Aminul Islam

Aminul Islam Video creator
(1)

Permanently closed.
এর সাথে Rafi official team – আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉
04/10/2024

এর সাথে Rafi official team – আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉

24/09/2024

আলহামদুলিল্লাহ।
আমার ৮০০ ফলোয়ার কমপ্লিট।
যারা আমাকে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
🤍💙🌷🥀🌹💚❤️💜

বিরাট কোহলি বলেছিল বাংলাদেশ সাথে ডাবল সেঞ্চুরি করবে$  fb page follow  #
19/09/2024

বিরাট কোহলি বলেছিল বাংলাদেশ সাথে ডাবল সেঞ্চুরি করবে

$ fb page follow #

যারা ছোট বাচ্চাদেরকে রাতে পুতুল নিয়ে ঘুমাতে দেন তাদের জন্য সতর্কবার্তা। ⚠️আমার মেয়ে এই পুতুলটা নিয়ে রাতে ঘুমাতো। তো মাঝে...
14/09/2024

যারা ছোট বাচ্চাদেরকে রাতে পুতুল নিয়ে ঘুমাতে দেন
তাদের জন্য সতর্কবার্তা। ⚠️

আমার মেয়ে এই পুতুলটা নিয়ে রাতে ঘুমাতো। তো মাঝে মাঝে সে ঘুম থেকে কান্না করে উঠতো। ভাবতাম হয়তো সারাদিন কম্পিউটারে হাবিজাবি কার্টুন দেখে, সেগুলোর কিছুই বোধ হয় স্বপ্নে দেখেছে। তেমন পাত্তা দিতাম না। মেয়েটি বলতো বাবা, এই ডলটা রাতে আমার সাথে কথা বলে। গান গায়। গল্প শোনায়। এইসব শুনে হাসতাম। ভাবতাম, বাচ্চাদের ছেলেমানুষী।

তো, কয়েকদিন আগে আমার বউ আর দুই মেয়ে নানু বাড়িতে গেছে। আমি বাসায় একা। সবকিছুই ঠিকঠাক চলছিলো। গত পরশু রাতের ঘটনা। আমি শুয়ে শুয়ে মোবাইল স্ক্রলিং করছি। এমন সময় হুট করে কাঠের আলমারির একটা কপাট কড়কড় শব্দ করে নিজ থেকে খুলে গেল। আমি সেদিকে তাকাতেই মেয়ের রেখে যাওয়া পুতুলটা চোখে পড়লো। পুতুলের চোখ দুটো কেমন জ্বলছে মনে হলো। আমি কয়েক বার চোখের পাতা বন্ধ করে খুলে দেখি পুতুলটা হাসছে। ঠোঁট দুটো আস্তে আস্তে প্রসারিত হতে লাগলো। আমার তো ভীমড়ি খাওয়ার অবস্থা। আমি মনের অজান্তেই বলে ফেললাম, ক্কে! ক্কে এখানে! কি চাও?

পুতুলটা আস্তে আস্তে মানুষের মত তার হাত পা নাড়াতে লাগলো। আ'ত্মা হিম করা ঠান্ডা দৃষ্টি দিয়ে সে তাকিয়ে রইলো আমার দিকে। ভিষণ অস্বস্তি হতে লাগলো।

এভাবে কতক্ষণ কাটলো আমি জানি না। তারপর দেখলাম, পুতুলটি তার দুই হাতের কবজি গোল করে মুখের কাছে এনে শান্ত গলায় বললো, শেখ হাসিনা পালায় না।।

©কপি পোস্ট

আমি তো যাব কারণ পাকিস্তানি মেয়েরা অনেক সুন্দর 😁😁🤩🤣
04/09/2024

আমি তো যাব কারণ পাকিস্তানি মেয়েরা অনেক সুন্দর 😁😁🤩🤣

৫ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পারটায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে ...
04/09/2024

৫ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পারটায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে মুক্তির আনন্দ।

এর মধ্যে এক মধ্য বয়সী ভদ্রলোক আমার পাশে এসে বসেন। যে গ্রুপটা সর্বপ্রথম গণভবনে ঢুকে তাদের মধ্যে তিনি একজন। লোকটা নানান গল্প করতে করতে বেশ বিষন্ন হয়ে যায়।

একটা পর্যায়ে বলে, জানেন ভাই, এই মহিলা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ডাইনিংয়ে ১০-১২ পদের আইটেমের বুফে প্রস্তুত ছিল। একদম গরম টাটকা খাবার।

তার ফ্রিজ্গুলো খুলে দেখেছিলাম। এত বড় বড় পাংগাস মাছ আমি জীবনেও দেখিনি। একেকটা ১৫-২০ কেজি ওজনের নদীর পাংগাস।

অন্তত ১০-১২ টা আস্ত ইলিশ মাছ দেখেছি। একেকটা ১.৫ কেজির কম না।

একটা গরীব দেশে এই মহিলা রানীর মত বসবাস করছিল। অথচ এই মহিলা আমাদেরকে পিয়াজ ছাড়া, তেল ছাড়া রান্না করতে বলতো, বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো, ভাতের বদলে আলু খেতে বলতো।

আমার বাচ্চা অনেক দিন ইলিশ মাছ খায় না। সাধ্য হয় না কেনার। বলতে বলতে লোকটা কেঁদে ফেললো।

আমি কিচ্ছু ধরি নাই। খুব ঘৃনা লেগেছে এই খাবারগুলো দেখে।

তারপর চোখ মুছতে মুছতে বললো, শেখ হাসিনা এদেশের মানুষকে প্রচন্ড ঘৃণা করতেন আর আমাদের কস্ট দেখে আনন্দ পেতেন।

কথা সত্য। উনি আমাদেরকে ঘৃনা করতেন, অসম্ভব রকমের ঘৃনা করতেন।

07/08/2024

ছাত্রলীগের কেউ কম দামে মোটর
সাইকেল বিক্রি করে দিলে মেসেজ দিয়েন।

আমি গত 30 দিনে আমার পোস্টে 800টি প্রতিক্রিয়া পেয়েছি। আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ। 🙏🤗🎉
14/07/2024

আমি গত 30 দিনে আমার পোস্টে 800টি প্রতিক্রিয়া পেয়েছি। আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ। 🙏🤗🎉

সেভ করে রাখুন কাজে লাগবে।কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট?➥১. পর্চা বা খতিয়ান। ➥২. দলিল। ➥৩. ম্যাপ বা নক...
13/07/2024

সেভ করে রাখুন কাজে লাগবে।
কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট?
➥১. পর্চা বা খতিয়ান।
➥২. দলিল।
➥৩. ম্যাপ বা নকশা।
এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি বিক্রয়, হস্তান্তর অথবা ব্যাংক লোন হতে নানান সমস্যা হয়।
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজপত্র সংগ্রহে রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে, যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে। এখন আপনার কাজ হল, ঐ সকল দপ্তরগুলো কে নিশ্চিত করে তাদের শরণাপন্ন হওয়া ও কাগজপত্র গুলো সংগ্রহ করা।
নিচে বিস্তারিত আলোচনা করা হলো, কোথায়, কীভাবে এবং কত সময়ের ভেতরে আপনি জমির খতিয়ান, দলিল ও নকশা সংগ্রহ করবেন।
➥প্রথমত,আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন.?
জমির পর্চা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন। তা হলো,
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

➤ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

➤উপজেলা ভূমি অফিস
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

➤জেলা ডিসি অফিস
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

➤সেটেলমেন্ট অফিস
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
❖প্রশ্নঃ খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর। তবে সিটি জরিপের জন্য 100 টাকা খরচ হবে।
➥দ্বিতীয়ত, আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন?
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।
১/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
২/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

➤উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

➤জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
❖ প্রশ্নঃ দলিল তুলতে কত টাকা খরচ হয়.?
উত্তরঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
➥ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

➤জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।
সংগ্রহ করতে যা লাগবে আবেদন ফরম + 20 টাকার কোর্ট ফি এবং 500 টাকা নগদ জমা বাবদ বা ডি.সি.আর বাবদ। অর্থাৎ 530 টাকায় মৌজা ম্যাপ তুলতে পারবেন।

➤ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়। ম্যাপ তুলতে খরচ আবেদন ফরম + কোর্ট ফি + ডি.সি.আর মোট= ৫৫০/= টাকা মাত্র।

বাড়িটি ভাড়া দেওয়া হবে 🙃চলতি মাস অথবা সামনের মাস থেকেবাড়ি ভাড়া হবে।দুই রুম এক ডাইনিং এক কবরস্থান🧛‍♀️🧟‍♂️🧟‍♂️রাতে ছাদের ...
12/07/2024

বাড়িটি ভাড়া দেওয়া হবে 🙃
চলতি মাস অথবা সামনের মাস থেকে
বাড়ি ভাড়া হবে।
দুই রুম এক ডাইনিং এক কবরস্থান🧛‍♀️🧟‍♂️🧟‍♂️
রাতে ছাদের উপর থেকে এক্সট্রা গান পায়ের নূপুরের শব্দ শোনা যাবে... 🙂
বাড়ির পাশে একটি বট গাছ আছে চাইলে পিকনিক করতে পারেন একা বা ফ্যামিলি নিয়ে

