Md Abdul Khaleq

Md Abdul Khaleq I am Digital Marketer and your ultimate page Manager & Google Add manager.
I just like to work and respond in time.

it's the ultimate way to develop my career. Time is very important to me than money. To earn money I am freelancing. It's the easiest way to develop your own pocket in your free time. To prove my competence you can try with me. Besides my free time, I do content & copy paste writing which I have to learn personally from social media like youtube, facebook & others website.

03/02/2023

Start your facebook marketing with me.
With low dollar rate

Creating a Call to Action for Facebook Business Page Like other systems, your business page needs a call to action or CT...
16/11/2022

Creating a Call to Action for Facebook Business Page

Like other systems, your business page needs a call to action or CTA. Fortunately, you can add a CTA button directly to your page. The button is conveniently located under your cover photo and can inspire users to engage with your brand.
While Facebook provides the tools for creating a CTA button, the call to action is up to you. Depending on the type of brand you are building, you can choose from Facebook’s long list of activities. Some examples include:
01. Buy Tickets
02. Book Now
03. Call Now
04. Contact Us
05. Donate Now
06. Download
07. Get Quote
08. Learn More
09. Shop Now

Choose a CTA that best fits your brand’s goals. For example, if you’ve just launched a Docommerce Store, “Shop Now” is the perfect call to action for you. If you’re marketing your salon online, “Book Now” would be more persuasive.
You can check the Facebook Business page. How did they configure it nicely?




Hire for any Digital Marketing Service
11/10/2022

Hire for any Digital Marketing Service

Need the following information for Simple product UploadsProduct nameDescriptionCategoryPricingSKU NumberRelated Tags of the product.Inventory Like the numbe...

24/09/2022

-commerce product upload with the cheapest price of the world.

Let's forget the cup & enjoy the coffee
28/01/2022

Let's forget the cup & enjoy the coffee

https://www.fiverr.com/share/YdZLGQorder your desire page as early as possible
10/07/2021

https://www.fiverr.com/share/YdZLGQ
order your desire page as early as possible

For only $5, Khaleq20 will create set up and optimize your facebook business page. | Hello,Need to set up your page in the correct manner all along?I'm Khaleq, your next Facebook supervisor!Regardless of whether you have a setup business, | Fiverr

10/07/2021
08/07/2021

has turned into brutally in Bangladesh. We should not go out without any reason.




26/04/2021

ভারতে মহা বিপর্যয় চলছে। করোনার কারণে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ।
তবে আমি ভারতের মহা বিপর্যয় নিয়ে লিখতে বসি নি। আমি একটা সুসংবাদ দিতে চাই।
ভারত এই মহা বিপর্যয় কাটিয়ে উঠবে। শুধু তাই নয়, পুরো এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ স্বাস্থ্যসেবা দেখা যাবে ভারতে।
কীভাবে ? সেটাই ব্যাখা করছি।
করোনা নিয়ে ভারতের সাংবাদিকরা দারুন কাজ করছেন। কোন হাসপাতালে অক্সিজেন সরবরাহে কয় ঘন্টা দেরি হয়েছে, এবং সেই দেরির কারণে কয়জন মানুষ মারা গেছেন, ভারতীয় গণমাধ্যম সেই সংবাদ গুরুত্বের সাথে প্রচার করছে। তাদের ক্ষুরধার রিপোর্টিংয়ের কারণে গোটা বিশ্ব আজ ভারতের বিপর্যয়ের কথা জানে। সাংবাদিকদের তীক্ষ্ন সমালোচনার কারণে ভারতীয় কর্তৃপক্ষ সীমাহীন চাপের মধ্যে আছে।
এই চাপ থেকে দারুন কিছু আসবে। ভারত সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে করোনা মোকাবেলায়। কর্তৃপক্ষ যখন কোনো সমস্যাকে সিরিয়াসলি নেন, তখন সেই সমস্যা সমাধান হতে বাধ্য। কাজেই ভারতের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে। এবং এটার সবচেয়ে বড় কৃতিত্ব ভারতীয় সাংবাদিকদের। দেশের প্রশ্নে তারা কোনো ধরনের চামচামির পথে না হেঁটে সত্যিকারের পরিস্থিতি তুলে ধরেছেন। প্রতিটি রাজ্য সরকার পড়ে গেছে বেকায়দা সিচুয়েশনে।
ভারতীয় গণমাধ্যম স্বাস্থ্যব্যবস্থার ফুটোগুলোকে ধরিয়ে দিচ্ছে প্রতি মিনিটে। এর ফলে সেই ছিদ্রগুলো বন্ধ হবে। এই ক্রাইসিস থেকে ভারত শিক্ষা নেবে এবং এর স্বাস্থ্যসেবার মান বেড়ে যাবে বহুগুণে।
কয়েক মাস পর আমার এই কথাটি মিলিয়ে দেখবেন।
একটি সভ্য দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর সাংবাদিক সমাজ।
কোনো দেশের সাংবাদিক সমাজ যখন দেশের স্বার্থকে বড় করে দেখে, তখনই সেই দেশ এগিয়ে যায়।
সাংবাদিকরা যখন তৈলাক্ত পথে হাঁটেন, তখন সেই দেশও তৈলাক্ত পথ বেয়ে নিচে নেমে যায়।
সংবাদপত্র হচ্ছে আয়নার মতো। আয়না কখনো মিথ্যা বলে না।
যে আয়না মিথ্যা বলে, সেটি আয়না নয়, অন্য কিছু।
তার মানে হচ্ছে, যে সংবাদপত্র মিথ্যা বলে, সেটি সংবাদপত্র নয়। এক ফালি ছাপা কাগজ মাত্র|

