Dear Friendu

Dear Friendu Dear Friendu is the new internet based Bangladeshi vlog page. Most of our Vlog video are based on tour.We are make vlog in our way.
(1)

So, your support we can go beyond our dreams.

11/06/2024

বাংলাদেশ আমার আবেগ 🙂। তাই সহ্য করতে না পেরে কথাগুলো বললাম সরি😔।

কি দোষ ছিলো🙃?
09/06/2024

কি দোষ ছিলো🙃?

07/06/2024
07/06/2024

কোনো মেয়ে মাইন্ড করবেন না প্লিজ,,💬
একদম বাস্তব কিন্তু-

_একটা মেয়ে প্রেমে পরলে তার বান্ধবীদের মন্তব্য :
ছেলেটা লম্বা তো?দেখতে কেমন?টাকা পয়সা আছে তো?বড়লোক না হলে বিয়ে করিস না কিন্তু

_আর একটা ছেলে প্রেমে পরলে তার বন্ধুদের মন্তব্য :
দোস্ত পার্টি দিবি কবে?দোস্ত মেয়েটাকে কষ্ট দিসনা কিন্তু,দোস্ত তোর সাথে ভালো মানাইছে,,দোস্ত মেয়েটা মনে হয় তোকে অনেক ভালোবাসে '!!🌸

কি সত্যি বললাম তো
নাকি মিথ্যা বললাম! 🫤?

07/06/2024

সন্ধ্যা ৭ টায় লাইভে আসবো
ইনশাআল্লাহ।
সবাই join করবেন আশা করছি।

06/06/2024

ট্যুর Vlogger থেকে ফুড Vlogger। vlog number 9.

31/05/2024

আলহামদুলিল্লাহ। সকলের ভালোবাসায় Monetization এপ্লাই করলাম। সকলে দোয়া করবেন, সবসময় সাপোর্ট করবেন ইনশাআল্লাহ 🌺।

তখন ১ টাকায় ৪টা চকলেট পাওয়া যেতো। হসপিটালে গেলে ফ্রি ফ্রি চুলকানির ওষুধ পাওয়া যেত। ব্রিজের উপর থেকে ঝাপ দিলে ঘন্টা দুয়েক...
30/05/2024

তখন ১ টাকায় ৪টা চকলেট পাওয়া যেতো। হসপিটালে গেলে ফ্রি ফ্রি চুলকানির ওষুধ পাওয়া যেত। ব্রিজের উপর থেকে ঝাপ দিলে ঘন্টা দুয়েক পর নাকের নিচে কাদার গোফ পাওয়া যেত। কিন্তু হাজার খুঁজলেও এখনকার মত পকেট ভর্তি ইয়াবা আর ফোন ভর্তি পর্ণ পাওয়া যেত না। ও হ্যা, আমরা মাছ ধরতাম। ঠ্যালা জাল চেনো? তিনকোণা নীল রঙা জাল। তখন পুটি মাছ পেয়ে যেন ইলিশের আনন্দ নিতাম।

সন্ধ্যে হওয়ার আগেই বাসাই ফিরতে হত রোজ হারিকেন টা মুছে তৈল দিয়ে জ্বালিয়ে দেওয়ার দ্বায়িত্ব টা আমার উপর ছিল,একসাথে চাটায়ে বসে পড়তে বসতাম ভাই বোন মিলে, , আর সন্ধ্যায় যখন আশেপাশে কেউ থাকতো না, তখন বইয়ের ভেতরের ময়ূর বের করে মাপতাম। এরপর তাকে চকের গুঁড়ো খেতে দিয়ে আবার যথাস্থানে রেখে দিতাম। আমরা ভাবতাম ময়ূর বড় হয়। যার কাছে যত ময়ূর তাকে ততো সমীহ করে চলতাম যদি সে দয়া করে একটা ময়ূরের বাচ্চক দেয়! এভাবেই আমাদের গল্পে ময়ূর আর চকের গুঁড়ো মিশে আছে যার গন্ধ আমরা এখনো পাই প্রতিটা বইয়ের পাতায়।

তোমরা যখন চিনি দেখলে কোকেন বলে মনে কর, আমরা ৯০ এর দশকের ছেলেরা প্রথমে তাকে চকের গুঁড়ো ভাবি। এটাই আমাদের সরলতা। রাত পেরিয়ে সকাল হলে দল বেধে যাইতাম মক্তবে কোরআন শিক্ষা টা যতাযত ভাবে নিতে ,,, দিন হলে বা দিন পেরিয়ে সন্ধ্যা হলে আমরা পলিথিন জোগাড় করতাম। আগুন জ্বালাবার জন্য। মা বলতো উলের সোয়েটারে নাকি আগুন লাগে তাই সোয়েটার খুলে আমরা আগুনের কাছে যেতাম। আগুনের ভেতর থেকে হাত পা ঘুরিয়ে আনা আর সুচ দিয়ে আঙুল এর চামড়া ফুটো করে গেথে রাখা ছিল তৎকালীন সময়ে স্মার্টনেসের সর্বোচ্চ নিদর্শন। আগুন জ্বালালে তাতে নষ্ট কলম পোড়ানো ছিল ট্রেন্ড। এই জেনারেশন কখনওই জানবে না পলিথিন আর কলম পোড়ার গন্ধ, কিভাবে চামড়ায় সুচ আটকে রাখা যায় তা তারা শিখে নিতে পারবে কিন্তু রোমাঞ্চকর কোন অনুভূতি পাবেনা। কারণ তারা এখন রোমাঞ্চ পায় ইরোটিক ক্লিপ আর সবজী লাল পানি খাওয়াতেই।

আমরা দেখেছি কিভাবে কেরোসিন আনার জন্য কাচের স্প্রাইটের বোতলের মাথায় দড়ি বাধা হতো। আস্তে আস্তে কিভাবে দড়ি কালো হয়ে যেত আর বোতলের গায়ে ময়লার আবরণ পড়তো।ডাংগুলি খেলা তো এখনকার জেনারেশন চিনে কিনা সন্দেহ আছে,, কত যে রোমাঞ্চকর ছিল পরিবেশ টা জায়গাই জায়গাই, মারবেল খেলা,সিগারেটের পেকেট এর নকল টাকা দিয়ে কত রকম যে খেলা ছিল,,, ২০০০ সাল কখনওই জানবে না ষ্টোভ নেভানোর পর কেরোসিন পুড়ে কেমন সুঘ্রাণ বের হয়, সন্ধ্যাবেলায় প্রতিটা বাড়ি থেকে কিভাবে এক এক্কে এক, দুই এক্কে দুই পড়ার আওয়াজ ব্যাঙ এর ঘেঙর ঘেঙরকে হার মানায়, এরা কখনওই ধারাপাত বই চিনবে না। এরা জানে ইউটিউবের টিউটোরিয়াল, সারাদিনের স্কুলে পরে থাকা মোজার গন্ধ আর বিদেশী রাইটারের বই।

সময় পাল্টেছে, আমি যুগের দোষ দেবোনা, সময়ের দোষ দেব না, এই জেনারেশনের দোষ দেব না। দোষ দেব আমাদের, দোষ দেব এই ৯০ এর দশককে। কেন তারা এত সুন্দর ছিল যে পরবর্তী দিনগুলোকে তাদের ধারে কাছেও আসতে দিল না? সেই দিনগুলো ফেসবুক ইউটিউবে বন্দী ছিল না তাই আমাদের শৈশব কেটেছে মাঠেঘাটে, হাওড় বাওড়ে, আগুনে পানিতে, জলাজঙ্গলে। তোমরা তোমাদের গেম অফ থ্রোনস, ইউটিউব আর ফেসবুক দিয়ে আমাদের ম্যাকগাইভার, আলিফ লায়লা আর নতুন কুঁড়িকে চাপা দিতে পারবা কখনো? কি মনে হয়? পারবা?

#সংগৃহীত
**আমিও পেয়েছি এসব খেলাধুলার কিছু কিছু**😓

28/05/2024

রক্ত দান। ।
#স্বেচ্ছাসেবী

25/05/2024

মাওয়া ঘাট। Vlog number 7.
#মাওয়া Dear Friendu

মাওয়া ঘাট। vlog Number 7.আজকে সকাল ১০ টায় আপলোড হবে ইনশাআল্লাহ। সবাই অপেক্ষা করুন, আশা করি সবার ভালো লাগবে। Dear Friendu...
25/05/2024

মাওয়া ঘাট। vlog Number 7.
আজকে সকাল ১০ টায় আপলোড হবে ইনশাআল্লাহ।
সবাই অপেক্ষা করুন, আশা করি সবার ভালো লাগবে।
Dear Friendu

21/05/2024

#লাইভ

20/05/2024

মানিকগঞ্জের মানুষ আমরা
চাচারে কই 'কাক্কা',
গাড়ীর চাকা দেখলে
তাকে কই 'চাক্কা'।

ছাতাকে কই 'ছাত্তি',
আর বাতিরে কই 'বাত্তি'।
ছাগলকে 'ছাগী'
অন্যের জমি চাষ করিলে
তাকে কই 'বাগী'।

নৌকাকে কই 'নাও'।
পশুপাখির বাচ্চাকে
সবাই কই 'ছাউ'
টাকি মাছরে কই 'টাহী'
চিংড়িকে কই 'ইচা'
সত্য কথা না বলিলে
তারে কই 'মিছা'।

ঘরের সামনে খালি জায়গা
তাকে বলি 'দোয়ার'
হাঁস মুরগী থাকে ঘর
তাকে বলি 'খোয়ার'।

ছেলে মেয়েরে কই 'গেদী-গেদ্যা'
গরুর গবরকে বলে 'নাদা'
মেনি মাছের মত দেখতে
তাকে বলি 'ভেদ্যা'।

ঝাড়ুকে সবাই বলে 'হাচুন'
হাতপাখারে বলে 'বিচুন'।
লুঙ্গিকে কই তফন
জামাকে (ব্লাউজ) কই 'পিরণ'।
বেশী কথা কইলে তারে কই বাচাল।

ডাটারে কয় দারা মুড়িকে বলি উরুম।

পড়তে গিয়ে করতে পারেন
অনেক ঠাট্টা হাসি
তবুও আমরা এমন করেই
কইতে ভালবাসী।।❤️❤️😜।
© কালেক্টেড

ইনশাআল্লাহ 💞🥰।
17/05/2024

ইনশাআল্লাহ 💞🥰।

16/05/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছ খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সবকয়টি সবুজ পাতা।

শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে- এত সামান্য, বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না।

মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ক'টা ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়

15/05/2024

আমারে কান্দাইলে😌। Bangla folk songs। folk songs new song song ,
dear friendu,

14/05/2024

মিলন হবে কতো দিনে?. Bangla folk songs.

13/05/2024

যাচ্ছি চা খেতে☕। vlog 5.

Big shout out to my newest top fans! What kinds of my posts do you enjoy most? Tr Id Ha, Shekh Sagor Hossain, Rubel Isla...
10/05/2024

Big shout out to my newest top fans! What kinds of my posts do you enjoy most? Tr Id Ha, Shekh Sagor Hossain, Rubel Islam Alif, Zahid Hossen

10/05/2024

নদীতে গোসল😊। Vlog number 5।

08/05/2024

নাহার গার্ডেন🏞️ ("Vlog 4")। Nahar garden। Manikganj saturiya। Dear friendu। Sk Rubel Alif

05/05/2024

বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ। Baliati Jomidar bari Manikganj | number 3|
Sk Rubel Alif Sheikh Likhon

01/05/2024

গরমে ফ্রি ঠান্ডা শরবত।🍹🍹।

27/04/2024

বেউথা মানিকগঞ্জ। Beutha Manikganj. Vlog Number 2| | Sk Rubel Alif

তেমন কিছু না, দুপুরের রোদে একটু বাসা থেকে বের হইছিলাম। বাকিটা ইতিহাস 🙃🥴🫠।
27/04/2024

তেমন কিছু না, দুপুরের রোদে একটু বাসা থেকে বের হইছিলাম। বাকিটা ইতিহাস 🙃🥴🫠।

24/04/2024

"আসসালামু আলাইকুম।"
Sheikh Likhon & Sk Rubel Alif আমরা দু'জনে অনেক ভালো বন্ধু, বলতে পারেন আপন ভাই এর মতো। এটা আমাদের শখের একটা পেইজ।
সবাই আমাদের পেইজ-কে সাপোর্ট করবেন আশা করি। সেই সাথে দোয়া রাখবেন, আমাদের বন্ধুত্ব যেনো সারা জীবন এই ভাবে ভালো থাকে।

আর হে ১ম ভিডিও টার ফুটেজ কুয়ালিটিসহ ইডিট তেমন ভালো হয়নি। ইনশাআল্লাহ সামনের/আগামী ভিডিওতে ভুল ত্রুটি অনেকটা কমে যাবে।
পরবর্তী ভিডিও আসবে শুক্রবার রাতে ইনশাআল্লাহ , সবাই অপেক্ষা করুন।
ধন্যবাদ 💞।

Address

Manikganj

Telephone

+8801770038105

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dear Friendu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share