Moulvibazar Govt. Technical School And College - MTSC

Moulvibazar Govt. Technical School And College - MTSC �Welcome to Maulvi Bazar Technical School and College�

আপনি জানেন কি? বোতলের নিচে ত্রিকোণ চিহ্নটা কেন থাকে?কিন্তু, আমারা না বুঝেই দিনের পর দিন এই সব প্লাস্টিকের বোতল ব্যবহার ক...
06/12/2020

আপনি জানেন কি? বোতলের নিচে ত্রিকোণ চিহ্নটা কেন থাকে?
কিন্তু, আমারা না বুঝেই দিনের পর দিন এই সব প্লাস্টিকের বোতল ব্যবহার করে থাকি। অনেকে তো বাচ্চার দুধ ভর্তি প্লাস্টিকের ফিডিং বোতলটাই গরম করে বসেন। প্লাস্টিক বোতলের এমন যথেচ্ছ ব্যবহার আদোও কি স্বাস্থ্যকর? এ বিষয়ে বাচবিচার আমরা করি না। তাই প্লাস্টিক বোতলের তলায় থাকা ত্রিকোণ চিহ্নের মানেটা বুঝে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে নিমেষে।
প্লাস্টিকের বোতলের নিচের চিহ্ন
১. ত্রিকোণ চিহ্ন— এটা আসলে প্লাস্টিক বোতলের চারিত্রিক ইনডেক্স। এই চিহ্নটা থাকলে বোঝা যায় বোতলটি বিধিসম্মতভাবে তৈরি। কিন্তু, বোতলটা ব্যবহারের কতটা নির্ভরযোগ্য বা কী ধরনের জিনিস তাতে রাখা যাবে, তা ত্রিকোণ চিহ্নের মধ্যে থাকা সংখ্যা দ্বারা বোঝা যায়।
২. ত্রিকোণের মাঝে ১ সংখ্যা থাকলে— এর মানে বোতলটি একবারই মাত্র ব্যবহার করা যাবে এবং বোতলটিতে পলিথিলিন টেরেপথ্যালেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এই ধরনের বোতল বহুব্যবহারে স্বাস্থ্যের পক্ষে হানিকারক।
৩. ত্রিকোণের মধ্যে ২ সংখ্যা থাকলে— এই ধরনের প্লাস্টিক বোতলে ঘন পলিথিন ব্যবহার করা হয়েছে। মূলত শ্যাম্পু বা ডিটারজেন্ট রাখার ক্ষেত্রে এই ধরনের বোতল ব্যবহার হয়।
৪. ত্রিকোণের মধ্যে ৩ সংখ্যা থাকলে— এই ধরনের বোতল বেশি ব্যবহার করা উচিত নয়। কারণ, এই বোতল তৈরি হয় ‘পলিভিনাইল ক্লোরাইড’ বা ‘পিভিসি’ থেকে। এতে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। ‘পিনাট বাটার’ রাখতে এই বোতল ব্যবহার করা হয়।
৫. ত্রিকোণের মধ্যে ৪ সংখ্যা থাকলে— এই ধরনের প্লাস্টিক বহু ব্যবহারের উপযোগী। বিশেষ করে, প্লাস্টিকের প্যাকেটে এই চিহ্ন প্রচুর দেখা যায়। খুব দামি বোতলে এই চিহ্ন থাকে।
৬. ত্রিকোণের মধ্যে ৫ সংখ্যা থাকলে— এই ধরনের প্লাস্টিক একদম নিরাপদ এবং ব্যবহারের যোগ্য। আইক্রিম কাপ বা সিরাপের বোতল অথবা খাবারের কন্টেনারে এই ধরনের চিহ্ন দেখা যায়।
৭. ত্রিকোণের মধ্যে ৬ অথবা ৭ সংখ্যা থাকলে— প্লাস্টিকের রেড কার্ড বলা হয় একে। এই ধরনের প্লাস্টিক মারাত্মক রকমের ক্ষতিকারক। কারণ এই ধরনের প্লাস্টিক তৈরি হয় পলিস্টিরিন এবং পলিকার্বনেট বিসফেনল-এ। এটা মানুষের মধ্যে হরমোন সমস্যা তৈরি করে। ক্রমাগত এই ধরনের প্লাস্টিকের ব্যবহার ক্যানসারের প্রবণতা বাড়ায়।

কি ফিকশন মনে হচ্ছে?নাহ এটা বাস্তব এবং এটি একটি ট্রাকটর এটি Artificial Intelligence এর মাধ্যমে এবং 5G Technology ব্যবহার ...
27/11/2020

কি ফিকশন মনে হচ্ছে?
নাহ এটা বাস্তব এবং এটি একটি ট্রাকটর এটি Artificial Intelligence এর মাধ্যমে এবং 5G Technology ব্যবহার করে Self-driving মুড এ ব্যবহার করার জন্য তৈরী করেছে চীন। এটি পুরোপুরি Driverless একটি ট্রাকটর!
এটি তারা ইতিমধ্যে নানা Farming Project এ ব্যবহার করছে কোন রকম ঝামেলা ছাড়া। সব চেয়ে ভালো বিষয় হলো যে এটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ দিয়ে চলবে।

📛স্বাগতম মৌলবি বাজার টেকনিক্যাল স্কুল ও কলেজে📛এই কলেজ কেম্পাসটি পাহাড়ের উপর মনোরম পরিবেশে অবস্থিত।⭕১৯৬৫ সাল থেকে মৌলবি ব...
02/11/2020

📛স্বাগতম মৌলবি বাজার টেকনিক্যাল স্কুল ও কলেজে📛
এই কলেজ কেম্পাসটি পাহাড়ের উপর মনোরম পরিবেশে অবস্থিত।
⭕১৯৬৫ সাল থেকে মৌলবি বাজার টিএসসি এর কার্যক্রম শুরু হয়।
⭕২০১৬ সাল থেকে উক্ত টিএসসিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চালু হয়।
🔹সর্বমোট ৩ টি টেকনোলজি চালু আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য।
◾ইলেক্ট্রিক্যাল (৫০ টি সিট)
◾মেকানিক্যাল (৫০ টি সিট)
◾হসপিটালিটি এন্ড টুরিজম (৫০ টি সিট)
⭕এছারাও নবম-দশ্বম(ভোকেশনাল) ও এইচএসসি(ভোকেশনাল) ও বিভিন্ন ট্রেড কোর্স চালু আছে।
⭕উক্ত টিএসসিতে নিজস্ব কার রয়েছে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য।
🔴২০১৫ সালের হিসাব অনুযায়ী উক্ত টিএসসিতে টি ১৪ তম র‍্যাংকিং এ আছে,দেশের সকল টিএসসির মধ্যে।(যা প্রতি ৫বছর পর পর প্রকাশ হয়)
⭕উক্ত কলেজের প্রতিটি ডিপার্টমেন্ট ও ল্যাব আলাদা আলাদা স্থানে অবস্থিত,এবং ক্যাম্পাসের ভিতরে নিজস্ব মসজিদ রয়েছে,একটি শহিদ মিনার, কলেজটির ২টি গেইট আছে,একটি মেইন গেইট ও অন্যটি পকেট গেইট,তাছাড়াও সুবিশাল মাঠ তো আছে !!
🔵মৌলবি বাজার টিএসসির ঠিকানাঃ
বরবাড়ি,সোনাপুর রোড,মৌলবি বাজার।
🔹মৌলবি বাজার সদর থেকে ২কি.মি দূরে অবস্থিত।
----------------ধন্যবাদ-------------

কলেজের নিজস্ব প্রশিক্ষণ কার👌
19/10/2020

কলেজের নিজস্ব প্রশিক্ষণ কার👌

পাহাড়ের উপর মনোরম পরিবেশে অবস্থিত এই কলেজ ক্যাম্পাস টি!
10/10/2020

পাহাড়ের উপর মনোরম পরিবেশে অবস্থিত এই কলেজ ক্যাম্পাস টি!

Address

Borobari, Sunapur Road
Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moulvibazar Govt. Technical School And College - MTSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share