Mahinur Naba

Mahinur Naba Stay tuned with me guys!!! for more follow me on Instagram: mahinur_naba

জনাব টিপু সুলতান, যার নাম বর্তমানে কিছু দিন থেকে সামাজিক মাধ্যমে  আসছে। বই বিক্রি করেই তার পরিবার চলে। আজ তাকে নিয়ে যারা...
15/02/2024

জনাব টিপু সুলতান, যার নাম বর্তমানে কিছু দিন থেকে সামাজিক মাধ্যমে আসছে।
বই বিক্রি করেই তার পরিবার চলে। আজ তাকে নিয়ে যারা ট্রল করছেন তাদেরকে বলছি, ১টি বই হকারি করে বিক্রি করতে আপনার কতটুকু শ্রমের প্রয়োজন হবে সেটা বাইরের দুনিয়ায় না বের হলে বুঝবেন না।

উল্লেখ্য, তিনি হয়তো তার মার্কেটিং পদ্ধতিতে কিছু ভুলভাল করেন এবং কিছুটা অগ্রহনযোগ্য ও বটে।

তিনি যেভাবে তার বইয়ের মার্কেটিং করেন তা কেবলই তার টেকনিক মাত্র। তার বাস্তব জীবনের গল্প আমরা অনেকেই জানিনা।
সুতরাং, কারও পেটে লাথি দেওয়ার আগে তার ভবিষ্যৎ ভাবনা বিবেচনা করা উচিৎ বলে আমি মনে করি।

© মেজবাহ উদ্দিন

04/11/2023

Ki Jala Diye Gela More || Cover by Mahinur Naba ||

Pardon my mistakes & enjoy the song!!!🫶🏻🌸

Habib Wahid প্রায় আমাদের সব বাঙালিরই specially বাংলাদেশিদের favorite singer❤️Habib Wahid ভাইয়ার গানগুলোর মধ্যে আপনার স...
13/10/2023

Habib Wahid প্রায় আমাদের সব বাঙালিরই specially বাংলাদেশিদের favorite singer❤️
Habib Wahid ভাইয়ার গানগুলোর মধ্যে আপনার সবচেয়ে পছন্দের, প্রিয় গান কোনটা? আর কোন গানটার নেক্সট কভার দিবো, কমেন্ট জানিয়ে দিও👇🏻

Pic:Collected

22/09/2023

Hey peeps, I'm back!!!🙋🏼‍♀️
Gonna upload some new songs soon!!!
Which song should I cover next???
Lemme know in the comment section 👇🏻

04/07/2023

Hey peeps!!! My hsc exam is knocking at the door and I gotta focus. This page is closed for now.....

"কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগমুছে যাবে অমলের নামটাএকটা কবিতা তার হলো না কোথাও ছাপাপেল না সে প্রতিভার দামটা"©️
06/02/2023

"কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলো না কোথাও ছাপা
পেল না সে প্রতিভার দামটা"
©️

03/12/2022

আমিও কিন্তু আছি এখানে 👀🤭❤️

03/08/2022

Srotoshinni - E N C O R E || Cover By Mahinur Naba
Hello guys this is my second cover song, hope you will love it.
Pardon my mistakes and if you love the video do like, comment and share and stay stuned with me.


16/07/2022

Amar Dehokhan - Odd Signature || Cover By Mahinur Naba
Hello guys this is my first cover song, hope you will love it.
Pardon my mistakes and if you love the video do like, comment and share and stay stuned with me.


14/07/2022

Assalamualaikum,
Hello everyone!!! I'm going to upload my first cover song very soon InShaAllah.Sooo stay tuned with me💁🏼‍♀️💝

05/04/2022

"পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে" কথাটা এই দেশের শিক্ষার প্রেক্ষাপটে আমার মনে হয়না আর মানানসই।
এই দেশে পরিশ্রমের মূল্যটা খুব কম, শক্তি আর সামর্থ্যের মূল্য বেশি। স্কুলে ভর্তি হইতেই শিখানো হয়, পড়াশুনা না করলে সবাই খারাপ বলবে, ক্লাস ফাইভ খুব সুন্দর করে সহজে পাশ করে আসতে আসতে ৬টা সাধারণ সাব্জেক্ট ভাগ হয়ে ১১/১২টা সাব্জেক্টে বদলে যায়। গাধার মতন সব পড়ো। "সবাই পড়তেসে, সবাই পড়ে আসছে, তুমি কেন পারবা না, তুমি একা এমন কি?" কথাটা কম বেশি সবাই শুনি এখন প্রতিদিন। সেখান থেকে হয়তো শুরু। সবাই পারলে কেন আমাকে ওই জিনিস টা পারতে হবে? আমিও তো এমন অনেক কিছু পারি যা অন্যরা পারছেনা। যে যতটুক পারে তাতে ক্ষতি কোথায়? ৯-১০ এ উঠতেই ১১/১২ সাবজেক্ট ভাগ হয় এইবার ৩টা বিভাগে। খুব কম মানুষ ই ইচ্ছা নিয়ে এই বিভাগ বাছাই করতে পারে। বাকিদের দুইটা অপশন, ১। বাসায় বলেছে ২। ক্লাস ৮ এর সামান্য পরীক্ষায় যোগ্যতা না থাকলে তুমি তোমাকে কর্তৃপক্ষ যা বলবে তাই পড়তে হবে।

এবার আসি, কলেজের অর্থাৎ ১১-১২ শ্রেণিতে গিয়ে হুট করে গোটা প্রতিষ্ঠান চেঞ্জ হয়ে যায়।এই পর্যায়েও বিভাগের আরেক দফা পরিবর্তন হয়। 'প্রচুর পড়তে হবে, এইচএসসি তে এ+ না পাইলে জীবনে আর কিছুই করতে পারবানা' কোনোমতে হয়তো এই পর্বটাও সেরে যায়। ওইযে সবাই পারছে আমাকেও জোর করে পারতে হবে।

এখন আসে এডমিশন। এই পর্যায়ে অর্ধেক সংখ্যক নিজ ইচ্ছায় দিক বাছাই করে নেয়, আরেক পক্ষ ওইযে, আব্বু আম্মু বলছে। নাহ আলহামদুলিল্লাহ, আমার আব্বু আম্মু শুধু বলেছে যা পড়, মন দিয়ে পড়।
এডমিশনের পর্যায়টা অদ্ভুত। একদিকে বলে তোমার গত ১২বছরের পড়াশুনার একিটা রিভিউ হচ্ছে এই ভর্তি পরীক্ষা। অন্যদিকে গিয়ে প্রস্তুতি নিতে গিয়ে শুনি, এটা এতদিন এভাবে পড়েছ এখন এটা ভূল, এতদিন ওভাবে পড়েছ, এইভাবে প্রশ্ন আসেনা। ঠিকাছে মানলাম। সব মানলাম কিন্তু এতক্ষন পর্যন্ত আমাদের কথা কয়জন মানলো?কয়জন ই বা ভাবলো?
ভর্তি পরীক্ষা যদি ১২বছরের শিক্ষা এর উপর নির্ভর করে তবে শিক্ষা টা এতদিন কেও দেয়নি কেন? সবাই শুধু বলেছে, ও ভালো রেজাল্ট করেছে, তুমিও করো, ও পেরেছে, তুমি পারোনা। কম্পিটিশন করো। ওহ ভর্তি পরীক্ষা তো এখন আর পরীক্ষা নেই, ভর্তি যুদ্ধ একটা। যুদ্ধ ই মনে হয়।
পড়াশুনা বা চান্স পাওয়ার যুদ্ধ না। নিজের মনের সাথে যুদ্ধ করছি, প্রতিটা দিন। আর এই যুদ্ধে কোনদিন হেরে যাই, কোনদিন জিতে যাই। আসল যুদ্ধে জিততে পারবো কি না জানিনা। আল্লাহ ভালো জানেন। আমি শুধু জানি যে, এই দেশের শিক্ষা ব্যবস্থা কোনো ব্যবস্থা না। এইটা কেবল ই একটা যুদ্ধ। আর এই যুদ্ধে সব শিক্ষার্থীদের নিহত হওয়া ছাড়া আর পথ আছে কি?
#সংগৃহীত

02/02/2022

সদকার জন্য কিছু সুন্দর টিপসঃ

১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।

২. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন।

৩. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।

৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।

৫. বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন৷ একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে।

৬. আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো।

৭. আপনার বাড়ির আশপাশে যদি কোন নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।

৮. কোন মসজিদে কোরআন শরীফ দিন, যে কোন ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য

