Riad of মাগুরা

Riad of মাগুরা Follow / Like দি‌য়ে সা‌থে থাকুন ইনশাআল্লাহ ভা‌লো ভা‌লো ভি‌ডিও শেয়ার ক‌রার চেষ্টা করব ( লাইক, ক‌মেন্ট, শেয়ার ) এটাই চাওয়া।
(11)

- আজ ৭ই ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস..!- সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা..!- বিজয়ের ৫৩ বছর..🇧🇩🇧🇩
07/12/2024

- আজ ৭ই ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস..!
- সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা..!
- বিজয়ের ৫৩ বছর..🇧🇩🇧🇩

27/11/2024

P*e = মূত্রত‌্যাগ
Sextertion = যৌনতা
Intimate = অন্তরঙ্গ

26/11/2024

Gym time

26/11/2024

মহিলাদের চেয়ে!পুরুষের ই লজ্জা বেশী!!
এক বার এক স্কুলে স্থানীয় মহিলারা
একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন।
সেখানে কথা বলতে যেয়ে
এক মহিলা বলেছিল যে, "মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী।"
কথাটা শেষ করতে না করতেই একজন ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। প্রতিবাদের সুরে বললেন, 'আপা, আপনার কথাটা মানতে পারলাম না। পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায়? ওরা তো বেশরম- বেলাজ।
প্রথম মহিলা দ্বিতীয় মহিলার বক্তৃতা থামিয়ে বললো আপা, আপনি কি করেন? তিনি বললেন এই স্কুলে শিক্ষকতা করি। প্রথম মহিলা বললো, কয়জন পুরুষ আর কয়জন মহিলা শিক্ষক আছেন এই স্কুলে?
তিনি বলেন, আমরা সমান সমান। চার জন পুরুষ চার জন মহিলা। হাসি মুখে উত্তর দিলেন ভদ্রমহিলা।
প্রথম মহিলা বললো, আপা আপনি কি কোন দিন আপনার পুরুষ সহকর্মীদের পেট-পিঠ দেখেছেন? "ভদ্রমহিলা ভ্রু কুচকে তাকালেন। বললেন তার মানে?
প্রথম মহিলা বললো "দেহ প্রদর্শন করা নির্লজ্জতা। কিন্তু এই কাজটা সাধারণত পুরুষেরা করেনা। আপনার যদি কখনো ইচ্ছে হয়, আপনার কোন পুরুষ সহকর্মীর পেট কিংবা পিঠ দেখবেন, তাহলে তাকে ডেকে বলতে হবে ভাই আপনার শার্ট কিংবা পাঞ্জাবীটা একটু উপরে তুলুন তো, আমি আপনার পেঠ কিংবা পিঠ তা একটু দেখব। সেই ভাই তখন নির্ঘাত আপনাকে পাগল মনে করবে।
আর আপনার পেট-পিঠ কতভাবে কত এ্যাংগেলে কত শত পুরুষ- মহিলা দেখছে তার কি কোন হিসাব আছে?
#পুরুষেরা পেট পিঠ বের করা পোষাক পরে বাইরে কিংবা অফিস-আদালতে যাবে না, এটা তাদের স্বাভাবিক লজ্জা। যা থাকা উচিত ছিল মেয়েদের।
অথচ মেয়েরা কিভাবে গলাটা আর একটু বড় করে কাঁধ এবং বুকের উপরি অংশ বের করা যাবে, কিভাবে জামার হাতার উপরি অংশ কেটে মাসেল দেখানো যাবে- সেই চেষ্টা করে।
#লজ্জাহীনতা মেয়েদের অস্থিমজ্জায় এমনভাবে ঢুকে গেছে যে, এ বিষয়টাকে তারা লজ্জার বিষয় বলে মনেই করে না. (আফসোস) পোস্টটা হয়ত কারো কাছে খারাপ লাগবে। কিন্তু শিক্ষামূলক পোস্ট হিসেবে সবার পড়া এবং শেয়ার করার দরকার আছে।
পোস্টটা কেমন লাগলো, পড়ার পর কমেন্টে জানাবেন প্লিজ।

