Tapra News 24

Tapra News 24 কথায় নয় সত্যে বিশ্বাসী
(6)

টেপড়া বাস স্ট্যান্ড। ওভারব্রীজ এর ওপর থেকে ধারনকৃত ছবি।
01/08/2022

টেপড়া বাস স্ট্যান্ড। ওভারব্রীজ এর ওপর থেকে ধারনকৃত ছবি।

টেপড়া বাজারে সকাল বেলার শীতের বাজার ❤️শুরু হয়ে গেছে শীতের সবজি আসা। সাথে আছে নদীর মাছ।
10/11/2021

টেপড়া বাজারে সকাল বেলার শীতের বাজার ❤️
শুরু হয়ে গেছে শীতের সবজি আসা। সাথে আছে নদীর মাছ।

শিবালয়ে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ-------------------------------------------------------------------সুত্রঃ news71.com...
24/05/2018

শিবালয়ে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
-------------------------------------------------------------------

সুত্রঃ news71.com

শিবালয়ে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগ উঠেছে। মিথ্যা মামলার কারনে একটি পরিবার দিন দিন নিঃস্ব হয়ে পড়ছে।

স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার শিবরামপুর গ্রামের মৃত লাল মোহন সাহার সাথে একই গ্রামের মৃত খগেন্দ্র নাথ কবিরাজের সাড়ে ১৩ শতাংশ জমি নিয়ে ১৯৯৮ সালে মামলা হয়। লাল মোহন সাহা ও খগেন্দ্র নাথ কবিরাজ মারা যাওয়ার পর তাদের ছেলেরা ওই মামলা পরিচালনা করে আসছেন। কিন্ত ওই জমির মালিক ছিলেন টগর বালা দেবী।

১৯৯১ সালে লাল মোহন সাহার বাড়ী নদীর গর্ভে চলে যাওয়ার পর উপজেলার শিবরামপুর গ্রামের টগর বালার বাড়ীতে এসে আশ্রয় নেয়। কিছু দিন পর লাল মোহন সাহা টগর বালার কাছে থেকে দুই শতাংশ জমি ক্রয় করে ঘরদরজা তুলে বসবাস করতে থাকেন। টগর বালা দেবী ১৯৮৮ সালে দিলিপ মুখার্জীর কাছে সাড়ে ১৩ শতাংশ বিক্রি করেন এবং লাল মোহন সাহার কাছে একই দাগের দুই শতাংশ জমি বিক্রি করেন। দিলিপ মুখার্জীর ক্রয়কৃত সাড়ে ১৩ শতাংশ জমি লাল মোহন সাহাকে দিতে চেয়েছিলেন। কিন্ত সুচতুর খগেন্দ্র কবি রাজ একই দাগের জমি বেশি দাম দিয়ে গোপনে দিলিপ মুখার্জীর কাছে থেকে ক্রয় করেন। ওই জমি খগেন্দ্র নাথ কবিরাজ ক্রয় করে নেওয়ার পর লাল সাহা আদালতে প্রিয়ামশন মামলা করেন। খগেন্দ্র নাথের বিরুদ্ধে প্রিয়ামমশন মামলা করলে লাল মোহন সাহার মৃত্যুর পর তার ছেলেরা আদালত থেকে ডিক্রি পেয়েছেন। ওই জমি লাল মোহন সাহার ছেলেরা ডিগ্রি পাওয়ার পর থেকেই জমি থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পূর্ব শত্রুতার জের ধরে একের পর এক বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে

মৃত লাল মোহন সাহার ছেলে স্বপন সাহা জানান, এই জমি সংক্রান্ত পুর্ব শ্রুতার জের ধরে তার বড় ভাই দ্বীপক সাহার কলেজ পড়–য়া ছেলে দীপু সাহাকে গত ২০১৭ সালের ১২ অক্টোবর মিথ্যা আপহরন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং ওই ঘটনায় জড়িত সন্দেহে দীপক সাহা ও বিল্পব সাহাকে গ্রেফতার করা হয়েছিল। এ ব্যাপারে স্বপন সাহা তার পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির থেকে রক্ষা পাওয়ার জন্য আজ শনিবার শিবালয় থানায় লিখিত অভিযোগ করেন।

ওসি হাবিবুল্লাহ সরকার জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
News Link :
http://www.news1971.com/?p=119231

Address

Tapra, Shibalaya
Manikganj
1850

Alerts

Be the first to know and let us send you an email when Tapra News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tapra News 24:

Share

Nearby media companies