প্রদীপ কুমার রায়

প্রদীপ কুমার রায় “জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে।”
(52)

শুভ নববর্ষ
13/04/2024

শুভ নববর্ষ

বিজু উৎসব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, এবং অন্যান্য আদিবাসী জাতিগোষ্ঠীর একটি প্রধান উৎস...
12/04/2024

বিজু উৎসব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, এবং অন্যান্য আদিবাসী জাতিগোষ্ঠীর একটি প্রধান উৎসব।

এটি বৈশাখ মাসের প্রথম দিন উদযাপিত হয় এবং একই সময়ে বাংলা নববর্ষকেও স্বাগত জানানো হয়।

বিজু শব্দটি চাকমা ভাষার "বি" অর্থাৎ "বিনাশ" এবং "জু" অর্থাৎ "উৎসব" থেকে উদ্ভূত, যার অর্থ "বিচ্ছেদ উৎসব"।

বিজু উৎসব মূলত তিন দিন ধরে উদযাপিত হয়:

• ফুল বিজু: বিজুর প্রথম দিন। এই দিনে মানুষরা নদী, ঝর্ণা, বা পুকুরে ফুল ফেলে এবং গৃহস্থালির পরিচ্ছন্নতার কাজ করে।

• মুলা বিজু: দ্বিতীয় দিন। এটি মূল বিজুর মূল দিন। এই দিনে আনন্দ উদযাপন করার জন্য নাচ, গান, এবং খাবার সহ সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়।

• গঈজা পূর্ণিমা: শেষ দিনটি গঈজা পূর্ণিমা নামে পরিচিত। এই দিনে পানির উৎসে ফুল দেওয়া হয় এবং নদী ও পুকুরে পুজো করা হয়। এটি পারস্পরিক সৌহার্দ্য ও শুভকামনা আদান-প্রদানের দিন।

বিজু উৎসবের সময় আদিবাসী সম্প্রদায়গুলি ঐতিহ্যবাহী নাচ, গান, এবং পোশাক পরিধান করে উৎসব উদযাপন করে। এটি তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের।

বেতিলা জমিদার বাড়ি, মানিকগঞ্জ
29/03/2024

বেতিলা জমিদার বাড়ি, মানিকগঞ্জ

বহু দেশ দেখিয়াছি বহু নদ দলেকিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে
22/03/2024

বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে

22/03/2024

Good morning everyone

নিকুঞ্জ ভিলা
10/03/2024

নিকুঞ্জ ভিলা

বসন্তের ছোঁয়া
09/03/2024

বসন্তের ছোঁয়া

আবার আসিব ফিরে....
08/03/2024

আবার আসিব ফিরে....

অপেক্ষায়
06/03/2024

অপেক্ষায়

শৈল্পিক কুটির
27/02/2024

শৈল্পিক কুটির

সুখনিবাস
25/02/2024

সুখনিবাস

বয়স বাড়ার সাথে সাথে আত্মবিশ্বাসও কমে।
16/02/2024

বয়স বাড়ার সাথে সাথে আত্মবিশ্বাসও কমে।

12/02/2024
প্রকৃতির সৌন্দর্য অবলোকন করতে ভবঘুরে মন থাকা দরকার।
11/02/2024

প্রকৃতির সৌন্দর্য অবলোকন করতে ভবঘুরে মন থাকা দরকার।

বাজারে যদি কেউ সুখ বিক্রি করতো তাহলে কিছু কিনে নিতাম।
08/02/2024

বাজারে যদি কেউ সুখ বিক্রি করতো তাহলে কিছু কিনে নিতাম।

No caption..
08/02/2024

No caption..

জীবনটা দীর্ঘশ্বাসের এক মহাকাব্য!
05/02/2024

জীবনটা দীর্ঘশ্বাসের এক মহাকাব্য!

04/02/2024

রাঙামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের দুই সদস্য নিহত হয়েছে বলে জানা যায়।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দীপায়ন চাকমা এবং অপরজন আশিষ‌ চাকমা।

এদিকে আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি তিন দিনের আবকাশ যাপনে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সাজেক যাওয়ার কথা রয়েছে।

পৃথিবীর রঙিন বাসন্তে,জীবন মেলেছি নীল আকাশের সাথে।               #মাসালং  #সাজেক  #রাঙ্গামাটি #প্রদীপ কুমার রায়
03/02/2024

পৃথিবীর রঙিন বাসন্তে,
জীবন মেলেছি নীল আকাশের সাথে।












#মাসালং
#সাজেক
#রাঙ্গামাটি
#প্রদীপ কুমার রায়


03/02/2024

আপনাদের সবার ভালোবাসায় দশ হাজার ফলোয়ারস্ পূর্ণ হলো। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল।

চিরায়ত বাংলার রূপ......লোকেশন :  #মাসালং  #সাজেক  #রাঙ্গামাটি
01/02/2024

চিরায়ত বাংলার রূপ......

লোকেশন : #মাসালং #সাজেক #রাঙ্গামাটি


অযত্নে পড়ে থাকা অরণ্যের গাছপালা যেমন প্রকৃতির সাহায্যে আপনি থেকেই বেড়ে উঠে, তাতে ফুল পাতা আসে, আনন্দে বাতাসে মাথা নাড়ে ত...
31/01/2024

অযত্নে পড়ে থাকা অরণ্যের গাছপালা যেমন প্রকৃতির সাহায্যে আপনি থেকেই বেড়ে উঠে, তাতে ফুল পাতা আসে, আনন্দে বাতাসে মাথা নাড়ে তেমনি আমার জীবনটাও চলছে আপন গতিতে।

এখন কাউকে বিশ্বাস করতেও ভয় হয়।
30/01/2024

এখন কাউকে বিশ্বাস করতেও ভয় হয়।

প্রকৃতি আমাদের সবকিছু উজাড় করে দিয়েছে। বিনিময়ে আমরা প্রতিনিয়ত তাকে ধ্বংস করে চলছি।
29/01/2024

প্রকৃতি আমাদের সবকিছু উজাড় করে দিয়েছে। বিনিময়ে আমরা প্রতিনিয়ত তাকে ধ্বংস করে চলছি।

জীবনের সাথে যুদ্ধ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে গেছি। পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন।
28/01/2024

জীবনের সাথে যুদ্ধ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে গেছি। পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন।

কেমন আছি কোথায় আছিযে বলতো রোজ,কষ্টে আছি জেনে এখনকেউ করে না খোঁজ।
26/01/2024

কেমন আছি কোথায় আছি
যে বলতো রোজ,
কষ্টে আছি জেনে এখন
কেউ করে না খোঁজ।

24/01/2024

আইডিতে সমস্যা হয়েছে! কমেন্টস করে সহযোগিতা করুন প্লিজ।

শীতের শেষ বিকেলে উষ্ণ রোদের ছোঁয়া। মাসালং বাজার,  #সাজেক  #রাঙ্গামাটি।
24/01/2024

শীতের শেষ বিকেলে উষ্ণ রোদের ছোঁয়া।

মাসালং বাজার,
#সাজেক #রাঙ্গামাটি।

জীবন যাপনের জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। আত্মতুষ্টিই মূল বিষয়।
23/01/2024

জীবন যাপনের জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। আত্মতুষ্টিই মূল বিষয়।

Address

Manikganj
1800

Telephone

+8801878200493

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রদীপ কুমার রায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রদীপ কুমার রায়:

Videos

Share


Other Digital creator in Manikganj

Show All