01/07/2024
সতর্কতা: সবার সামনে এতগুলো মানুষের নির্মম মৃত্যু কেউ কিছু করতে পারল না শেয়ার করে সবাইকে সতর্ক করুন! বর্ষায় পাহাড়ে গেলে বৃষ্টিপাত হলে ছড়া, খাল বা খুমে নামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। ..........
ভারতের মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার ভুসিবাঁধ। রবিবার সেখানেই বেড়াতে গিয়েছিল পুনের সায়েদ নগরের আনসারি পরিবার। দুপুর ১.৩০ টার সময় বাঁধে পানি কম থাকায় নিচে নামে পরিবারটি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে হড়কা বানে দানবীয় আকার ধারণ ওই বাঁধের স্রোত। দূর্ভাগ্যবশত বাঁধের মাঝখানে আটকে পড়েন একই পরিবারের ৫ জন। একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও প্রবল জলের তোড়ে মুহূর্তের মধ্যেই ভেসে যান তাঁরা। আশেপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও কেউ কিছুই করে উঠতে পারেনি। পরে ২ জনের লাশ উদ্ধার করা গেলেও অন্যরা এখনো নিখোঁজ।