ঢাকা সিটি কলেজ

ঢাকা সিটি কলেজ THIS PAGE IS OUR DHAKA COLLEGE OFFICIAL PAGE. WE LOVE DHAKA CITY COLLEGE �
(10)

04/05/2024

ঢাকা সিটি কলেজ,
আবেগের আরেক নাম ✨

" আল্লাহ যাকে ইচ্ছা দায়িত্ব দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা দায়িত্ব কেড়ে নেন; যাকে ইচ্ছা সম্মানিত করেন,যাকে ইচ্ছা অ...
24/10/2023

" আল্লাহ যাকে ইচ্ছা দায়িত্ব দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা দায়িত্ব কেড়ে নেন; যাকে ইচ্ছা সম্মানিত করেন,যাকে ইচ্ছা অপমানিত করেন, সকল কিছুই তার ক্ষমতার অধীন" সুরা আল ইমরান |২৬|

অভিনন্দন Mahmudullah Riyad 111

24/10/2023

ঢাকা সিটি কলেজের ছাত্ররা গিটার ভালো বাজায় 🥀🫶🏼

ATTENTION 🚫আল্লাহ বলছেন, ‘হে ইমানদারগণ! তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেব-দেবীর পূজা-উপাসনা করে, তোমরা তাদের গালি দিও না। ...
22/10/2023

ATTENTION 🚫

আল্লাহ বলছেন, ‘হে ইমানদারগণ! তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেব-দেবীর পূজা-উপাসনা করে, তোমরা তাদের গালি দিও না। যাতে করে তারা শিরক থেকে আরও অগ্রসর হয়ে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে না বসে।’ (আনআ’ম আয়াত, ১০৮)।

রাসুল (সা.) বলেছেন, ‘কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার নষ্ট করে কিংবা তাদের ওপর জুলুম করে, তবে কেয়ামতের দিন আমি মুহাম্মদ(সাঃ) ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করবো। (সুনানে আবু দাউদ : ৩০৫২।)

প্রিয় নবী (সা.) বলেছেন, ‘অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যাকারী জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ ৪০ বছরের রাস্তার দূরত্ব থেকেই ওই ঘ্রাণ পাওয়া যাবে।’ (বুখারি : ৩১৬৬।)

যারা দূর্গা পুজার মন্দিরে ভাঙচুর করেছেন বা যারা এইসব করলে অনেক নেকি পাওয়া যায় মনে করেন তাদের জন্য উপরোক্ত আয়াত এবং হাদিস।

২৫ ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে।অনেকেই কলেজের লেকচারের পাশাপাশি বাহিরে পড়ার জন্য চাইতেছো।অনেকে গ্রুপে পোস্ট করতেছো...
15/10/2023

২৫ ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে।অনেকেই কলেজের লেকচারের পাশাপাশি বাহিরে পড়ার জন্য চাইতেছো।অনেকে গ্রুপে পোস্ট করতেছো এবং মেসেঞ্জারে নক দিয়েছো স্যারদের বিষয়ে জানার জন্য।এক্ষেত্রে আমি বলবো কলেজের বাহিরে পড়ার ক্ষেত্রে কলেজের স্যারদেরকে ই বেশি প্রাধান্য দেওয়া উচিত।কেননা সিটি কলেজের সিলেবাস সর্ম্পকে উনারাই সবচেয়ে বেশি ভালো জানেন এবং কিভাবে শেষ করলে ভালো হবে সেক্ষেত্রেও উনারা অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন।আর কলেজের স্যার রা কলেজের পাশেই পড়ায়।কলেজ স্ট্রীটের কাছে।

একজন সিটিয়ান হিসেবে আমি কলেজের বাহিরে যেসব ডিসিসিয়ান স্যারদের কাছে পড়েছি তাদের সম্পর্কে নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে যেকোনো হেল্প করতে পারবো।তোমাদের জন্য ছোট্ট একটা পারমর্শ,এককথায় সাজেশন ই বলতে পারো।

পদার্থবিজ্ঞান-মেহেদী হাসান স্যার
উচ্চতর গনিত-সমীরণ গাইন স্যার/মশিউর রহমান স্যার
রসায়ন-অনাথ স্যার/ইমতিয়াজ স্যার
জীববিজ্ঞান-প্রকাশ হালদার স্যার
আইসিটি-সুমন স্যার/তরুণ স্যার
ইংরেজি-এলহাম স্যার/তৌহিদ স্যার

এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। এখানে বলা বাহুল্য যে,সিটি কলেজের সব স্যার ই কিন্তু সেরা।তুমি চাইলে যেকোনো স্যারের কাছেই পড়তে পারো।এটা একান্তই যার যার ব্যক্তিগত বিষয়। তবে নিজের অভিজ্ঞতা থেকে উনাদের সম্পর্কে যেকোনো তথ্য দিয়ে সহায়তা করতে পারবো।

[মনোযোগ আকর্ষণের জন্য পিক ব্যবহার করা হয়েছে]

Collection From DCCianz

ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের নিয়ে  শিক্ষকদের স্টার সিনেপ্লেক্সে ছবি দেখার কিছু মুহূর্ত 🤍⚜️
12/10/2023

ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকদের স্টার সিনেপ্লেক্সে ছবি দেখার কিছু মুহূর্ত 🤍⚜️

সহজে বিকাশ থেকে ফিলিস্তিনের জন্য আপনি  খুব সামন্য হলেও ডোনেশন করতে পারেন।আপনি চাইলে আপনার পরিচয়ও গোপন অথবা নাম,পরিচয় সহ ...
12/10/2023

সহজে বিকাশ থেকে ফিলিস্তিনের জন্য আপনি খুব সামন্য হলেও ডোনেশন করতে পারেন।
আপনি চাইলে আপনার পরিচয়ও গোপন অথবা নাম,পরিচয় সহ প্রদান করতে পারবেন।
বিকাশের ডোনেশন অপশনে যেয়ে স্ক্রুল করে একটু নিচে গেলেই ফিলিস্তিন দূতাবাস ঢাকা, লেখা পাবেন তার উপর চাপ দিলেই বাকি স্টেপ পেয়ে যাবেন।

পটভূমিঃ
এক. ইসরা ও মিরাজের ভূমি
আল্লাহ বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছিলেন আল-মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য; তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।’ (সুরা বনি ইসরাইল, আয়াত-১)

দুই. প্রথম কিবলাঃ
মসজিদুল আকসা, ফিলিস্তিন হলো মুসলিমদের প্রথম কিবলা। যার দিকে মুখ করে রাসুলুল্লাহ (সা.) ও সাহাবিরা ১০ বছর নামাজ আদায় করেছেন। মহান আল্লাহ বলেন, ‘তুমি যেখান থেকে বাহির হওনা কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও এবং তোমরা যেখানেই থাকো না কেন ওর দিকে মুখ ফিরাবে।’( সুরা বাকারা, আয়াত-১৫০)

তিন. নবুয়ত ও বরকতময় ভূখণ্ড

আল-কোরআনের ৫ স্থানে মহান আল্লাহ ফিলিস্তিনকে বরকতময়, পুণ্যময় ভূখণ্ড বলেছেন।

১. সুরা বনি ইসরাইলের প্রথম আয়াতে। ‘যার আশপাশে আমি বরকত নাজিল করেছি।’

২. সাইয়িদুনা ইবরাহিম (আ.)-এর ঘটনা বর্ণনার সময়- ‘আর আমি তাকে ও লুতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই ভূখণ্ডে, যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য।’( সুরা আম্বিয়া, আয়াত-৭১)

৩. মুসা (আ.)-এর ঘটনা বর্ণনায়, যখন ফিরাউনের কবল থেকে মুসা (আ.) ও বান ইসরাইলকে উদ্ধার করে আনা হয় এবং ফেরাউন ও তার সৈন্যদলকে পানিতে ডুবিয়ে মারা হয়। আল্লাহ বলেন, ‘যে সম্প্রদায়কে দুর্বল মনে করা হতো, তাদের আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি; এবং বনি ইসরাইল সমন্ধে আপনার প্রতিপালকের শুভ বাণী সত্যে পরিণত হলো, যেহেতু তারা ধৈর্যধারণ করেছিল। (সুরা আ'রাফ: ১৩৭)

৪. হজরত সুলায়মান (আ.)-এর ঘটনায়। মহান আল্লাহ তাকে রাজ্য দান করেছিলেন এবং সব কিছুকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। আল্লাহ বলেন, ‘আর সুলায়মানের বশীভূত করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে; সে তার আদেশক্রমে প্রবাহিত হতো সেই ভূখণ্ডের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি; প্রত্যেক বিষয় সম্পর্কে আমিই সম্যক অবগত।’ (সুরা আম্বিয়া, আয়াত-৮১)

৫. সাবা-এর ঘটনায় আল্লাহ তাদের কীভাবে সুখ-শান্তিতে রেখেছিলেন। আল্লাহ বলেন, ‘ওদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং ওইসব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম এবং ওদেরকে বলেছিলাম— ‘তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ কর দিনে ও রাতে।’ ( সুরা সাবা: আয়াত-১৮)

আল্লামা মাহমুদ আলুসী তাফসিরে রুহুল মাআনীতে উল্লেখ করেছেন, এই জনপদ বলতে শামকে ঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবন আব্বাস বলেন, এ জনপদ হলো,বায়তুল মুকাদ্দাস। (রুহুল মা'আনী, ২২/১২৯)

প্রাচীন শামদেশ (Levant) হলো— বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন।

চার. তৃতীয় সম্মানিত শহর

হাদিসের আলোকে প্রমাণিত যে তিনটি শহর সম্মানিত— মক্কা, মদিনা ও ফিলিস্তিন বা বায়তুল মুকাদ্দাস।

সহিহ বুখারিও মুসলিমে হজরত আবু সাইদ খুদুরি (রা.) হতে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) বলেন, তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো (জায়গা ইবাদাতের) উদ্দেশ্যে ভ্রমণে বের হওয়া যাবে না- মসজিদুল হারাম, মসজিদুল আকসা এবং আমার এই মসজিদ। (হাদিস, ৭০৭)

অন্য হাদিসে এসেছে, মসজিদুল আকসায় ১ রাকাত নামাজ আদায় অন্যান্য মসজিদের তুলনায় ৫০০ গুণ, মসজিদুল হারাম এবং মসজিদুন নববী ব্যতীত। (বুখারি, মুসলিম)

এসব কারণে ফিলিস্তিনকে ভালোবাসা, তাদের পাশে থাকা ঈমানের দাবি।



DCC 🌆
11/10/2023

DCC 🌆

কেন্দ্রীয় কারাগার ঢাকা সিটি কলেজ।  কয়েদীদের কাছে ঝালমুড়ি আর রস বিক্রির দৃশ্য ।😍❤️
09/10/2023

কেন্দ্রীয় কারাগার ঢাকা সিটি কলেজ। কয়েদীদের কাছে ঝালমুড়ি আর রস বিক্রির দৃশ্য ।😍❤️

08/10/2023

Experience of 8th September 2023

04/10/2023

সাকিবের কথা শুনে তামিমের চোখে পানি। তামিমকে অতীতের কথা মনে করিয়ে সাকিব ফেরত দিলেন ৩০ টাকা। উঠে দাঁড়িয়ে দুজন মেলালেন হাত।

02/10/2023

After realization of a mistake 🙂
Me:

02/10/2023

- ভূমিকম্প -
বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূর`রু মা`আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামি`ই ওয়াহুয়া সামি`য়ুল আলিম।

যারা এসএসসি ২০২৩ এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এবং ঢাকা সিটি কলেজে ভর্তি হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। তোমাদের ...
25/09/2023

যারা এসএসসি ২০২৩ এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এবং ঢাকা সিটি কলেজে ভর্তি হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি।

তোমাদের মধ্যে অনেকেই ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসবে। এদের মধ্যে অনেকের শুরুতে থাকা-খাওয়া নিয়ে সমস্যায় পড়তে হয়। থাকা-খাওয়ার জন্য এবং কলেজ থেকে কাছাকাছি ধানমন্ডির জিগাতলার আশে পাশে অনেক হোস্টেল আছে।

পড়ালেখা, থাকা-খাওয়ার সুন্দর পরিবেশের পাশাপাশি ভালো নিরাপত্তার ব্যবস্থাসহ অনেক হোস্টেল তোমরা পেয়ে যাবা। তোমাদের মধ্যে যারা বিভিন্ন জেলা থেকে পড়তে আসবা তাদের বেশিরভাগ হোস্টেলে থাকবা। হোস্টেলে থাকার ব্যাপারে তোমাদের কিছু আগাম সতর্কতা দিয়ে রাখি।

ধানমন্ডির জিগাতলার মধ্যে কিছু ভালো মানের হোস্টেলের মধ্যে প্রথমেই নাম আসবে ড্রিম স্কলার্স হোম ছাত্রাবাস।

এই হোস্টেলের দুটি ভিআইপি আর দুটি সাধারণ মিলে মোট চারটা শাখা আছে জিগাতলায়। প্রথম দেখাতে হোস্টেলের পরিবেশ, নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা,থাকা-খাওয়ার পরিবেশ, পড়াশোনার পরিবেশ অনেকের কাছে ভালো লাগবে।

প্রথমেই হোস্টেলের পরিচালনায় যারা আছে তারা শিক্ষার্থীদের আর তাদের অভিভাবকদের হোস্টেলের সুনাম, শৃঙ্খলা, পরিবেশ, পড়াশোনার ব্যাপারে কঠোরতা, নিরাপত্তা, থাকা-খাওয়া ইত্যাদি ব্যাপারে বলে সকলের মনোযোগ আকর্ষণ করবে, এক কথায় ব্রেইন ওয়াশ করবে।

অভিভাবকরাও দেখে তার সন্তানদের ভালোর জন্য এটাই বেস্ট। তখনই তারা ফাঁদে পড়ে। হোস্টেলে যারা থাকবে শুরুতেই তাদের থেকে দুই মাসের এডভান্স টাকার পাশাপাশি সার্ভিস চার্জ বাবদ বড় একটা টাকার অংশ নিয়ে নিবে।

এদের ভিআইপি হোস্টেলে থাকা-খাওয়াসহ মাসে সর্বনিম্ন ১৩০০০ থেকে সর্বোচ্চ ২১০০০ টাকা পর্যন্ত রুম অছে। আর সাধারণ শাখায় সর্বনিম্ন ৮০০০ থেকে ১২০০০ টাকার রুম আছে।

তো শুরুতেই সবার থেকে দুই মাসের এডভান্স সহ ৩০০০০ থেকে ৪০০০০ টাকার মতো বড় একটা অংশ নিয়ে নেয়। তারপর সবার সাথে চুক্তিবদ্ধ হয় যে, শেষের দুই মাস যখন থাকবা নাহ তখন শেষের দুই মাসের সাথে এডভান্সের টাকা সমন্বয় করা হবে, শেষের দুই মাসে টাকা দেওয়া লাগবে নাহ।

চুক্তিপত্রে ছোট করে লেখা থাকে বর্ষ শেষ না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী হোস্টেল ত্যাগ করতে পারবে নাহ। অন্যথায় দুই মাসের এডভান্সের টাকার পাশাপাশি অতিরিক্ত মাসের অর্ধেক টাকা জরিমানা দিয়ে হোস্টেল ত্যাগ করতে হবে।

এমনভাবে লেখা থাকে যেন সকলের নজর এড়িয়ে যায়। যারা নতুন হোস্টেলে উঠে তাদের সাথে প্রথম এক মাস হোস্টেল কতৃপক্ষ অনেক ভালো ব্যবহার করে, সবার রুমে গিয়ে সবার খোঁজ-খবর নেয়। সুবিধা-অসুবিধা দেখে। সবার পড়াশোনার খোঁজ-খবর রাখে। ভালো খাবার দেয়। খাবারের মান ভালো দেয়, কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা, কারেন্ট চলে গেলে ২৪ ঘন্টা আইপিএস, নিজস্ব খাবার রাখার জন্য ফ্রিজের ব্যবস্থা, লবিতে নিজস্ব শিক্ষকের কাছে পড়ার সুবিধা, খাবার গরমের সুবিধা, ২৪ ঘন্টা ওয়াইফাই সুযোগ ইত্যাদি। কিছুদিন যাবার পর দেখা যায় কতৃপক্ষের আসল রূপ। হঠাৎ করে শুরু করে শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার। আস্তে আস্তে সুযোগ-সুবিধা কমাতে শুরু করে। যেমন: রাত ১০ টায় ওয়াইফাই বন্ধ করে দেয়, দিনে দিনে খবারের মান খারাপ করে, খাবারের পরিমাণ কমিয়ে দেয়, নির্দিষ্ট সময়ের এক মিনিট লেইট হলে খাবার খেতে দেয় নাহ, রুমের কিছু নষ্ট হলে নিজে ঠিক করতে হবে অন্যথায় জরিমানা দিতে হয়, কারেন্ট চলে গেলে রুমে একটা লাইট অথবা একটা ফ্যান চলবে, লবিতে পড়তে নিজস্ব শিক্ষকের কাছে পড়তে হলে কারেন্ট বিল বাবদ অতিরিক্ত ৫০০ টাকা দিতে হবে, যেকোনো সময় হঠাৎ করে মাসের ভাড়া বড়িয়ে দেয়, রাত ৯ টার পর কাউকে হোস্টেল থেকে বের হতে দেয় নাহ, নির্দিষ্ট সময় পর কেউ বাহিরে থাকলে তাকে হোস্টেলে প্রবেশ করেতে দেয় নাহ, বিদ্যুৎ সংযোগ লাগে এমন কোনো জিনিস ব্যবহার করতে দেয় নাহ যেমন: নিজস্ব ফ্যান, লাইট, ইস্ত্রি, গরম পানি করার জগ ইত্যাদি ব্যবহার করতে হলে অতিরিক্ত বিদ্যুৎ বিল তোমাকে বহন করতে হবে। তোমার মানসিক বিনোদনের জন্য টেলিভিশন থাকার পরও সেটা দেখতে দিবে নাহ। রুম সার্ভিসের কথা বলে সবার থেকে শুরুতে ১০০০০ টাকা নিয়ে নেওয়ার পর ঠিক করে সার্ভিস দিবে নাহ। নামেমাত্র সবার কিছু নিত্যপ্রয়োজনীয় কাজ করে দিবে। হোস্টেলের শিক্ষার্থীদের কলেজে যাতায়াতের জন্য নিজস্ব পরিবহনের ব্যবস্থার কথা শুরুতে বললেও সেটি শুধু হোস্টেল কতৃপক্ষের জন্যই ব্যবহৃত হয়ে থাকবে। এমনকি পরবর্তীতে কারো অসুস্থতায় প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করা হয় নাহ। এগুলো নিয়ে কতৃপক্ষকে অভিযোগ দিলেও কোনো লাভ হয় নাহ, কতৃপক্ষ এগুলো কানেই তুলে নাহ। তাদের সমাধান হলো যাদের হোস্টেলে সমস্যা হবে তারা হোস্টেল ছেড়ে চলে যাও। সবার সাথে চুক্তিতে স্বাক্ষর থাকার কারণে কেউ বর্ষ শেষ হওয়ার আগে হোস্টেল ত্যাগ করতে পারে নাহ। কতৃপক্ষের সব নিয়ম মেনে অনিচ্ছা সত্ত্বেও থাকতে হয়। আর কেউ বর্ষ শেষ হওয়ার পূর্বে পারিবারিক সমস্যা অথবা নিজস্ব কোনো সমস্যায় হোস্টেল ত্যাগ করলে তাকে কখনোই দুই মাসের এডভান্সের টাকা ফেরত দেয়া হয় নাহ। কোনো শিক্ষার্থীর যদি পারিবারিক সমস্যার কারনে মাসের ১০ তারিখের মধ্যে টাকা দিতে দেরি হয় তাহলে সেই শিক্ষার্থীর খাবার বন্ধ করে দেওয়া হয়। আর কতৃপক্ষ সবসময় শিক্ষার্থীদের ভুল খুঁজে বের করার চেষ্টা করে, যেন শিক্ষার্থীরা হোস্টেলের নিয়ম বহির্ভূত কাজ করে। আর নিয়ম ভঙ্গ করলে তাকে সরাসরি বের করে দেয়। এসব বিষয় পরিবারকে জানালেও কোনো উপকার হয় নাহ, কারণ শুরুতেই অবিভাবক আর শিক্ষার্থী থেকে চুক্তিপত্রে স্বাক্ষর নিয়ে নেয়। এতে কেউ কোনো আইনগত ব্যবস্থাও নিতে পারে নাহ।

আমার এই হোস্টেলে পাঁচ মাস থাকার অভিজ্ঞতা শেয়ার করলাম। তোমরা যারা হোস্টেলে থাকবা আগে থেকে সবকিছু বিবেচনা করে, সঠিক তথ্য নিয়ে, সবকিছু যাচাই করে তারপর সিদ্ধান্ত নিবা।

ধন্যবাদ।©

24/09/2023

Dhaka City College Singer Community 😶

DHAKA CITY COLLEGE IN AI
22/09/2023

DHAKA CITY COLLEGE IN AI

Address

Manda

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকা সিটি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies