21/01/2023
একটা ডিগ্রি, একটা সার্টিফিকেট দিয়ে একটা লাইফ চালিয়ে দিবে? সেই বিলাসিতা তোমার বাপ-দাদার আমলে থাকতে পারে, এখন আর নাই।
এটাই বাস্তবতা। এটাই অনিবার্য বাস্তবতা।
কন্টিনিউয়াস লার্নিং, কন্টিনিউয়াস এডাপ্টেশন করতে না পারলে টেকনোলজি তোমার ফিউচার, তোমার ক্যারিয়ার, তোমার অপচুনিটিগুলো খেয়ে দিবে। 🙂
-- ঝংকার মাহবুব