নিরাপদ যানবাহন চাই - নিযাচা, মৌলভীবাজার জেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • নিরাপদ যানবাহন চাই - নিযাচা, মৌলভীবাজার জেলা শাখা

নিরাপদ যানবাহন চাই - নিযাচা, মৌলভীবাজার জেলা শাখা নিরাপদ গাড়িতে চলবো, নিরাপদে বাড়িতে ফিরবো।
(1)

28/07/2023

মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটো রিকশা, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং-২৩৫৯ এর অন্তর্ভুক্ত রাজনগর উপজেলা শাখার আওতাধীন রাজনগর সদরের দ্বি-বার্ষিক নির্বাচনের পর্যবেক্ষণে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং ২৩৫৯ এর সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, প্রধান নির্বাচন কমিশনার কারী মোঃ সামছুল হক, নিরাপদ যানবাহন চাই নিযাচা'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি,নির্বাচন সদস্য সচিব ও
রাজনগর উপজেলা সিএনজি শ্রমিকের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটো রিকশা, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং-২৩৫৯ এর অন্তর্ভুক্ত রাজনগর উপজেলা ...
28/07/2023

মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটো রিকশা, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং-২৩৫৯ এর অন্তর্ভুক্ত রাজনগর উপজেলা শাখার আওতাধীন রাজনগর সদরের দ্বি-বার্ষিক নির্বাচনের পর্যবেক্ষণে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং ২৩৫৯ এর সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, প্রধান নির্বাচন কমিশনার কারী মোঃ সামছুল হক, নিরাপদ যানবাহন চাই নিযাচা'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি,নির্বাচন সদস্য সচিব ও
রাজনগর উপজেলা সিএনজি শ্রমিকের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

17/07/2023

📢একটি মানবিক আবেদন 📜

👨রোগীর সমস্যাঃসিজার
🩸রক্তের গ্রুপঃ B+
💉রক্তের পরিমাণঃ ১ব্যাগ
🏥রক্তদানের স্থানঃ হবিগঞ্জ (সদর হাসপাতাল)
⌚রক্তদানের সময়ঃ দুপুর ২ টা।
🔴 হিমোগ্লোবিনঃ
📱যোগাযোগঃ 01771290419

নিজে ব্লাড দিতে না পারলেও পোস্টটা শেয়ার করে ডোনার পেতে সহযোগিতা করুন ইনশাআল্লাহ।

নিরাপদ গাড়িতে চলবো, নিরাপদে বাড়িতে ফিরবো।
16/07/2023

নিরাপদ গাড়িতে চলবো, নিরাপদে বাড়িতে ফিরবো।

মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারের সন্নিকট বরাকেরপুল নামক স্হানে কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটে।
01/07/2023

মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারের সন্নিকট বরাকেরপুল নামক স্হানে কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটে।

হাজার হাজার মুসল্লীদের নিয়ে মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র.)...
29/06/2023

হাজার হাজার মুসল্লীদের নিয়ে মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত

মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র.) টাউন ঈদগাহ মাঠে এবছরও পবিত্র ঈদুল আযহার প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রথম জামাত হয়েছে সকাল ৬.৩০ ঘটিকায় । দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭.৩০ ঘটিকায় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮.৩০ ঘটিকায় ।

প্রথম জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের (কোর্ট মসজিদ) পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা শামসুল হক। সানি ইমাম হিসেবে থাকেন দর্জির মহল জামে মসজিদের ইমাম মাওলানা হাম্মাদ বিল্লাহ।

দ্বিতীয় জামাতে ইমামতি করেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুর রহমান। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন উত্তর কলিমাবাদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. মকবুল হোসাইন খান।

তৃতীয় জামাতে ইমামতি করেন পূর্ব ধরকাপন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা হিফজুর রহমান ফুয়াদ।
সানী ইমাম হিসাবে সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন পশ্চিম ধরকাপন জামে মসজিদের (মসজিদে আয়শা) খতিব মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে "নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখা"র পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক।
27/06/2023

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে "নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখা"র পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং ২৩৫৯ এর অন্তর্ভুক্ত চৌমুহনা টু একাটুনা শ্রম...
25/06/2023

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং ২৩৫৯ এর অন্তর্ভুক্ত চৌমুহনা টু একাটুনা শ্রমিক পরিচালনা কমিটির পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ ও চালকদের সচেতনতা মূলক আলোচনা সভায়...