১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।

৯. আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।

১০. আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন।

১১. অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা।

১২. ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।

১৩. কাউকে এক অক্ষর হলেও দীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে।

১৪. সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দীন শিক্ষা দিতে থাকবে, হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে, গাছ থেকে মানুষ অক্সিজেন এবং খাবার পাবে, পান করার পানি পান করতে পারবে আপনার ব্যবস্থা করে দেয়া পানির উৎস থেকে। এসকল কিছু সদকায়ে জারিয়া। এগুলো মৃত্যুর পরেও আপনাকে পরকালের জন্য ধনী করতে থাকবে।

১৫. সন্তানদের উত্তম সন্তান হিসেবে গড়ে তুলুন। দীন এবং মানবতা শিক্ষা দিন। এদের দোয়া কবর পর্যন্ত পৌঁছাবে, আপনার থেকে প্রাপ্ত শিক্ষা এদের সঠিক মানুষ হতে সাহায্য করবে।

১৬. এই সদকার পন্থা গুলো মানুষের সাথে শেয়ার করুন, তাদের শিক্ষা দিন। এটিও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত।

যিনি লিখেছেন,,, ও যিনি পোস্ট টা মানুষের কাছে পৌছে দিচ্ছেন আল্লাহ তাকে দুনিয়াতে ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন..আমিন

27/01/2022

পড়ে নিন
আল্লাহুম্মাগফিরলি

আস্তাগফিরুল্লাহ

আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি

আস্তাগফিরুল্লাহাল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।

যাক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শেষ।
আশা রাখি আল্লাহ মাফ করে দিবেন ইন শা আল্লাহ।

আল্লাহকে একটু স্মরণ করা যাক এবার

♦সুবহানআল্লাহ

♦আলহামদুলিল্লাহ

♦আল্লাহু আকবর

#লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)~

তাজবী তো পড়লেন এবার নেকির বস্তাটা নিয়ে যান।

#আল্লাহুম্মাগফির ওয়ালিল মু'মিনিনা ওয়াল মুমিনাত

💜আলহামদুলিল্লাহ💜

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ

পেয়ে গেলেন তো বিশ লাখ নেকি
আলহামদুলিল্লাহ

জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু

এখন থেকে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে

খুশি হয়ে একবার তো বলতে পারেন আলহামদুলিল্লাহ

আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ

নিচে যান.....

এবার পড়েন

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ

যখন উঠে দাঁড়াবেন তখন পড়বেন........

❤️লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

❤️লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

বসে থাকলে পড়বেন....

❤️লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

❤️লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

হাঁটার সময় পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

বিছানায় শুয়ে পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

১০ বার পড়া হয়ে গেল। আলহামদুলিল্লাহ।

01/01/2022

নতুন বছরে শুরু হোক,নতুন এক পথ চলার গল্প। শুরু হোক জীবনের নতুন এক অধ্যায়। পুরনো সেই সব স্মৃতি মুছে যাক যা ভুলে গিয়ে সামনে এগিয়ে চলাই ভালো।আর আগলে থাক সেই সব স্মৃতি যা প্রতি মূহুর্তে হবে তোমার পথ চলার শক্তি। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা ❤️❤️❤️

30/12/2021

আলহামদুলিল্লাহ্ আপনাদের সবার দোয়ায় আমি নাবা এস এস সি তে GPA-5.00 পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আরো ভালো ফলাফল করতে পারি।

23/12/2021

একটি শিক্ষামূলক পোস্ট ::

১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।

২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।

৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।

৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।

৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।

৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।

৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।

৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।

৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।

১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।

১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।

১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।

১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।

১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।

১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।

১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।

১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।

১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।

১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।

২০. ছোট-বড় সবার সাথে মাধুর্য্যপূর্ণ আচরন করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন।

২১. বন্ধুত্বের মধ্যে ঝগড়া-বিবাদ হলে তার দোষ রটনা করবেন না।

২২. কাউকে খোঁটা দিবেন না।

২৩. কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না।

২৪. ছোট-বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না।

২৫. যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলু বনে মুক্তা ছড়াবেন না।

ধৈর্য্য সহকারে অত্যন্ত মনোযোগের সাথে প্রতিটি অক্ষর পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।💛

20/12/2021

I'll forever be the girl who says-
"It's ok, I understand"
even when my heart is literally shattering💔🙂

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Mahinur Naba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahinur Naba:

Videos

Share