হিফজুর রহমান হাম্মাদ

হিফজুর রহমান হাম্মাদ খুব সাধারণ।
(2)

19/11/2024

বনী ইসরাঈলের আলোচনা
মুফতি হিফজুর রহমান ফুয়াদ হাফি. (সাহেবযাদায়ে ধর্মপুরী রাহ.)

বরেণ্য বুযুর্গ  শাইখুল হাদীস আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ. প্রতিষ্ঠিত জামিয়া গহপুর ‍সিলেট ‘র ৬৮তম বার্ষিক মাহফিল- ...
17/10/2024

বরেণ্য বুযুর্গ শাইখুল হাদীস আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ. প্রতিষ্ঠিত জামিয়া গহপুর ‍সিলেট ‘র ৬৮তম বার্ষিক মাহফিল- ২০২৪
১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার। জামিয়া ময়দান।
আপনাদের দাওয়াত।
দাওয়াতক্রমে:
হাফেজ মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী হাফি.

19/09/2024

বৈষম্য নিরসনে কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবীতে জাতীয় সেমিনার থেকে সরাসরি

আমি তোমাকে ভয় দেখাচ্ছি। তুমি ভয় পেতেই হবে🥰
06/09/2024

আমি তোমাকে ভয় দেখাচ্ছি। তুমি ভয় পেতেই হবে🥰

মুসা আল হাফিজের কলম থেকে—জুলাই বিপ্লব হলো। কাজী নজরুল ইসলাম মিছিল দিলেন। গান গাইলেন। প্রলয় বিষাণ বাজালেন। নূতনের কেতন উড়...
06/09/2024

মুসা আল হাফিজের কলম থেকে—

জুলাই বিপ্লব হলো। কাজী নজরুল ইসলাম মিছিল দিলেন। গান গাইলেন। প্রলয় বিষাণ বাজালেন। নূতনের কেতন উড়িয়ে জয়ধ্বনি করলেন।

রবীন্দ্রনাথ ঠাকুর এই বিপ্লবের কোথাও ছিলেন? মুক্তির মিছিলে ছিলেন? রক্তদানের প্রেরণায় ছিলেন? শিকল ভাঙার শপথে ছিলেন?

ছিলেন না। এখন তিনি হাজির হচ্ছেন জীর্ণ- পুরনোকে জারি রাখার আবেগ হিসেবে। স্বৈরাচার যে চিন্তার স্বৈরাচার কায়েম করেছিলো,তার পুরোহিত হিসেবে।

কাজী নজরুল চব্বিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাবেশ। রবীন্দ্রনাথ ঠাকুর চব্বিশে রোকেয়া প্রাচীর চেহারা কিংবা নাইমুল ইসলাম খানের ফ্যালাসি।

জাতীয় সংগীতের আগের আলাপ হলো রবীন্দ্রনাথ স্বৈরাচারের বন্দুকের সঙ্গে থাকলেন, বুক পেতে দেওয়া তারুণ্যের সাথে থাকলেন না।

ফলে এ প্রশ্ন অবধারিত যে, রবীন্দ্রনাথ আমাদের কে?

( রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ২০১৫ সালে একটা নিবন্ধ লিখেছিলাম। রচনাটির নানা অংশ অনলাইনে নানাজনের নামে প্রচারিত, নানা সংকলনে প্রকাশিত। অনেকেই আমার লেখার নানা অংশ বিভিন্ন সময় ইনবক্স করে লিখেছেন,দেখেন রবীন্দ্রনাথের আসল চেহারা!

মজা পেয়েছি। আমি চেয়েছিলাম রবীন্দ্রনাথ নিয়ে তর্কগুলো পাঠকের আরো নাগালে যাক। তাকে নিয়ে বাংলার চিন্তামণ্ডলে যে সব প্রশ্ন আছে, তার সবচে' সহজবোধ্য জায়গাগুলোকে টেনে এনেছিলাম চিন্তকদের ভাষা ধার করে।

কিন্তু চব্বিশের বিপ্লব রবী ঠাকুরের উপাসনাকে প্রশ্নের এমন জায়গায় খাড়া করেছে, যার সামনে চেতনাশিবিরের আবেগ কাজ করবে না।

ভাইবেন না, রবীন্দ্রনাথকে যে প্রশ্ন করছি,একই প্রশ্ন করবো মাইকেল মধুসূদনকে। মাইকেল আমার প্রিয় কবিদের একজন। তার রাষ্ট্রচেতনা আমার রাষ্ট্র বাংলাদেশকে উপেক্ষা করে না। কিন্তু রবীন্দ্রনাথের কাব্যসুধার বরেণ্যতাকে কবুল করেও এই প্রশ্ন আমাকে করতে হয় যে, রবীন্দ্রনাথের ইতিহাস ও রাষ্ট্র চেতনায় আমার বাংলাদেশ কেন মহাভারতের একই ধর্মরাজ্যে নাই হয়ে যায়?

শিশুরা এসেছে ত্রাণকর্মীদের পানি পান করাতে। আজকের শিশু আগামির নাগরিক।
25/08/2024

শিশুরা এসেছে ত্রাণকর্মীদের পানি পান করাতে। আজকের শিশু আগামির নাগরিক।

আমরা আগেই কইসিলাম মূর্তী বানাইতি না!
05/08/2024

আমরা আগেই কইসিলাম মূর্তী বানাইতি না!

05/08/2024

থানা বাচাঁন। মন্দির লুট বন্ধ করুন। বিজয় উৎসব করুন।

05/08/2024

সহ-সভাপতিদের দেখতে চাই...

পিও অভিভাবককে মানুষ অনেক ভালোবাসে। তার স্মৃতিগুলো সংরক্ষণ করা হচ্ছে🤣❤🤣
05/08/2024

পিও অভিভাবককে মানুষ অনেক ভালোবাসে। তার স্মৃতিগুলো সংরক্ষণ করা হচ্ছে🤣❤🤣

জলজ্যন্ত রণক্লান্ত মানুষের বুকদুর্দান্ত পণশান্ত মানুষের চোখআজ বারেবার জানায়েছে দাবিমানুষের দোয়ারেফিরিও না ঘরে কোনো অবসরে...
04/08/2024

জলজ্যন্ত রণক্লান্ত মানুষের বুক
দুর্দান্ত পণশান্ত মানুষের চোখ
আজ বারেবার জানায়েছে দাবি
মানুষের দোয়ারে
ফিরিও না ঘরে কোনো অবসরে
আমাদের একা করে।

দাবি
হিফজুর রহমান হাম্মাদ
৩৫শে জুলাই ২০২৪

উদয়াচল ঢেকে রাখবার সাধ্য কারো নেই—বসন্ত তার ঠিক সময়ে দুর্বার গতিতে আসবেই।
29/07/2024

উদয়াচল ঢেকে রাখবার সাধ্য কারো নেই—
বসন্ত তার ঠিক সময়ে দুর্বার গতিতে আসবেই।

দেয়াল থেকে লেখা মুছা যায়, ইতিহাস থেকে নয়।দেওয়ালের সকল গ্রাফিতি ও লিখন মুছে ফেলা হয়েছে।স্থান:বরিশাল বিশ্ববিদ্যালয়।
29/07/2024

দেয়াল থেকে লেখা মুছা যায়, ইতিহাস থেকে নয়।

দেওয়ালের সকল গ্রাফিতি ও লিখন মুছে ফেলা হয়েছে।

স্থান:বরিশাল বিশ্ববিদ্যালয়।

29/07/2024

রক্তবিধৌত গোসলের ঘাটে
জীবন তোমাকে ডাকে।

17/07/2024

All Bangla is in black mode and no internet.😭

Address

Maulvi Bazar
3224

Alerts

Be the first to know and let us send you an email when হিফজুর রহমান হাম্মাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হিফজুর রহমান হাম্মাদ:

Videos

Share