Nur Banu

Nur Banu Honesty cuts through deception and knifes its way through deceit and lies. Honesty leads to a fulfilling, free life. Honesty is not just about telling the truth.

It's about being real with yourself and others about who you are, what you want and what you

05/02/2023

#সময়টিভি #সময়সংবাদ #সময়নিউজ #সময়ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে মানব...

https://youtu.be/eCDsy0klOxQ
30/10/2020

https://youtu.be/eCDsy0klOxQ

Coronavirus disease (COVID-19) is an infectious disease caused by a newly discovered coronavirus. Most people infected with the COVID-19 virus will experienc...

Corona jat vai
26/06/2020

Corona jat vai

মহামারি করোনার মধ্যে বিশ্বে নতুন আতঙ্ক ছড়াচ্ছে ‘সালমোনেলা’। মুরগির মাধ্যমে এই রোগে সংক্রামিত হয়ে এরই মধ্যে এক জ....

26/06/2020

মহামারি করোনার মধ্যে বিশ্বে নতুন আতঙ্ক ছড়াচ্ছে ‘সালমোনেলা’। মুরগির মাধ্যমে এই রোগে সংক্রামিত হয়ে এরই মধ্যে এক জ....

Please read the massage for help and share your friend for safety.লকডাউন উত্তোলন ও করোনা বিস্তার এবং এর প্রতিরোধ প্রসংগে...
31/05/2020

Please read the massage for help and share your friend for safety.

লকডাউন উত্তোলন ও করোনা বিস্তার এবং এর প্রতিরোধ প্রসংগে:

অনেকেই বলেন যে আমি তো বাসায় ছিলাম, আমার শরীরে কিভাবে করোনা ঢুকলো? ঢুকলো কারন আপনার বাসায় কেউ বাইরে থেকে নিশ্চিত করোনা নিয়ে এসেছে। যেহেতু লকডাউন উঠে যাচ্ছে ও অফিস-আদালত শুরু হচ্ছে, সুতরাং করোনার বিস্তার আরো দ্রুত বাড়বে। কিন্তু, সাবধান হয়ে কাজ করা ছাড়া উপায় নেই। আর সাবধান হলে জানতে হবে কিভাবে, কোথায়, কখন করোনা ছড়ায়। এটা একটা পাবলিক হেলথ ক্রাইসিস, এটার হিসাব সাধারণ অংকের মতো। এই অংক না বুঝলে আর সেই হিসাব মতো কাজ না করলে এটা মেডিকেল ইমারজেন্সি থেকে মেডিকেল ক্যাটাস্ট্রফিতে পরিণত হবে। তখন এটা সামাল দেয়া কোন অবস্হায় সম্ভব হবে না!

যাই হোক, অংকটা হলো: সফল Infection = ভাইরাসের পরিমান x সময়

ইনফেকটেড হবার জন্যে আমাদের মাত্র ১০০০টি ভাইরাস পার্টিকেল দরকার বলে অনেক বিশেষজ্ঞ ইতোমধ্যে বলেছেন। কিন্তু সেই ১০০০টি ভাইরাস আমরা কোথায় পাই?

১। যখন আক্রান্ত কেউ খোলা কাশি দিল, হাঁচি দিল, প্রতিবারে সে লোক 200,000,000টি ভাইরাস পার্টিকেল ছেড়ে দিল বাতাসে। সেই পার্টিকেলগুলি কয়েকমিনিট ধরে ঘন্টায় ২০০ মাইল বেগে ঘুরে বেড়ায়। আপনি তখন এর ভেতর পড়লে সেখান থেকে ১০০০টি নিয়ে নেয়া কোনও ব্যাপারই নয়।

২। কিন্তু আক্রান্ত কেউ যখন সাধারনভাবে শ্বাস নিচ্ছে, তিনি শুধু প্রতি মিনিটেই কমপক্ষে ২০টি ভাইরাস পার্টিকেল ছড়াবে। তার মানে হচ্ছে ১০০০টি পার্টকেল ছড়াতে সংশ্লিষ্ট ব্যক্তির ১০০০/২০=৫০ মিনিট সময় লাগবে। কিন্তু, আপনার চারপাশে আক্রান্ত লোকের সংখ্যা যত বেশি থাকবে, এই সময়টা ততই কমবে। যদি আক্রান্ত থাকে ১০ জন, তাহলে ৫০ মিনিট/১০ = ৫ মিনিটেই আপনি কমপক্ষে ১০০০ করোনা পার্টিকেল এমনিতেই পেয়ে যাবেন।

