ER Rimon.bd

ER Rimon.bd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ER Rimon.bd, Digital creator, Manikganj.

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অয়ন ভাইয়ের সাথে আমরা দৌলতপুর উপজেলা ছাত্রদল
30/08/2024

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অয়ন ভাইয়ের সাথে আমরা দৌলতপুর উপজেলা ছাত্রদল

সাকিবকে নিয়ে সুশীলদের মায়া কান্না করা লোকজনদের আর একটা লোকের কথা বলি যে আমাদের দেশের নামটা ২০০৩ সালে বিশ্ব দরবারে গর্বের...
26/08/2024

সাকিবকে নিয়ে সুশীলদের মায়া কান্না করা লোকজনদের আর একটা লোকের কথা বলি যে আমাদের দেশের নামটা ২০০৩ সালে বিশ্ব দরবারে গর্বের সাথে চিনিয়েছিলেন।
এনে দিয়েছিলেন বাংলাদেশের ফুটবলের প্রথম ও একমাত্র আন্তর্জাতিক ট্রফি। তিনি হচ্ছেন জনাব আমিনুল হক আমাদের দেশের সর্বকালের সেরা গোলকিপার ছিলেন। সাফ জয়ী অধিনায়ক এবং দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারদের একজন।

তার রাজনৈতিক দল ভিন্ন হওয়ার কারণে দিনের পর দিন জেল খাটতে হয়েছে।পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে পুলিশ বাহিনী দিয়ে।তখন কই ছিলেন এখনকার সুশীলরা..??
কথা বলেছেন কখনো দেশের ফুটবলে আন্তজার্তিক শিরোপা এনে দেওয়া এই লোকটাকে নিয়ে..??

ইনি  ডাঃ মৌমিতা দেবনাথ পশ্চিমবঙ্গ,ইন্ডিয়ার বাসিন্দা।কিছুদিন আগের ঘটনা!  আমি হতবাক! স্তম্ভিত!! লজ্জিত!!! মানুষ কিভাবে পার...
16/08/2024

ইনি ডাঃ মৌমিতা দেবনাথ
পশ্চিমবঙ্গ,ইন্ডিয়ার বাসিন্দা।

কিছুদিন আগের ঘটনা!
আমি হতবাক! স্তম্ভিত!! লজ্জিত!!!
মানুষ কিভাবে পারে জানোয়ারের মতো আচরণ করতে।
আর একজন নারী হয়ে কিভাবে,তাও তার কলিগ!

আমি বিস্মিত!!

একটা শরীর।

১৮/২০ জন পুরুষ।

১১৩ টা কা'মড়ের দা'গ।

জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চে'পে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে র'ক্ত বেরিয়ে আসে?

এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চে'পে ধরে ছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ।

চোখ দিয়ে র'ক্ত বেরিয়ে আসার আগমুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, ‘আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে।’

আহারে আহারে।💔


মানিকগঞ্জ ১ আসনের ধানের শীষের কান্ডারী ও মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক S A Jinnah Kabir   কাকা সাথে ছিলে...
10/08/2024

মানিকগঞ্জ ১ আসনের ধানের শীষের কান্ডারী ও মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক S A Jinnah Kabir কাকা সাথে ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক Ayon Khan ভাই

04/07/2024
ঈদ মোবারক
16/06/2024

ঈদ মোবারক

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে
22/04/2024

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে

20/04/2024

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
* পদ ঃ আমার জীবন সাথী মানে আমার বউ
* শিক্ষাগত যোগ্যতা: ক্লাস দশম শ্রেণী থেকে এইচ.এস.সি পাশ

পাশাপাশি মোটামোটি সুন্দরী হতে হবে

মূল কাজের দায়িত্ব:
* আমার সকল কথা শুনতে হবে
* ভালো রান্না জানতে হবে
* কিছু হলেই বাবার বাড়ি যাব এগুলা বলা যাবে না
* সকল কাজ দুজনে মিলেমিশেই করব
* আমার বাবা- মায়ের যত্ন করতে হবে

আগ্রহী প্রার্থীদের সিভি পাঠানোর অনুরোধ করা হলো

01/11/2023

মানিকগঞ্জ ১ আসনের এমপি পার্থী আওয়ামীলীগ থেকে ৬ জন বিএনপি থেকে পার্থী ৩ জন

19/09/2023

" ১৬ বছর বয়সেই তুই প্রে'গন্যান্ট?"

চাচাতো বোন আলিশার কথা শুনে চমকে উঠলাম। তারপর বললাম,

"বিয়ে হয়েছে ছয় মাস হলো আর তুই বেবি নিয়ে নিচ্ছিস আলিশা? "

"সে চায়।"

"সে চাইলেই এতো তাড়াতাড়ি বাচ্চা নিতে হবে?"

"কিছু করার নেই। সে বাবা ডাক শুনতে চাই। আমার কাছে আবদার নয়,অনুরোধ করছে বার বার। বিদেশ থেকে এসে যেনো বাবুকে কো"লে নিতে পারে।"

"তোর বয়স একদমই কম আলিশা। এখন বেবি নিলে তোর শ*রী*রের পক্ষে খা*রা*প হবে ভালো হবেনা। তোর জামাইর বয়স তোর তুলনায় অধিক বেশি। কাজেই সে চাইবেই।"

"থাক মেঘ আসুক নতুন অতিথি। দেরিতে হলেওতো নিবো।"

দেখতে দেখতে আজ আলিশার ডেলিভারির দিন চলেই এলো। সবার মুখ চিন্তায় থমথমে। তখনি কেবিন থেকে ফুটফুটে এক বাচ্চার চিৎ*কার ভেসে আসে। কিন্তু ডাক্তার এসে জানাই "আফ*সো*স বা*চ্চা জী*বিত থাকলেও, মা আর জী*বিত নেই।"

আমি থমকে গেলাম। বার বার হাসপাতালের দেয়ালগুলো বলছিলো তখন,

"কম বয়সী কোনো মেয়ের বিয়ে না হোক, কম বয়সী কেউ মা না হোক।

যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের গ্রূপে জয়েন হয়ে নিন আমাদের গ্রুপ টা পাবলিক করা আমাদের গ্রূপের গল্প গল্প মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন 👉👉 📕 সাহিত্য ডাইরি 📗

আপনি যদি এই পোস্টটি দেখে থাকেন , তার মানে আমার পোস্ট আপনার নিউজফিডে যায় । জানতে পারি কোথা থেকে আপনি দেখছেন এই পোস্ট ?
18/09/2023

আপনি যদি এই পোস্টটি দেখে থাকেন , তার মানে আমার পোস্ট আপনার নিউজফিডে যায় । জানতে পারি কোথা থেকে আপনি দেখছেন এই পোস্ট ?

17/09/2023

ছেলে: আমি তোমাকে অনেক ভালোবাসি 🥰

মেয়ে: কিন্তু আমি বাসতে পারবো না ।😒

ছেলে: কিন্তু কেন?🥺

মেয়ে: আমি একজনকে ভালোবাসি ।😌

ছেলে:-আচ্ছা তাহলে আর কি বলবো...😕

মেয়ে: দয়া করে আমাকে আর বিরক্ত
করবেন না।😮‍💨 . .
২ বছর পর ছেলেটার সাথে মেয়েটার দেখা
হলো ।..
মেয়ে: আরে তুমি ? ভালো আছো?🤔

ছেলে: চিনতে পারছো চিনার তো কথা ছিল না....?🤨

মেয়ে: অনেক দিন পর দেখা । তাইনা?☺️

ছেলে : হুম।😪

মেয়ে: কেমন আছো?🫤

ছেলে: ভালোই আছি । তুমি কেমন আছো?😊

মেয়ে: ভালো ।🙂

ছেলে:........... নীরবতা

মেয়ে: বিয়ে করেছো?🤥

ছেলে: না....... তুমি?🙃

মেয়ে: না।😐

ছেলে: আমি জানতাম।😃

মেয়ে: কি জানতে?🤨

ছেলে: যাকে তুমি ভালবাসতে সে তোমাকে ছেড়ে যাবে আমি জানতাম 🤐

মেয়ে: তুমি জানতে তখন বলনি কেন,... বলতে মেয়ের চোখের কোনে জল চলে এলো তোমায় আমি অনেক খুঁজছি পাইনাই।🥲

ছেলে: সরি... ঢাকা চলে গেছিলাম?🤗

মেয়ে: অভিমান করে চলে গিয়েছিলে?😥

ছেলে: না সবার উপরে অভিমান খাটানো যায় না।😅

মেয়ে: এখনো ভালোবাস আমাকে?🥹

ছেলে: জানিনা ।তবে......😺

মেয়ে: তবে কি?😐

ছেলে: এখন আর কারো জন্য কষ্ট পাইনা 😌

মেয়ে: আর অভিমান?🙄

ছেলে: সেটা সবার ওপর করা যায়না ।
আর অভিমান করে লাভ কি?🙂

মেয়ে: এখনো রাগ করে আছো?🥺

ছেলে: রাগ করার অধিকারটাও নেই আমার...

মেয়ে: আমি তোমাকে এখন.......🙃

ছেলে: শুনতে চাইনা। দেখতে চাইনা নতুন কোনো স্বপ্ন।😒

মেয়ে: আবার কবে দেখা হবে?🥺

ছেলে: নিয়তি যখন চাইবে ।😪

মেয়ে: আচ্ছা , তোমার নাম্বারটা দেয়া যাবে?😊

ছেলে: না.. আমি আর ফোন ইউজ করি না ...তবে....🤥

মেয়ে: তবে কি?🤔

ছেলে: তবে আমার বাসার নাম্বারটা নিতে পারো😌

মেয়ে : হুম🙂

ছেলে: 065749...ওকে ভালো থেকো.. 😊

মেয়ে: হুম তুমি ও ভালো থেকো ☺️.......

ছেলে পিছন দিকে ঘুরেই হাটতে শুরু করে ।কারণ সে
অনেক কষ্টে মেয়েটাকে ভুলেছে। চায় না আর নতুন করে আর কোনো কষ্ট পেতে । মেয়েটা ছেলেটার যাওয়ার পথের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে যদি একবার ছেলেটা পিছনে ফিরে তাকায় । কিন্তু ছেলেটা আর পিছনে ফিরে তাকায় না কারণ সে তার অশ্রুসিক্ত চোখে মেয়েটাকে দেখাতে চায় না ।হেটে যেতে থাকে অজানার উদ্দেশ্যে । হেটে যেতে যেতে একসময় মেয়েটির চোখের আড়াল হয়ে যায় । অজান্তেই মেয়েটার চোখ বেয়ে দু'ফোটা জল
গড়িয়ে পড়ে ।....

সবাই পেজটা ফলো করবেন

06/09/2023

বর্তমানে মেয়েদের অবস্তা🥹🫡

মেয়েঃ- আপনি কি করেন!!♡🫶🏻🩷

ছেলেঃ- Ami Banker..!😊😊

মেয়েঃ- ও ভালো,,আসলে আপনার সাথে কথা বলতে অনেক ভালো লাগে আমার, শুধু বলতেই মন চায়!!🥹🫶

ছেলেঃ- sorry, ঐটা ব্যাং'কার নয়, বেকার
হবে!!🙂🙂

-টাইপিং এ ভুল হইছে আসলে আমি বেকার!!😑🤐

মেয়েঃ- আসলে আমার Bf আছে, bye!!🥲🥲

ছেলেঃ- ok আগামী মাসে আমি সরকারি চাকরিতে জয়েন করতেছি আমার জন্য দোয়া করবেন!!🥀🤲

মেয়েঃ- sorry sorry, আমার Bf ছিলো!! কিন্তু এখন নাই, আমি এখন সিঙ্গেল!!🥹🥹🥹

06/09/2023

পরীক্ষার হলে দুই বান্ধবীর কথোপকথন—

১ম বান্ধবীঃ এই, ৭নং লিখছিস?
২য় বান্ধবীঃ নারে, ৭নং টা ভালো করে পারিনা।
১ম বান্ধবীঃ ৮ নংলিখছিস?
২য় বান্ধবীঃ না, ঐ টা দিবোনা।
১ম বান্ধবীঃ ৯ নংপারিস?
২য় বান্ধবীঃ নারে।
১ম বান্ধবীঃ ১০ নং লিখছিস?
২য় বান্ধবীঃ লিখছি। তবে বানিয়ে-বানিয়ে লিখছি !!

এবার রেজাল্টের সময় ঐ দুই বান্ধবীর কথোপকথন—

১ম বান্ধবীঃ কত পাইছিস?
২য় বান্ধবীঃভালো নারে . . .
১ম বান্ধবীঃ আহা, বলনা?
২য় বান্ধবীঃ ৯৫।
১ম বান্ধবীঃ ৯৫ পাইছিস, তাও বলছিস ভালোনা !! কিন্তু তোরে তো ৪টা প্রশ্ন জিগাইছিলাম, তুই পারিসনা বলছিলি। এখন ৯৫ পাইলি ক্যামনে ???
পরীক্ষার হলে দুই বন্ধুর কথোপকথন—
১ম বন্ধুঃ দোস্ত, ৭ নং লিখছিস?
২য় বন্ধুঃ হুম।
১ম বন্ধুঃ দেখা।
২য় বন্ধুঃ এই যে ধর, খাতা দিয়া দিলাম। যত খুশি দেখ।
কিন্তু সাবধানে !!
১ম বন্ধুঃ থ্যাংকস দোস্ত। পাশ করমুতো?
২য় বন্ধুঃ শালা, আমি পাশ করলে তুইও করবি। এখন
লেখ।
এবার রেজাল্টের সময় ঐ দুই বন্ধুর কথোপকথন

১ম বন্ধুঃ দোস্ত, থ্যাংকস !! তোর কারণে পাশ করছিরে ...
২য় বন্ধুঃ শালা, না খাওয়াইলে তোর খবর আছে !! কত
পাইছিস?
১ম বন্ধুঃ ৯০ !!
২য় বন্ধুঃ আরে শালা, তুই তো আমার খাতা কপি করছিলি। তাইলে আমার চেয়ে ৫ কম পাইলি ক্যান?
বানান ভুল
করছিলি নাকি ??? 🤔

বন্ধু আর বান্ধবীদের মধ্যে সামান্য ব্যবধান,😀

এটাই বাস্তব, আমরা এরকমটাই দেখেছি অনেক,,,

যারা আইডি ফলো না করে গল্প পড়ছেন তাঁদের বলছি আইডি ফলো করেন আইডির গল্প গুলো মন ছুঁয়ে যাবে Er rimon.bd

19/08/2023

বাবার মৃ'তদে'হ সামনে রেখে বললাম " বাবার ঋণদার যারা আছেন,আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন।বাবার ঋণ আমি শোধ করবো "

ছোট বোন আমার হাত চেপে ধরে বললো " ভাইয়া,তুই শোধ করবি কিভাবে? তুই নিজেই তো ৫ বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না।বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে? "

বোনকে অভয় দিয়ে বললাম " শত কষ্ট হলেও শোধ করবো বোন "

সারারাত আমার ঘুম হলো না।বোনের বিয়ের বয়স হয়ে গেছে।পরিবারের খরচ নাহয় কোনোরকম চালাবো,কিন্তু বোনের বিয়ে কিভাবে দিবো?

পরেরদিনই ঋণদাতারা এসে বাড়িতে হাজির।বাইরে বেড় হয়ে এতো লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে উঠলো।মৃদু স্বরে বললাম

" আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন।আমি চেষ্টা করবো শোধ করার "

ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বললো " আমরা ব্যাংক থেকে এসছি।উনি তার ছেলে মেয়ের নামে ৭ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন "

একথা বলে তিনি চলে গেলেন।বাকি লোকগুলিও ছোট ছোট সমিতি থেকে এসছেন। ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন ২০ টাকা করে সঞ্চয় রাখতেন।

রাতে সব মিলিয়ে হিসেব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট ১১ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।মনে পড়ে গেলো সেদিন রাতের কথা।যে রাতে আমি বাবাকে বলেছিলাম

" আপনি কেমন বাবা?আমার ভবিষ্যতের নিয়ে আপনার কোনো চিন্তা আছে?দরকার নেই আমার এমন বাবার "

বাবা তখন মৃদু হেসে বলেছিলেন " আমার সাধ্য মতো চেষ্টা করছি।সময় হলেই পেয়ে যাবে "

হ্যা সে সময়টা এখন এসে গেছে।কিন্তু বাবা চলে গেছে দূরে,ওই তারাদের কাছে।আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম

" বাবা,আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না।এখন বুঝতে পারছি,কেন তুমি এক শার্ট পড়েই একটা বছর কাটিয়ে

18/08/2023

HSC পরীক্ষার্থীদের জন্যে সু-খবর৷
আগামীকাল সকল স্কুল কলেজ সাথে পরীক্ষাও বন্ধ থাকবে ❤️

13/08/2023

পবিত্র কুরআনে মোট কতবার “বিসমিল্লাহির রাহমানির রাহীম' রয়েছে?

10/08/2023

নিষিদ্ধ পল্লীতে জম্ম যাদের
আজান হয়নি কানে,,
তারাইতো বেয়াদবি করবে
কোরআন ও নবীজির শানে।

Address

Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ER Rimon.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ER Rimon.bd:

Videos

Share


Other Digital creator in Manikganj

Show All