Jiner-biya.com

Jiner-biya.com "আমি জেনে ফেলেছি যে পথটা আসলে খুবই একা আর আমার সাথে নেই কোনো বন্ধু - তাই আমি কুরআন মুখস্থ করেছি।"🤍
- সংগৃহীত

27/11/2024

জানাযা শুধু নয়, এক ধারাবাহিক সুদূরপ্রসারী ভূরাজনৈতিক মুক্তিসংগ্রামের ডাক ইনশাআল্লাহ!

জমিয়তুল ফালাহ চত্বর আজ এক ঐতিহাসিক টার্নিংপয়েন্ট সৃষ্টি করলো। তারিখটা স্মরণ রাখবেন।

শ’হীদ সাইফুলের লা’শকে বুকে ধারণ করে বীরচট্টলার জমিয়তুল ফালাহ জামে মসজিদ যেন শ’হীদ বাবরি মসজিদের দিকে তাকিয়ে আছে........

– শায়খ হারুন ইজহার

05/10/2024
01/10/2024

কালিমা কীভাবে সবাইকে এক করে দেয় ভাবছেন?

তেরা মেরা রিশতা ক্যেয়া?
লা ইলাহা ইল্লাল্লাহ।

ছবি: একদিকে আইডিয়াল কলেজ অন্যদিকে ঢাকা কলেজ

01/10/2024

Scenes from Gaza✨✨✨✨

30/09/2024

Allah created man for woman and woman for man.
©

30/09/2024

এক দফা এক দাবি

30/09/2024

আবু সাঈদরা এসকল বিকৃ**তকামী*দের অধিকারের জন্য জীবন দেন নি!

১৪ তে আমরা Flash Mob এর প্রতিযোগিতা করেছি। আমাদের জুনিয়ররা আজ ২৪ এ এসে 'লা ইলাহা ইল্লালাহ' এর শোডাউনের প্রতিযোগিতা করছে।...
30/09/2024

১৪ তে আমরা Flash Mob এর প্রতিযোগিতা করেছি। আমাদের জুনিয়ররা আজ ২৪ এ এসে 'লা ইলাহা ইল্লালাহ' এর শোডাউনের প্রতিযোগিতা করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী।

আল্লাহর যমীনে তাঁর দ্বীন প্রতিষ্ঠিত হবেই, হয় আমাকে আপনাকে নিয়ে নয়তো আমাকে আপনাকে ছাড়া।

Rafiuzzaman

30/09/2024

না তুমি আফসোস করছো আর না তুমি অনুতপ্ত হচ্ছো! জীবন অতিবাহিত হচ্ছে গুনাহের মধ্য দিয়ে! এটা কেমন জীবন?

শাইখ তারিক জামিল হাফি.

আপনি জানেন কি? পৃথিবীর ইতিহাসে প্রথম যেই জাতি কওমে লূতের কালচার চালু করেছিলো আল্লাহ সেই পাপাচারি জাতিকে (যারা তাদের সাপো...
30/09/2024

আপনি জানেন কি? পৃথিবীর ইতিহাসে প্রথম যেই জাতি কওমে লূতের কালচার চালু করেছিলো আল্লাহ সেই পাপাচারি জাতিকে (যারা তাদের সাপোর্ট করেছিল তারা সহ) একদম গজব দিয়ে ধ্বংস করে দেন?

স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার বুকে নেমে এসে পুরো জাতিকে তুলে ধরে উলটো করে আছাড় মেরে ধ্বংস করে দেন।

আজকে যেটা ডেড সি বা মৃত সাগর, ওখানেই তাদের আবাস ছিলো।

– ডা. মুর্তজা শাহরিয়ার
এলজিটিভি অধিকারের পক্ষে কথা বলা মানে, সে ইসলামধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গিয়েছে।
– আবু তাসমিয়া আহমদ রফিক
যার কাছে দ্বীনের অকাট্য বিধান ভাল লাগবে না সে তো মুরতাদ-ই। কাউকে মুরতাদ বলার মানে হলো সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। এখানে জোর করে তাকে মুসলিম বানানো বরং জুলুম।

আন্দোলন শুরুর দিকে নিঝুম মজুমদার লীগকে উসকে দিয়েছিল ছাত্রদের মারার জন্য। ধুপ-ধাপ শব্দ সে শুনতে চেয়েছিল। আসাদ নূর শাতিমে ...
30/09/2024

আন্দোলন শুরুর দিকে নিঝুম মজুমদার লীগকে উসকে দিয়েছিল ছাত্রদের মারার জন্য। ধুপ-ধাপ শব্দ সে শুনতে চেয়েছিল।
আসাদ নূর শাতিমে রাসূল। সে ইসলাম, কুরআন ও রাসূল ﷺ নিয়ে অত্যন্ত অবমাননাকর কথা বলেছে, লিখেছে।
এদের সাথে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা কেন বেপরোয়া তা নিয়ে কথা বলছে কে জানেন?
আবু সাঈদ খান - যে হাদিস অস্বীকারকারী। তার মতে রাসূলুল্লাহ ﷺ শ্রেষ্ঠ রসুল - এটা নাকি শিরকি কথা।
এই লোককে দায়িত্ব দেয়া হয়েছে পাঠ্যপুস্তক লেখক কমিটিতে। কামরুল হাসান মামুন এর মতো ইসলামবিদ্বেষী এবং সামিনা লুৎফার মতো স*কামী সাপোর্টাররা কিন্তু কমিটিতে ঠিকই আছে।
দেশের মুসলমানদের বোকা বানানোর জন্য কমিটি ভেঙে দিয়ে নাটক করেছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ যে নিজেও ছিল হাসিনার দালাল।
হাদিস অস্বীকারকারীদের আলিমরা মুসলিম বলেননি, কাফির বলেছেন। সেই লোক ইসলাম শিক্ষা বই লিখবে। এটা নিয়ে কথা বলায় শায়খ আহমাদুল্লাহকে ব্যাঙ্গ করা হচ্ছে। পুরো খেলাটার অন্যতম প্লেয়ার নোংরা বামপন্থীরা।
আমরা হাসিনার আমলে যারা মার খেয়েছি, বন্দী থেকেছি তারা এখন চুপ করে বসে থাকব? এদের লেখা বই আমরা আগামী বছর আমার বাচ্চাদের পড়তে দেব? আপনি দেবেন?

– শরীফ আবু হায়াত অপু

ব/য়কট ব্যানার (দোকানে ব্যবহারের জন্য)
13/06/2024

ব/য়কট ব্যানার
(দোকানে ব্যবহারের জন্য)

অবশ্যই না
12/06/2024

অবশ্যই না

12/06/2024

ভাগে কুরবানি দেওয়ার সময় কাদের সাথে ভাগ নেওয়া যাবে না?

“পাকিস্তানে ৩৫ উর্দ্ধ এক কোটি নারী বিয়ের জন্য অপেক্ষা করছে” সূত্রঃ UNসোজা বাংলায় বললে ৩৫ উর্দ্ধ এক কোটি নারীর বিয়ে হচ্ছে...
07/06/2024

“পাকিস্তানে ৩৫ উর্দ্ধ এক কোটি নারী বিয়ের জন্য অপেক্ষা করছে” সূত্রঃ UN

সোজা বাংলায় বললে ৩৫ উর্দ্ধ এক কোটি নারীর বিয়ে হচ্ছেনা!

এই আপুমনিদের বিয়ে হচ্ছেনা ক্যান বলতে পারেন?অন্যতম একটা কারণ - উচ্চ শিক্ষা/ক্যরিয়ার বা সো কল্ড নিজের পায়ে দাঁড়াইতে গিয়ে নিজেকেই বলি দিয়ে দিলেন!

২৫ এর পর তো এমনিতেই ফার্টিলিটি কমতে থাকে আর যখন বয়স ৩০ এ গিয়ে পৌছায় তখন আর বাচ্চা হওয়ার সম্ভাবনা কই?

৩০ বছর পুরুষের সাথে টেক্কা দিতে গিয়ে মানসিকভাবে নিজেই একজন পুরুষ হয়ে যায়। নারী আর নারী থাকেনা!

তখন আর বিয়ে করবে কে? আমার ধারণা এমন নারীর সংখ্যা বাংলাদেশে অন্তত ৫০ লাখের বেশি!

— Ibn Fahad

হে আমার ভাই- আমি আপনাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। ঈমানের খাতিরে যখন বলি ভাই খেলা দেইখেন না, এগুলা হারাম। আপনি কর্ণপ...
06/06/2024

হে আমার ভাই- আমি আপনাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। ঈমানের খাতিরে যখন বলি ভাই খেলা দেইখেন না, এগুলা হারাম। আপনি কর্ণপাত করেন না, উলটো হাসিতামাশা শুরু করেন। ইভেন কুরআন-হাদিস থেকে রেফারেন্স দেওয়া সত্ত্বেও।

কিন্তু আজ কি বলবেন? আজ তো ঈমান আর কু=ফ]রের পার্থক্য চলে আসছে। আপনি যেই ফুটবল খেলা দেখার জন্য নিজের ধর্মকেও কটুক্তি করতে ছাড়েন না, সেই ফুটবল নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংস্থা প্রকাশ্যে কওমে লুতের সেই ঘৃণিত পাপের প্রচারক।

হয়তো শয়তান আপনাকে এখন এটা বলে ধোঁকা দিতে পারে যে, আমি তো আর LGবি*টি*Q সাপোর্ট করি না, জাস্ট খেলা দেখি।

কিন্তু মনে রাখবেন, আপনি জাস্ট খেলা দেখার মাধ্যমেই তাদের অংশীদার। আপনি খেলা দেখেন বলেই তারা মদ থেকে শুরু করে সকল প্রকার অশ্লিতার বিজ্ঞাপন দিচ্ছে, আপনি খেলা দেখেন বলেই হাজার কোটি টাকার জুয়া চলছে, আপনি খেলা দেখেন বলেই বিলিয়ন ডলারের ব্যাবসা তারা করতে পারছে।

খেলা হচ্ছে জনগণের আফিম। আপনাকে এই নেশায় ডুবিয়ে রেখেছে তারা । এর মাধ্যমে আপনার মূল্যবান সময়, টাকা পয়সা আর ধর্ম কেড়ে নিয়ে ওরা আপনাকে ওদের হাতের পুতুল বানিয়েছে। ভাই এই ব্যাপারে ভাবার কি আপনার একটু সময় হবে প্লিজ...

- সুমন আহমাদ

আরব বিশ্বের একজন ইসলামিক স্কলার আইদ্ব আল করনি (للشيخ عائض القرني) তার এক স্পীচে বলেন, আমাকে যদি পঞ্চাশ বছরের অভিজ্ঞতালব্...
04/06/2024

আরব বিশ্বের একজন ইসলামিক স্কলার আইদ্ব আল করনি (للشيخ عائض القرني) তার এক স্পীচে বলেন, আমাকে যদি পঞ্চাশ বছরের অভিজ্ঞতালব্ধ উপদেশ করতে বলা হয় তাহলে আমি এই চারটি বাক্য বলব, আরোও পঞ্চাশ বছর পর আবারোও আমার কাছে যদি উপদেশ চাওয়া হয় তাহলেও আমি এই চারটি বাক্যই বলবো।

১. লা তাহযান
২. লা তাখাফ
৩. লা তাগদাব
৪. লা তাসখাত

ব্যাখ্যা :
[১] লা তাহযান। (لَا تَحْزَنْ)
অতীত নিয়ে কখনো হতাশ হবেন না। অতীতকে দাফন করে ফেলতে হবে চিরতরে। ডিলিট করে ফেলতে হবে মেমোরি থেকে।

[২] লা তাখাফ। (لا تخاف)
ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যস্ত করে দিতে হবে মালিকের উপর। তাওয়াক্কুল করে নিতে হবে আরো সুদৃঢ়, আরো মজবুত।

[৩] লা তাগদ্বাব। (لا تـغـضـب)
জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত অনেক বিষয়ের সম্মুখীন হতে হবে আপনাকে। কখনো রাগ করবেন না।

[৪] লা তাসখাত। (لا تســخط)
আল্লাহর কোনো ভাগ্য সংক্রান্ত ফয়সালাকে অবহেলা করবেন না কখনো। মাথা পেতে সন্তুষ্টচিত্তে মেনে নেয়ার মধ্যেই রয়েছে সফলতা।

(collected)

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jiner-biya.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Mirpur

Show All