৩। আর কেউ যখন কথা বলবেন তখন প্রতি মিনিটেই তিনি এই শ্বাসের দশগুন, অর্থাৎ ২০০টি ভাইরাস পার্টিকেল ছড়াবেন। তাহলে ১০০০টি পার্টিকেল পেতে আপনার লাগবে মাত্র ১০০০/২০০=৫ মিনিট। আর যদি অফিস খুললে আপনার পাঁচজন কলিগের সাথে মাস্ক খুলে হা হা হি হি করে গল্প গুজব করেন, সেল্ফি তুলেন, আর যদি সবাই লক্ষণবিহীন ভাবে করোনা ভাইরাস বহন করে থাকেন, তাহলে মাত্র এক মিনিটেই আপনি নিয়ে নিলেন ১০০০টি ভাইরাস। কারন, ৫/৫=১। আপনি মনে মনে ভাববেন যে মাত্র এক মিনিটেই? হ্যা! মাত্র এক মিনিটেই!! উপরের এই হিসাব মানুষ থেকে মানুষে, এবং ব্যক্তির শারীরীক অবস্থার উপর ভিত্তি করে ক্ষাণিক কমবেশি হবে। কিন্তু ফর্মুলা একই এবং অভিন্ন।

৪। সুতরাং, যত অল্প জায়গায় বেশী মানুষ, আর সেই মানুষেরা যত বেশি পরিমানে মুখ খুলবেন, ভাইরাস ততই বেশী.......ছড়াবে। আপনি যদি একটি বড় রূমে তিনজন কলিগের সাথে বসেন, যারা মাস্ক পড়েন এবং কথা বলেন না, বা আস্তে আস্তে দুর থেকে শুধু প্রয়োজনীয় কথা বলেন, তাহলে আপনার রিস্ক কম। আর আপনি যদি কল্ সেন্টারে কিংবা ব্যাংকের বুথে কাজ করেন, যেখানে অল্প জায়গায় অনেক মানুষ, তাহলে আপনার রিস্ক অনেক বেশি। যত বেশি ভাইরাস যত লম্বা সময় ধরে আপনার আশেপাশে থাকবে, আপনি তত রিস্কি। আর খোলা যায়গা, কম/অল্প মানুষের জায়গায় রিস্ক কম। সুতরাং, আপনার অফিস/কর্মস্হল বা সারাউন্ডিংস কেমন সেটার উপর আপনার রিস্ক নির্ভর করবে। আর মাস্ক পড়ে থাকলেও অপ্রয়োজনে কথা বলা, আড্ডাবাজি, হাহাহিহি এখন না করলেই খুব বাশী ভালো।

এডিশনাল টিপ্স:
১। হাত ধোয়া নিয়ে কনফিউশনের কিছু নেই। কমন কোথাও যখনি হাত লাগাবেন, সেটা এক মিনিট পরেই হোক, আর বিশ মিনিট পরেই হোক, তখনি কমপক্ষে বিশ সেকেন্ড ধরে কচলে কচলে হাত ধুতে হবে। অবশ্যই টেপটি কচলে ধুতে অবহেলা করবেন না, কেননা সেটি কমন বিধায় সবাই ব্যবহার করেন।

২। কোন সময় হাত গলার উপরে ওঠাবেন না। হাত থাকবে গলার নিচে। খুব জরুরী হলে ভাল করে ধুয়ে তারপর হাত গলার উপরে উঠবে। ভেরী সিম্পল।

৩। আর যারা ভাবছেন যে অন্য সবার করোনা হলেও আপনার, আপনার বন্ধুদের, কলিগদের বা
কাছের মানুষদের করোনা নেই বা
হতে পারে না, তাদের জন্যে MAY ALMIGHTY BLESS YOU!!!

Eid Mubarak to all of My Friends.. Enjoy and prayer to Allah for forgive our Family Member and people of our country. Be...
24/05/2020

Eid Mubarak to all of My Friends.. Enjoy and prayer to Allah for forgive our Family Member and people of our country.

Best Luck of My all Friends..

Nur Banu.

