বড় মিয়া

বড়   মিয়া আসসালামু আলাইকুম

06/05/2024

আঁধারে ভয় পেওনা আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে💖🌺

04/05/2024

অসুখী মানুষ যখন ঘুমায় তখনও তার চেহারায় দুঃখ জেগে থাকে👍

17/02/2024

সবর করো,,,
তুমি আবারো কাঁদবে,,,
তবে!
দোয়া কবুল হওয়ার আনন্দে,,,
আর, শীঘ্রই তোমার রব এত বেশি দিবেন যে,
তুমি খুশি হয়ে যাবে,,,।।(সূরা: আদ দ্বোহা :৫)।।

বয়সের চেয়ে দায়িত্বের ভার বেশি😊
26/09/2023

বয়সের চেয়ে দায়িত্বের ভার বেশি😊

আগে যখন এই ছবিটা দেখেছিলাম.... এর পেছনের অর্থ বুঝিনি... দেখা যাচ্ছে যে বিড়ালটি একটি ছোট গর্ত থেকে একটি সাপের লেজ আটকে থ...
25/09/2023

আগে যখন এই ছবিটা দেখেছিলাম.... এর পেছনের অর্থ বুঝিনি...

দেখা যাচ্ছে যে বিড়ালটি একটি ছোট গর্ত থেকে একটি সাপের লেজ আটকে থাকতে দেখেছে এবং বিড়ালটি ভেবেছিল যে এটি একটি ইঁদুরের লেজ, তাই সে এটিকে টেনে টেনে তাড়িয়ে দিতে চেয়েছিল যতক্ষণ না এটি বেরিয়ে আসে...।

তখন আমি বুঝলাম যে... এই ছবিটি বিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী মার্কো মেলগ্রাতির কাজ,

তার পেইন্টিংয়ের অর্থ: "ঝুঁকি না জেনে আপনি কখনই জানেন না আপনি কার সাথে খেলছেন, কারণ আমরা আজকের গুণাবলী যেমন অজ্ঞতা, শো-অফ, কঠোর পরিশ্রম, দ্রুত সমাধান ইত্যাদিতে পরিপূর্ণ।"

আজকের দ্রুত এবং ব্যস্ত জীবনে আমরা যা দেখি তা সত্যের একটি ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র।

যদি আমরা অন্যদের স্বাস্থ্যের যন্ত্রণাকে ঘনিষ্ঠভাবে দেখি, তাদের জীবন অন্যের উপর বোঝা, আশার পিছনে ছুটছে, দিন গুনছে, উদযাপনের আনন্দ থেকে দূরে, মনোমুগ্ধকর এবং পেশাদারিত্ব থেকে দূরে ইত্যাদি ইত্যাদি।

আমরা কি করছি ?? আমরা স্বাস্থ্যের অবস্থাকে ইঁদুরের লেজ হিসাবে বিবেচনা করি এবং কখনই অনুমান করি না যে প্রাচীরের পিছনে আসল কোবরা।

তাই আপনার স্বাস্থ্যকে প্রাধান্য দিন।
আপনার স্বাস্থ্যের অবস্থাকে কখনই উপেক্ষা করবেন না।
কোবরার লেজকে ইঁদুরের লেজ ভেবে খেলা করবেন না।
অবশেষে, জীবন গুরুত্বপূর্ণ, তাই স্বাস্থ্য গুরুত্বপূর্ণ।

এই ছবিটি মনে রাখবেন: আপনি পুরো ছবিটি দেখতে পারবেন না। আপনি যদি পুরো চিত্রটি দেখতে পারেন তবে আপনি বুঝতে পারবেন যে আমরা যাকে ছোট মনে করি তা আসলে আমাদের চেয়ে অনেক বড়।

তাই আসুন আপনার স্বাস্থ্যের অবস্থার যত্ন নিন এবং সুস্থ থাকুন।
আশা করি এটি ভাগ করে আপনি সুস্থতার সচেতনতা তৈরি করতে সহায়তা করতে পারেন।

স্বাস্থ্য এই যুগের নতুন বিলাসিতা...

©

25/09/2023

ধাঁধা
কোন জিনিস গাছে সবুজ
দোখানে কালো
বাড়িতে লাল হয়?

30/08/2023

যে জাতি ১০ টাকা কেজি চাল খেতে চেয়েছিল।

সে জাতিই আজ ১৮ টাকা দামের বেনসন সিগারেট খায় !

29/08/2023
27/08/2023

আমি হারাই গেলেই সব সমস্যা শেষ 🥀

22/08/2023

ফ্যামিলির জন্য হাসিখুশি থাকা মানুষটা ও চুপ হয়ে যায়

03/08/2023

মানুষ চাইলেই পরিবর্তন হতে পারে সেই পরিবর্তনে অনেক বাঁধা আসবে কিন্তু বাঁধা এড়িয়ে যান, সফলতায় পৌঁছে যাবেন একদিন ইনশাআল্লাহ।

নিঃসন্দেহে শুক্রবার সপ্তাহের শেষ্ঠ দিন.....জুম্মা মোবারক ❤
19/05/2023

নিঃসন্দেহে শুক্রবার সপ্তাহের শেষ্ঠ দিন.....জুম্মা মোবারক ❤

01/05/2023

Off to England. Please pray for us.

বঙ্গবাজারের দোতলা, বিয়ের লেহেঙ্গার শোরুম। রমজানের শুরুতে চাকরিতে যোগ দেয় এগার বছরের রিপন। জোহরের নামাজ শেষে মহাজন গদিতে ...
06/04/2023

বঙ্গবাজারের দোতলা, বিয়ের লেহেঙ্গার শোরুম। রমজানের শুরুতে চাকরিতে যোগ দেয় এগার বছরের রিপন। জোহরের নামাজ শেষে মহাজন গদিতে এসে বসে। রিপন কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মহাজন বলে, কিছু কবি?

কাকা। ইদের পর বড় বোনের বিয়া। আমারে একটা লেহেঙ্গা দিবেন, রোজার মাসের বেতন, বোনাস কাইটা রাখার পর যেই টেকা বাকী থাকবো, হেই টেকা মাসে মাসে বেতন থিকা কাইটা নিয়েন।

মহাজন হাসে, কত দামেরটা নিবি?

ভালোটা। আমার বড় বইন। হের কোলে কইরা বড় হইছি। হেই বইন।

মাসে মাসে বেতন থিকা কাটতে হইবো না। তোর যেইডা ভালো লাগে, নিয়া যাইস।

খুশিতে অনেকক্ষণ কথা বলতে পারে নাই রিপন। মন দিয়ে কাজ করে। লেহেঙ্গা ভাঁজ দেখে আর শিখে। পাইকারদের মালের গাট্টি কাঁধে করে নিয়ে নামিয়ে দেয়। মার্কেট বন্ধ হলে দোকানেই ঘুমাতো রিপন, আর মনে মনে ভাবতো, কোন রঙের লেহেঙ্গায় বড় বোনকে সুন্দর দেখাবে।

আজ খুব ভোরে আগুন লাগে মার্কেটে। ভয়াবহ আগুন। পাশাপাশি তিনটা মার্কেট, দুপুরের মধ্যেই পুড়ে ছাই। পঞ্চাশটা দমকল ইউনিট, পুলিশ, সেনা, নৌ, বিমান বাহিনী এবং সাধারণ মানুষের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল থেকে রিপমের মামা পাগলের মতো খুঁজছে। আর্তনাদ করে বলছে, আমার ভাইগ্নারে কি মরনের লাইগা আমি চাকরিতে দিছি? আমার রিপন, রিপনরে। তোর মারে আমি কি জবাব দিমু!

এখন সন্ধ্যা, রিপনকে পাওয়া যায় নাই। হয়তো লেহেঙ্গার ছাইয়ের সাথে মিলে মিশে আছে, আলাদা করতে পারবে কেউ?

#পোড়া লেহেঙ্গা

©

11/06/2022

☘️🥀~~কি হবে দিয়া ভিটা মাটি দিল না হয় যদি খাঁটি ~~🖤🥀

12/05/2022

নিজের পথ নিজেই তৈরী করতে হয় আর সেটা যতই কঠিন হোক না কেন 😥

13/04/2022

+চিহ্নটি বাদ দিলে কালেমা
চলে আসবে😘
@+[101112375906728:0]

15/01/2022

ভালোবাসা ধরে রাখতে চতুরতা প্রয়োজন।
বোকা মানুষ কেবল ভালোবাসতেই জানে,
জয় করতে জানে না।

তাহমিদা জান্নাত নামের এই মেয়েটা মারা গিয়েছে ক্যান্সারে আক্রান্ত হয়ে। তার ফেসবুক আপডেটগুলো একজন শেয়ার করেছে। বাস্তবতা কি...
12/01/2022

