Neshat Khan

Neshat Khan "Assalamualikum"

New Toyota Fortuner 2025🙂‍↕️
09/01/2025

New Toyota Fortuner 2025🙂‍↕️

শুভ কামনা রইলো সবার জন্য ❤️
30/12/2024

শুভ কামনা রইলো সবার জন্য ❤️

The Mariana Trench is located in the western Pacific Ocean, east of the Philippines and south of Japan. Its deepest poin...
27/12/2024

The Mariana Trench is located in the western Pacific Ocean, east of the Philippines and south of Japan. Its deepest point, the Challenger Deep, lies approximately 10,916 meters (35,814 feet) below sea level and is considered the deepest known place on Earth.

The trench is situated about 200 kilometers southwest of Guam, the nearest major island and part of the Mariana Islands. It is approximately 2,500 kilometers from Manila, the capital of the Philippines. The Mariana Trench was formed by the subduction of the Pacific Plate beneath the Mariana Plate and is part of the geologically active Ring of Fire. Due to its extreme depth and immense pressure, it remains one of the least explored places in the world.

Credits goes to respective owner ❤️‍🩹

যুক্তরাষ্ট্রে ছাত্র ভিসার জন্য আবেদন প্রক্রিয়া জটিল মনে হলেও ধাপে ধাপে এটি খুবই সহজে সম্পন্ন করা যায়। এখানে  প্রতিটি ধ...
21/12/2024

যুক্তরাষ্ট্রে ছাত্র ভিসার জন্য আবেদন প্রক্রিয়া জটিল মনে হলেও ধাপে ধাপে এটি খুবই সহজে সম্পন্ন করা যায়। এখানে প্রতিটি ধাপের বেসিক আইডিয়ারগুলো মেনশন করা হয়েছেঃ

#ধাপ ১: বিশ্ববিদ্যালয়ে আবেদন এবং ভর্তি নিশ্চিত করা
১. #বিশ্ববিদ্যালয় নির্বাচন করুন:
আপনার পড়াশোনার বিষয় এবং ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো খুঁজে বের করুন। ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং, টিউশন ফি, অবস্থান, এবং প্রোগ্রামের মানের উপর ভিত্তি করে পছন্দ করুন।

২. #আবেদন জমা দিন:

আবেদন ফরম পূরণ করুন (অনলাইনে)।
প্রয়োজনীয় নথি জমা দিন, যেমন:
একাডেমিক সার্টিফিকেট ও নম্বরপত্র।
TOEFL/IELTS স্কোর।
SOP (Statement of Purpose)।
সুপারিশপত্র (Recommendation Letters)।
পাসপোর্ট কপি।
৩. #ভর্তির নিশ্চয়তা পত্র (Acceptance Letter):
বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি নিশ্চিত হওয়ার পরে আপনাকে I-20 ফর্ম দেওয়া হবে। এটি যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নথি।

ধাপ ২: ফি প্রদান করা
১. SEVIS ফি কি?
SEVIS (Student and Exchange Visitor Information System) ফি হল একটি সরকারী ফি যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ এবং পরিচালনার জন্য নেওয়া হয়।

২. #ফি পরিশোধ প্রক্রিয়া:

SEVIS ফি ($350 USD) অনলাইনে পরিশোধ করুন।
ফি প্রদানের রসিদ প্রিন্ট করে রাখুন। এটি ভিসা সাক্ষাৎকারের সময় দূতাবাসে জমা দিতে হবে।

ধাপ ৩: -160 ফর্ম পূরণ করা
১. DS-160 ফর্ম কি?
DS-160 হল যুক্তরাষ্ট্রে অ-অভিবাসী ভিসার জন্য একটি অনলাইন আবেদন ফর্ম।

২. #ফর্ম পূরণের ধাপ:

যুক্তরাষ্ট্র #দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে DS-160 ফর্ম পূরণ শুরু করুন।
আপনার ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের তথ্য, শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড, এবং ভ্রমণের উদ্দেশ্য সঠিকভাবে লিখুন।
একটি ডিজিটাল পাসপোর্ট সাইজ ছবি আপলোড করুন।
৩. কনফার্মেশন পৃষ্ঠাটি সংরক্ষণ করুন:
ফর্ম পূরণ শেষে আপনাকে একটি কনফার্মেশন পৃষ্ঠা দেওয়া হবে। এটি প্রিন্ট করে সাক্ষাৎকারে নিয়ে যেতে হবে।

ধাপ ৪: #ভিসা আবেদন ফি প্রদান করা
১. ভিসা ফি:

#ছাত্র ভিসার জন্য প্রায় $160 USD ভিসা আবেদন ফি নির্ধারিত।
অনলাইনে অথবা অনুমোদিত ব্যাংকে এই ফি পরিশোধ করুন।
২. #প্রমাণপত্র সংরক্ষণ করুন:
ফি প্রদানের রসিদ সংগ্রহ করুন। এটি সাক্ষাৎকারের সময় প্রয়োজন হবে।

ধাপ ৫: #ভিসা সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ করা
১. ভিসা সাক্ষাৎকারের আবেদন:

যুক্তরাষ্ট্র দূতাবাসের ভিসা আবেদন পোর্টালে লগইন করুন।
DS-160 ফর্ম নম্বর এবং ভিসা ফি প্রদানের তথ্য দিয়ে আপনার সাক্ষাৎকারের তারিখ নির্বাচন করুন।
২. সাক্ষাৎকারের স্থান:
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস (Dhaka Embassy) সাক্ষাৎকারের জন্য নির্ধারিত স্থান।

ধাপ ৬: #প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা
ভিসা সাক্ষাৎকারের জন্য নীচের কাগজপত্র প্রস্তুত রাখতে হবে:

#পাসপোর্ট (যার মেয়াদ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও কমপক্ষে ৬ মাস থাকতে হবে)।
I-20 ফর্ম।
SEVIS ফি প্রদানের রসিদ।
DS-160 ফর্মের কনফার্মেশন পৃষ্ঠা।
ভিসা ফি প্রদানের রসিদ।
একাডেমিক ডকুমেন্ট (সার্টিফিকেট, মার্কশিট, IELTS/TOEFL স্কোর ইত্যাদি)।
ব্যাংক স্টেটমেন্ট (যাতে দেখানো যায় আপনার পড়াশোনার খরচ সামলানোর সামর্থ্য রয়েছে)।
স্পন্সরশিপ লেটার (যদি আপনার পড়াশোনার খরচ স্পন্সর করে কেউ থাকে)।

ধাপ ৭: #ভিসা সাক্ষাৎকার দেওয়া
১. সাক্ষাৎকারের দিন:
নির্ধারিত তারিখে যুক্তরাষ্ট্র দূতাবাসে নির্ধারিত সময়ে উপস্থিত থাকুন।

২. #সাক্ষাৎকারে প্রস্তুতি:

#সাক্ষাৎকারে আপনি কেন যুক্তরাষ্ট্রে পড়তে চান, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, এবং পড়াশোনার খরচ কিভাবে চালাবেন—এ সম্পর্কে প্রশ্ন করা হবে।
আত্মবিশ্বাসের সাথে উত্তর দিন এবং সত্যবাদী থাকুন।
৩. #আপনার আচরণ:
সাক্ষাৎকারে পেশাদারিত্ব বজায় রাখুন এবং আপনার পড়াশোনার উদ্দেশ্য সঠিকভাবে ব্যাখ্যা করুন।

ধাপ ৮: #ভিসার সিদ্ধান্ত জানা
১. ভিসা অনুমোদন:

সাক্ষাৎকারের পর কর্মকর্তারা আপনার ভিসার সিদ্ধান্ত জানাবেন।
যদি অনুমোদন পান, তবে পাসপোর্টে ভিসার স্ট্যাম্প পাওয়ার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে।
২. ভিসা প্রত্যাখ্যান হলে:
ভিসা প্রত্যাখ্যানের কারণ জানার চেষ্টা করুন এবং প্রয়োজন হলে ভবিষ্যতে পুনরায় আবেদন করুন।

এই #প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করতে সময়মতো প্রতিটি ধাপ অনুসরণ করুন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত রাখুন। অতিরিক্ত তথ্যের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন।

প্রথমে টেনশনে ছিলো তাই চুল ছিলো না,  এখন টাকা আছে তাই চুল আছে, টেনশন নাই 😇
12/12/2024

প্রথমে টেনশনে ছিলো তাই চুল ছিলো না, এখন টাকা আছে তাই চুল আছে, টেনশন নাই 😇

সফল হতে চান ❓❓❓২৭ বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন,তখন আপনারই বয়েসি কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে...
09/12/2024

সফল হতে চান ❓❓❓

২৭ বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন,তখন আপনারই বয়েসি কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছেন। আপনার ক্যারিয়ার যখন শুরুই হয়নি,তখন কেউ কেউ নিজের টাকায় কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়েই চলে যাচ্ছে।

প্রথমেই আসে পরিশ্রমের ব্যাপারটা-
যারা আপনার চাইতে এগিয়ে,তারা আপনার চাইতে
বেশি পরিশ্রমী।এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না।
শুধু পরিশ্রম করলেই সব হয় না।তা-ই যদি হত,তবে গাধা হত বনের রাজা।শুধু পরিশ্রম করা নয়,এর পুরস্কার পাওয়াটাই বড় কথা।
only your results are rewarded,not your efforts!!!!
আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কীভাবে?সবার দিনই তো ২৪ ঘণ্টায়।আমার বন্ধুকে দেখেছি,অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে।ও রাত জাগার সুবিধা তো পাবেই!

আপনি বাড়তি কী করলেন,সেটাই ঠিক করে দেবে,আপনি বাড়তি কী পাবেন।আপনি ভিন্ন কিছু করতে না পারলে ভিন্ন কিছু পাবেন না।বিল গেটস রাতারাতি বিল গেটস হননি।শুধু ইউনিভার্সিটি ড্রপআউট হলেই স্টিভ জবস কিংবা জুকারবার্গ হওয়া যায় না।
আউটলায়ার্স বইটি পড়ে দেখুন।বড় মানুষের বড় প্রস্তুতি থাকে।
নজরুলের প্রবন্ধ গুলো পড়লে বুঝতে পারবেন,উনি কতটা স্বশিক্ষিত ছিলেন।শুধু রুটির দোকানে চাকরিতেই নজরুল হওয়া যায় না।কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হয়ে যাওয়া যাবে না।সবাই তো বই বাঁধাইয়ের দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডে হতে পারে না,বেশিরভাগই তো সারাজীবন বই বাঁধাই করেই কাটিয়ে দেয়।

স্টুডেন্ট লাইফে কে কী বলল,সেটা নিয়ে মাথা ঘামাবেন না। যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারত না,সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক।যাকে নিয়ে কেউ কোনদিন স্বপ্ন দেখেনি,সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখতে শেখায়।কেরিয়ার নিয়ে যার তেমন কোন ভাবনা ছিল না,সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে।সব পরীক্ষায় মহা উৎসাহে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী। আপনি কী পারেন,কী পারেন না,এটা অন্য কাউকে ঠিক করে দিতে দেবেন না।

সরকারী ইউনিভার্সিটিতে চান্স পাননি? প্রাইভেটে পড়ছেন? সবাই বলছে,আপনার লাইফটা শেষ?আমি বলি,আরে!আপনার লাইফ তো এখনো শুরুই হয়নি।আপনি কতদূর যাবেন,এটা ঠিক করে দেয়ার অন্যরা কে?লাইফটা কি ওদের নাকি?
আপনাকে ডাক্তার- ইঞ্জিনিয়ার হতেই হবে কেন?যেখানেই পড়াশোনা করেন না কেন,আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর।
শুধু 'ওহ শিট','সরি বেবি','চ্যাটিং ডেটিং' দিয়ে জীবন চলবেন না।আপনি যার উপর ডিপেনডেন্ট,তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা কল্পনা করে দেখুন।যে গাড়িটা করে ইউনিভার্সিটিতে আসেন,ঘোরাঘুরি করেন,সেটি কি আপনার নিজের টাকায় কেনা?

একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে।তখন আপনাকে যা যা করতে হবে,সেসব কাজ এখনই করা শুরু করুন। জীবনে বড় হতে হলে কিছু ভাল বই পড়তে হয়,কিছু ভাল মুভি দেখতে হয়,কিছু ভাল মিউজিক শুনতে হয়,কিছু ভাল জায়গায় ঘুরতে হয়,কিছু ভাল মানুষের সাথে কথা বলতে হয়,কিছু ভাল কাজ করতে হয়।জীবনটা শুধু হাহাহিহি করে কাটিয়ে দেয়ার জন্য নয়।একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে,তখন দেখবেন,পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে,মাথায় আকাশ ভেঙে পড়ছে। স্কিল ডেভেলাপমেন্টের জন্য সময় দিতে হয়। এসব একদিনে কিংবা রাতারাতি হয় না।"আপনার মত করে লিখতে হলে
আমাকে কী করতে হবে?আমি আপনার মত রেজাল্ট করতে চাই। আমাকে কী করতে হবে?"এটা আমি প্রায়ই শুনি।আমি
বলি,"অসম্ভব পরিশ্রম করতে হবে।নো শর্টকাটস্।সরি!"
রিপ্লাই আসে,"কিন্তু পড়তে যে ভাল লাগে না। কী করা যায়?"এর উত্তরটা একটু ভিন্ন ভাবে দিই।

আপনি যখন স্কুল কলেজে পড়তেন,তখন যে সময়ে আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকত,সে সময়ে আপনি তাকে দেখে হাসতেন।এখন সময় এসেছে, আপনি পড়ার টেবিলে বসে থাকবেন।
জীবনটাকে যে সময়ে চাবুক মারতে হয়,সে সময়ে জীবনটাকে উপভোগ করলেন,যে সময়ে জীবনটাকে উপভোগ করার কথা,সে সময়ে জীবনটাকে উপভোগ করতে পারবেন না,এটাই স্বাভাবিক।এটা মেনে নিন।
মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান।এখনই সময়!
কষ্ট করুন,লক্ষ্য ঠিক রাখুন,ব্যর্থ হবেন
কিন্তু থামবেন না,এগিয়ে যান--
১০০০ বার ব্যর্থ হলে তা থেকে ১০০০টা
শিক্ষা নিন,তারপর সফলতা পান।

একজন সত্যিকার CEO বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিৎ? বিশ্বের অন্যতম Tech Giant Industry (Tesla) - এর কাছ থেকে এ...
05/12/2024

একজন সত্যিকার CEO বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিৎ? বিশ্বের অন্যতম Tech Giant Industry (Tesla) - এর কাছ থেকে একটি শিক্ষা- যখন ২০০৮ সালে পুরো বিশ্ব ভেবেছিল Tesla দেউলিয়া হয়ে যাবে তখন,

Mercedes ভবিষ্যদ্বাণী করেছিল: “চলন্ত গ্রীষ্মের মধ্যেই দেউলিয়া হয়ে যাবে।”

BMW বলেছিল: “তারা কখনোই ব্যাপক উৎপাদন বা ম্যাস প্রডাকশনের দিকে যেতে পারবে না।”

The Wall Street Journal নিশ্চিত করেছিল: “Tesla এর জন্য তার পরবর্তী উৎপাদন দুঃস্বপ্ন মাত্র।”

তখন ইলন মাস্ক সিদ্ধান্ত নিলেন Tesla-এর কারখানায় থাকার, তার সংকল্প এবং দৃঢ় ইচ্ছাশক্তি এতটাই ছিল যে, তিনি একটি বালিশ নিয়ে Tesla-এর ফ্যাক্টরি এসে থাকতে শুরু করলেন। দিন রাত কাজ করলেন আর যখনই ক্লান্ত লাগতো বালিশ বিছিয়ে গাড়ির পাশে শুয়ে পরতেন।

পরবর্তীতে যা ঘটেছিলো, তা প্রতিটি CEO-কে চমকে দিল।

Tesla শুধু মার্কেটে টিকেই গেলই না, বরং তারা তাদের সমস্যাগুলোকে কাটিয়ে পূর্বের চেয়েও আরো বহুগুণ শক্তিশালীরূপে উঠে দাঁড়াল।

পরিবর্তনটা ছিল সত্যিই বেশ নাটকীয়:
ইলন মাস্ক নিজে প্রতিটি উৎপাদন স্টেশন পরিদর্শন করতেন এবং তার Tesla ম্যানুফ্যাকচারিং প্লান্টের একটা ছোটখাটো ব্যাপারও বাদ দিতেন না। প্রয়োজন হলে সফটওয়্যার কোড পুনরায় লিখতেন। যেসব ম্যানেজার তার দৃষ্টিভঙ্গিকে বিশ্বাস করতো না, ঠিকমত কো-অপারেটর করতো না, তাদেরকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করতেন।

কখনো রাত ৩টার দিকে উঠে সরবরাহকারীদের ফোনকল করে যন্ত্রাংশ চাইতেন।

এক রাতে কর্মীরা তাকে তেলের মধ্যে ভেজা অবস্থায় দেখতে পেলেন, এটি ছিল একটি মডেল ৩ গাড়ি, যা তিনি নিজেই ঠিক করছিলেন কিন্তু অন্যান্য প্রকৌশলীরা ঠিক হবে না ভেবে ওই মডেলের গাড়িটিকে মেরামত করা ত্যাগ করেছিল।

সেদিন ইলন মাস্ক কনফিডেন্টের সাথে সকল প্রকৌশলীদেরকে বলেছিলেন: “হয় আমরা বিশ্বের বুকে Tesla-কে পুরোপুরিভাবে উন্নত করবো অথবা কাজ করতে করতে মরে যাব। তোমরা যারা যারা আমার চিন্তাধারার সাথে রাজি তারা থাকতে পারো, আর যারা আমার চিন্তা কিংবা ভিশনের সাথে একমত নও তারা Tesla-কে পরিত্যাগ করতে পারো৷”

ইলন মাস্কের এমন ভয়ংকর সংগ্রামের পরে যখন Tesla একের পর এক মার্কেটপ্লেস দখল করতে শুরু করলো তখন অটোমোটিভ শিল্পের অন্যান্যদের হাসি থেমে গেল যখন প্রতি বছর তাদের বিক্রিত গাড়ির সংখ্যা প্রকাশিত হলো:
• প্রথম সপ্তাহ: ২০২টি মডেল ৩
• তৃতীয় মাস: প্রতি সপ্তাহে ৫,০০০
• বছরের শেষে: প্রথম লাভজনক ত্রৈমাসিক

এক সময়ের উপহাস হওয়া Tesla আজ অন্যান্য অটোমোটিভ শিল্পের জন্য বাস্তব হুমকিতে পরিণত হলো৷ তারা তাদের ভয়ংকর হার্ড ওয়ার্ক এবং উইল পাওয়ার দিয়ে পুরো অটোমোটিভ শিল্পকে সতর্ক করে তুলল।

এরপর ইলন মাস্কের ইন্টারভিউ নেওয়া শুরু করলো বিভিন্ন মিডিয়া৷ ইলন মাস্ক তাদেরকে একটা কথা কমনলি বলতো যে,
“Tesla-কে নিয়ে পুরো অটোমোটিভ শিল্পে ডোমিনেট করার সপ্ন কখনই ছিল না৷ তবে ওটা খুবই বেদনাদায়ক সময় ছিল যখন Tesla-কে ভেঙ্গেচুরে নতুনভাবে গড়ার কাজ হাতে নিয়েছিলাম। জানি না, তবে সম্ভবত আমি একটু পাগল ছিলাম, তাই হয়তো না চাইলেও অটোমেটিক্যালি Tesla পুরো অটোমোটিভ শিল্পকে ডমিনেট করা শুরু করলো” ইলন মাস্ক এ কথাও শেয়ার করেছিলেন।

প্রথাগত গাড়ি নির্মাতাদের ছিল:
• ১০০ বছরেরও বেশি ম্যানুফ্যাকচারিং অভিজ্ঞতা
• বিলিয়ন ডলারের নগদ রিজার্ভ
• শক্তিশালী বৈশ্বিক সাপ্লাই চেইন
• গভীর রাজনৈতিক সংযোগ

আর আজ?

টেসলার মূল্যায়ন Toyota, GM, Ford এবং BMW-এর একত্রিত মূল্যের চেয়েও বেশি।

কয়েক বছরের মধ্যেই, ইলন মাস্ক একটি উপহাসের বিষয়কে একটি বিশাল অটোমোটিভ দৈত্যে রূপান্তরিত করেছেন এবং প্রমাণ করেছেন যে ধৈর্য্য, দৃঢ় সংকল্প, হার্ড ওয়ার্ক এবং দৃষ্টি (ভিশন) পুরো একটি শিল্পকে, একটি পৃথিবীকে বদলে দিতে পারে। 👑

বাবা রিক্সা চালিয়ে ছেলেকে ভর্তি করিয়েছেন বিশ্ববিদ্যালয়ে। বাবার পরিশ্রমকে সম্মান জানিয়ে বাবাকে রিক্সায় বসিয়ে বিশ্ববিদ্যাল...
04/12/2024

বাবা রিক্সা চালিয়ে ছেলেকে ভর্তি করিয়েছেন বিশ্ববিদ্যালয়ে। বাবার পরিশ্রমকে সম্মান জানিয়ে বাবাকে রিক্সায় বসিয়ে বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দেখালেন ছেলে ফজলে রাব্বি। ফজলে রাব্বি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

জীবনে খুব বেশি না এরকম একটা সাধারণ লাইফ লিড করতে পারলেই হবে 🙂
01/12/2024

জীবনে খুব বেশি না এরকম একটা সাধারণ লাইফ লিড করতে পারলেই হবে 🙂

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত । এ নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হত্যাক...
27/11/2024

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত । এ নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হত্যাকাণ্ডে জড়িত সকল ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বাচ্চাকে ব্যাগে ভরে এক মায়ের বাজারের ছবিটি (বামে) ১৯৮৭ সালে বুদাপেস্টের এক বাজার থেকে তোলা। পরের ছবিটি ৩৩ বছর পর ২০২০ সা...
24/11/2024

বাচ্চাকে ব্যাগে ভরে এক মায়ের বাজারের ছবিটি (বামে) ১৯৮৭ সালে বুদাপেস্টের এক বাজার থেকে তোলা। পরের ছবিটি ৩৩ বছর পর ২০২০ সালে তোলা (ডানে)। এবারও একই মা-মেয়ে আগের মতো ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন!

Hello 👋
24/11/2024

Hello 👋

RIP 🙏
09/10/2024

RIP 🙏

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801711434100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neshat Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share