25/06/2023

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং ২৩৫৯ এর অন্তর্ভুক্ত চৌমুহনা টু একাটুনা ইউনিট কমিটির নগদ অর্থ বিতরণ ও চালকদের সচেতনতা মূলক আলোচনা সভা..

নিরাপদ যানবাহন নিশ্চিত করার লক্ষে, নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখায় সদস্য সংগ্রহ চলছে।
17/06/2023

নিরাপদ যানবাহন নিশ্চিত করার লক্ষে, নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখায় সদস্য সংগ্রহ চলছে।

আজ ১৪ জুন ২০২৩ , এখানে সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি ব্লকের ১৪ নম্বর সড়কের কিছু স্থিরচিত্র (দুপুর ১২ টা)।  সামান্য বৃ...
14/06/2023

আজ ১৪ জুন ২০২৩ , এখানে সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি ব্লকের ১৪ নম্বর সড়কের কিছু স্থিরচিত্র (দুপুর ১২ টা)। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা এখানে একটা সাধারণ ব্যাপার। প্রতিশ্রুতি দিতে মাস্টার জনপ্রতিনিধিদের সমুচিত জবাব দেবার এটাই মোক্ষম সময়।
জলাবদ্ধতা নিরসনে তারা কী করবেন তা পরিষ্কার জানতে হবে।

নিরাপদ যানবাহন চাই নিযাচা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এ্যাডভোকেট সাফেউল ইসলাম রিপন  নিযাচা’র  কেন্দ্রীয় কম...
13/06/2023

নিরাপদ যানবাহন চাই নিযাচা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এ্যাডভোকেট সাফেউল ইসলাম রিপন নিযাচা’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক -২ পদে ১০ জুন ২০২৩ খ্রি. তারিখ হতে নিযাচা’র সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে অন্তর্ভুক্ত করা হয়।

নবনির্বাচিত আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সাফেউল ইসলাম রিপনকে অভিনন্দন ও শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে,
নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখা।

09/06/2023

মৌলভীবাজার জেলা অটো টেম্পু, বেবি, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট: ২৩৫৯ এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার আওতাধীন ভানুগাছ রোড সিএনজি গ্রুপ পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন চলছে...

সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক তৃতীয় মাত্রায় ও মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম. মুসলিম চৌধুরী ভাইকে অশেষ ধন্যবাদ।  বৃহস্পতিব...
07/06/2023

সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক তৃতীয় মাত্রায় ও মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম. মুসলিম চৌধুরী ভাইকে অশেষ ধন্যবাদ।

বৃহস্পতিবার ০৮ জুন -২০২৩ “দৈনিক তৃতীয় মাত্রা” ৩য় পাতায় ই-পেপার পড়তে এখানে ক্লিক করুন... https://etritiyamatra.com/2023/06/08/index.php

সংবাদ প্রকাশ করায় সুরমার ভিউ ২৪ ও প্রতিনিধিকে অশেষ ধন্যবাদ।  https://surmaview24.com/2023/06/07/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6...
07/06/2023

সংবাদ প্রকাশ করায় সুরমার ভিউ ২৪ ও প্রতিনিধিকে অশেষ ধন্যবাদ।

https://surmaview24.com/2023/06/07/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f/?fbclid=IwAR0hzZhYeA7XCHm5RSHF4Og1nuEpOpygCtyx9VV4kdkKlQnBUrElGc0vQxU

নিজস্ব প্রতিবেদক:-  নিরাপদ যানবাহন চাই নিযাচা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার...

সংবাদ প্রকাশ করায় দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকা ও প্রতিনিধিকে অশেষ ধন্যবাদ।  https://dailybangladeshmedia.com/%e0%a6%a8%...
07/06/2023

সংবাদ প্রকাশ করায় দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকা ও প্রতিনিধিকে অশেষ ধন্যবাদ।

https://dailybangladeshmedia.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f/?fbclid=IwAR15iFSvJd1pur-rRCcVo0VQ2iOUgaQXDdTC1PU3MGo2IgiMeFbWMYgbZaA

নিরাপদ যানবাহন চাই নিযাচা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে কেন্দ্রীয় সিদ্ধান্ত ম.....