তাহমিদা জান্নাত নামের এই মেয়েটা মারা গিয়েছে ক্যান্সারে আক্রান্ত হয়ে। তার ফেসবুক আপডেটগুলো একজন শেয়ার করেছে। বাস্তবতা কি জিনিস, তা দেখিয়ে দিয়ে গেলো মেয়েটি মারা যাবার আগে... তার কিছু লেখা স্ট্যাটাস (পড়লে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না)-

7--3--2013...
আজ আমার ক্যান্সার জীবনের সপ্তম দিন। খবরটা বাবা মা আমাকে দেয়ার সাহস করে নাই । সারিন আমাকে জানায় আমার লিউকেমিয়া । কিভাবে নিব ব্যাপারটা বুঝতে পারছিলাম না । আমিতো ক্যানসারকে চাই নাই । তাহলে সে কেন আসলো আমার কাছে । আমিতো অন্য কাউকে চেয়েছিলাম…যাহা পাই তাহা চাইনা ।

13--7…2013..
শেষ পর্যন্ত স্কুলে যাওয়াও বন্ধ হল আমার.. । ব্লিডিং বেড়ে যাচ্ছে । কি অদ্ভুত । একসময় জ্বরের ভান করে পড়ে থাকতাম । আর এখন স্কুলে যাওয়ার জন্য সুস্থ থাকার অভিনয় করতে হয় । পোয়েটিক জস্টিস । ক্যান্সার মনে হয় একটা মানুষের অতীতের সব খোজ খবর নিয়ে আসে । এই যে একসময় বৃষ্টি ভালো লাগত না । কিন্তু এখন যেন বৃষ্টিকেই আপন মনে হয় । রোদ অসহ্য লাগে । রোদ আমাকে আমার অক্ষমতার কথা মনে করিয়ে দেয় ।

22--9--2013...
আজ আমার বন্ধুরা আমাকে দেখতে এসেছিল । ঐশি, মৌমিতা,সানি, রিয়ন । অনেকদিন পর একটা ভালো সময় কাটালাম । কিন্তু কোথায় যেন সুরটা কেটে গেছে । আমি জানি ওরা আমায় প্রচন্ড ভালোবাসে । সানি আমার চোখের দিকে তাকাচ্ছিল না। লজ্জায় বোধহয় । সম্পর্কটা শেষ হয়েছে প্রায় তিনমাস । আমার ক্যান্সারের কথা শুনে সানিই আস্তে আস্তে দূরে সরে যায় । আমি জানি ও আর মৌমিতা প্রেম করা শুরু করেছে । খারাপ লেগেছে ওরা আমাকে খোলা মনে ব্যাপারটা জানালেই পারত। সত্যি কথা শোনার অধিকার কি থাকেনা একজন ক্যন্সার রোগীর । সবাই এমন অভিনয় করে কেন ?

16--1--2014..
অনেকদিন লিখিনি । অনেক দেরি হয়ে গেছে । রোগটা আমাকে গ্রাস করে ফেলছে । ইদানিং সানিকে খুব মনে পড়ে । ওকে ফোন দেই ধরেনা । ক্যান্সার তো ছোঁয়াচে না । তবে কেন এত অবহেলা । আজকাল রিসানের সাথে কথা বলে সময় কাটে আমার। ছেলেটার সাথে আমার ফোনে পরিচয় । কোন শর্ত ছাড়াই ভালোবাসে আমায় । কিন্তু আমার কিছু করার নেই । একজন ক্যান্সার রোগীর কাউকে ভালোবাসার কিংবা কারো ভালোবাসা পাওয়ার অধিকার নেই ।

26--1--2014....
দ্বিতীয় কেমো দিয়ে বাসায় আসলাম । চুলের ব্যপারে সবসময় একটু বেশি খুত খুতে ছিলাম আমি । নতুন নতুন ব্র্যান্ডের শ্যাম্পু কন্ডিশনার কিনতাম । এখন আর ওসবের প্রয়োজন হয়না । চুলই নেই, শ্যাম্পু দিয়ে কি করব । কাজের বুয়াকে বলে ড্রেসিং টেবিলটাকে ঘর থেকে বের করে দিয়েছি । আয়নায় তাকাতে ভালো লাগেনা । এদিকে বাবা মার মধ্যে ঝগড়া বেড়েই চলেছে দিন দিন । এই সম্পর্ক বেশিদিন টিকবে না আমি জানি । ওইদিন মাঝরাতে ঘুম ভেঙ্গে দেখি বাবা আমার পায়ের কাছে বসে কাঁদছে । ভালোবাসার বিয়ের এ কি পরিণতি । ভালোবাসার থেকে বোধহয় ক্যান্সারও ভালো…