Deep indeed... The founder of Dubai, Sheikh Rashid, was asked about the future of his country, and he replied - "My gran...
19/04/2021

Deep indeed...

The founder of Dubai, Sheikh Rashid, was asked about the future of his country, and he replied - "My grandfather rode a camel, my father rode a camel, I ride a Mercedes, my son rides a Land Rover, and my grandson is going to ride a Land Rover, but my great-grandson is going to have to ride a camel again"

"Why is that", - he was asked? And his reply was- “Hard times create strong men, strong men create easy times. Easy times create weak men, weak men create difficult times. Many will not understand it but you have to raise warriors, not parasites".

19/04/2021

Collected:

পুলিশ সৎ থাকবে আইনের রক্ষক হবে এ জন্যই তাদের বেতন দেয়া হয়। আলাদা করে "সৎ পুলিশ অফিসার" হিসেবে গর্ব করার কিছু নেই। পুলিশের কাজে ধন্যবাদ জানানোরও কিছু নেই। পুলিশ চোর ধরবে এটা ক্রেডিট নয়, এটা ডিউটি।

ডাক্তারের কাজ হচ্ছে চিকিৎসা দেয়া। ঘন্টা বাজিয়ে মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর কিছু নেই। মহামারীতে তারাই আমাদের শেষ ভরসা। পুরো জাতি আজ তাদের প্রতি নত মস্তকে অভিনন্দন জানাবে ...। আসলে ব্যাপারটা এরকম না।

ডাক্তারের কাজ হচ্ছে রোগীর চিকিৎসা করা। না করাটাই হবে তিরস্কারের। ডাক্তারী হচ্ছে তার পেশা। তাকে তৈরি করতে রাষ্ট্রকে পাবলিকের উপর কর চাপাতে হয়েছে। সম্মুখ যোদ্ধা বলে আলাদা করে দেখার কিছু নেই। সৈনিক চাকরি নেয়ার সময়ে এটা জেনেই যায় যুদ্ধে তাকে যেতে হতে পারে। আলাদা করে তাদের "দেশপ্রেমিক" বলে দাগানোটা তার চাকরির উপর বেশি কিছু।

সীমান্ত পাহারা দেয়া আর আপনার পাড়ার নাইটগার্ডের রেসপনসিবিলিটি এক ও অভিন্ন। নাইটগার্ড না ঘুমিয়ে ডিউটি করার জন্য তাকে কি আপনি থ্যাংকস জানান? কেন জানাবেন? ওটাই তার পেশা। এরজন্য সে বেতন পায়। রাতে সবাই যখন ঘুমাবে সে তখন জেগে পাহারা দিবে এটা জেনেই সে চাকরি নিয়েছে। এই চাকরি করতে গিয়ে সে ডাকাতের হাতে মরতে পারে। তখন তাকে কেউ বীর বলে মাথায় করে নাচবে না। তাহলে রাষ্ট্রের অন্যদের নিয়ে আমরা নাচি কেন?

এসব নাচানাচি করে আমরা রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান আর পেশাকে অনন্য করে তুলেছি। ডাক্তার ভাবছে যত্ম করে চিকিৎসা দেয়াটা "ভালো ডাক্তারের" কাজ। অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ বানিয়ে ফেলেছে যে ‘ভালো ডাক্তার’ ‘খারাপ ডাক্তার’ প্রকৃতির অমোঘ নিয়ম। অথচ আমাদের ভালো খারাপ কোন ডাক্তারই চাই না। আমাদের চাওয়া তার বেসিক পেশাগত দায়িত্ব পালনটুকু আর এজন্য তিনি ফি নিবেন, বেতন নিবেন, তার কাছে কেউ কৃতজ্ঞ নয়। তিনিও তা আশা কেন করবেন? দমকলকর্মীরা উদ্ধার কাজ চালাবে। কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী রাস্তা ঝাড়ু দিবে আর এর জন্য বেতন হবে জনগণের করের টাকায়। তাহলে "থ্যাংকসলেস জব" বলে অভিমান দেখান কেন?

এই করোনাকালে মানুষের রাজনৈতিক সচেতনতা জাগাটাই হত সবচেয়ে বড় পাওনা। কিন্তু দু:খের বিষয় সেরকম আশা করাও এই অঞ্চলে অন্যায়। রাজনৈতিক সচেতনতা মানে এই না অমুক সরকারকে ভোট না দিয়ে তমুক সরকারকে ক্ষমতায় আনব বা অমুক সরকারের পতন ঘটাবো…। রাজনৈতিক সচেতনতা হলো এই রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে বুঝতে চেষ্টা করা। সরকার যে ত্রান দেয় সেটা আপনার টাকা থেকেই দেয়। কাজেই এটা কারোর “উপহার” নয়। এটা আপনার পয়সায় কেনা চাল ডাল। চকিদার ত্রাণ দিয়ে বলবে না এটা তার তরফ থেকে “উপহার”। এ্ই যে “দেশপ্রেমিক সেনাবাহিনী” আপনার টাকায় বেতন নেন। আপনার উপর করের বোঝা চাপে একজন ডাক্তার বাবু, ইঞ্জিনিয়ার বাবু হতে গিয়ে। কাজেই ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা সরকারি সাহেবদের বেশি ভাব নেবার কোন কারণ নেই। প্রশংসা, ক্রেডিট কৃতজ্ঞতা জানানোর কিছু নেই। ডাক্তার সেবা করবে, পুলিশ চোর ধরবে-আইন শৃংখলা নিয়ন্ত্রণ করবে, ট্রাফিক জানজট কমাবে, সুইপার পরিচ্ছন্ন রাখবে, দারোয়ান পাহারা দিবে- এগুলো তাদের পেশা। না করাটাই তাদের অপরাধ।

মানুষের বড় রাজনৈতিক সচেতনতা হলো তার চিকিৎসা সেবা এমন বেহাল অবস্থা কেন? তার করের টাকা সচিবালয়ে এসি আর গাড়িতে বেশি ব্যয় হচ্ছে নাকি তৃণমূল স্বাস্থ্যখাতে বেশি ব্যয় হচ্ছে সে জিজ্ঞাসা তৈরি হওয়া। এটাই হওয়া উচিত করোনা পরবর্তী মানুষের রাজনৈতিক সচেতনতা।

পূনচঃ ধারকৃত বচন, কারও ব্যাক্তিগত অনুভূতিতে আঘাত অথবা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নয়। কোনো প্রফেশনের কেউ মনোকষ্ট পেলে আন্তরিকভাবে দুঃখিত।

18/04/2021

মোবাইলে একটা SMS এলো। তাকিয়ে দেখি..
"সরকারের তরফ থেকে আমার এ্যাকাউন্টে ৫০ লাখ টাকা দেয়া হয়েছে"
আমার মন খুশিতে ভরে গেল। ঘর থেকে বের হলাম আর চিৎকার করে বাড়ির সবাইকে বলছি....
"সবাই শোনো, দিন বদলে গেছে, আমার এ্যাকাউন্টে ৫০ লাখ টাকা এসে গেছে"।
রুম থেকে বউ বেরিয়ে বললো, "অত খুশির কি আছে, আমার এ্যাকাউন্টেও ৫০ লাখ টাকা দিয়েছে। এই যে মেসেজ দেখ।"
একটু অবাক হলাম, ভাবলাম আশেপাশে সবাইকে
গিয়ে বলি।

বাড়ির পাশের লোক আমায় বলছে,
"বেশি উত্তেজিত হয়ো না, আমাদের এ্যাকাউন্টেও ৫০ লাখ জমা হয়েছে।"
আমার খুশি সব উড়ে গেল। ভাবলাম যাই, বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি।
বাজারে গিয়ে দেখলাম, দোকান বন্ধ। পাশের একজনকে জিজ্ঞেস করলাম,
"ও ভাই এই মিষ্টির দোকান বন্ধ কেন?"
সে বললো, "মিষ্টি দোকানদারের আর দোকানদারি করার কি দরকার। তার এ্যাকাউন্টে ৫০ লাখ এসে গেছে।"
তাই ভাবলাম একটু নিউ মার্কেটে যাই, সেখান থেকে কিছু নিয়ে আসি।
সেকি! কোনো দোকান পাট খোলা নেই।
ওনাদের এ্যাকাউন্টেও নাকি ৫০ লাখ এসে গেছে.....।

প্রচন্ড খিদে পেয়েছে ভাবলাম এখানে তো দোকান পাট বন্ধ। সামনের দিকে যাই, ভালো কোন হোটেলে তৃপ্তি করে খাওয়া যাবে।
সামনে যতই যাই সবই দেখি ফাঁকা। হোটেলের বাইরে দাড়িয়ে থাকা স্বাগত জানানোর সেই লোকও নেই, যে কাস্টমার দেখলেই সালাম ঠুকে ওয়েলকাম করেন, শপিং মলের সিকিউরিটিও নেই। সবার এ্যাকাউন্টেই ৫০ লাখ এসে গেছে। মার্কেটে কেউ নেই।
সবজি ওয়ালা, চা ওয়ালা, সরবত ওয়ালা
ফাস্টফুড ওয়ালা কেউ নেই। সব কিছুই বন্ধ।

সকলের ঠিকানা এখন ব্যাঙ্কে ৫০ লাখ টাকা তোলার জন্যে। কেননা এখন আর কারো কাজ করার দরকার নেই, সবার কাছেই ৫০ লাখ আছে।
আমার এক বন্ধু ফোন করে বললো,
"আমি জব ছেড়ে দিয়েছি, আমার এ্যাকাউন্টে ৫০ লাখ টাকা আছে"
আমার এক বড় ভাই ফোন করে বললো,
"আমার আর্ট স্কুল অফ করে দিয়েছি"
"আমার আশেপাশের ছোট বোন আর স্কুলে যাচ্ছে না"
"আমার এক বন্ধু টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছে"
"নিপা নামের মেয়েটিও আর কলেজে যায় না"
"ইভান আর জব খু্ঁজে না"
'শ্রমিকরা আর কারখানায় যায় না, কলকারখানা সব বন্ধ"।

সবার এ্যাকাউন্টে ৫০ লাখ টাকা জমা আছে। সবাই এখন বড়লোক। সবাই সুর তুলছে, গান করছে, নৃত্য করছে.....
বিকেলে হাটতে হাটতে মাঠের দিকে গেলাম, কৃষকরা সবাই কাজ ছেড়ে বাড়িতে। কেউ নেই জমিতে। এখন তাদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করার আর দরকার নেই। তারা সবাই বড়লোক হয়ে গেছে। সবার এ্যাকাউন্টেই ৫০ লাখ টাকা।

৭ দিন পর দেখা গেল খিদের জ্বালায় লোক কাঁদছে।
কেননা, জমি থেকে কেউ ফসল তুলছে না, সমস্ত দোকানপাট বন্ধ, হোটেল, মেডিক্যাল সব বন্ধ। অসুস্থ হয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কেননা, খাবার নেই, ডাক্তার নেই। পশুরাও না খেতে পেয়ে মরছে। জমিতে সবুজ ঘাস নেই, সোনালী ফসল নেই। শিশুরা খিদের জ্বালায় কাঁদছে, গোয়ালা দুধ দিচ্ছে না বলে।
মানুষ এখন ছুটছে মুঠো মুঠো টাকা নিয়ে। রাস্তায় রাস্তায় ঘুরছে পকেটে টাকা নিয়ে।

কাঁদছে মানুষ লক্ষ টাকা হাতে নিয়ে আর বলছে,
"এই ভাই নাও ১০ হাজার টাকা, আমাকে ২০০ গ্রাম দুধ দাও। দুদিন বাচ্চাটা না খেয়ে আছে।
১০ দিন বাদে মানুষ না খেতে পেয়ে মরছে। কিছু কিছু লোক টাকার ব্যাগ নিয়ে ঘুরছে রাস্তায়। এই নাও ভাই ৫ লাখ টাকা, "আমাকে ৫ কেজি চাল দাও। ১০ দিন থেকে না খেয়ে আছি।" সব বাজার হাট বন্ধ হয়ে গেছে। শাক সবজি খাবার দাবার কারো কাছেই নেই। সবদিকে শুধু মৃত্যুর ছবি দেখা যাচ্ছে।

আমিও আমার ৫০ লাখ টাকা নিয়ে ছুটে বেড়াচ্ছি, নাও ভাই নাও ৫০ লাখ নিয়ে নাও,
তবুও কিছু খাবার দাও"।
কে কার টাকা নেবে, খাবার কারো কাছেই নেই। মানুষ মানুষের দিকে তেড়ে আসছে হিংস্র সিংহের মত। মনে হচ্ছে, মানুষ মানুষকে খাবে।
অচেনা একলোক তাড়া করেছে আমাকে, চিবিয়ে খাবে বলে।
ছুটছি আমি। আমি ক্ষুধার্ত মানুষ, কতটা আর ছুটব?
পড়ে গেলাম হোঁচট খেয়ে. ..মা গো করে চিৎকার করে উঠলাম.....

বউ তখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে "কি হলো তোমার ? সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠো, চোখে মুখে পানি দিয়ে আসো। এই তুমি বাচাঁও বাঁচাও বলে চেঁচাচ্ছিলে কেন? কোন খারাপ স্বপ্ন দেখছিলে নাকি ?"
আমি বললাম, "না, খারাপ নয়, ভালো দিনের স্বপ্ন। "
গরিব আমরা, কিন্তু ঘরে
"দুমুঠো খাবার তো আছে"
"তৃষ্ণার পানি তো আছে"
"শিশুরা খেলছে"
"পশুরা মাঠে ঘাস খাচ্ছে"
"দোকানে ভিড় আছে"
"যানবাহন চলছে তো চলছে"
"মানুষের সমাগম চলছে"
"বাগানে ফুল ফুটছে"
প্রকৃতি হাসছে.....

অনেকে ভাবে সৃষ্টিকর্তা আল্লাহ্ কেন ধনী গরীব সুষ্টি করছে?
সবাইকেই তো ধন সম্পদ দিতে পারতো। সবাইকে সুখ শান্তি দিতে পারতো।
বাস্তবতা হলো ধনী গরীব বৈশম্য আছে বিধায়‌ই এখনও পৃথিবী টিকে আছে এবং কেয়ামত পর্যন্ত টিকে থাকবে।
সবাই ধনী হলে কি হতো দেখেছেনতো--
এটি একটি কাল্পনিক গল্প!

কালেক্টেড

27/02/2021
রাঙামাটি কাপ্তাই লেক
19/06/2017

রাঙামাটি কাপ্তাই লেক

Address

Matikata
1206

Telephone

+8801773240914

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Abdul Khaleq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Abdul Khaleq:

Share

Nearby media companies


Other Digital creator in Matikata

Show All