আগামী ১ বছরের জন্য ডাঃ দেবী শেঠী'র ২২ টি পরামর্শ  ১. বিদেশ ভ্রমণ স্থগিত রাখবেন।২. বাইরের কেনা খাবার খাবেন না।৩. বিয়ে বা ...
12/05/2020

আগামী ১ বছরের জন্য ডাঃ দেবী শেঠী'র ২২ টি পরামর্শ

১. বিদেশ ভ্রমণ স্থগিত রাখবেন।
২. বাইরের কেনা খাবার খাবেন না।
৩. বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকবেন।
৪. অপ্রয়োজনীয় ভ্রমণ করবেন না।
৫. কোনো ভিড়ের মধ্যে যাবেন না।
৬. সামাজিক দূরত্বের নিয়মাবলী সম্পূর্ণরূপে অনুসরণ করবেন।
৭. হাঁচি-কাশি থেকে দূরে থাকবেন।
৮. মাস্কটি মুখেই রাখবেন।
৯. বর্তমান এক সপ্তাহ খুব সাবধানতা অবলম্বন করুন।
১০. চারপাশে কোনো গোলমাল হতে দেবেন না।
১১. আগামী ৬ মাস সিনেমা হল, পার্ক, পার্টি, শপিং মলে যাবেন না।
১২. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।
১৩. সেলুন বা বিউটি পার্লারে গেলে খুব সতর্ক থাকবেন।
১৪. অপ্রয়োজনীয় সভা-সমাবেশ এড়িয়ে চলুন।
১৫. করোনার হুমকি খুব শিগগিরই শেষ হচ্ছে না।
১৬. বাইরে বের হওয়ার সময় বেল্ট, রিংগুলি, ঘড়ি পরবেন না।
১৭. হ্যান্ড স্যানিটাইজার নিন।
১৮. আপনার ঘরের ভেতরে জুতো নেবেন না।
১৯. নিয়মিত আপনার হাত পরিষ্কার করুন।
২০. যদি মনে করেন, সন্দেহজনক রোগীর সংস্পর্শে গেছেন; তখন পুরো গোসল করুন।
২১. লকডাউন বা লকডাউন পরবর্তী ৬ মাস-১২ মাস এ সতর্কতা মেনে চলুন।
২২. সবার পরিবার, বন্ধু ও আত্মীয়-স্বজনদের সঙ্গে এটি শেয়ার করুন।

09/05/2020

Ramadan is the most sacred month of the year in Islamic culture. Muslims observe the month of Ramadan, to mark that Allah, or God, gave the first chapters of the Quran to the Prophet Muhammad in 610, according to the Times of India. During Ramadan, Muslims fast, abstain from pleasures and pray to become closer to God. It is also a time for families to gather and celebrate.

Koronar First Medicine
09/05/2020

Koronar First Medicine

Korona First Medicine

Korona First Medicine
09/05/2020

Korona First Medicine

09/05/2020

A novel coronavirus (CoV) is a new strain of coronavirus.

The disease caused by the novel coronavirus first identified in Wuhan, China, has been named coronavirus disease 2019 (COVID-19) – ‘CO’ stands for corona, ‘VI’ for virus, and ‘D’ for disease. Formerly, this disease was referred to as ‘2019 novel coronavirus’ or ‘2019-nCoV.’

The COVID-19 virus is a new virus linked to the same family of viruses as Severe Acute Respiratory Syndrome (SARS) and some types of common cold.

COVID-19 has been described as a pandemic by the World Health Organization. What does that mean?
Characterizing COVID-19 as a pandemic is not an indication that the virus has become deadlier. Rather, it’s an acknowledgement of the disease’s geographical spread.

UNICEF has been preparing and responding to the epidemic of COVID-19 around the world, knowing that the virus could spread to children and families in any country or community. UNICEF will continue working with governments and our partners to stop transmission of the virus, and to keep children and their families safe.

06/05/2020

According to the Quran, namaz can be performed at any clean place except bathrooms and graves. The primary purpose of the mosque is to serve as a place where Muslims can come together for prayer, as praying together holds great importance in Islam.

Fajr (dawn)
Dhuhr (midday)
Asr (afternoon)
Maghrib (sunset)
Isha (night)
If you don't pray 5 daily salaah and see absolutely nothing wrong in it, then you are deliberately going against Quran and you are thus a bad muslim. ... The 5 daily salaah collectively take half an hour to an hour off of your day depending on whether you stick only to fard or read Sunnah rakaats as well.

Umar, also spelled Omar, was one of the most powerful and influential Muslim caliphs in history. He was a senior companion of the Islamic prophet Muhammad. He succeeded Abu Bakr as the second caliph of the Rashidun Caliphate on 23 August 634.