2--2---2014...
২৬ ঘন্টা পর আমার জ্ঞ্যান ফিরল । রিসানের সাথে ঝগড়া করলাম অনেকক্ষন । ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে । ঝগড়া করার কেউ থাকা লাগে জীবনে । না হলে বেঁচে থাকাটাই বৃথা…

13---3--2014...
গত ৪৮ ঘন্টায় আমায় নিয়ে যমে ডাক্তারে টানাটানি হয়েছে । আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি ডাক্তাররা যাতে জিতে । কিন্তু জানি শেষ পর্যন্ত জয়টা ক্যান্সারের হবে । লিখার শক্তি পাচ্ছিনা… সানিকে অনেক মিস করছি । যদিও মিস করাটা উচিত না । ক্যান্সার রোগীদের কাউকে মিস করার অধিকার নেই…

25---5---2014...
এই লিখাটাই বোধহয় আমার শেষ লেখা হতে যাচ্ছে । শেষ শক্তিটুকু জমিয়ে লিখাটা লিখছি । আমার রেখে যাওয়া জিনিসের মধ্যে ডায়রিটা রিসানের ভাগে পড়েছে । ছেলেটার মধ্যে মানুষের মুখে হাসি ফোটানোর ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে । ও অনেক ভালো থাকুক । লিখতে লিখতে চোখের কোণে জল জমে একফোটা । এই জলটা কার জন্য । জানিনা । খুব মিস করব । বাবা মাকে, আমার ছোট্ট বোনটাকে । বন্ধুদের মিস তো করবই । সানি ভালো থাকুক । স্কুলের সামনে যে মামাটা আচার বিক্রি করত, তাকেও অনেক মিস করব অনেক । আচ্ছা স্বর্গে কি আঁচার বিক্রি হয় । মনে হয় না । আরেকটা দিন বেঁচে থাকার শখ ছিল । আফসোস । যাহা চাই তাহা পাইনা ।

অবশেষে মে মাসের ২৭ তারিখে তার যুদ্ধটা শেষ হয। 😭

© তাহমিদা জান্নাত

03/01/2022

ভালোবাসা মায়ের কাছে শিখতে হয়,
আর ভালো রাখা বাবার কাছ থেকে জানতে হয়!!

03/01/2022

তিন ধরণের মানুষের অহঙ্কার বেশি হয়,
"বেশি শিক্ষিত হলে,
"বেশি সুন্দর হলে,
"হঠাৎ বড়োলোক হলে।

শ্রীমঙ্গলে দিন দুপুরে প্রবাসীর স্ত্রীর ব্যাগসহ টাকা ছিনতাই, সিসি ফুটেজ এর সুত্রে আটক ১, চলছে তদন্ত......ঘটনাস্থল- কোর্ট ...
30/12/2021

শ্রীমঙ্গলে দিন দুপুরে প্রবাসীর স্ত্রীর ব্যাগসহ টাকা ছিনতাই, সিসি ফুটেজ এর সুত্রে আটক ১, চলছে তদন্ত......

ঘটনাস্থল- কোর্ট রোড, শ্রীমঙ্গল।

30/12/2021

অল্প বয়সে পরিবারের দায়িত্ব নেওয়া ছেলেরা অনেক কিছুই মিস করে❤️🥀

28/12/2021

এবারের নির্বাচনের সেরা স্লোগান 'কাকার '🎅🎅

বিদেশে থাকা টাকার মেশিনটা অচল হয়ে গেছে,তাই দেশে পাঠিয়ে দিয়েছে.!!😥🥀
23/12/2021

বিদেশে থাকা টাকার মেশিনটা অচল হয়ে গেছে,তাই দেশে পাঠিয়ে দিয়েছে.!!😥🥀

পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি🤗যে পানি খেতেও ভাগ্য লাগে🥰
19/12/2021

পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি🤗যে পানি খেতেও ভাগ্য লাগে🥰

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা,আমরা তোমাদের ভুলব না।বিজয়ের ৫০ বছরে সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা।।
16/12/2021

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা,
আমরা তোমাদের ভুলব না।
বিজয়ের ৫০ বছরে সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা।।

Address

Dhaka
Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when বড় মিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বড় মিয়া:

Videos

Share