25/11/2024

আপ‌নি কি HSC / SSC পরীক্ষার্থী ?
___বা আপনি কি আপনার সোনাম‌নি‌কে ইং‌রে‌জি‌তে দক্ষ ও কথা বলা শিখ‌াতে চান ?
______ও‌কে আজই যোগা‌যোগ কর‌তে পা‌রেন এখানে সকল শ্রে‌ণির English প্রাই‌ভেট পড়া‌নো হয়। প্র‌তিটা Grammar এর বেই‌সিক থে‌কে শেখা‌নো হয় নিজ নিজ স্কু‌লের সি‌লেবাস অনুযায়ী এবং সা‌থে পা‌চ্ছেন English এ কথা বলা শেখার সুবর্ণ সু‌যোগ।
💥 এবং আপনার সোনাম‌নি‌কে Freehand writing এ দক্ষ ক‌রে তুলুন ছোট থে‌কেই ফলে আর নয় মুখস্থ বিদ্যা ‌সে নি‌জে থে‌কেই লিখ‌তে পার‌বে শত শত ইং‌রে‌জি বাক্য।
💥 1500+ Vocabulary.
💥 Basic English Speaking
💥 মনে রাখবেন ৬ষ্ঠ, ৭ম এবং অষ্টম শ্রে‌ণিই হচ্ছে বেইসিক শেখার সঠিক সময়। আর বেইসিক ভালো থাকলেই Advance level হয়ে উঠবে আপনার নিকঠ আনন্দময়।
💥 নি‌জে‌কে অ‌ধিক Smart ক‌রে তুল‌তে English Speaking জানার কোন বিকল্প নাই।
💥 অ‌তি‌রিক্ত গৃহ শিক্ষক প্রদান করা হয়।
💥 Class 1 - Class 12(HSC) পর্যন্ত ( পড়া‌নো হয় )।
💥 স্থান১ : পারনান্দুয়ালী ব্যাপাড়ি পাড়া, সা‌বেক বউ বাজার বর্তমান সকাল বাজার রোড মাগুরা।
বিস্তা‌রিত জান‌তে যোগা‌যোগ করুন ☎️ 01516768155, 01943195194(WhatsApp)

#মাগুরা  

শুক্রবা‌রের ঘুরাঘু‌রি
15/11/2024

শুক্রবা‌রের ঘুরাঘু‌রি

15/11/2024

শুক্রবা‌রের আড্ডা

13/11/2024

এলো‌ভেরা বা ঘৃতকুমা‌রি

13/11/2024

⭐ পে‌জে আজ স্টার পেয়ে গেছি। কিন্তু এখন পর্যন্ত
সেটআপ করি‌নি 🥺

আমরা সবাই
13/11/2024

আমরা সবাই

09/11/2024

ইসলামিক সংগীত হামদ নাত গজল অনুষ্ঠান

06/11/2024

বাংলার অলিকুল সম্রাট ফুরফুরা শরীফের মুজাদ্দিদে যামান পীর আবু বকর সিদ্দিকি আল কুরাইশী (রহঃ)ও তার প্রাণ প্রিয় প্রধান খলিফা আল্লামা রহুল আমীন (রহঃ) এর স্মরণে বিশ্বের সকল মোমেন মোমেনাত কবর বাসী হয়েছেন তাদের রুহের মাগফিরাতে পারনান্দুয়ালী ব্যাপাড়ী পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে ইছালে ছওয়াব ও ওয়াজ মাহাফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহাফিলে আপনারা সকলেই আমন্ত্রিত। Chief guest : এনায়েত উল্লাহ আব্বাসী Dr Enayetullah Abbasi #আব্বাসীরঅগ্নিঝরাবক্তব্য #এনায়েতউল্লাহআব্বাসী

মামা ভা‌গ্নে ভা‌লোবাসা অ‌বিরাম।  ゚
31/10/2024

মামা ভা‌গ্নে ভা‌লোবাসা অ‌বিরাম। ゚

28/10/2024

কেউ ব্যস্ত নয় !😟
তোমাকে যার যতোটা প্রয়োজন সে তোমাকে

ততোটাই গুরুত্ব দিবে ! 😇

18/10/2024

মাগুরা সরকারি কলেজের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থান :- সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস। ゚

18/10/2024

সবাইকে জুম্মা মোবারক

17/10/2024

Sextertion = যৌনতা
Intimate = অন্তরঙ্গ
Intimate image = ?

Address

Magura
Magura
7600

Alerts

Be the first to know and let us send you an email when Riad of মাগুরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Magura

Show All