ভাড়া : বেঁচে থাকলে দেবেন🙂
# # # # # # # # #@

এর সাথে আমি বাংলার কিং'আশরাফুল'বলছি – আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉
07/07/2024

এর সাথে আমি বাংলার কিং'আশরাফুল'বলছি – আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉

স্বামীর সঙ্গে ঝ গ"ড়া করে বাপের বাড়িতে এসেছিস্বামীর সঙ্গে ঝ"গ"ড়া করে বাপের বাড়িতে এসে বলেছিলাম, "তোমার সংসার ক'র'বো না।" ...
07/07/2024

স্বামীর সঙ্গে ঝ গ"ড়া করে বাপের বাড়িতে এসেছি
স্বামীর সঙ্গে ঝ"গ"ড়া করে বাপের বাড়িতে এসে বলেছিলাম, "তোমার সংসার ক'র'বো না।" স্বামী তখন নির্বাক হয়ে শুধু চেয়ে ছিল।

বাড়িতে পৌঁছাতেই ভাইয়া প্রশ্ন করল, "কী ব্যাপার আয়েশা, তুই হঠাৎ বাড়িতে?"

"কেন, আমি কি আসতে পারি না? নাকি আসা নিষেধ?"

"না, তা বলিনি। তুই তো সাধারণত আসার আগে জানিয়ে আসিস। আজ বলিসনি তাই জিজ্ঞেস করলাম।"

"ওহ, আচ্ছা, আমি একটু বিশ্রাম নিচ্ছি।"

ভাইয়া তখন বলল, "ঠিক আছে, তুই বিশ্রাম কর, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি।"

এমন মুহূর্তে ভাবি বলে উঠল, "বাহ, দরদ দেখি উতলে পড়ছে বোনের জন্য! আমার বাবা-মা এলে বাজারে যাওয়ার নাম গন্ধ থাকে না। আর বোন বাড়িতে আসতেই বাজারে চলে যাচ্ছে। বলছি, পকেটে টাকা আছে তো? নাকি বাচ্চার স্কুলের টাকা নিয়ে যাচ্ছ?"

ভাবির এমন কথায় ভাইয়া বলল, "আরে, এমন করে বলছ কেন বুঝলাম না।"

"তোমাকে বাজারে যেতে হবে না। বাসায় যা আছে আয়েশাও সেটাই খাবে। ওই টাকাটা নষ্ট করো না।"

ভাবির মুখে এসব কথা শুনে আমি কিছু বলব কি ভেবে পাচ্ছিলাম না। পৃথিবীতে এই ভাইটি ছাড়া আর কেউ নেই আমার। বাবা-মা অনেক আগেই মারা গেছেন।

"ভাইয়া, থাক, বাজারে যেও না। আমি থাকার জন্য আসিনি। এই দিকে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের দেখে যাই। এখন তো দেখা হলো, আমি চলে যাচ্ছি।"

"মানে এখনই যাবি?"

"হ্যাঁ ভাইয়া, এখনই যেতে হবে। আচ্ছা ভাবি, ভালো থাকবেন। সময় পেলে আমার বাড়িতে আসবেন ঘুরতে।"

"আচ্ছা।"

এরপর আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে এলাম। স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছে।

"হাসার কিছু নেই। ভালোবাসি বলেই ফিরে এসেছি।"

"হ্যাঁ জানি, শোন, তুমি রান্না বসাও, আমি বাজার থেকে কেনাকাটা করে আসছি।"

আসলেই, বিয়ের পরে যদি সুখের কোনো স্থান থাকে, সেটা স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান, বাস্তবতা বুঝবেন। কে আপন আর কে পর, তা স্পষ্ট হয়ে যায়!❤️❤️❤️

এরকম সব ধরনের রোমান্টিক গল্প পড়তে আইডিটা ফলো করে রাখতে পারেন 👉 রং ধনু

03/07/2024

fire lover #*I love Free fire*$ video #$

এমন একটা সাইট আছে যেখানে কাজ করে একটা মাসিক সেলারি পাবেেন এছাও প্রতিদিন ২০০/৪০০ টাকা  ইনকাম করতে পারবেন
21/06/2024

এমন একটা সাইট আছে যেখানে কাজ করে একটা মাসিক সেলারি পাবেেন এছাও প্রতিদিন ২০০/৪০০ টাকা ইনকাম করতে পারবেন

12/06/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Aminul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category