হে মহান আল্লাহ্ আমাদেরকে বেশী বেশী “লা ইলাহা ইল্লাল্লাহ” পাঠ করার তৌফিক দান কর-  আমিন
05/05/2020

হে মহান আল্লাহ্ আমাদেরকে বেশী বেশী “লা ইলাহা ইল্লাল্লাহ” পাঠ করার তৌফিক দান কর- আমিন

04/05/2020

Ramadan is the most sacred month of the year in Islamic culture. Muslims observe the month of Ramadan, to mark that Allah, or God, gave the first chapters of the Quran to the Prophet Muhammad in 610, according to the Times of India. During Ramadan, Muslims fast, abstain from pleasures and pray to become closer to God. It is also a time for families to gather and celebrate.

30/04/2020

Ramadan is the most sacred month of the year in Islamic culture. Muslims observe the month of Ramadan, to mark that Allah, or God, gave the first chapters of the Quran to the Prophet Muhammad in 610, according to the Times of India. During Ramadan, Muslims fast, abstain from pleasures and pray to become closer to God. It is also a time for families to gather and celebrate.

28/04/2020

ধন্যবাদ

চারটি জিনিস মানুষের চলমান জীবন ও আখিরাতের জীবনে সফলতা বয়ে আনতে পারে----
28/04/2020

চারটি জিনিস মানুষের চলমান জীবন ও আখিরাতের জীবনে সফলতা বয়ে আনতে পারে----

আল্লাহ্ মহান- তিনিই একমাত্র দয়াময়--হে মহান আল্লাহ্ তোমার মহীমা অনুধাবন করার তৌফিক দাও----“আমীন আমীন”
26/04/2020

আল্লাহ্ মহান- তিনিই একমাত্র দয়াময়--
হে মহান আল্লাহ্ তোমার মহীমা অনুধাবন করার তৌফিক দাও----

“আমীন আমীন”

25/04/2020

Sura Yasin With Bangla Translation_ মন জুড়ানো সুরে সূরা ইয়াসিন ও বাংলা অনুবাদ (আরবি-বাংলা)

25/04/2020

Heart of the Quran is Surah Yasin
The comparison of Surah Yasin with the heart, in this narration, conveys the importance of this Surah. Though the entire Quran is a miracle and the Word of God, the special merits found in this blessed chapter particularly, can be better understood by referring to the narrations, which describe the extraordinary excellence and benefits available through regular recitation of this Surah.
Two points, which are probably the basis of this comparison, are as follow

25/04/2020

Heart of the Quran is Surah Yasin
The comparison of Surah Yasin with the heart, in this narration, conveys the importance of this Surah. Though the entire Quran is a miracle and the Word of God, the special merits found in this blessed chapter particularly, can be better understood by referring to the narrations, which describe the extraordinary excellence and benefits available through regular recitation of this Surah.
Two points, which are probably the basis of this comparison, are as follow:

আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু----- সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা-সবাই বেশী  বেশী করে নীচের দোয়াটি করবেন-আল্লাহ্ অব...
25/04/2020

আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু-----
সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা-

সবাই বেশী বেশী করে নীচের দোয়াটি করবেন-

আল্লাহ্ অবশ্যই আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের উছিলায় মাপ করে দিবেন- (আমিন আমিন)

24/04/2020

Thanks for Like me

মহান আল্লাহ্ জানেন কবে এই করোনা ভাইরাস থেকে পৃথিবী মুক্তি পাবে.........মাওলানা তারিক জামিল দাঃবাঃ বলেন ..........“ #আলহা...
23/04/2020

মহান আল্লাহ্ জানেন কবে এই করোনা ভাইরাস থেকে পৃথিবী মুক্তি পাবে.........

মাওলানা তারিক জামিল দাঃবাঃ বলেন ..........