সংবাদ প্রকাশ করায় দীপ্ত নিউজ পত্রিকা ও প্রতিনিধিকে অশেষ ধন্যবাদ। https://www.diptonews.com/2023/06/07/%E0%A6%A8%E0%A6%BF...
07/06/2023

সংবাদ প্রকাশ করায় দীপ্ত নিউজ পত্রিকা ও প্রতিনিধিকে অশেষ ধন্যবাদ।

https://www.diptonews.com/2023/06/07/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F/?fbclid=IwAR2BjD3aqpJ-fqCqvuYJ1I_smCn4KvlpHX3Kbx_U-hPKpT8mssCSrGhF1CE

নিজস্ব প্রতিবেদক।।নিরাপদ যানবাহন চাই নিযাচা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে কেন্...

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নিযাচা'র   কে...
07/06/2023

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নিযাচা'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভুক্ত করার সংবাদ প্রকাশ করায় কতৃপক্ষকে ধন্যবাদ।

ষ্টাফ রিপোর্টার: নিরাপদ যানবাহন চাই (নিযাচা) ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো: রুহুল আলম রনি-কে নিযাচা....

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নিযাচা'র   কে...
07/06/2023

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নিযাচা'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভুক্ত করার সংবাদ প্রকাশ করায় কতৃপক্ষকে ধন্যবাদ।

ষ্টাফ রিপোর্টার: নিরাপদ যানবাহন চাই (নিযাচা) ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো: রুহুল আলম রনি-কে নিযাচা....

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নিযাচা'র   কে...
07/06/2023

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নিযাচা'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভুক্ত করার সংবাদ প্রকাশ করায় কতৃপক্ষকে ধন্যবাদ।

ষ্টাফ রিপোর্টার: নিরাপদ যানবাহন চাই (নিযাচা) ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো: রুহুল আলম রনি-কে নিযাচা....

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নিযাচা'র কেন্...
07/06/2023

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নিযাচা'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভুক্ত করার সংবাদ প্রকাশ করায় পত্রিকাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি

মৌলভীবাজার: নিরাপদ যানবাহন চাই (নিযাচা) ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. রুহুল আলম রনিকে...

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নিযাচা'র   কে...
07/06/2023

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নিযাচা'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভুক্ত করার সংবাদ প্রকাশ করায় পাতা কুঁড়ির দেশ পত্রিকারকে অশেষ ধন্যবাদ।

স্টাফ রিপোর্টার॥ নিরাপদ যানবাহন চাই (নিযাচা) ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে নিযাচ...

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নিযাচা'র   কে...
07/06/2023

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নিযাচা'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয় ।

নিরাপদ যানবাহন চাই নিযাচা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে নিযাচা’র কেন্দ্রীয় কম.....

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও নিরাপদ যানবাহন নিশ্চিত ক...
06/06/2023

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও নিরাপদ যানবাহন নিশ্চিত করা আমাদের কর্তব্য এই বার্তা নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

https://bartomankhobor.com/?p=4735&fbclid=IwAR1DMFwpHeVHBMyq8uSg9O3Y8IEttIvRuCAcjaJk7WUa0HSeoUMoChO4btM

বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার উ.....

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও নিরাপদ যানবাহন নিশ্চিত ক...
06/06/2023

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও নিরাপদ যানবাহন নিশ্চিত করা আমাদের কর্তব্য এই বার্তা নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

https://dailybangladeshmedia.com/%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%ad%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/?fbclid=IwAR1U3DlvX_6iy9jmsDv738W6X6Ixm_EaB9qMomGAbim3BxlhEridToSnvpI

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও নিরাপদ যানবাহন ন...

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ন...
06/06/2023

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি-কে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নিযাচা'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ৫ জুন ২০২৩ খ্রি. তারিখ হতে নিযাচা'র সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ।
06/06/2023

বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ।

মৌলভীবাজার প্রতিনিধি :বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৃক্ষ....

05/06/2023

মৌলভীবাজারে পরিবেশ দিবস উপলক্ষে নিরাপদ যানবাহন চাই'র বৃক্ষরোপণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও নিরাপদ যানবাহন নিশ্চিত করা আমাদের কর্তব্য এই বার্তা নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

সোমবার ৫ জুন সকাল ১১ টায় মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে নিরাপদ যানবাহন চাই নিযাচা'র সভাপতি মোঃ রুহুল আলম রনি'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ দেবনাথ, দৈনিক ইত্তেফাক প্রত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও হিউম্যান রাইট রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সালেহ আহমেদ সেলিম, শমসেরনগর সিএনজি শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি সুজা আহমেদ, নিযাচা মৌলভীবাজার জেলা শাখার কার্যনির্বাহী কমিটি সদস্য মামুনুর রহমান চৌধুরী মসু, নিযাচা কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি হিমান পুরকায়স্থ, অর্থ সম্পাদক সাদিয়া বেগম, মহিলা সম্পাদক শাকী বেগম, ইম্পেরিয়াল কলেজে শাখার সভাপতি অন্নি দে, সহ সাধারণ সম্পাদক রাহুল হাসান রাহী, নিযাচা'র জেলা শাখার সদস্য কাউসার আহমেদ আতিফ প্রমুখ।

