতাই পরিস্থিতিগত, যা পুরুষের সৃষ্টি বা সুপরিকল্পিত এক রাজনীতিক ষড়যন্ত্র।”

নারী - হুমায়ুন আজাদ

08/11/2023

মানুষ মাত্রই ভুল হবে এই কথাটা যেমন সত্য! ঠিক তেমনি মানুষ পরিবর্তনশীল এটাও সত্য।
কিছু কিছু ক্ষেত্রে নিজেকে পরিবর্তন করাটাও জরুরি হয়ে পরে।

Address

Mirpur 1
Mirpur

Telephone

+8801995929107

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahar-নাহার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahar-নাহার:

Videos

Share



You may also like