“ #আলহামদুল্লিলাহ_ইনশাআল্লাহ_আশা_করা_যায়, আল্লাহর রাহমাতে মে মাসের ১২ তারিখের পর করোনা হতে বিশ্ববাসি মুক্তি পেতে পারে!!
বিষয়টি সম্পর্কে রাসূলুল্লাহ্ (স.) এর হাদীস নিয়ে আল্লামাহ্ ত্বারেক্ব উসমানীর গবেষণার আলোকে বলছি, আল্লাহর রাসূলের একটি হাদীসে বলা হয়েছে যেই হাদীসটি ইমাম আহমাদ (রাহ.) তাঁর মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম বুখারীর শর্ত অনুযায়ী হাদীসটি স্বাহীহ্। হাদীসটি হলো :
عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللّٰہِ بْنِ سُرَاقَۃَ قَالَ: سَاَلْتُ ابْنَ عُمَرَ عَنْ بَیْعِ الثِّمَارِ فَقَالَ: نَہٰی رَسُوْلُ اللّٰہِ ‌صلی ‌اللہ ‌علیہ ‌وآلہ ‌وسلم عَنْ بَیْعِ الثِّمَارِ حَتّٰی تَذْھَبَ الْعَاھَۃُ، فَقُلْتُ: وَ مَتٰی ذَاکَ؟ قَالَ: حَتّٰی تَطْلُعَ الثُّرَیَّا۔*
‘উসমান ইবনে আবদুল্লাহ্ ইবনে সুরাক্বাহ্ হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে উমারকে ফসল বিক্রি সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, রাসূল (স.) ‘আ-হা’ যাওয়ার আগে ফসল (গাছের ফল) বিক্রি করতে নিষেধ করেছেন। আমি জিজ্ঞেস করলাম এটি কখন? তিনি বললেন, সুরাইয়্যা উদিত না হওয়া পর্যন্ত।’ (মুসনাদে আহমাদ-৫১০৫)
উপরোক্ত হাদীসে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, সুরাইয়্যা নামক তারাটি
যখন উদিত হয়, তখন যামীনে বালা-মুসীবাত ও মহামারী দূর হয়ে যায়। আর এই যুগের Specialist of Astronomy বা জ্যোতির্বিজ্ঞানের বিশেষজ্ঞদের মতে সেই সুরাইয়্যা তারাটি আগামী ১২ ই মে সকালে উদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
যদি তাই হয়? তাহলে আশা করা যায় আল্লাহর রাহমাতে আমরা এই করোনা ভাইরাস হতে মুক্তি পাবো ইন্ শা আল্লাহ্।
ইমাম মুসলিম (রাহ.) ও এমন একটি হাদীস উল্লেখ করেছেন। হাদীসটি হলো:
عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ نَهَى أَوْ نَهَانَا رَسُولُ اللَّهِ صلی اللہ علیہ وسلم عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَطِيبَ.
জাবের (রা.) হতে বর্ণিত। তিনি বলেন যে, রাসূল (স.) ফল পাকার আগে (অর্থাৎ খারাপ আব হাওয়া হতে মুক্ত না হওয়া পর্যন্ত) বিক্রি করতে আমাদেরকে নিষেধ করেছেন।’
আরো একটি হাদীসে আমরা দেখতে পাই, রাসূল (স.) বলেছেন:
*عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صلی اللہ علیہ وسلم نَهَى عَنْ بَيْعِ النَّخْلِ حَتَّى يَزْهُوَ وَ عَنِ السُّنْبُلِ حَتَّى يَبْيَضَّ وَ يَأْمَنَ الْعَاهَةَ نَهَى الْبَائِعَ وَالْمُشْتَرِيَ*
‘ইবনে উমার (রা.) হতে বর্ণিত যে, রাসূল (স.) খেজুর লাল বা হলুদ রং ধারণের পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন। (কারণ ফল যখন লাল বা হলুদ রং ধারণ করে তখন সে ফলের খারাপ আবহাওয়া হতে নিরাপদ থাকা নিশ্চিত হয়ে যায়)। অনুরূপভাবে শীষটি যতক্ষণ না সাদা হয়ে যাবে এবং খারাপ আবহাওয়া হতে নিরাপদ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ধান-গম সহ যাবতীয় ফসল ক্রেতা বিক্রেতাকে বিক্রি করতে এবং ক্রয় করতে নিষেধ করেছেন।’
মোটকথা, উল্লেখিত হাদীসগুলো হতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে, ‘আ-হা’ অর্থাৎ বালা-মুসীবাত সুরাইয়্যা নামক তারাটি উদিত না হওয়া পর্যন্ত যমীনে বিদ্ধমান থাকে। ওয়াল্লাহ আ‘লামু।
