10/10/2024
আসসালামু আলাইকুম
প্রিয় ভাই আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইচ্ছুক। আমাদের সাথে যুক্ত হতে হলে আমাদের কিছু শর্ত আপনাদের মানতে হবে।
* অন্য কোন স্প্যামিং টিমে যুক্ত থাকতে পারবেন না।
* কোন ধরনের স্টাইলিশ আইডি দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারবেন না। অরিজিনাল আইডি দিয়ে যুক্ত হতে হবে।
* আমাদের টিমে যুক্ত হওয়ার পর আপনাকে আপনার প্রোফাইলে আমাদের টিমের লোগো লাগাতে হবে।
* কোনো ধরনের ফেক আইডি দিয়ে যুক্ত হতে পারবেন না।
* এডমিশন ফি দিতে হবে।
❝এডমিশন ফি ২৯৯৳❞
আমরা কেন ২৯৯৳ এডমিশন ফি নিচ্ছি?
কারণ অতীতের অভিজ্ঞতায় বুঝতে পেরেছি যে, ফ্রি তে মেম্বার এড করলে তাদের কাজের আগ্রহ থাকেনা, কাজে মনোযোগ দেয়না, সিনিয়রদেরকে সম্মান করেনা নিয়মিত হোমওয়ার্ক করেনা, এক্টিভি থাকেনা, ক্লাসের সময় উপস্থিত থাকেনা, এই ধরনের বহু সমস্যা রয়েছে।
আমরা আগে যত নিয়োগ দিয়েছি তাদের সবাইকে একটি শর্ত দেওয়া হয়েছে টিম থেকে, তা হলো ২জন বা তার বেশি এতিম অসহায় গরীব ব্যক্তিদেরকে এক বেলা পেট ভরে খাওয়ানোর জন্য।এতে করে অনেকেই আত্মীয় স্বজনের বাসায় গিয়ে খাওয়ানোর ছবি, বন্ধুদের সাথে খাওয়ার ছবি,পার্টির ছবি, গুগল থেকে নামানো ছবি সহ আরো অনেক ফেক ছবি দিয়েছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ❝এডমিশন ফি❞ নেওয়া হবে। আর এই টাকা সরাসরি চলে যাবে এতিম অসহায় গরীব মানুষের কাছে যার প্রত্যেকটি পয়সার হিসাব আপনাদেরকে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
আমাদের সাথে যুক্ত হতে চাইলে নিচে মেনশন দেওয়া ব্যক্তিদের যে কোন একজনকে নক করুন। উনারা আপনাদের সিলেকশন বক্সে এড করে দিবেন।
https://www.facebook.com/Fazlerabby.202?mibextid=ZbWKwL
https://www.facebook.com/jayedhossain.minhaj?mibextid=ZbWKwL
https://www.facebook.com/mdsakib2k1?mibextid=ZbWKwL
https://www.facebook.com/MHARMANABDULLAH3?mibextid=ZbWKwL
https://www.facebook.com/minhaj1377?mibextid=ZbWKwL
https://www.facebook.com/shoyaib74?mibextid=ZbWKwL
https://www.facebook.com/jobaer.an.naim?mibextid=ZbWKwL
https://www.facebook.com/SRABON.198561?mibextid=ZbWKwL
https://www.facebook.com/mohidul140?mibextid=ZbWKwL
যে কোন জিজ্ঞাসায় আমাদের অফিশিয়াল পেজে মেসেজ করুন।
বিঃদ্রঃ অবশ্যই ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন, আপনার মেসেজেরও রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ।