Political ore

Political ore রাজনৈতিক শুদ্ধতায় সৃজনশীলতা...
Creativity for political purity...

Politicalore-পলিটিকালোর

রাজনীতি বা Politics অর্থ হচ্ছে সরকার পরিচালনার জন্য রীতিসিদ্ধ নিয়ম-কানুন, যা একটি রাষ্ট্র পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রতিষ্ঠান অনুসরণ করে। রাজনীতির এ সকল নীতিমালা বা বিষয় দ্বারা সমাজের মানুষের মাঝে আন্তঃসম্পর্ক সৃষ্টি ও ক্ষমতার ভারসাম্য বজায় রাখে।

রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব সবসময়ই রাজনীতিবিদগণের যারা বস্তুত পক্ষে জনসেবা ও মানবকল্যাণে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ

ের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়, জনগণের রায়ে রাজনীতিবিদেরাই জনপ্রতিনিধি হিসেবে শাসনকার্য পরিচালনা করেন। আধুনিক গনতন্ত্রের প্রেক্ষাপটে গণতন্ত্র ‘প্রতিনিধিত্বশীল' নয় ‘অংশগ্রহণমূলক’। এই গণতন্ত্র প্রতিষ্ঠায় রাষ্ট্রযন্ত্রের সকল স্তরে জনগণের কার্যকর অংশগ্রহণও নিশ্চিত হওয়া আবশ্যক। রাজনীতি মানবকল্যাণ সাধনের নিমিত্তে রাজনৈতিক প্রক্রিয়াতেই আলাপ-আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট সবার কাছে গ্রহণযোগ্য নীতি-নির্ধারণী ও নীতি বাস্তবায়ন সংক্রান্ত সিদ্ধান্তে পৌঁছায়। এই ধরনের সিদ্ধান্ত জীবন-জীবিকা ও নিরাপত্তাসহ নাগরিকের জীবনের সব ক্ষেত্রে প্রভাব ফেলে। তাই এতদসংশ্লিষ্ট বিষয়ে সাম্যক জ্ঞান রাখার মাধ্যমে রাজনীতিকে কার্যকর ও জনকল্যাণমুখী করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অবদান রাখা নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের অন্তর্ভুক্ত। আর এই লক্ষ্যে উদ্যোগ নেওয়াও এই দায়িত্ব-কর্তব্যের আওতাভুক্ত।

প্লেটো বলেছিলেন “রাজনীতিতে অংশগ্রহণ না করার জন্য একটি দণ্ড হচ্ছে যে আপনি আপনার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দ্বারা শাসিত হবেন”। রাজনীতিতে অংশগ্রহণ প্রত্যক্ষ বা পরোক্ষ যে ভাবেই হোক না কেন রাজনৈতিক সচেতনতার অভাবে মেধাবী জনগোষ্ঠী যখন রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে তখন কম যোগ্যতা সম্পন্ন জনগোষ্ঠী সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নীতিনির্ধারক পর্যায়ে চলে আসেন। যার ফলস্বরূপ প্রনীত হয় দুর্বল নীতিমালা বাড়ে দুর্নীতি, সন্ত্রাস, বেকার্তব, দারিদ্র্য, সামাজিক অবক্ষয় এবং রাষ্ট্র কাঠামো নড়বড়ে হয়ে পড়ে।

আর এ কারণেই রাজনৈতিক সচেতনতা খুব বেশি প্রয়োজন। রাজনৈতিক সচেতনতা বলতে রাজনীতি সম্পর্কে মৌলিক পড়াশোনা, ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয় এবং সমসাময়িক ঘটনা বিশ্লেষণ করে নিজের মধ্যে একটি রাজনৈতিক মতামত সৃষ্টি করা। কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের আদর্শ, চেতনা ও উদ্দেশ্য বাস্তবায়ন করার মধ্য দিয়ে সার্বিক রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করা সম্ভব নয়। রাজনীতি সচেতনতা এবং রাজনীতিতে প্রত্যক্ষ অংশগ্রহণ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী ব্যক্তিকে রাজনৈতিকভাবে সচেতন হওয়া জরুরী; কিন্তু একজন রাজনীতি সচেতন ব্যক্তিকে রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা জরুরী নয়।

পলিটিকালোর-PoliticaLore অনলাইন মিডিয়া প্লাটফর্ম বিশ্বাস করে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ জনগণ বিশেষত মেধাবী তরুণেরা রাজনৈতিক সচেতনতাবোধের ভিত্তিতে মতামত প্রকাশ ও কার্যকর উদ্যোগ নেবেন যা রাষ্ট্রের ভবিষ্যতের জন্য তত বেশি মঙ্গলকর হবে। পলিটিকালোর-PoliticaLore সকলের রাজনৈতিক সচেতনতা অর্জনের লক্ষ্যে স্বদেশ ও বৈশ্বিক রাজনীতির ঐতিহাসিক, বর্তমান ও আগামীর নানান দিক ও প্রেক্ষাপটের সঠিক তথ্য সুনিপুন ও সহজবোধ্য সৃজনশীলতার মধ্য দিয়ে তুলে ধরতে বদ্ধপরিকর।

আমরা আপনাদের পাশে আছি সবসময়। জানতে ও জানতে।

Address

House # 764/A, Road # 11, Avenue-06, DOHS
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Political ore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Political ore:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Mirpur

Show All

You may also like