এখন প্রশ্ন হলো ‘সুরাইয়্যা’ কাকে বলে? এটি একটি নক্ষত্রের নাম। সাতটি তারার সমন্নয়ে গঠিত একটি সমষ্টির নাম হলো ‘সুরাইয়্যা। ছয়টি প্রকশিত এবং একটি অপ্রকাশিত। কোনো কোনো Specialist of Astronomy বা জ্যোতির্বিজ্ঞানের বিশেষজ্ঞদের মতে সাতের অধিকের সমষ্টিকে সুরাইয়্যা বলে। আগেকার যুগের মানুষরা সুরাইয়্যা দেখে নিজেদের দৃষ্টি শক্তি পরীক্ষা করতেন।
ক্বাযী ‘আয়ায লিখেছেন রাসূল (স.) এর দৃষ্টি শক্তি এত বেশী প্রখর ছিলো যে, তিনি সুরাইয়্যার ১১ টি নক্ষত্র দেখতে পারতেন।
এখন প্রশ্ন হলো:
(ক) সুরাইয়্যা উদিত হওয়ার সময় কখন?
(খ) ‘আ-হা’ বলতে বিশেষ কোনো মহামারী যা শুধু ফসলাদির সাথে সম্পৃক্ত তা বোঝানো হয়েছে ? না অন্য সব মহামারী বোঝানো হয়েছে?
প্রথম প্রশ্নের উত্তর :
রাসূল (স.) হাদীসের মধ্যে আমরা দেখতে পাই :
*عن ابی ھریرة ما طلع النجم صباحا قط وبقوم عاهة إلا رفعت أو خفت*
‘আবু হুরায়রাহ্ (রা.) হতে বর্ণিত। রাসূল (স.) বলেছেন, যখন সকালে সুরাইয়্যা উদিত হয়, তখন মহামারীতে আক্রান্ত অঞ্চল হতে বালা-মুসীবাত উঠিয়ে নেয়া হয়।’
এই হাদীস হতে উভয় প্রশ্নের উত্তরে জানা গেলো যে, এটি সকালে উদিত হয়। দিন তারিখ সম্পর্কে ইমাম ক্বুরতুবী (রাহ.) বলেছেন, সুরাইয়্যা নক্ষত্রকে বলা হয়। এতে কোনো দ্বিমত নেই। মে মাসের ১১ রাত শেষ হওয়ার পর ১২ তারিখ সকালের সময় হলো এটি উদিত হওয়ার সময়।
যাক, আমার নিজস্ব গবেষণা এবং আল্লামাহ্ ত্বারেক্ব উসমানীর গবেষণার আলোকে করোনা ভাইরাসের বিষয়টিকে এই পর্যন্ত এগিয়ে রাখলাম। তিনি আরো দীর্ঘ আলোচনা করেছেন। আমি এই দীর্ঘ আলোচনাটি সাধারণ মানুষের জন্য প্রয়োজন মনে করছি না। আলেমরা যারা প্রয়োজন মনে করেন তারা এর উপর ভিত্তি করে আরো গবেষণা চালিয়ে যেতে পারেন। দিতে পারেন দেশ ও জাতিকে আরো নতুন কোনো তথ্য ও উপাত্ত্ব।
তবে আমি মনে করি বাক্বী কাজটি Specialist of Astronomy (জ্যোতির্বিজ্ঞানের বিশেষজ্ঞ) Modern Sciences (আধুনিক বিজ্ঞান) এবং Medical Science বা চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞদের কাজ বলে আমি মনে করছি।
আমি এখানে শুধু এইটুকু বলতে চাই, ক্বোরআন-সুন্নাহর মধ্যে Modern Issue & Old Issue বলতে কিচ্ছু নেই। এখানে সকল যুগের মানব সমাজের সকল বাঁকের ও সকল মোড়ের সব সমস্যার সমাধানের স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে।
অতএব পুরো জীবন Beauty & Quality এর পেছনে বহু দৌড়াইছেন। ভোগও কম করেন নি। এখন এসব বাদ দিয়ে Reality র পেছনে দৌড়ান। আর Reality হলো আল্লাহ্ ও তাঁর রাসূল (স.)। তাই বলছিলাম, রাব্বে কা‘বার ক্বসম এই Reality র পেছেনে দৌড়াতে পারলে সঠিক পথের সন্ধান পেয়ে যাবেন। যে পথ আপনাকে নিয়ে যাবে সোজা জান্নাতে, ইন্ শা আল্লাহ।”

আমিন আমিন আমিন.

21/04/2020

Thanks For Like My Page. Best Luck..

21/04/2020

Thanks for Like My Page

21/04/2020

Welcome to join my page

20/04/2020

Surah ar Rahman With Bangla Translation_ মন জুড়ানো সুরে সূরা আর রহমান ও বাংলা অনুবাদ (আরবি-বাংলা)

20/04/2020
20/04/2020

Address

11/311 Rupnagar Teensheed, Pallabi
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Nur Banu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies