The Daily Maheshpur

The Daily Maheshpur The Daily Mahespur is the leading newspaper of Mahespur updating in 24/7 with breaking, political,
(1)

No Caption
16/07/2024

No Caption

26/06/2024

,,এমপি আনার রহস্য উদঘাটনে ঝিনাইদহে ডিবি দল,,,


নব-নির্বাচিত সংসদ সদস্য ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে বিপুল ভোটে নৌকার বিজয়।অভিনন্দন জানাইঅবসরপ্রাপ্ত মেজর জেনারেল...
07/01/2024

নব-নির্বাচিত সংসদ সদস্য
ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে বিপুল ভোটে নৌকার বিজয়।
অভিনন্দন জানাই
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজি
দোয়া ও শুভ কামনা রইলো।

12/11/2023

Crow on the nest.

WELCOME
04/11/2023

WELCOME

08/08/2023
Boarder Guard Bangladesh (BGB) arrested one person and recovered five gold bars weighing 582.68 grams at Moheshpur upazi...
24/11/2022

Boarder Guard Bangladesh (BGB) arrested one person and recovered five gold bars weighing 582.68 grams at Moheshpur upazila in Jhenaidah on Sunday.

রাত ১২ টায় ফেরী ঘাটে পৌছে পরের দিন সকাল ১০ টায় ফেরী পার না হলে এই ব্রিজের মর্ম আপনি বুঝবেন না।কিংবা এম্বুলেন্সে আপনার প্...
27/06/2022

রাত ১২ টায় ফেরী ঘাটে পৌছে পরের দিন সকাল ১০ টায় ফেরী পার না হলে এই ব্রিজের মর্ম আপনি বুঝবেন না।
কিংবা এম্বুলেন্সে আপনার প্রিয়মানুষটা শেষ নিঃশ্বাস এর অপেক্ষায় আছে অথচ কুয়াশার কারনে ফেরী বন্ধ এই পরিস্থিতিতে না পড়লেও আপনি এই ব্রিজের মর্ম বুঝবেন না।
এইটা শুধু রড,কনক্রিটের স্থাপনা না।এইটা তারচেয়েও বড় কিছু।
অভিনন্দন বাংলাদেশ

Maheshpur pilot model high school
19/06/2022

Maheshpur pilot model high school

চাঁদের বুকে একটুকরো মহেশপুর 😊.Copy POST
22/05/2022

চাঁদের বুকে একটুকরো মহেশপুর 😊.

Copy POST

Maheshpur upozilla all college list ....
23/04/2021

Maheshpur upozilla all college list ....

মহেশপুরের কোটিপতি সেই নাইটগার্ডের দৌড়ঝাপঅনলাইন ডেস্কঃদেশের জাতীয়, আঞ্চলিক ও বিভিন্ন অনলাইন পত্রিকায় পত্রিকায় “একদিনে সাড়...
08/04/2021

মহেশপুরের কোটিপতি সেই
নাইটগার্ডের দৌড়ঝাপ

অনলাইন ডেস্কঃ
দেশের জাতীয়, আঞ্চলিক ও বিভিন্ন অনলাইন পত্রিকায় পত্রিকায় “একদিনে সাড়ে ১১ বিঘা জমি কিনে আলোচনায় এক নাইটগার্ড” শীর্ষক খবর প্রকাশের পর মহেশপুর এখন টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। নানা আলোচনা সমালোচনায় মুখর মহেশপুর উপজেলা চত্বর। এক কথায় নাইটগার্ডের অবৈধ ভাবে সম্পদ অর্জনের খবরটি ছিল হট কেক। এদিকে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের পর নাইটগার্ড তরিকুল ভেঙ্গে পড়েছেন। তিনি বিভিন্ন মানুষের কাছে ধর্না দিচ্ছেন যাতে আর খবর প্রকাশ না হয়। পারিবারিক ভাবে নাইটগার্ড তরিকুল চাপের মুখে পড়েছে। তরিকুলের অপকর্মের খবরটি প্রচারের পর তার স্ত্রী সন্তানরা বাইরে মুখ দেখাতে পারছে না। মহল্লাবাসির মানুষ ঘৃনার চোখে দেখতে শুরু করেছেন। একের পর এক বহুল প্রচারিত দৈনিকগুলোতে নাইটগার্ড তরিকুলের কোটিপতি হওয়ার খবর প্রচারের পর তার উচ্ছিষ্টভোগীরা হতাশায় পড়েছেন। দলিল লেখক কাম কথিত সাংবাদিকরা তরিকুলের সম্রাজ্য রক্ষা করতে না পেরে নানা রকমের ধান্দাবাজীতে লিপ্ত হচ্ছে। নাইটগার্ট তরিকুলের গ্রামের বাড়ি নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের মানুষ তার এই কালো সম্পদ অর্জনের খবরে হতবাক। সেজিয়া গ্রামের মানুষ পত্রিকা ও নেট দুনিয়ায় তরিকুলের কোটিপতি হওয়ার খবরটি পড়ে ছি ছি করছেন। এ নিয়ে তাদের নানা নেতিবাচক মন্তব্য প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তরিকুল সিন্ডিকেটের মুখোশ খসে পড়ায় দীর্ঘদিন নির্যাতিত মানুষ পত্রিকার নিউজে যেন হাফ ছেড়ে বেঁচেছে। এই সাহসী নিউজটি করায় সাংবাদিকরা প্রশংসায় ভাসছেন। এদিকে নাইটগার্ড তরিকুল ও তার সিন্ডিকেটের খবর প্রচারের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। লকডাউন উঠে গেলেই একাধিক সংস্থা তদন্তের উদ্যোগ নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে। মহেশপুরের মানুষ দুর্নীতিবাজ নাইটগার্ড তরিকুলের বরখাস্ত ও তার উচ্ছিষ্টভোগীদের আইনের আওতায় আনার দাবী তুলে নানা জায়গায় ফোন করছেন। উল্লেখ্য গত কয়েক দিন ধরে নাইটগার্ড তরিকুলের অবৈধ সম্পদ অর্জনের খবর প্রকাশিত হলে মহেশপুর শহর আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়। তরিকুল ঘটনা ধামা চাপা দিতে তার ভাইয়ের কাছ থেকে সাড়ে ১১ বিঘা জমি হেবা দলিল করে নিয়েছেন বলে দাবী করলেও তার ভাই কি এই জমি তাকে এমনি এমনি দিয়েছেন ? এমন পাল্টা প্রশ্ন বা যুক্তির কথা শোনা যাচ্ছে।

03/03/2021

'কিশোর গ্যাং' সন্দেহে চাঁদপুরে একসঙ্গে ৪৭ জন কিশোরকে আটকের খবর পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে সন্ধ্যার পর সেখানে কোন শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা নেয়ার কথা বলছে স্থানীয় পুলিশ। কীভাবে দেখছেন বিষয়টা?

BBC News বাংলা

শুভেচ্ছা ও অভিনন্দন    জনাব আব্দুর রশিদ খান    পুনরায় নির্বাচিত মেয়র,মহেশপুর     পৌরসভা।
28/02/2021

শুভেচ্ছা ও অভিনন্দন
জনাব আব্দুর রশিদ খান
পুনরায় নির্বাচিত মেয়র,মহেশপুর পৌরসভা।

জি-৩ মাছ চাষে, বেশি লাভ আসে।.
28/02/2021

জি-৩ মাছ চাষে, বেশি লাভ আসে।.

অবৈধভাবে ভারতে যাওয়ার সময়২১ জনকে আটকস্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভ...
20/02/2021

অবৈধভাবে ভারতে যাওয়ার সময়
২১ জনকে আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় নাগরিক ও এক দালালসহ ২১ জনকে আটক করেছে মহেশপুরের ৫৮ বিজিবি। মহেশপুর উপজেলার বিভিন্ন সিমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা সাতক্ষীরা, পিরোজপুর, খুলনা ও ভারতের বর্ধমান জেলার নাগরিক। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী ভারতে যাচ্ছে এবং ভারত থেকে একজন বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সব পুরুষ, নারী শিশু ও দালাল সেলিম রেজাসহ ২১ জনকে আটক করে। এর মধ্যে ভারতের সুরুলিয়া গ্রামের বাসুদেব বিশ্বাসের স্ত্রী সুরমা রয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। থানায় মামলা হয়েছে।

 #মনোযোগ_দিয়ে_পড়ুনসব মন্দই কিছু ভালো নিয়ে আসে। প্রায় সব অন্ধকারই আলোর জানান দেয়।রাত জেগে একটা ফিচার দেখছিলাম বিবিসি’তে। ...
25/03/2020

#মনোযোগ_দিয়ে_পড়ুন

সব মন্দই কিছু ভালো নিয়ে আসে। প্রায় সব অন্ধকারই আলোর জানান দেয়।
রাত জেগে একটা ফিচার দেখছিলাম বিবিসি’তে। দুনিয়াজুড়ে করোনার আতঙ্ক আর দমবন্ধ আবহে ঘন্টাখানেকের সতেজ খোলাহাওয়া!
হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি! মাত্র কয়েক’সপ্তাহেই পাল্টে যাচ্ছে আমাদের পৃথিবীটা! এই যে এক অদ্ভুত সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে মানবসভ্যতা, লাখ লাখ, কোটি কোটি মানুষের বাঁচার ধরণটাই যাচ্ছে পাল্টে, সামাজিক ছবিটা হয়ে যাচ্ছে ওলোটপালোট, এ কোনো বিচ্ছিন্ন ঘটনা বা দূর্ঘটনা তো নয়! সভ্যতার বেলাগাম দৌরাত্মের কি এমনই পরিণতি হওয়ার ছিল না? মানুষ কি সত্যিই টের পায়নি? তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) চীফ সায়েন্টিস্ট কীভাবে দাবী করছেন যে ২০১৫-১৬ সাল থেকে উন্নত দেশগুলোকে সতর্ক করা হচ্ছিল, যে কোনো সময়ে আঘাত হানতে পারে কোনো ভয়ঙ্কর মহামারী! পাল্টে দিতে পারে গোটা পৃথিবীর চালচিত্র, মানবসভ্যতাকে দাঁড় করিয়ে দিতে পারে এক অভূতপূর্ব চ্যালেঞ্জের সামনে!

ভবিষ্যদ্বাণী বা আশঙ্কার কথা যদি উড়িয়েও দেওয়া যায়, তবুও এটা সত্যি এবং বাস্তব যে পাল্টে যাচ্ছে পৃথিবী। দীর্ঘমেয়াদী লকডাউনে হু হু করে কমছে দূষণের মাত্রা! চীন, ইটালী বা ব্রিটেনের আকাশে অবিশ্বাস্য গতিতে কমছে নাট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড আর কার্বন মনোক্সাইডের মাত্রা! পরিবেশবিদদের হতবাক করে নিউইয়র্কের আকাশে দূষণের মাত্রা কমেছে ৫০%য়েরও বেশী! স্রেফ উপগ্রহ ছবিতে নয়, ঘরবন্দী ইউরোপের মানুষ খালি চোখেও দেখতে পাচ্ছে ঝকঝকে নির্মল আকাশ! স্মরণকালের মধ্যে যা কখনো দেখেনি তারা!
দল বেঁধে ফিরে আসছে পরিযায়ী পাখির দল। সভ্যতা থেকে দূরে সরে যাওয়া নিরীহ ডলফিনের ঝাঁক ফিরে আসছে মানুষের কাছে, ভেনিস থেকে মুম্বাই সর্বত্র! রাশ পড়েছে বিশ্ব ঊষ্ণায়নের হারেও। অবিশ্বাস্য, তাই না?
এদেশেও কমবে দ্রুত হারে, জল এবং বায়ুদূষণ। যত মানুষ সেঁধিয়ে যাবে ঘরে, বন্ধ হতে থাকবে মাঝারি ও বড় শিল্প, কমবে গাড়ীঘোড়া বা বিমানের জ্বালানী দূষণ। শুধু চীনেই গত দু’মাসে জ্বালানীর ব্যবহার কমেছে ৩০%য়েরও বেশী।
গোটা মানবসভ্যতাকে মাত্র সাত-আট সপ্তাহে কেউ যেন প্রবল ঝাঁকিয়ে ছেড়ে দিয়েছে!

বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মতে এ স্রেফ শুরু! এই আপাতঃ নিরীহ এক ভাইরাস (মৃত্যুহার যেহেতু ১%য়ের আশেপাশে) গোটা দুনিয়ার ভোল পাল্টে দেবে। পাল্টে দেবে আমাদের মানসিকতা, আমাদের জীবনযাত্রা। একদিকে সীমান্ত মুছে গিয়ে গোটা পৃথিবী দাঁড়াবে এক আকাশের নীচে, অজানা অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে নামবে একজোট হয়ে। অন্যদিকে ঘরবন্দী হয়ে যাওয়া মানুষ প্রাথমিক ধাক্কাটুকু সামলে হাত বাড়িয়ে দেবে প্রতিবেশীর দিকে। চারপাশের পরিবেশ নিয়ে ছিনিমিনি খেলার আগে ভাববে আত্মীয়, বন্ধু, পড়শীদের কথা।
করোনাঢেউ স্রেফ এই এক-দু’মাসের গল্প নয়। একটা ভ্যাকসিন আবিষ্কার হয়ে বাজারে আসতে সময় নেবে কমপক্ষে ১২ থেকে ১৬ মাস। এরমধ্যে পৃথিবীর অন্ততঃ দুই-তৃতীয়াংশ মানুষ আক্রান্ত হবে দফায় দফায়। যতদিন ভ্যাকসিন না আসছে, করোনায় ইমিউনিটি তৈরী হওয়ার একমাত্র পথ এতে আক্রান্ত হওয়া।
WHOর মতে এখনও ভারত সহ বিশ্বের প্রায় কোনো দেশেই মাস-টেস্টিং শুরু হয়নি। কেবল সন্দেহভাজন উপসর্গ দেখলেই টেস্ট হচ্ছে। মজা হল এই ভাইরাস শরীরে ঢোকার পর উপসর্গ দেখা দিতে সময় নিচ্ছে ৭-১০ দিন। ততদিন ধরে ঐ ধারক বা বাহক জানতেই পারছেন না যে তার শরীরে ভাইরাস আছে অথচ নিজের অজান্তেই তিনি সেই ভাইরাস ছড়িয়ে দিচ্ছেন আরো ১০০ মানুষের শরীরে।
তাহলে কী দাঁড়ালো? আক্রান্তের যে ছবি বা পরিসংখান আমাদের সামনে এই মুহূর্তে আছে, সে ভারতের হোক বা পৃথিবীর, আসল সংখ্যাটা হয়ত তার বহুগুণ বেশী!

কী অদ্ভুত না? আমরা আমাদের অটো-ইমিউনিটির কথা জানতাম বটে। কিন্তু এই পৃথিবীরও যে একটা অটো-ইমিউনিটি সিস্টেম আছে, তা ভাবিনি কখনো! যেন তিতিবিরক্ত ধরণী আর সইতে না পেরে সেই বোতামটাই টিপে দিয়েছেন!
বিজ্ঞানীদের মতে আগামী একবছরে করোনা-বিপর্যস্ত মানুষ, দফায় দফায় ঘরবন্দী থাকা মানুষ পৃথিবীর দূষণ কমিয়ে ফেলবে প্রায় ৪৫%! পরিবেশ ফিরে যাবে ৫০০ বছর আগে, বিশুদ্ধতার নিরিখে। মাস’ছয়েকের মধ্যে কমতে থাকবে হিমবাহের গলন, বন্ধ হয়ে যাবে বছরখানেকের মধ্যে।
নতুন পৃথিবীতে নতুনভাবে নামবে মানুষ, ভাঙাচোরা অর্থনীতি, থমকে যাওয়া শিল্প, আমূল বদলে যাওয়া জীবনকে নতুন করে বাঁধতে। ধূলো-ধোঁয়া-অন্ধকার পেরিয়ে সেই নতুন পৃথিবীর সোনালী আলোর রেখা হয়ত দেখা যাচ্ছে এখন থেকেই!

যাদবপুর কলেজে  ,,    ১ খন্ড চিএ.....
22/10/2019

যাদবপুর কলেজে ,, ১ খন্ড চিএ.....

"মান্দারতলা " মহেশপুর (ঝিনাইদহ) ও চৌগাছা (যশোর)  উপজেলাদ্বয়ের সংযোগস্থল তথা  "অপকর্মের বর্ডার " / অপরাধের সীমান্ত ৷ তাদে...
10/09/2019

"মান্দারতলা " মহেশপুর (ঝিনাইদহ) ও চৌগাছা (যশোর) উপজেলাদ্বয়ের সংযোগস্থল তথা "অপকর্মের বর্ডার " / অপরাধের সীমান্ত ৷
তাদের প্রশ্বয়দানকারীদেরকেও ভাল করেই চিনি_জানি৷ তোমাদের অপকর্মের রেকর্ড প্রতিনিয়তই অাসে অামাদের কাছে....

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান (১৯৫৩-১৯৭১) বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদের মিছিলে যে সাত জনের আত্মত্যাগ ও বীরত...
04/07/2019

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান (১৯৫৩-১৯৭১) বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদের মিছিলে যে সাত জনের আত্মত্যাগ ও বীরত্বে জাতি তাঁদেরকে 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে মরণোত্তর সম্মান দিয়েছে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান তাঁদের অন্যতম। ১৯৫৩ সালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোর্দ্দ খালিশপুর গ্রামের এক দরিদ্র পরিবারে তিনি জম্ম গ্রহণ করেন। তাঁর পিতা আক্কাস আলী ও মাতা কায়দাছুন নেছা। অতি শৈশব থেকেই বাস্তবতার সাথে তাঁকে প্রতি নিয়ত সংগ্রাম করে টিকে থাকতে হয়েছিল। দারিদ্রের নির্মমতা তাকে উচ্চ শিক্ষার পথ থেকে বঞ্চিত করলেও জীবন সংগ্রামী হামিদুর পিছিয়ে থাকতে চাননি। তাই ১৯৭১ সালের ফেব্রুয়ারী মাসে তিনি যোগ দেন সেনাবাহিনীতে। ২৫শে মার্চে ঢাকায় পাকিস্থানী সেনাবাহিনী নিরস্ত্র বাঙ্গালীদের উপর অতর্কিত হামলা চালালে দেশপ্রেমিক হামিদুর রহমান দেশ মাতৃকার মুক্তির স্বপ্নে যোগ দেন মুক্তি বাহিনীতে । অংশগ্রহণ করেন একের পর এক যুদ্ধে।১৯৭১ এর অক্টোবর। হামিদুর রহমান মুক্তিবাহিনীর সাহসী সদস্য হিসেবে যুদ্ধ করছিলেন সিলেট শ্রীমঙ্গল এলাকায়। এখানে অবস্থিত ধলই বি,ও,পি,তে পাকিস্থানীদের শক্ত ঘাটি দখল করতে পারলে মুক্ত করা যায় বিস্তীর্ণ অঞ্চল। ২৮শে অক্টোবর অতি প্রত্যুষে মুক্তিবাহিনী শুরু করল আক্রমন। চা বাগানের ভেতর হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলেন হামিদুর তাঁর দলের অধিনায়ক লেফটেন্যান্ট কাইয়ুমের নির্দেশে একটি হালকা মেশিনগান সাথে নিয়ে। শত্রু ঘাটির একেবারে কাছে গিয়ে তিনি আকস্মিক হামলা চালালেন শত্রু দলের উপর। নিহত হল প্রতিপক্ষের অধিনায়কসহ কয়েকজন পাকিসহানী সৈন্য। শত্রু সৈন্যরা পরিস্থিতি সামলে নিয়ে শুরু করল পাল্টা আক্রমন। কিন্তু হামিদুর রহমান পিছু হটলেন না। প্রাণপণে লড়াই চালিয়ে গেলেন। হঠাৎ একটি বুলেট এসে বিদ্ধ হল তাঁর কপালে। হামিদুর রহমান বীরত্বের সাথে লড়াই করে শহীদ হলেন। পাঁচ দিন অবিরাম যুদ্ধের পর মুক্ত হল ধলই বি,ও,পি। হামিদুর রহমানের আত্মত্যাগ রচনা করল আমাদের মুক্তির পথ। মুক্তিযুদ্ধে বিরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরুপ তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ট খেতাবে ভূষিত হন। সুদীর্ঘ ৩৬ বছর পর তাঁর দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ১১ ডিসেম্বর ২০০৭ তারিখে ঢাকার মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।এ মহান বীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিগত ১৪-০১-২০০৮ তারিখে শহীদের নিজগ্রাম খোর্দ্দখালিশপুরের নাম পরিবর্তন করে 'হামিদ নগর' করা হয়েছে এবং হামিদ নগরে তাঁর নিজ নামে প্রতিষ্ঠিত কলেজমাঠে ২০০৭-২০০৮ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায়৫৫,৯৮,৩৪০/৪৩ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছেবীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার । গ্রন্থাগারে রয়েছে বিভিন্ন ধরনের ২৩৪৯ টি বই। এটি নির্মানে কারিগরি সহযোগিতা করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং প্রকল্প বাস্তবায়ন করেন জেলা পরিষদ, ঝিনাইদহ। এছাড়া তাঁর নিজ নামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় । ঝিনাইদহ জেলা শহরের স্টেডিয়ামটি তাঁর নামে, বাংলাদেশ ডাক বিভাগ তাঁর স্মরনে একটি ডাক টিকিট প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার তাঁর পৈতৃক ভিটায় একটি পাকা বাড়ী নির্মাণ করেছে। এ নির্ভীক অকুতোভয় বীর সৈনিক এদেশের মানুষের হৃদয়ে চির জাগরুক হয়ে থাকবেন।

নীলকুঠি বাড়ীঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি গ্রাম খর্দ্দখালিশপুর। এখানে জন্মেছিলেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। এখানেই কপোতা...
04/07/2019

নীলকুঠি বাড়ী
ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি গ্রাম খর্দ্দখালিশপুর। এখানে জন্মেছিলেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। এখানেই কপোতাক্ষ নদের ধারে এখনো দাঁড়িয়ে আছে নীলকরদের স্মৃতি বিজড়িত নীলকুঠি। এলাকার লোকজনের কাছে কুঠিবাড়ী হিসেবে পরিচিত এ দালানটি আঠারো শতকের শেষভাগে নির্মিত বলে শোনা যায়। ইংরেজ মি. ডেভরেল এ কুঠিবাড়ী থেকে এলাকার নীল চাষ পরিচালনা করতেন।
কুঠিবাড়ীর ১০ একর জায়গা এখন খাসজমির তালিকাভুক্ত। এক পাশে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মহাবিদ্যালয় ও স্মৃতি জাদুঘর। কুঠিবাড়ীর চারপাশ ঘিরে আছে বড় আম বাগান। যোগাযোগঃঝিনাইদহ জেলা সদর খেবে বাসযোগে কালীগঞ্জ আসতে হবে তারপর পুনঃরায় বাসযোগে খালিশপুর বাসস্ট্র্যান্ডে নেমে পায়ে হেটে অথবা ভ্যান/রিক্সার মাধ্যমে নীলকুটি তে আসা যাবে।

25/03/2019

Address

Maheshpur
7340

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Maheshpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Maheshpur

Show All