নিযাচা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি জানান - নিরাপদ যানবাহন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা, সমাবেশ, প্রচার, প্রশিক্ষণ, লিফলেট, পোস্টার, ফেস্টুন, প্লেকার্ডের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, পথচারি ও যানবাহন চালকদেরকে সচেতনত করে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা, মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট পরিধানে সচেনতা সৃষ্টি, শিক্ষিত নতুন চালক তৈরি করা ছাড়াও, কেন্দ্রীয় নির্দেশানুযায়ী ফুটওভার ব্রিজ/আন্ডারপাস, জেব্রা ক্রসিং এবং অন্যান্য নিয়মকানুন মানতে পথচারীদের সচেতন করে তুলতে কাজ করে যাচ্ছে মৌলভীবাজার জেলা শাখা।

মৌলভীবাজারে পরিবেশ দিবস উপলক্ষে নিরাপদ যানবাহন চাই'র বৃক্ষরোপণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পর...
05/06/2023

মৌলভীবাজারে পরিবেশ দিবস উপলক্ষে নিরাপদ যানবাহন চাই'র বৃক্ষরোপণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও নিরাপদ যানবাহন নিশ্চিত করা আমাদের কর্তব্য এই বার্তা নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

সোমবার ৫ জুন সকাল ১১ টায় মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে নিরাপদ যানবাহন চাই নিযাচা'র সভাপতি মোঃ রুহুল আলম রনি'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ দেবনাথ, দৈনিক ইত্তেফাক প্রত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও হিউম্যান রাইট রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সালেহ আহমেদ সেলিম, শমসেরনগর সিএনজি শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি সুজা আহমেদ, নিযাচা মৌলভীবাজার জেলা শাখার কার্যনির্বাহী কমিটি সদস্য মামুনুর রহমান চৌধুরী মসু, নিযাচা কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি হিমান পুরকায়স্থ, অর্থ সম্পাদক সাদিয়া বেগম, মহিলা সম্পাদক শাকী বেগম, ইম্পেরিয়াল কলেজে শাখার সভাপতি অন্নি দে, সহ সাধারণ সম্পাদক রাহুল হাসান রাহী, নিযাচা'র জেলা শাখার সদস্য কাউসার আহমেদ আতিফ প্রমুখ।

নিযাচা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি জানান - নিরাপদ যানবাহন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা, সমাবেশ, প্রচার, প্রশিক্ষণ, লিফলেট, পোস্টার, ফেস্টুন, প্লেকার্ডের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, পথচারি ও যানবাহন চালকদেরকে সচেতনত করে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা, মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট পরিধানে সচেনতা সৃষ্টি, শিক্ষিত নতুন চালক তৈরি করা ছাড়াও, কেন্দ্রীয় নির্দেশানুযায়ী ফুটওভার ব্রিজ/আন্ডারপাস, জেব্রা ক্রসিং এবং অন্যান্য নিয়মকানুন মানতে পথচারীদের সচেতন করে তুলতে কাজ করে যাচ্ছে মৌলভীবাজার জেলা শাখা।

03/06/2023
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ...
02/06/2023

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে।

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের নিরাপদ যানবাহন চাই নিযাচা'র সভাপতি মিলি ও সাধারণ সম্পাদক পর্নাhttps://dailybangladeshmedi...
30/05/2023

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের নিরাপদ যানবাহন চাই নিযাচা'র সভাপতি মিলি ও সাধারণ সম্পাদক পর্না

https://dailybangladeshmedia.com/%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%ad%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be/?fbclid=IwAR2hpDvbR2aNd7DuxDX54cm-2v0i2xaDasBbQRz2GMYykv_jxQ0-NNmHHk4 #.ZHXnkIpDZPw

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখা কমিটির সদস্য মিলি দেবকে সভাপতি ও পর্না দাসকে সাধারণ সম্পাদক করে ....

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের নিরাপদ যানবাহন চাই নিযাচা'র সভাপতি মিলি ও সাধারণ সম্পাদক পর্নাhttps://surmaview24.com/202...
30/05/2023

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের নিরাপদ যানবাহন চাই নিযাচা'র সভাপতি মিলি ও সাধারণ সম্পাদক পর্না

https://surmaview24.com/2023/05/29/%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%ad%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be/?fbclid=IwAR32ppKf9Op1adKuBrsNLjG4al6-5N9EW_f7qYqVfQQpEsgwEFWFCrxWQKI

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ শাখার নিযাচা’র সভাপতি মিলি ও সম্পাদক পর্না

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের নিরাপদ যানবাহন চাই নিযাচা'র সভাপতি মিলি ও সাধারণ সম্পাদক পর্নাhttps://jugjugantor.com/202...
30/05/2023

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের নিরাপদ যানবাহন চাই নিযাচা'র সভাপতি মিলি ও সাধারণ সম্পাদক পর্না

https://jugjugantor.com/2023/05/30/%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%ad%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be/?fbclid=IwAR2spjLjRCP4lEsbILkfM1RVzCLEkW5n-xPTNCj64ZLQQYBKmz5mWlwo1VA

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের নিরাপদ যানবাহন চাই নিযাচা'র সভাপতি মিলি ও সাধারণ সম্পাদক পর্নাhttps://crimenews24.net/202...
30/05/2023

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের নিরাপদ যানবাহন চাই নিযাচা'র সভাপতি মিলি ও সাধারণ সম্পাদক পর্না

https://crimenews24.net/2023/05/29/%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%ad%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be/?fbclid=IwAR0bGLqNQ_SzvfmLA5G6hJ_vrIDnUwNohfDmAB5xWFqJdCAlLKuC_xREjLI

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখা কমিটির সদস্য মিলি দেবকে সভাপতি ও পর্না দাসকে সাধারণ সম্পাদক করে ....

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের নিরাপদ যানবাহন চাই নিযাচা'র সভাপতি মিলি ও সাধারণ সম্পাদক পর্নানিরাপদ যানবাহন চাই (নিযাচা)...
29/05/2023

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের নিরাপদ যানবাহন চাই নিযাচা'র সভাপতি মিলি ও সাধারণ সম্পাদক পর্না

নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখা কমিটির সদস্য মিলি দেবকে সভাপতি ও পর্না দাসকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট নিযাচা মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ শাখার অনুমোদন দিয়েছে জেলা শাখা কমিটি। ২৯ মে বুধবার নিযাচা জেলা শাখা কর্তৃক এ অনুমোদন দেয়া হয়। ১৩ সদস্যবিশিষ্ট নিযাচা মহিলা কলেজ শাখার অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সোনালী দেব, সহ সাধারণ সম্পাদক বৃষ্টি বেগম, সাংগঠনিক সম্পাদক জামিমা জাহান প্রিতি, দপ্তর সম্পাদক স্বর্না রাণী দেব, অর্থ সম্পাদক রাহিমা আক্তার সাখি, প্রচার সম্পাদক ঐশী দেব নাথ, মহিলা বিষয়ক সম্পাদকা বিদুষী পাল, সদস্যবৃন্দ : বৈশাখী বনিক, সুমাইয়া আক্তার, ইয়াসমিন আক্তার, রোহেনা আক্তার

নিযাচা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি জানান - নিরাপদ যানবাহন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা, সমাবেশ, প্রচার, প্রশিক্ষণ, লিফলেট, পোস্টার, ফেস্টুন, প্লেকার্ডের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, পথচারি ও যানবাহন চালকদেরকে সচেতনত করে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা, মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট পরিধানে সচেনতা সৃষ্টি, শিক্ষিত নতুন চালক তৈরি করা ছাড়াও, কেন্দ্রীয় নির্দেশানুযায়ী ফুটওভার ব্রিজ/আন্ডারপাস, জেব্রা ক্রসিং এবং অন্যান্য নিয়মকানুন মানতে পথচারীদের সচেতন করে তুলতে কাজ করে যাচ্ছে মৌলভীবাজার জেলা শাখা। নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখা কমিটির এক সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী (১)এক বছরের জন্য নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলার, মহিলা কলেজ শাখা এর নিম্নোক্ত আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

উল্লেখ্য- নিরাপদ যানবাহন চাই (নিযাচা) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত রেজিষ্টার অব জয়েন্ট স্টক কোম্পানীর নিবন্ধনকৃত (রেজিঃ নং- এস-১৩৭৮১/২০২২) একটি অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। নিযাচা তৃণমূল পর্যায় থেকে সারাদেশে নিরাপদ যানবাহন নিশ্চিত করার জন্য ‘নিরাপদ যানবাহন নিশ্চিত করা আমাদের কর্তব্য’ এ বার্তা নিয়ে ২০১৯ সালের ১ জানুয়ারী থেকে কাজ শুরু করে।

নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি 😊
25/05/2023

নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি 😊

মোটরসাইকেল দুর্ঘটনা এড়ানোর জন্য করণীয়মোটরসাইকেল দুর্ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে এর মধ্যে কিশোরদের সংখ্যা বেশি। মনঃসামাজিক...
22/05/2023

মোটরসাইকেল দুর্ঘটনা এড়ানোর জন্য করণীয়
মোটরসাইকেল দুর্ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে এর মধ্যে কিশোরদের সংখ্যা বেশি। মনঃসামাজিক বিজ্ঞানীরা মনে করেন খুব কম বয়সে বা কিশোর বয়সে এই বাহন সহজে হাতে পাওয়া, বন্ধুদের চাপ, কম বয়সের উচ্ছ্বাস, জীবনে প্রথম গাড়ি চালানোর উত্তেজনা, প্রতিযোগিতার মনোভাব, যত খুশি গতি বাড়ানোর সুযোগ ইত্যাদি কারণে মোটরসাইকেলের দুর্ঘটনা হয় বেশি।

দুর্ঘটনা এড়ানোর জন্য কিছু সতর্কতা :-

প্রথমত অভিভাবকদের উচিত কিশোর বয়সীদের মোটরসাইকেল ব্যবহার করতে না দেয়া। এছাড়া যারা মোটরসাইকেল নিয়ে বের হয়/হবে তাদের জন্য কিছু পরামর্শ

• মোটরসাইকেল নিয়ে বাইরে বের হবার আগে প্রতিবার সব কিছু ঠিকমতো কাজ করছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিন। চেইন, বেল্ট, ব্রেক ও শ্যাফট সবকিছু যথাযথ পরীক্ষা করে নিশ্চিত হন যে সব ঠিকমতো কাজ করছে কিনা।

• হেলমেট মাথাকে যে কোনো ধরনের দুর্ঘটনা হতে রক্ষা করে। তাই অবশ্যই বের হবার আগে হেলমেট সঙ্গে নিন। হেলমেট না থাকায় মোটর সাইকেল দ্বারা সংঘটিত অধিকাংশ দুর্ঘটনায় মৃত্যুই হয়ে থাকে।

• আবহাওয়া বিবেচনায় আনুন। খারাপ আবহাওয়াতে মোটরসাইকেল চালাবেন না, ভারী বৃষ্টিতে এটা ঝুঁকিপূর্ণ কেননা রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। এসময় টায়ার স্কিড করতে পারে।

• সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ের দিকে রাখা একটি অবশ্য পালনীয়। যেকোনো প্রকার অমনোযোগিতায় বাইক চালকের জন্য ক্ষতিকর এবং তা দুর্ঘটনা ঘটাতে পারে। মোটরসাইকেল চালানোর সময় কোনো কিছু চিন্তা করা খুবই খারাপ। গান শোনা কিংবা কারো সাথে ফোনে কথা বলা ইত্যাদি একবারেই বন্ধ করা উচিত।

• লেন পরিবর্তনের সময় অবশ্যই বাইকের ইন্ডিকেটর লাইট দিয়ে সঠিকভাবে সিগন্যাল দিতে হবে। বাইকের দুই পাশের আয়নায় (লুকিং গ্লাস) দেখতে হবে, বাকি লেনগুলোর গাড়িগুলো নিরাপদ দূরত্বে আছে কি না। এরপর ধীরে ধীরে কাঙ্খিত লেনে প্রবেশ করতে হবে।

• বাইকের জন্য ঘন ঘন লেন পরিবর্তন করা ঠিক নয়। কোনো যানবাহন, সামনে থেকে বায়ে মোড় নিলে দুর্ঘটনা বেশি হয়ে থাকে। সামনের একটা কার বা অন্য কোনো যানবাহন, না দেখেই বা স্পিড ভালভাবে না বুঝেই বাদিকে মোড় নিলে এবং চালক যদি আগে থেকে সতর্ক না থাকে তাহলে দুর্ঘটনা ঘটবে।

সর্বোপরি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পথ চলতে হবে।

সৌজন্যেঃ নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখা

Address

Maulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when নিরাপদ যানবাহন চাই - নিযাচা, মৌলভীবাজার জেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share